694)(Story-37-4)Incident in shrine-4.(মাজারের ঘটনা-৪।) – Written by Junayed Ashrafur Rahman
694 https://parg.co/UuQH )(Story-37-4)Incident in shrine-4.(মাজারের ঘটনা-৪।) – Written by Junayed Ashrafur Rahman https://parg.co/UYAr ( http://ow.ly/efEw102XXHZ ) ✒ #Story #Fantasy #Reality #Wisdom #Theology #History #Humanity #Tradition
(1- https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/691story-37.html , 3- https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/693story-37-3-incident-in-shrine.html )
https://write.as/02x3d1f33jm2v
Along with Colonel Bachchu and Major Mofiz, the woman went to another place on the banks of the Titas River.
Colonel Bachchu went there and saw an elderly man sitting under a tree with two other men.
Pointing to the man, the woman said to Colonel Bachchu, “This is my murshid. It was through this that I came into the spiritual world.”
Colonel Bachchu asked the man, “Who are you? What is your identity?”
The man then said fluently, “I am a Musafir. I have come from God and I will return to God.”
Colonel Bachchu looked at the man for a while and said, “This is your spiritual identity. This identity applies to all people. I asked you about your worldly identity.”
The man said, “I left the worldly work before you were born. Now, I have no greed or affection for the world. So, I don't even have a worldly identity.”
Colonel Bachchu sighed and said, “You have left the world, and you have no love for the world. It's your personal matter. But there are some things in the world that you can't give up, even if you'd like to. Rather, they will look for you.”
On hearing this, the man was very shocked and said, “Is this also possible? I have left the illusion of the world and the world, now why will the world look for me?”
Colonel Bachchu said, “Even if you leave the worldly work, there are some things in the world that you cannot leave. For example: As a citizen of Bangladesh, you have a citizen identity. Since you are a mentally healthy person, you cannot hide your identity as a Bangladeshi. I can't hide this identity.”
The man said, “If I don't give this identity, what can you do to me?”
Colonel Bachchu said, “I can't do anything to you. But if RAB or any other law force people come and ask for your worldly identity and if you do not identify, then they may consider you to be the leader or patron of drugs or smugglers.”
Colonel Bachchu said this and looked at Major Mofiz and tipped one eye.
Seeing this, Major Mofiz said to the man, “Then the RAB men will catch you and take you to the camp. Then the foreigner black dog will sit in front of you. Then if you do not say the right thing, then RAB's black dog will jump and bite your neck.”
On hearing this, the man got scared and said, “My name is Borhan. I left the world. Later, my name was Borhan Shah. And I am addressed by my fans as Baba Borhan Shah.”
Colonel Bachchu said, “Well, then where is your house? What did you do before? How did you get on the spiritual line?”
Borhan Shah said, “My house is in Nandail, Mymensingh. I was a lecturer in the economics department of Anandamohan College in Mymensingh. It was 1971. Preparations for the War of Liberation were underway. One day, I was sitting in the college principal's room and speaking in favor of the Liberation War.
“At that time, another professor of the same college said, 'Hey stupid, you are now talking against Pakistan with the food of the Pakistan government, salary, and allowances?'
“I said, 'Yes, I'll tell you.' This is our country. I became independent from Britain not to be exploited by Pakistan.'
Hearing this, the professor said, 'Now you are saying massive things, but when Kamaruzzaman, the commander of the war criminals, comes and beats you with a wooden hammer, then you will not have all these big things.'
“When I heard the professor's words, I was terrified. So, I decided to leave college.'
“So, I boarded the train to Mohanganj at Mymensingh Junction that evening. Then I got down at Netrokona railway station at around 12 o'clock at night. The next morning, I got into a bullock cart and went to the shrine of Shah Sultan (Rah.) in Madanpur. After staying at the shrine for a day, I met Akbar Ali Rezvi sahib of Thakurakona in Netrokona. He heard my incident and said, 'You do not stay in the shrine of Shah Sultan of Netrokona, but go to the shrine of Kella Shah of Akhaura in Brahmanbaria. I have many fans in Brahmanbaria and Cumilla regions. If you do not feel safe to stay in the shrine, then ask the people there, 'Where do the devotees of Rezvi Sahib of Netrokona live?' Then you will stay in their house by introducing me.'
"On hearing this, I went to Kendua railway station in Netrokona. From there, I boarded the Chattogram-bound train and went to Akhaura railway station. Finally, I walked from Akhaura railway station to the shrine of Kella Shah. After staying for some time at the shrine of Kella Shah, one of them said to me, 'Brother Borhan, go to the shrine of Hazrat Shahjalal (Rah.) in Sylhet.' There you will be able to live more comfortably and get close to Baba Shahjalal.'
“Hearing this, I boarded the train to Sylhet that night. By that time, the desire to establish a shrine had been awakened in me by staying in two shrines. I already knew the story and history of the conquest of Sylhet by Hazrat Shahjalal. This time I was even more thrilled to get down at Sylhet railway station. I got into a bullock cart and went to Baba Shahjalal's shrine. I live there and eat the food given to the devotees who come to the shrine. That's how it went for quite some time. By that time, whether I was living in the shrine or for fear of death, the greed of the world, but both patriotism and the desire for the country's independence were gone from my mind. At that time, only I was repeatedly reminded of the conquest of Sylhet by Baba Shahjalal. One day, I had lunch and slept in the mosque adjacent to the shrine. At that time, I saw a man with a white beard and hair and wearing a white jubba and turban and called out to me and said, 'Hey Borhan, you are still sleeping in my shrine? Then who will visit the shrines of the rest of my disciples? Remember, you must visit the shrines of my three hundred and sixty disciples. Because today I have given you the responsibility of visiting their shrine. At the end of visiting their shrine, you will understand that you are also qualified to establish the shrine. Then, even after your death, your shrine will be established like mine. Remember, Islam will be promoted by you in the future. '
“When I hear this, I'm in a state of disrepair. So, I said to the old man,' Baba, Baba, who are you?'
“When the old man heard me, he smiled and said, 'I am Shahjalal Yemeni.' Saying this, he disappeared from me. I looked to the right and called out, 'Father'.I looked to the left again and called out, 'Father.' But I didn't get any more response from the father Shahjalal Yemeni. When I did not get my father Shahjalal Yemeni's response, I started thinking to myself, three hundred and sixty disciples came with Baba Shahjalal. Among them are Shah Sultan Qamar Uddin Rumi of Madanpur in Netrokona, Kella Shah of Akhaura, Shah Paran of Sylhet, etc. Again, the person lying in some shrines is said to be a disciple of Baba Shahjalal. So, instead of looking specifically for the shrine of Baba Shah Jalal's disciple, I am now visiting all the shrines of Bangladesh.”
Colonel Bachchu said, “Don't you have a wife and children?”
Borhan Shah said, “There is.”
Colonel Bachchu said, “How do they go? Who bears their expenses?”
Borhan Shah says, “They live with the pension money they get from the college. However, a person I know told me that since I had left the family due to threats during the war of 1971, I would get the status of a freedom fighter. Then my family will be able to run even from the allowance I received.”
Colonel Bachchu said, “Then why don't you take the freedom fighter's certificate?”
Borhan Shah said, “What will happen with the certificate now? I would rather not get involved again in the worldly work, interests, and greed of the worldly work that I have given up.”
On hearing this, Colonel Bachchu thought, whatever reason Borhan Shah left the worldly work, he has become a truly innocent man today due to being in the spiritual line for a long time.
This time Colonel Bachchu said, “Baba Shahjalal told you, 'Islam will be promoted by you.' 'What is the use of Islam by you now?'
Borhan Shah said, “Wherever now, I go and invite people to the spiritual line. This is how Islam is being promoted by me. For example, the one you came with, that is, my disciple Morzina, was also a worldly girl. But her son-in-law did not provide him properly. So, she has come to the spiritual line at my call. And her husband got married again. Meanwhile, Morzina is also raising a disabled orphanage boy.”
On hearing this, Colonel Bachchu and Major Mofiz realized that the disabled boy was the son of others. But this woman named Morzina is collecting money from people by identifying herself as her son.
Colonel Bachchu said, “Well, you are a man who has left the world. What is the use of you if the shrine is established after your death? All the donation that will be given to your shrine will be eaten by the people of the shrine committee and other people. Someone's pocket will be filled again. What's the use of that to you?”
Borhan Shah said, “Yes, after I die, I will not be able to eat or enjoy anything from the donation given in my shrine. But when people come to my shrine, they will do zikr, recite the Qur'an, eat shirni and remember Allah. So that, my righteousness will increase in the Hereafter. That's my gain.”
Colonel Bachchu said, “Really, your destiny is extraordinary.”
Borhan Shah said, “Besides, I will not be able to benefit from my shrine in any way.”
On hearing this, Colonel Bachchu sighed and said, “Well, we have heard about your life. However I came to you to ask you a question.”
Borhan Shah said,“Baba, I am a dervish type of person. I am not a mufti, maulana or professional speaker who is sitting there to answer your questions.”
Colonel Bachchu said,“Baba, the question that I will ask is about something that has happened in your life.”
Borhan Shah said,“What is that?”
Colonel Bachchu said very seriously, “Why did you compare Morzina's adopted disabled son to the great Saint Hasan Basri?Why did you said the great saint Hasan Basri handicapped?That it is not my intention to insult any disabled person, but I have a strong objection to comparing a disabled person with a great man without any effort and knowledge. So, I feel very bad that you compared that disabled boy with the great saint Hasan Basri, so you have to tell me why you did that?”(Continued. https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/695story-37-5incident-in-shrine-5.html ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262
⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings
636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG
637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF
667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U3oD http://ow.ly/Zawy104u7kO
#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom
কর্নেল বাচ্চু ও মেজর মফিজকে সাথে নিয়ে ওই মহিলা গেল তিতাস নদের তীরের আরেক স্থানে।
সেখানে গিয়ে কর্নেল বাচ্চু দেখলেন একজন বয়স্ক লোক আরো দুজন লোককে নিয়ে একটা গাছের নিচে বসে আছেন।
সেই লোককে দেখিয়ে কর্নেল বাচ্চুকে ওই মহিলা বলল,"ইনি হচ্ছেন আমার মুর্শিদ।ইনির মাধ্যমেই আমি আধ্যাত্মিক জগতে এসেছি।"
কর্নেল বাচ্চু এবার ওই লোককে জিজ্ঞেস করলেন,"আপনি কে?আপনার পরিচয় কী?"
লোকটা তখন সাবলীলভাবে বললেন,"আমি একজন মুসাফির।আমি এসেছি আল্লাহর কাছ থেকে এবং ফিরেও যাব আল্লাহর কাছেই।"
একথা শোনে কর্নেল বাচ্চু কিছুক্ষণ ওই লোকের দিকে স্থিরভাবে তাকিয়ে বললেন,"এটা তো আপনার আধ্যাত্মিক পরিচয়।এ পরিচয় সকল মানুষের ক্ষেত্রেই প্রযোজ্য।আমি জিজ্ঞেস করেছি আপনার জাগতিক পরিচয়।"
লোকটা বললেন,"আমি সংসার ত্যাগ করেছি তোমাদের জন্মের আগে। দুনিয়ার প্রতি এখন আমার কোন লোভ অথবা মায়া নাই।তাই আমার কোন জাগতিক পরিচয়ও নাই।"
কর্নেল বাচ্চু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,"আপনি সংসার ত্যাগ করেছেন ও দুনিয়ার প্রতি আপনার কোন মায়া নাই।সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দুনিয়ার কিছু বিষয় আছে যেগুলো আপনি চাইলেও ত্যাগ করতে পারবেন না।বরং সেগুলোই আপনাকে খোঁজে বেড়াবে।"
একথা শোনে অনেকটা হতবাক হয়ে ওই লোক বললেন,"এটাও কি সম্ভব?আমি সংসার ও দুনিয়ার মায়া ত্যাগ করেছি, এখন দুনিয়া কেন আমাকে খোঁজবে?"
কর্নেল বাচ্চু বললেন,"আপনি দুনিয়া ত্যাগ করলেও দুনিয়ার কিছু বিষয় আছে যেগুলো আপনি ত্যাগ করতে পারেন না।যেমন :- বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার আছে নাগরিক পরিচয়। যেহেতু আপনি মানসিকভাবে একজন সুস্থ মানুষ, অতএব আপনি পারেন না বাংলাদেশি হিসেবে আপনার পরিচয় গোপন করতে।আমি এই পরিচয়টা গোপন করতে পারেন না।"
লোকটা বলল,"যদি আমি এই পরিচয়টা না দেই, তাহলে তুমি আমার কী করতে পারবে?"
কর্নেল বাচ্চু বললেন,"আমি আপনার কিছুই করতে পারব না। কিন্তু র্যাব অথবা অন্য কোন আইন বাহিনীর লোকজন এসে যদি আপনার জাগতিক পরিচয় জিজ্ঞেস করে আর আপনি যদি পরিচয় না দেন, তাহলে আপনাকে ওরা মাদক অথবা চোরা কারবারিদের নেতা অথবা পৃষ্ঠপোষক মনে করতে পারে।"
কর্নেল বাচ্চু একথা বলে মেজর মফিজের দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিলেন।
এটা দেখে ওই লোককে মেজর মফিজ বললেন,"তখন র্যাবের লোকজন আপনাকে ধরে ক্যাম্পে নিয়ে যাবে।এরপর বিদেশি কালা কুত্তার সামনে বসিয়ে দেবে।তখন আপনি যদি ঠিক কথা না বলেন, তাহলে র্যাবের কালা কুত্তায় লাফ দিয়ে উঠে আপনার ঘাড়টা কামড় দিয়ে মটকে ফেলবে।"
একথা শোনে লোকটা ভয় পেয় বলতে লাগল,"আমার নাম বোরহান।সংসার ত্যাগের। পর আমার নাম হয়েছে বোরহান শাহ।আর আমাকে আমার ভক্তরা সম্বোধন করে বাবা বোরহান শাহ নামে।"
কর্নেল বাচ্চু বললেন,"আচ্ছা, তাহলে আপনার বাড়ি কোথায়?আপনি আগে কী করতেন?আধ্যাত্মিক লাইনে এলেন কীভাবে?"
বোরহান শাহ বলতে লাগলেন,"আমার বাড়ি ময়মনসিংহের নান্দাইলে।আমি ছিলাম একটা ময়মনসিংহের আনন্দমোহন কলেজের অর্থনীতি বিভাগের লেকচারার।তখন ১৯৭১ সাল। মুক্তিযুদ্ধের প্রস্ততি চলছিল।একদিন আমি কলেজের প্রিন্সিপালের রুমে বসে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছিলাম।
"এমন সময় ওই কলেজের আরেক অধ্যাপক বললেন,'এ ব্যাটা, পাকিস্তান সরকারের খেয়ে, বেতন-ভাতা নিয়ে এখন পাকিস্তানের বিরুদ্ধেই কথা বলিস?'
"আমি বললাম,'হ্যাঁ, বলবই তো।এটা আমাদের দেশ।ব্রিটেন থেকে স্বাধীন হয়েছি পাকিস্তানের দ্বারা শোষিত হওয়ার জন্য না।'
"একথা শোনে সেই অধ্যাপক বললেন,'এখন তো খুব বড় বড় কথা বলছিস, কিন্তু রাজাকারের কমান্ডার কামারুজ্জামান এসে যখন তোকে কাঠের হাতুর দিয়ে পেটাবে, তখন তোর এ সকল বড় বড় কথা থাকবে না।'
"অধ্যাপকের একথা শোনে আমার মনে ভয় ঢোকে গেল।তাই আমি সিদ্ধান্ত নিলাম, কলেজ ছেড়ে পালাব।'
"তাই আমি সেদিন সন্ধ্যা বেলায় ময়মনসিংহ জংশনে উঠে পড়লাম মোহনগঞ্জের ট্রেনে।এরপর নেত্রকোনা রাত বারোটার দিকে নেত্রকোনা রেলস্টেশনে এসে নামলাম।পরদিন সকালে গরুর গাড়িতে উঠে চলে গেলাম মদনপুরের শাহ্ সুলতানের (রাহ্.) মাজারে। মাজারে একদিন থাকার পর দেখা হলো নেত্রকোনার ঠাকুরাকোনার আকবর আলি রেজভি সাহেবের সাথে।তিনি আমার ঘটনা শোনে বললেন,'তুমি নেত্রকোনার শাহ্ সুলতানের মাজারে অবস্থান না করে, বরং চলে যাও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কেল্লা শাহর মাজারে। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা অঞ্চলে আমার অনেক ভক্ত আছে।যদি মাজারে থাকা নিরাপদ মনে না কর, তাহলে ওখানের লোকজনকে জিজ্ঞেস করবে,'নেত্রকোনার রেজভি সাহেবের ভক্তরা কোথায় থাকে?'তখন আমার পরিচয় দিয়ে তুমি ওদের বাড়িতে থাকতে থাকবে।'
"একথা শোনে আমি চলে এলাম নেত্রকোনার কেন্দুয়া রেলস্টেশনে।সেখান থেকে চট্টগ্রামগামী রেল গাড়িতে উঠে চলে এলাম আখাউড়া রেলস্টেশনে।অবশেষে আখাউড়া রেলস্টেশন থেকে পায়ে হেঁটে চলে এলাম এই কেল্লা শাহর মাজারে।কেল্লা শাহর মাজারে কিছুদিন থাকার পর আমাকে একজন বলল,'ভাই বোরহান, সিলেটের হযরত শাহজালালের (রাহ্.) মাজারে চলে যাও।সেখানে তুমি আরো আরামে থাকতে পারবে আর বাবা শাহজালালের সান্নিধ্য পাবে।'
"একথা শোনে আমি সেদিন রাতেই সিলেটের ট্রেনে উঠে পড়লাম। ততদিনে দুই মাজারে অবস্থান করে আমার মধ্যেও মাজার প্রতিষ্ঠার ইচ্ছা জেগে উঠেছে।হযরত শাহজালাল কর্তৃক সিলেট বিজয়ের কাহিনি ও ইতিহাস আমি আগে থেকেই জানতাম।এবার নিজেই সিলেট রেলস্টেশনে নেমে আরো রোমাঞ্চিত হলাম।একটা গরুর গাড়িতে উঠে চলে এলাম বাবা শাহজালালের মাজারে।সেখানে থাকি আর মাজারে আগত ভক্তদের দেওয়া খাবার খাই।এভাবেই বেশ কিছুদিন গেল। ততদিনে মাজারে থাকতে থাকতেই হোক আর মৃত্যুর ভয়েই হোক, আমার মন থেকে দুনিয়ার লোভ-লালসা তো বটেই, বরং দেশপ্রেম ও দেশের স্বাধীনতার ইচ্ছা দুটোই চলে গেল।তখন শুধু আমার মনে বার বার বাবা শাহজালাল কর্তৃক সিলেট বিজয়ের ঘটনা মনে পড়ছিল।একদিন দুপুরের খাবার খেয়ে মাজার সংলগ্ন মসজিদে শোয়ে ছিলাম।এমন সময় দেখলাম, সাদা দাড়ি ও চুল ওয়ালা ও সাদা জুব্বা ও পাগড়ি পরিহিত লোক এসে আমাকে ডেকে তোলে বলল,'এই বোরহান, তুমি এখনো শোয়ে আছ আমার মাজারে?তাহলে আমার বাকি শিষ্যদের মাজার পরিদর্শন করবে কে?মনে রেখ, আমার তিনশো ষাটজন শিষ্যের মাজার পরিদর্শন তোমাকে করতেই হবে। কেননা, ওদের মাজার পরিদর্শনের দায়িত্ব আজ আমি তোমাকে দিলাম।ওদের মাজার পরিদর্শন করার শেষে তুমি বুঝবে, তোমারও মাজার প্রতিষ্ঠা করার যোগ্যতা হয়েছে।তখন তোমার মৃত্যুর পরেও আমার মতো তোমার মাজার প্রতিষ্ঠা হবে।মনে রাখবে, ভবিষ্যতে তোমার দ্বারা ইসলামের খেদমত করা হবে।'
"একথা শোনে আমার হলো বেসামাল অবস্থা।তাই থতমত খেয়ে ওই বৃদ্ধ লোককে আমি বললাম,"বাবা, বাবা, আপনি কে?"
"আমার একথা শোনে ওই বৃদ্ধ লোক মুচকি হেসে বললেন,'আমিই শাহজালাল ইয়ামেনি।'একথা বলে তিনি আমার সামনে থেকে উধাও হয়ে গেলেন।আমি তখন একবার ডানদিকে তাকিয়ে ডাকি,'বাবা।'আরেকবার বামদিকে তাকিয়ে ডাকি,'বাবা।'কিন্তু বাবার আর কোন সাড়া পেলাম না।বাবার সাড়া না পেয়ে আমি নিজে নিজে চিন্তা করতে লাগলাম, বাবা শাহজালালের সাথে এসেছিলেন তিনশো ষাটজন শিষ্য।তিনিদের মধ্যে বিখ্যাত হলেন, নেত্রকোনার মদনপুরের শাহ্ সুলতান কমর উদ্দিন রুমি, আখাউড়ার কেল্লা শাহ্, সিলেটের শাহ্ পরান প্রমুখ।আবার কোন কোন মাজারে শায়িত ব্যক্তিকে বলা হয়, তিনি বাবা শাহজালালের শিষ্য।তাই সুনির্দিষ্টভাবে বাবা শাহ্ জালালের শিষ্যের মাজার না খোঁজে এখন আমি বাংলাদেশের সকল মাজার জিয়ারত করছি।"
কর্নেল বাচ্চু বললেন,"আপনার কী স্ত্রী-সন্তান নাই?"
বোরহান শাহ্ বললেন,"আছে।"
কর্নেল বাচ্চু বললেন,"ওরা চলে কীভাবে?ওদের খরচ কে বহন করে?"
বোরহান শাহ্ বললেন,"কলেজ থেকে প্রাপ্ত পেনশনের টাকা দিয়ে ওরা চলে।তবে আমাকে আমার পরিচিত একলোক বলেছে, যেহেতু আমি একাত্তরের যুদ্ধের সময় হুমকির কারণে সংসার ত্যাগ করেছিলাম, অতএব, আমি নাকি মুক্তিযোদ্ধার মর্যাদা পাব।তখন প্রাপ্ত ভাতা থেকেও নাকি আমার সংসার চলতে পারবে।"
কর্নেল বাচ্চু বললেন,"তাহলে আপনি মুক্তিযোদ্ধার সনদ নিচ্ছেন না কেন?"
বোরহান শাহ্ বললেন,"এখন আর কী হবে সনদ নিয়ে?যে সংসার, স্বার্থ আর দুনিয়ার লোভ-লালসা আমি ত্যাগ করে এসেছি, সেটাতে আমি আবার জড়াতে চাই না।"
একথা শোনে কর্নেল বাচ্চু চিন্তা করলেন, বোরহান শাহ্ যে কারণেই সংসার ত্যাগ করে থাকুন না কেন, দীর্ঘদিন আধ্যাত্মিক লাইনে থাকার ফলে তিনি আজ যথার্থই নির্লোভ মানুষে পরিণত হয়েছেন।
এবার কর্নেল বাচ্চু বললেন,"আপনাকে বাবা শাহ্জালাল বলেছিলেন,'আপনার দ্বারা ইসলামের খেদমত করা হবে।'তা এখন আপনার দ্বারা ইসলামের কোন খেদমত হচ্ছে?"
বোরহান শাহ্ বললেন,"আমি এখন যেখানেই যাই, সেখানেই গিয়ে মানুষকে আধ্যাত্মিক লাইনে আহ্বান করি।এভাবেই আমার দ্বারা ইসলামের খেদমত করা হচ্ছে।যেমন:- তোমরা যার সাথে এসেছ, অর্থাৎ আমার শিষ্যা মর্জিনাও ছিল সংসারী মেয়ে।কিন্তু ওর জামাই তাকে ঠিকমতো ভরণপোষণ দিত না।তাই সে আমার আহ্বানে সে আধ্যাত্মিক লাইনে চলে এসেছে।আর ওর জামাই আরেকটা বিয়ে করে নিয়েছে।এদিকে মর্জিনাও মা-বাবা মরা একটা প্রতিবন্ধী ছেলেকে নিজের সন্তানের মতো লালন-পালন করছে।"
একথা শোনে কর্নেল বাচ্চু ও মেজর মফিজ বুঝতে পারলেন, প্রতিবন্ধী ছেলেটা অন্যদের সন্তান। কিন্তু মর্জিনা নামের এই মহিলাটি নিজের ছেলে হিসেবে পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করছে।
কর্নেল বাচ্চু বললেন,"আচ্ছা,আপনি তো সংসার ত্যাগী মানুষ।আপনার মৃত্যুর পর মাজার প্রতিষ্ঠা হলে আপনার কী লাভ?আপনার মাজারে যে সকল দক্ষিণা-মান্নত দেয়া হবে, সেগুলো তো মাজার কমিটির লোকেরা ও অন্য লোকেরা খাবে।আবার কারোর পকেট ভরবে।তাতে আপনার কী লাভ হবে?"
বোরহান শাহ্ বললেন,"হ্যাঁ,আমি মৃত্যু বরণ করার পর আমার মাজারে দেয়া দক্ষিণা-মান্নত থেকে আমি কিছুই খেতেও পারব না, ভোগ করতেও পারব না। কিন্তু আমার মাজারে এসে মানুষ জিকির করবে, কুরআন তেলাওয়াত করবে,শিরনি খেয়ে আল্লাহকে স্মরণ করবে,ফলে পরকালে আমার নেকি অর্থাৎ পূণ্য বৃদ্ধি পাবে।এটাই আমার লাভ।"
কর্নেল বাচ্চু বললেন,"সত্যিই তো, আপনার নিয়ত তো অসাধারণ।"
বোরহান শাহ্ বললেন,"এছাড়া আমার মাজার থেকে আমি কোনভাবেই লাভবান হতে পারব না।"
একথা শোনে কর্নেল বাচ্চু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,"আচ্ছা, আপনার জীবনের কথা তো আমরা শোনলাম। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করার জন্য আপনার কাছে এসেছি।"
বোরহান শাহ্ বললেন,"বাবা, আমি একজন দরবেশ টাইপের মানুষ।আমি তো মুফতি, মওলানা অথবা পেশাদার বক্তা না যে, তোমাদের প্রশ্নের উত্তর দেয়ার জন্য বসে আছি।"
কর্নেল বাচ্চু বললেন,"বাবা, আমি যে প্রশ্নটা করব, সেটা আপনার জীবনেই ঘটে যাওয়া একটা ব্যাপার।"
বোরহান শাহ্ বললেন,"সেটা কী?"
কর্নেল বাচ্চু অনেকটা গম্ভীরভাবে বললেন,"মর্জিনার পালিত প্রতিবন্ধী ছেলেকে আপনি কেন মহাসাধক হাসান বসরির সাথে তুলনা করলেন?আপনি মহাসাধক হাসান বসরিকে প্রতিবন্ধী বলেছেন কেন?কোন প্রতিবন্ধীকে অপমান করা আমার উদ্দেশ্য না, কিন্তু কোনো প্রচেষ্টা ও জ্ঞান ছাড়াই একজন প্রতিবন্ধী ব্যক্তিকে একজন মহান ব্যক্তির সঙ্গে তুলনা করাতে আমার তীব্র আপত্তি রয়েছে। সুতরাং, আমার খুব খারাপ লাগছে যে, আপনি সেই প্রতিবন্ধী ছেলেটিকে মহা সাধক হাসান বসরির সাথে তুলনা করেছেন, সুতরাং আমাকে আপনার বলতেই হবে যে, কেন আপনি এটি করেছেন?"(চলবে। https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/695story-37-5incident-in-shrine-5.html ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262
⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings
636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG
637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF
667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U3oD http://ow.ly/Zawy104u7kO
#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom