693)(Story-37-3) Incident in shrine.(মাজারের ঘটনা-৩।) – Written by Junayed Ashrafur Rahman ✒

693 https://parg.co/UuQH )(Story-37-3) Incident in shrine.(মাজারের ঘটনা-৩।) – Written by Junayed Ashrafur Rahman https://parg.co/UYAr ( http://ow.ly/efEw102XXHZ ) ✒ #Story #Fantasy #Reality #Wisdom #Theology #History #Humanity #Tradition 

https://write.as/cbwbtghgb3p0k

(1- https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/691story-37.html , 2- https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/692story-37-2-incident-in-shrine.html ) 


Colonel Bachchu said, “Which Hasan Basri's mother are you?”


The woman said, “I am the mother of another Hasan Basri, like the one whom you know as Hasan Basri.” ”


Colonel Bachchu said, “We know the famous Sufi saint Hazrat Hasan Basri (RA) by the name of Hasan Basri. Is your son also a great saint like Hasan Basri?”


The woman said,“Yes, yes, like my son Hasan Basri.”


Colonel Bachchu said,“What is this?”


The woman said,“That's it. Hasan Basri was the great saint of the Middle Ages. And like my son Hasan Basri, the great saint of the modern era. ”


Colonel Bachchu said, “Well, you've got the money, I'll give you the money.” But I would like to see your son once on par with Hasan Basri. ”


Hearing this, the woman said, “Then come with me.” 


By then, they had finished eating. So, Colonel Bachchu paid the money and went with the woman with Major Mofiz.


On one side of the shrine, on the banks of the Titas river, the woman pointed to a boy and said,“This is Hasan Basri.”


Colonel Bachchu saw that the boy would be between fifteen and sixteen years old.


Colonel Bachchu went to the boy and said, “What is your name?”


The boy didn't say anything in response.


Seeing this, the woman said,“My son does not even listen, he cannot speak. He can't even walk.”


On hearing this, Colonel Bachchu said, “That is, your son is disabled. But I'm not demeaning your son. In every country, there are good arrangements for the disabled. I'll definitely give your son money. But why would you compare your son to Hasan Basri?”


Hearing this, the woman said, "Hasan Basri was as handicapped as my son. But later people turned Hasan Basri into the Imam of Islam.”


On hearing this, Colonel Bachchu said, “This is not yours. Honestly, who taught you that?”


The woman said,“My murshid (pir/guru) taught me this.”


Colonel Bachchu said,“Who is your Murshid?”


The woman said, “My murshid don't live here. He lives in different places. But he came here yesterday. Will you meet my murshid?”


Colonel Bachchu said,“Yes, I will meet your murshid.”


Colonel Bachchu took out a note of one hundred taka from his pocket and gave it to the disabled son of the woman.


Seeing this, Major Mofiz said,“Sir, you gave ten taka to the donation box of the shrine, but gave one hundred taka to this disabled boy. I don't understand that.”


Colonel Bachchu said, “If you give money to the donation box of the shrine, it will never be found or eaten by the person lying in the grave of Kella Shah's shrine, but it will enter the pocket of the shrine committee. But if you give this disabled boy one hundred taka, he will be able to eat it. And who knows, maybe the shrine committee will share the one hundred taka given by me?”


Colonel Bachchu then said to the woman, “You take us to your murshids.”  (Continued. https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/694story-37-4incident-in-shrine-4.html )©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U3oD http://ow.ly/Zawy104u7kO


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 


  (1- https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/691story-37.html , 2- https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/692story-37-2-incident-in-shrine.html ) 


কর্নেল বাচ্চু বললেন,“আপনি কোন হাসান বসরির মা?”


মহিলা বলল,“যাকে তোমরা হাসান বসরি নামে চেন, তিনির মতোই আরেক হাসান বসরির মা আমি।”


কর্নেল বাচ্চু বললেন,“আমরা তো হাসান বসরি নামে চিনি বিখ্যাত সুফি সাধক হযরত হাসান বসরিকে (রাহ.)। আপনার ছেলেও কি হাসান বসরির মতো মহাসাধক?”


মহিলা বলল,“হ্যাঁ গো হ্যাঁ, আমার ছেলে হাসান বসরির মতোই।”


কর্নেল বাচ্চু বললেন,“এটা কোন‌ কথা হলো?”


মহিলা বলল,“এটাই কথা।হাসান বসরি ছিলেন মধ্যযুগের মহাসাধক।আর আমার ছেলে হাসান বসরির মতো আধুনিক যুগের মহাসাধক।”


কর্নেল বাচ্চু বললেন,“আচ্ছা, আপনি টাকা ছেয়েছেন, আপনাকে আমি টাকা দেব। কিন্তু হাসান বসরির সমতুল্য আপনার ছেলেকে একবার দেখতে চাই।”


একথা শোনে মহিলা বলল,“তাহলে আমার সাথে আসো।”


ততক্ষণে তিনিদের খাওয়া শেষ হয়ে গিয়েছে।তাই কর্নেল বাচ্চু টাকা পরিশোধ করে মেজর মফিজকে সাথে নিয়ে ওই মহিলার সাথে চললেন।


মাজারের একপাশে তিতাস নদের তীরে গিয়ে একটা ছেলেকে মহিলাটি দেখিয়ে বলল,“এই হচ্ছে হাসান বসরি।”


কর্নেল বাচ্চু দেখলেন, ছেলেটার বয়স পনেরো থেকে ষোল বছরের মধ্যে হবে।


ছেলেটার কাছে গিয়ে কর্নেল বাচ্চু বললেন,“তোমার নাম কী?”


ছেলেটা প্রতি উত্তরে কিছুই বলল না।


এটা দেখে মহিলাটি বলল,“আমার ছেলে কানেও শোনে না, কথাও বলতে পারে না।এমনকি হাঁটতেও পারে না।”


একথা শোনে কর্নেল বাচ্চু বললেন,“অর্থাৎ আপনার ছেলে প্রতিবন্ধী। কিন্তু আপনার ছেলেকে আমি হেয় করছি না।প্রত্যেক দেশেই প্রতিবন্ধীদের জন্য সরকারিভাবেই সুব্যবস্থা করা আছে।আপনার ছেলেকে আমি অবশ্যই টাকা দেব। কিন্তু আপনার ছেলেকে আপনি কেন হাসান বসরির সাথে তুলনা করবেন?”


একথা শোনে মহিলা বলল,“হাসান‌ বসরিও আমার ছেলের মতোই প্রতিবন্ধী ছিল। কিন্তু পরবর্তী কালের লোকেরা হাসান বসরিকে ইসলাম ধর্মের ইমামে পরিণত করেছে।”


একথা শোনে কর্নেল বাচ্চু বললেন,“একথাটা তো আপনার না।সত্যি করে বলেন তো আপনাকে একথাটা কে শিখিয়েছে?”


মহিলা বলল,“আমাকে আমার মুর্শিদ (পির/গুরু) এটা শিখিয়েছেন।”


কর্নেল বাচ্চু বললেন,“কে আপনার মুর্শিদ?”


মহিলা বলল,“আমার মুর্শিদের এখানে থাকেন না।তিনি বিভিন্ন স্থানে বসবাস করেন। কিন্তু গতকাল তিনি এখানে এসেছেন।তুমি কি আমার মুর্শিদের সাথে সাক্ষাৎ করবে?”


কর্নেল বাচ্চু বললেন,“হ্যাঁ, আপনার মুর্শিদের সাথে আমি দেখা করব।”


একথা বলে কর্নেল বাচ্চু পকেট থেকে একশো টাকার একটা নোট বের করে ওই মহিলার প্রতিবন্ধী ছেলেকে দিলেন।


এটা দেখে মেজর মফিজ বললেন,“স্যার, মাজারের দান বাক্সে দিলেন দশ টাকা, অথচ এ প্রতিবন্ধী ছেলেটাকে দিলেন একশো টাকা।ব্যাপারটা বুঝলাম না।”


কর্নেল বাচ্চু বললেন,“মাজারের দান বাক্সে টাকা দিলে সেটা কখনই কেল্লা শাহর মাজারের কবরে শায়িত ব্যক্তি পাবেন না অথবা খাবেন না, বরং সেটা ঢুকবে মাজার কমিটির পকেটে। কিন্তু এ প্রতিবন্ধী ছেলেটাকে একশো টাকা দিলে সে সেটা খাইতে পারবে।আর কে জানে, হয়তো আমার দেয়া একশো টাকা থেকে মাজার কমিটি ভাগ বসায় কি না?”


এরপর মহিলাকে কর্নেল বাচ্চু বললেন,“আমাদেরকে আপনি আপনার মুর্শিদের কাছে নিয়ে চলেন।”(চলবে। https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/694story-37-4incident-in-shrine-4.html ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U3oD http://ow.ly/Zawy104u7kO


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 




Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman