692)(Story-37-2) Incident in shrine.(মাজারের ঘটনা-২।) – Written by Junayed Ashrafur Rahman ✒

692 https://parg.co/UuQH )(Story-37-2) Incident in shrine.(মাজারের ঘটনা-২।) – Written by Junayed Ashrafur Rahman ✒ #Story #Fantasy #Reality #Wisdom #Theology #History #Humanity #Tradition

(Part-1 https://parg.co/U3Go http://ow.ly/Qu8R104Bxtu ) 

https://write.as/2qv9nj8h7o6je

Colonel Bachchu and Major Mofiz are now standing at the first gate of Kella Shah's shrine.


A road from here leads to the shrine.


Colonel Bachchu and Major Mofiz came closer to the shrine while walking. All kinds of shops are on the side of the road. Food hotels, confectioneries, sweet shops and Quran Sharif, Tasbih, Attar, Hat shops.


Colonel Bachchu and Major Mofiz entered the area of the shrine and deposited their shoes and entered the main room of the shrine.


Sitting at the place designated for the men, Colonel Bachchu began to pray, “Allah, you know whose grave is in this shrine. People come and pray at this shrine, so I am also coming and praying. I have not committed any sin in my personal life for which I have to come to the shrine and apologize to you. But if I crossfired an innocent person while serving in RAB or arrested an innocent person or gave a false report for an innocent person, then forgive me at the behest of this shrine. Amin.”


After completing the munajat, Colonel Bachchu kept 10 taka in the donation box of the shrine room. And they came to the back of the shrine to eat the lollipop (batasa) given by Khadem.


There is a light snack arrangement with chatpati, fuchka. And there is also a system of chair-table for customers to sit.


They sat in a shop and ordered fuchkas and chapatis.


The Titas river flows along the side of the shrine. Kella Shah's shrine has been built on the banks of this Titas river.


Colonel Bachchu said, “It is said that this the severed head of Kella Shah came through this Titas river, . When the severed head was in the fisherman's net, the severed head ordered to be built shrine. So, the fisherman built this shrine. Today, there is no that fisherman, nor is there any historical truth in the incident of the severed head. But, there is a management committee of the shrine, thousands of visitors and millions of taka and goods.”


By then, the chapatis and fuchkas had arrived, and they started eating.


Major Mofiz said, “Sir, the munajat that you performed sitting in the shrine has created confusion in my mind.”


Colonel Bachchu said, “What kind of confusion have been created?”


Major Mofiz said, “You have said that, if you crossfired an innocent person, then May Allah forgive you.” There is a confusion in my mind that, you crossfired, arrested people and reported without being sure. Will I then understand that you misused your power to kill people in the name of crossfire, arrested innocent people to hide your misdeeds and gave false reports for innocent people to serve your own ulterior motives?”


Hearing this, Colonel Bachchu glanced at Major Mofiz. Major Mofiz also looked at Colonel Bachchu.


Looking at Major Mofiz, Colonel Bachchu said to himself, “I have to be more careful about you. Officially, you are my assistant. But if you get a chance, you won't leave me. You explained it to me again.”


On the other hand, Major Mofiz looked at Colonel Bachchu and said to himself, "Colonel Bachchu, I work in the state. Even though I work under you, I will not leave you if I get involved in anti-law and anti-state activities.”


Colonel Bachchu cleared his throat with a cage and said, “Basically, you have converted my munajat differently. I have presented my generosity and insignificance to Allah. Yes, I've had many crossfires in my life. I did a few wearing RAB dresses. Some of them were in RAB jackets, and some in civil dress. But I have never done any crossfire illegally. Once a drug dealer shot me, I shot him too. His bullet pierced my ear, and my bullet hit his forehead. As a result, his bullet became a misfire and my bullet became a crossfire.


“I have made every arrest after scrutiny. I have reported the names of every criminal carefully. In my career, I have never compromised with any drug dealer, militant, terrorist, or smuggler. But I prayed by presenting my smallness to Allah. And you took it another way. ”


Saying this, Colonel Bachchu thought to himself, "I will never do this munajat again by keeping people around. If necessary, I will go for my prayer, on the banks of the river, on the banks of the sea or in the deserted gardens or in the deserted forest. Oops, luckily, I did the munajat sitting outside the CCTV camera of the shrine room. And there was no microphone in the shrine room. Otherwise, Major Mofiz would have presented it in court as material evidence against me. ”


Major Mofiz said to Colonel Bachchu, "Sir, are you angry with my words? Basically, we are both servants of the state and the people. If we make a mistake, we will give each other a chance to do legal work by making mistakes.”


Colonel Bachchu said, “That's right, that's right. But he said to himself, “As long as you are my assistant, I will be more careful about you.”


Major Mofiz said, “I care about each other. I don't try to put anyone in danger.” Again, he said in his mind, “Many of the RAB-police have been arrested for their involvement in wrongdoings. Colonel Bachchu, if I find you also guilty, I will not let you go.”


Colonel Bachchu said, “There may be differences in personality and rank between us, but we are all active in protecting the country.” By saying this, Colonel Bachchu explained to Major Mofiz that Colonel Bachchu is two ranks above Major Mofiz.


Major Mofiz also said, “You are right, sir. We juniors are always there to support seniors like you.” By saying this, Major Mofiz explained to Colonel Bachchu that Colonel Bachchu could not be very successful without Major Mofiz.


Colonel Bachchu said, “You are right.”


That's how the Cold War between the two ended today.


At that time, a woman came and said, “Father, I am Hasan Basri's mother. Give me the money. (Continued. https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/693story-37-3-incident-in-shrine.html) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U3oD http://ow.ly/Zawy104u7kO


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom


মাজারের ঘটনা-২।


(পার্ট-১ https://parg.co/U3Go http://ow.ly/Qu8R104Bxtu )


কর্নেল বাচ্চু ও মেজর মফিজ এখন দাঁড়িয়ে আছেন কেল্লা শাহর মাজারের প্রথম গেইটে।


এখান থেকে একটা রাস্তা চলে গিয়েছে মাজার পর্যন্ত।


হাঁটতে হাঁটতে কর্নেল বাচ্চু ও মেজর মফিজ চলে এলো মাজারের আরো কাছে।রাস্তার পাশে হরেক রকমের দোকান আছে।খাবার হোটেল, কনফেকশনারি,মিষ্টির দোকান এবং কুরআন শরিফ, তাসবিহ,আতর, টুপির দোকান।


কর্নেল বাচ্চু ও মেজর মফিজ মাজারের এরিয়ার ভেতর প্রবেশ করে নিজের জুতো জমা রেখে মাজারের মূল কক্ষে প্রবেশ করলেন।


পুরুষদের জন্য নির্ধারিত স্থানে বসে কর্নেল বাচ্চু মোনাজাত করতে লাগলেন,“আল্লাহ, তুমিই জানো, এই মাজারে কার কবর আছে। মানুষ এসে এই মাজারে মোনাজাত করে, তাই আমিও এসে মোনাজাত করছি।আমার ব্যক্তিগত জীবনে এমন কোন পাপ করিনি, যার কারণে মাজারে এসে তোমার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু র‍্যাবে চাকরিরত অবস্থায় যদি কোন নির্দোষ ব্যক্তিকে ক্রসফায়ার করে থাকি অথবা কোন নির্দোষ ব্যক্তিকে গ্রেফতার করে থাকি অথবা নির্দোষ ব্যক্তির নামে মিথ্যা রিপোর্ট দিয়ে থাকি তাহলে এ মাজারের উসিলায় আমাকে ক্ষমা করে দাও।আমিন।”


মোনাজাত শেষ করে মাজার কক্ষের দান বাক্সে কর্নেল বাচ্চু দশ টাকা রাখলেন।আর খাদেমের দেয়া বাতাসা খাইতে খাইতে তিনিরা এলেন মাজারের পেছনে।


এখানে চটপটি, ফুচকাসহ হালকা নাস্তার ব্যবস্থা আছে।আর কাস্টমারদের বসার জন্য চেয়ার-টেবিলেরও ব্যবস্থা আছে।


তিনিরা একটা দোকানে বসে ফুচকা ও চটপটির অর্ডার দিলেন।


মাজারের পাশ দিয়ে বয়ে চলেছে তিতাস নদ।এই তিতাস নদের তীরেই গড়ে উঠেছে কেল্লা শাহর মাজার।


কর্নেল বাচ্চু বলতে লাগলেন,“কথিত আছে, এই তিতাস নদ দিয়ে ভেসে এসেছিল, কেল্লা শাহর কাটা মাথা।জেলের জালে কাটা মাথা উঠলে কাটা মাথা হুকুম দিল মাজার তৈরি করার জন্য।তাই সেই কাটা মাথাকে জেলে কবর দিয়ে মাজার তৈরি করল।আজ সেই জেলেও নাই, কাটা মাথার ঘটনার ঐতিহাসিক সত্যতাও নাই।আছে মাজার পরিচালনা কমিটি, হাজার হাজার দর্শনার্থী আর লাখ লাখ টাকা ও জিনিসপত্রের মান্নত।”


ততক্ষণে চটপটি ও ফুচকা এসে পড়েছে, তিনিরা খাইতে লাগলেন।


চটপটি খাইতে খাইতে মেজর মফিজ বললেন,“স্যার, মাজারে বসে‌ আপনি‌ যে মোনাজাত করলেন, তাতে আমার মনে কনফিউশন তৈরি হয়েছে।”


কর্নেল বাচ্চু বললেন,“কী রকম সন্দেহ তৈরি হয়েছে?”


মেজর মফিজ বললেন,“আপনি বলেছেন, কোন নির্দোষ ব্যক্তিকে যদি ক্রসফায়ার করে থাকেন, তাহলে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন।এ কথা থেকে আমার মনে কনফিউশন তৈরি হয়েছে যে, আপনি নিশ্চিত না হয়েই আপনি ক্রসফায়ার করেছেন, মানুষকে গ্রেফতার করেছেন আর রিপোর্ট দিয়েছেন।তাহলে কি আমি বুঝে নেব যে, আপনি ক্ষমতার অপব্যবহার করে ক্রসফায়ারের নামে মানুষ খুন‌ করেছেন, নিজের অপকর্ম গোপন করার জন্য নির্দোষ মানুষদের গ্রেফতার করেছেন আর নিজের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য নির্দোষ মানুষের নামে মিথ্যা রিপোর্ট দিয়েছেন?”


একথা শুনে কর্নেল বাচ্চু একদৃষ্টিতে তাকিয়ে রইলেন মেজর মফিজের দিকে।মেজর মফিজও তাকিয়ে রইলেন কর্নেল বাচ্চুর দিকে।


মেজর মফিজের দিকে তাকিয়ে কর্নেল বাচ্চু মনে মনে বলতে লাগলেন,“তোমার ব্যাপারে আমাকে আরো সতর্ক হতে হবে। অফিসিয়ালি তুমি হলে আমার সহকারী। কিন্তু তুমি সুযোগ পেলে আমাকে ছাড়বে না।সেটা আবার আমাকে তুমি বুঝিয়ে দিলে।”


অন্যদিকে কর্নেল বাচ্চুর দিকে মেজর মফিজ তাকিয়ে মনে মনে বলতে লাগলেন,“কর্নেল বাচ্চু, আমি চাকরি করি রাষ্ট্রের।যদিও আমি তোমার অধীনে চাকরি করি, তা সত্ত্বেও তোমাকে আমি আইন ও রাষ্ট্র বিরোধী কাজে জড়িত পেলে ছেড়ে দেব না।”


কর্নেল বাচ্চু খাঁকারি দিয়ে গলা পরিষ্কার করে বলতে লাগলেন,“মূলত আমার মোনাজাতকে তুমি অন্যভাবে কনভার্ট করে নিয়েছ।আমার দৈন্যতা ও নগন্যতাকে আল্লাহর কাছে উপস্থাপন করেছি।হ্যাঁ, আমার জীবনে অনেকগুলো ক্রসফায়ার করেছি। কয়েকটা করেছি র‍্যাবের ড্রেস পরিধান করে।কয়েকটা করেছি র‍্যাবের হাতাকাটা জ্যাকেট পরিধান করে, আর কয়েকটা করেছি সিভিল ড্রেসে। কিন্তু কোন ক্রসফায়ারই কখনই আমি বেআইনিভাবে করিনি।একবার এক মাদক কারবারি আমাকে গুলি করে, আমিও তাকে গুলি করি।ওর গুলিটা আমার কান ঘেঁষে চলে যায়, আর আমার গুলিটা ওর কপালে লাগে।ফলে ওর গুলিটা হয়ে যায় মিসফায়ার আর আমার গুলিটা হয়ে যায় ক্রসফায়ার।


“প্রতিটা গ্রেফতার আমি করেছি যাচাই-বাছাই করেই।প্রতিটা অপরাধীর নামে আমি রিপোর্ট করেছি অত্যন্ত সতর্কতার সাথে।আমার চাকরি জীবনে আমি কখনই কোন মাদক কারবারি, জঙ্গি,সন্ত্রাসী অথবা চোরাকারবারির সাথে আপস করিনি। কিন্তু আল্লাহর কাছে আমার ক্ষুদ্রতা উপস্থাপন করেই আমি মোনাজাত করেছি।আর তুমি বিষয়টাকে অন্যভাবে নিয়ে নিয়েছ।”


একথা বলে কর্নেল বাচ্চু মনে মনে ভাবতে লাগলেন,“আর কখনো আশেপাশে মানুষ রেখে এভাবে মোনাজাত করব না।প্রয়োজনে নিজের একান্ত মোনাজাতের জন্য চলে যাব, নির্জনে নদীর পাড়ে, সাগরের তীরে অথবা নির্জন বাগান অথবা নির্জন বনে।উফ, ভাগ্য ভালো যে, আমি মোনাজাত করেছিলাম মাজার কক্ষের সিসি ক্যামেরার আওতার বাইরে বসে।আর মাজার কক্ষে কোন মাইক্রোফোন ছিল না।না হলে মেজর মফিজ সেটাকেই আমার বিরুদ্ধে মেটিরিয়াল এভিডেন্স হিসেবে আদালতে উপস্থান করত।”


কর্নেল বাচ্চুকে মেজর মফিজ বললেন,“স্যার, আপনি কি আমার কথায় রাগ করেছেন?মূলত আমরা দুজনই রাষ্ট্র ও জনগণের সেবক মাত্র।আমারা যদি কোন ভুল করি, তাহলে একে অপরকে ভুল ধরিয়ে দিয়ে আইনসম্মত কাজ করার সুযোগ দেব।”


কর্নেল বাচ্চু বললেন,“তা ঠিক, তা ঠিক।"কিন্তু মনে মনে বললেন,"যতদিন আমার সহকারি আছ, ততোদিন তোমার ব্যাপারে আরো সতর্ক থাকব।”


মেজর মফিজ বললেন,“আমার তো একে আপরের ব্যাপারে যত্নশীল থাকি।কেউ কেউকে বিপদে ফেলার চেষ্টা করিনা।”আবার মনে মনে বললেন,“র‍্যাব-পুলিশের অনেকেই অন্যায়-অপরাধে জড়িত হয়ে গ্রেফতার হয়েছে।কর্নেল বাচ্চু, তোমাকেও আমি যদি অন্যায়-অপরাধে পাই, তাহলে ছেড়ে দেব না।”


কর্নেল বাচ্চু বললেন,“আমাদের মধ্যে ব্যক্তিত্ব ও পদমর্যাদায় পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সকলেই সক্রিয়।” একথা বলে মেজর মফিজকে কর্নেল বাচ্চু বোঝালেন যে, মেজর মফিজের চেয়ে কর্নেল বাচ্চু দুই র‍্যাংক উপরে।


মেজর মফিজও বললেন,“ঠিকই বলেছেন স্যার। আমরা জুনিয়ররা তো সকল সময় আছি আপনাদের মতো সিনিয়রদের সহযোগিতা করার জন্য।”একথা বলে কর্নেল বাচ্চুকে মেজর মফিজ বোঝালেন যে, মেজর মফিজকে ছাড়া কর্নেল বাচ্চু তেমন সফল হতে পারবেন না।


কর্নেল বাচ্চু বললেন,“তুমি ঠিক কথাই বলেছ।”


এভাবেই আজকের মতো দুজনের স্নায়ুযুদ্ধ শেষ হলো।


এমন সময় একজন মহিলা এসে বলল,“বাবা, আমি হাসান‌ বসরির মা। আমাকে টাকা দাও।”(চলবে। https://mystoriesjunayedmn1.blogspot.com/2023/04/693story-37-3-incident-in-shrine.html) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://parg.co/UdXS , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

636) About the intellectual property of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/UdXG 

637)Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒ https://parg.co/UdwF

667)Case against chat GPT. (চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://parg.co/U3oD http://ow.ly/Zawy104u7kO


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman