187 ) (গল্প - 1) আসামের জঙ্গলে - 3 (IN THE FOREST OF ASSAM - 3)।-Written by Junayed Ashrafur Rahman
187 ) (গল্প - 1) আসামের জঙ্গলে - 3 (IN THE FOREST OF ASSAM - 3)।-Written by Junayed Ashrafur Rahman ✒
🌟 #politics #history #adventure #drama #spy #thriller #sciencefiction #fantasy #comedy #travelling #suspense
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
(Running https://is.gd/Jy2Fv )
( Running )
Ratul told Ayanti, "You are lucky that I did not take you hostage by the separatist terrorists. I pretended to kidnap you. Otherwise, the separatists would have kidnapped you and demanded ransom from the Home Ministries of Calcutta and Bangladesh."
Didi then said, "Then you told us that we can produce in Bollywood by selling stolen ruby stones from Kachin province. So are these also lies?"
Ratul: - At one time Kachin's stolen ruby was smuggled to Mumbai. But Dawood Ibrahim conspired with Osama bin Laden to carry out a series of bombings in Mumbai. So the FBI issued a warrant in Dawood's name. As a result, he fled to Pakistan and on this occasion Balakrishna Thackeray took control of the Mumbai underworld through his Shiv Sena party. As a result, smugglers from Myanmar in Arunachal Pradesh and Assam stopped smuggling ruby stones. Mafia dons from Hong Kong, Macau and Shanghai are also attracted to Kachin's ruby. So the smugglers of Myanmar started giving ruby to the mafia dons of China instead of India. Later, Mafia dons from Thailand, Indonesia and Malaysia also started importing ruby stones from Myanmar. They sell them again to the mafia dons of the Middle East, Europe and America.
Didi: - Being a CBI officer, you did not hesitate to kidnap the citizens of your country?
Ratul: - We do not hesitate to kill the citizens of our country for the sake of our country and activities.
I thought to myself, that the people of CBI do not hesitate to kill the citizens of their own country in their own interest - what do they do if they do not know the citizens of other countries?
Didi: - Then leave us, we decide the acting spot for our new film.
Ratul: - You did not come for the spot. Rather, you have come to exploit the separatists in Assam to gain your political advantage in Assam.
Didi: - What do you do if you know that?
Ratul: - The intelligence officers of the Laal Bazar (Red Market) in Kolkata told me before you came that you were coming to have a meeting with the separatists in Assam. So for you, I was waiting at the Assam airport as a car driver. And you also hired me as your driver. Yesterday, seeing my modified Cadillac car and weapons, I thought you were an ally. And I am the chief director of the CBI and the BSF passed the car without checking it.
I said, "Didi, then this car, these weapons - are not yours?"
Didi:- No. That's what Ratul told me about his car and weapons.
I: - Then who is Anil?
Ratul: - Anil is the director of the CBI in Tripura under me, and there are many CBI agents active in Tripura under him.
I: - Anil, even as a director of the CBI, says that if Bangladesh was connected with India, he could go straight to the sea and bathe. What kind of policy is this again?
Ratul: - We preach this on purpose. Especially goats from Bangladesh - we put many such misconceptions in the minds of crazy peoples.
I: - You mean goats - crazy peoples?
Ratul: - There are some peoples in Bangladesh who are Hindus but go to different shrines in India - they are goats. And some Muslims come from Bangladesh, who go to different temples in India and dance and talk nonsense, they are crazies . The agents of CBI and RAW flattered them and explained that it would have been very good if Bangladesh had attached to India. And those goats - crazy people go to Bangladesh and sing the praises of India. But the connection of Bangladesh with India is not so easy. In the 1971 war, General Aurora fought for Bangladesh to occupy. But if he did that, Mao Zedong would occupy that peak from Arunachal to the Bay of Bengal. So in the end General Aurora was forced to defeat the Pakistanis and return to India (Explanation ✒ https://parg.co/bfxZ) . And at present India cannot connect Bangladesh if it wants to. Because Washington and Beijing will not accept it so easily. So India has to be careful.
Didi: - But Jinnah and Gandhi should not have divided the country on the basis of religion.
Ratul: - That was also one of their tactics. If not divided on the basis of religion, on the basis of regionalism, many countries had to be formed. And if Hitler had not damaged the British Empire by World War II and the then Japanese General Yamashita had not occupied as far as Myanmar, India might not have been independent yet. Joseph Stalin formed the Soviet Union by occupying many countries in Asia and Europe. Thus the British Empire was forced to grant independence to India due to its extreme weakness.
The extremists of Assam are divided into several groups. One group wants to form a new country with only the people of Assam and return the Hindus and Muslims to Bangladesh - those who came from Bangladesh. But another group wants to associate Bangladesh with Assam. Because of these, I had to work as a laborer in Bangladesh for ten years.
Didi: - How is that again?
Ratul: - I was born in a village in Tripura - but my grandfather came to Tripura from Mymensingh in Bangladesh. I was admitted to Assam University. After passing Honors-Masters, I started working as a Junior Officer of CBI. At one time, extremists in Assam started killing and robbing more and more. So we started arresting extremists. But some leaders fled to Bangladesh. So in order to catch them, I was asked by the Central CBI to go to Bangladesh with some of my trusted agents and arrest them. But it was said that we should not contact the Indian embassy. Even, we have to bear our own expenses. We are also told that if extremists can do evil at their own expense, then why can't we work for the country at our own expense? At first I thought the secret service people were alluring, Royal and luxurious life. But after joining I realized the actual issue. Only stories - novels and dramas - movies show the royal life of secret agents. In actuality, but not so much. So I went to Bangladesh under the pseudonym Kadam Ali to arrest the extremists who fled to Bangladesh. I had only twenty thousand rupees, a satellite phone, a 10 MM Beretta machine pistol and one hundred bullets. And others are preparing to enter Bangladesh through different borders. (Will Continued https://mystoriesjunayedmn1.blogspot.com/2020/08/188-1-4-in-forest-of-assam-4-written-by.html )
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান)
অয়ন্তীকে রাতুল বলল , " তোমাদের ভাগ্য ভালো যে , তোমাদেরকে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা জিম্মি না করে আমি তোমাদেরকে কিডনাপের নাটক করেছি। এটা না করলে বিচ্ছিন্নতাবাদীরা তোমাদেরকে কিডনাপ করে কলকাতা আর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মুক্তিপণ দাবী করতো। "
দিদি তখন বলল , " তাহলে তুমি যে আমাদেরকে বলেছ , কাচিন প্রদেশের চোরাই রুবি পাথর বিক্রি করে আমরা বলিউডে প্রযোজনা করতে পারবো। তাহলে কি এগুলোও মিথ্যা ? "
রাতুল : - এক সময় কাচিনের চোরাই রুবি মুম্বাইয়ে পাচার হতো। কিন্তু উসামা বিন লাদেনের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে দাউদ ইব্রাহিম মুম্বাইয়ে সিরিজ বোমা হামলা করে। তাই দাউদের নামে এফবিআই (FBI) পরোয়ানা জারি করে। ফলে সে পাকিস্তানে পালিয়ে যায় আর এই সুযোগে বালকৃষ্ণ ঠাকারে নিজের শিবসেনা পার্টির দ্বারা মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ফলে অরুণাচলে আর আসামে মায়ানমারের চোরাকারবারীরা রুবি পাথর পাচার বন্ধ করে দেয়। আবার হংকং , ম্যাকাও আর সাংহাই এর মাফিয়া ডনেরাও কাচিনের রুবির প্রতি আকৃষ্ট হয়। তাই মায়ানমারের চোরাকারবারীরা ভারতের পরিবর্তে চীনের মাফিয়া ডনদের রুবি দিতে থাকে। পরে থাইল্যান্ড , ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার মাফিয়া ডনেরাও মায়ানমারের রুবি পাথর আমদানি শুরু করে। ওরাই আবার সেগুলো বিক্রি করে মধ্যপ্রাচ্য , ইউরোপ আর আমেরিকার মাফিয়া ডনদের কাছে। তাই দিদি , কাচিনের রুবি পাথরের কথা বলে আপনাদেরকে আমি কিডনাপের নাটক করে নিরাপদ স্হানে নিয়ে এসেছি।
দিদি : - সিবিআইয়ের একজন অফিসার হয়েও নিজের দেশের নাগরিকদেরকে কিডনাপ করতে তোমার দ্বিধা হলো না ?
রাতুল : - আমাদের দেশ আর তৎপরতার জন্য নিজের দেশের নাগরিকদেরকে খুন করতেও আমরা দ্বিধা করি না।
আমি মনে মনে চিন্তা করলাম , যে সিবিআইয়ের লোকেরা নিজেদের স্বার্থে নিজের দেশের নাগরিকদেরকে খুন করতে দ্বিধা করে না - অন্য দেশের নাগরিকদেরকে না জানি কী করে ?
দিদি : - তাহলে আমাদেরকে ছেড়ে দাও , আমরা আমাদের নতুন ছবির জন্য একটিং স্পট (অভিনয় করার স্হান) নির্ধারণ করি।
রাতুল : - আপনারা একটিং স্পটের জন্য আসেননি। বরং এসেছেন আসামের বিচ্ছিন্নতাবাদীদেরকে কাজে লাগিয়ে আসামে আপনাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য।
দিদি : - সেটা তুমি জানলে কী করে ?
রাতুল : - কলকাতার লাল বাজারের গোয়েন্দা অফিসাররা আমাকে আপনারা আসার আগেই বলে দিয়েছে যে , আপনারা আসামের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিটিং করার জন্য আসছেন। তাই আপনাদের জন্য আমি আসাম এয়ারপোর্টে গাড়ির ড্রাইভার সেজে অপেক্ষাতে ছিলাম। আর আপনারাও আমাকেই আপনাদের ড্রাইভার হিসেবে ভাড়া করলেন। গতকাল আমার মডিফাই করা কেডিলাক গাড়ি আর অস্ত্র দেখে আপনাদের সহযোগী মনে করলেন। আর আমি সিবিআইয়ের চিফ ডিরেক্টার বলেই বিএসএফ গাড়ি চেক না করেই পাস দিয়ে দিয়েছে।
আমি বললাম , " দিদি , তাহলে এই গাড়ি , অস্ত্র - এগুলো কি আপনাদের না ? "
দিদি : - না। রাতুল আমাকে ওর গাড়ি আর অস্ত্রের ব্যাপারে যেগুলো বলেছে , আমি সেটাই বলেছি।
আমি : - তাহলে অনিল কে ?
রাতুল : - অনিল হচ্ছে আমার আওতাধীন ত্রিপুরার সিবিআইয়ের ডিরেক্টার , আর ওর অধীনে ত্রিপুরাতে সিবিআইয়ের অনেক এজেন্ট সক্রিয় আছে।
আমি : - অনিল সিবিআইয়ের একজন ডিরেক্টার হয়েও বলে , বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করলে সাগরে সোজা গিয়ে স্নান করতে পারতো। এটা আবার কেমন পলিসি ?
রাতুল : - আমরা ইচ্ছা করেই এমনটা প্রচার করি। বিশেষ করে বাংলাদেশ থেকে আসা ছাগল - পাগলদের মনে এই ধরণের অনেক ভুল ধারণা ঢুকিয়ে দিই।
আমি : - আপনি ছাগল - পাগল বলতে কোন লোকদেরকে বুঝাতে চাচ্ছেন ?
রাতুল : - বাংলাদেশের কিছু লোক আছে যারা হিন্দু হয়েও ভারতের বিভিন্ন মাজারে ঘুরে বেড়ায় - এরা ছাগল। আর বাংলাদেশ থেকে কিছু মুসলমান আসে , যারা ভারতের বিভিন্ন মন্দিরে গিয়ে নাচানাচি আর আবোল - তাবোল করে , এরা পাগল। এদেরকেই সিবিআই আর র (RAW) - এর এজেন্টরা তোষামুদি করে বুঝায় যে , ভারতের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি হলে খুবই ভালো হতো। আর ঐ ছাগল - পাগলেরা বাংলাদেশে গিয়ে ভারতের গুণ - গান করে বেড়ায়। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি এতো সহজ না। 1971 সালের যুদ্ধে জেনারেল ওরোরা বাংলাদেশের হয়ে যুদ্ধ করেছিলেন দখল করা জন্যই। কিন্তু সেটা করলে মাও সে তুঙ দখল করে নিতেন অরুণাচল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত। তাই শেষে বাধ্য হয়েই জেনারেল ওরোরা পাকিস্তানিদের পরাজিত করে ভারতে ফিরে গিয়েছিলেন (ব্যাখ্যা ✒ https://parg.co/bfxZ) । এবং বর্তমানে ভারত চাইলেই বাংলাদেশকে সংযুক্ত করতে পারবে না। কেননা , ওয়াশিংটন আর বেইজিং এতো সহজে এটা মেনে নিবে না। তাই বাধ্য হয়েই ভারতকে সাবধান হতেই হবে।
দিদি : - কিন্তু জিন্নাহ আর গান্ধীর উচিৎ ছিলো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ না করার।
রাতুল : - সেটাও ছিলো তিনিদের একটা কৌশল। ধর্মের ভিত্তিতে ভাগ না করলে , আঞ্চলিকতার ভিত্তিতে হলে অনেক দেশ গঠন করতে হতো। আর হিটলার যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দ্বারা ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষতি না করতো আর তখনের জাপানি জেনারেল ইয়ামাশিটা মায়ানমার পর্যন্ত দখল না করতো , তাহলে হয়তো এখনও ভারত স্বাধীন হতো না। আবার এশিয়া ও ইউরোপের অনেক দেশ দখল করে জোসেফ স্ট্যালিন গঠন করেছিলেন সোভিয়েত ইউনিয়ন। এভাবেই বৃটিশ সাম্রাজ্য চরম দূর্বল হওয়ার কারণে ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হয়।
আসামের চরমপন্থীরাই তো কয়েকটা গ্রুপে বিভক্ত। একটা গ্রুপে চায় , শুধু আসামের জনগোষ্ঠী নিয়ে নতুন দেশ গঠন করতে আর বাংলাদেশ থেকে আগত হিন্দু ও মুসলমানদেরকে বাংলাদেশে ফিরিয়ে দিতে। কিন্তু আরেক গ্রুপে চায় বাংলাদেশটাকেই আসামের সঙ্গে যুক্ত করতে। এদের কারণেই আমাকে দশ বছর বাংলাদেশে শ্রমিকের কাজ করতে হয়েছে।
দিদি : - সেটা আবার কেমন ?
রাতুল : - আমার জন্ম ত্রিপুরার এক গ্রামে - কিন্তু আমার পিতামহ বাংলাদেশের ময়মনসিংহ থেকে ত্রিপুরাতে স্হায়ী হয়েছিলেন। আমি ভর্তি হয়েছিলাম আসাম ইউনিভার্সিটিতে। অনার্স - মাস্টার্স পাশ করার পরে সিবিআইয়ের জুনিয়র অফিসার হিসেবে কাজ শুরু করি। এক সময় আসামের চরমপন্থীরা খুনাখুনি - রাহাজানি বেশি বেশি শুরু করে। তাই আমরা চরমপন্থীদেরকে গ্রেফতার শুরু করি। কিন্তু কিছু লিডার বাংলাদেশে পালিয়ে যায়। তাই ওদেরকে ধরার জন্য আমাকে কেন্দ্রীয় সিবিআই (CENTRAL CBI) থেকে বলা হয় , আমার বিশ্বস্ত কিছু এজেন্টকে নিয়ে যেন বাংলাদেশে গিয়ে ওদেরকে গ্রেফতার করি। কিন্তু বলা হয় , আমরা যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করি। এমনকি , নিজেদের খরচ নিজেরাই যেন বহন করি। আমাদেরকে আরও বলা হয় , চরমপন্থীরা যদি নিজেদের খরচ মিটিয়ে অপকর্ম করতে পারে , তাহলে আমরা কেন নিজেদের খরচ মিটিয়ে দেশের জন্য কাজ করতে পারবো না ? শুরুতে মনে করেছিলাম , সিক্রেট সার্ভিসের লোকদের আলিশান , রাজকীয় আর বিলাসী জীবন। কিন্তু যোগ দেয়ার পরে বুঝলাম আসল বিষয়। শুধু গল্প - উপন্যাস আর নাটক - সিনেমাতেই দেখানো হয় সিক্রেট এজেন্টদের রাজকীয় জীবন। বাস্তবে কিন্তু তেমনটা না। তাই বাধ্য হয়েই বাংলাদেশে পালিয়ে যাওয়া চরমপন্থীদের গ্রেফতার করার জন্য কদম আলী ছদ্মনামে বাংলাদেশে রওয়ানা হলাম। আমার সঙ্গে সম্বল মাত্র বিশ হাজার রুপি , একটা সেটেলাইট ফোন , একটা 10 MM বেরেটা মেশিন পিস্তল আর এক শ বুলেট। আর অন্যরা যে যার মতো বিভিন্ন বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করার প্রস্তুতি নেয়। (চলবে ......) © All Rights Reserved