185) (গল্প - 1) আসামের জঙ্গলে - 2 (IN THE FOREST OF ASSAM - 2)।-Written by Junayed Ashrafur Rahman
185) (গল্প - 1) আসামের জঙ্গলে - 2 (IN THE FOREST OF ASSAM - 2)।-Written by Junayed Ashrafur Rahman ✒
🌟 #politics #history #adventure #drama #spy #thriller #sciencefiction #fantasy #comedy #travelling #suspense
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
(Running 🌈Google/ https://is.gd/UDjV8)
Ratul driver said to me, "Boy why did you come to Assam?"
Ratul Driver is about twenty years older than me - so he can be called "this boy". That is again in such a situation.
I: - I have come for a walk.
Ratul: - Is there no place to visit in Bangladesh?
I: - I heard, the environment in Assam and Arunachal is very similar to Kashmir - so.
Ratul: - How ?
I: - Not cold, not hot again.
On hearing this, Ratul laughed and said, "Does it take Kashmir, Himachal, Assam and Arunachal Provinces ? To enjoy such an environment, you just have to set up an AC machine at home. With money.
I: - I see many industrialists and different officers in our country, they go around different places in India with some extra money in hand - so I came too.
Ratul: - And then you were taken hostage without any crime.
Then Didi said, "This boy has insulted our nationalism and argued with us."
Ratul: - Well done.
Didi: How did you do it?
Ratul: - He has spoken for his country and you have taken him hostage.
Didi: - At night he called Madan's niece Ayanti to his room and committed misdeeds.
Ratul: - You are lying. Instead, the girl went to the boy's door at night and the boy returned. I saw him standing in the dark room of the corridor.
Madan then said, "This boy is rude. He has turned a decent girl out of the door."
Ratul: - Went at night to take this boy hostage. So what will you do if you do not return?
Madan: - This scoundrel. Don't say the opposite in my niece's name. If not, I will make you blue with shoes.
Ratul:- You are a scoundrel. At night you send your niece to another person and during the day you make that girl your wife.
Madan: - Hey, keep your mouth shut. Otherwise, I will be responsible for human rights violations and violence against women.
On hearing this, Ratul laughed again and said, "I took foreigners hostage and misbehaved and I protested. Now you are talking about human rights violations. You have committed human rights violations. You are taking other peoples hostage with one girl and you are talking about human rights."
Madan: - We were acting. We perform in Tollywood.
Ratul: - Well, how many movies have you acted in? Tell the names of the movies.
Madan: - We don't act in movies directly - but we act with peoples. And seeing this, the directors of Tollywood acted with heroes and heroines.
Ratul: - What do you mean by acting with people?
Madan: - We do politics. And politics is a actual life performance and the directors make political movies by watching this performance. We also produce movies, but that is a production of power.
Ratul: - What is it like again?
Madan: - If there is a problem to make a movie somewhere in West Bengal, then we use our political power to solve that problem and make a movie.
Ratul: Is this the production of your power?
Madan: I told you not to do Thou. Wild - Where are the animals?
Ratul: - Who is wild, who is animal?
Madan: - You are a wild animal.
Ratul: - I am wild again - How did I become an animal?
Madan: You live in Assam. And Assam is a place of forests. That is why you are wild animals.
On hearing this, Ratul laughed again and said, "You call your country's province a forest-jungle and you call your country's people wild-animals. Again, do you call Bangladesh to be associated with India?"
Madan: - This is our strategy. You did it a little while ago, sir. Now you are doing. Are you mad or not?
Ratul: - You are mad. You are firing in front of the pistol.
Madan: - I am strong in my confidence and I am standing in front of you.
On hearing this, Ratul laughed again and said, "So? Now I will shoot and break your two knees - let's see what you can do against me with your confidence?"
Hearing this, Madan was shocked and looked at Didi and Didi was also shocked and looked at Ratul. There is no word on anyone's face.
Then Ratul said to Didi, "I told you not to show confidence against Ratul driver said to me, "Boy why did you come to Assam?"
Ratul Driver is about twenty years older than me - so he can be called "this boy". That is again in such a situation.
I: - I have come for a walk.
Ratul: - Is there no place to visit in Bangladesh?
I: - I heard, the environment in Assam and Arunachal is very similar to Kashmir - so.
Ratul: - How are you?
I: - Not cold, not hot again.
On hearing this, Ratul laughed and said, "Does it take Kashmir, Himachal, Assam and Arunachal Pradesh? To enjoy such an environment, you just have to set up an AC machine at home. With money.
I: - I see many industrialists and different officers in our country, they go around different places in India with some extra money in hand - so I came too.
Ratul: - And then he was taken hostage without any crime.
Then Didi said, "This boy has insulted our nationalism and argued with us."
Ratul: - Well done.
Didi: How did you do it?
Ratul: - He has spoken for his country and you have taken him hostage.
Didi: - At night he called Madan's niece Ayanti to his room and committed misdeeds.
Ratul: - You are lying. Instead, the girl went to the boy's door at night and the boy returned. I saw him standing in the dark room of the corridor.
Madan then said, "This boy is rude. He has turned a decent girl out of the door."
Ratul: - Went at night to take this boy hostage. So what will you do if you do not return?
Madan: - This scoundrel. Don't say the opposite in my niece's name. If not, I will make it blue with shoes.
Ratul: You are a scoundrel. At night you send your niece to another person and during the day you make that girl your wife.
Madan: - Hey, keep your mouth shut. Otherwise, I will be responsible for human rights violations and violence against women.
On hearing this, Ratul laughed again and said, "I took foreigners hostage and misbehaved and I protested. Now you are talking about human rights violations. You have committed human rights violations. You are taking other people hostage with one girl and you are talking about human rights."
Madan: - We were acting. We perform in Tollygunge.
Ratul: - Well, how many movies have you acted in? The names of the movies are Ball.
Madan: - We don't act in movies directly - but we act with people. And seeing this, the directors of Tollygunge acted with heroes and heroines.
Ratul: - What do you mean by acting with people?
Madan: We do politics. And politics is a real life performance and the directors make political movies by watching this performance. We also produce movies, but that is a production of power.
Ratul: - What is it like again?
Madan: - If there is a problem to make a movie somewhere in West Bengal, then we use our political power to solve that problem and make a movie.
Ratul: Is this the production of your power?
Madan: I told you not to do Tukari. Wild - Where are the animals?
Ratul: - Who is wild, who is animal?
Madan: - You are a wild animal.
Ratul: - I am wild again - How did I become an animal?
Madan: You live in Assam. And Assam is a place of forests. That is why you are wild animals.
On hearing this, Ratul laughed again and said, "You call your country's province a forest-jungle and you call your country's people wild-animals. Again, do you call Bangladesh to be associated with India?"
Madan: - This is our strategy. You did it a little while ago, sir. Now you are doing. Are you crazy or not?
Ratul: You are crazy. You are firing in front of the pistol.
Madan: I am strong in my confidence and I am standing in front of you.
On hearing this, Ratul laughed again and said, "So? Now I will shoot and break your two knees - let's see what you can do against me with your confidence?"
Hearing this, Madan was shocked and looked at Didi and Didi was also shocked and looked at Ratul. There is no word on anyone's face.
Then Ratul said to Didi, "I told you not to show confidence against the gunmen from today onwards."
Madan then said, "I told you not to give advice. Uneducated - where is the little man?"
Ratul laughed again and said, "Who is uneducated - little man?"
Madan: - You are uneducated, you are small.
Ratul: - I am Honors - Masters from Assam University. But you said me, I'm uneducated - little one, right?
Madan: - Honors - Masters. He is just two papers. Honors like you - Masters follow me.
Ratul: - What side are you on?
Madan: - I passed the metric in the third division.
Hearing this, Ratul took the pistol from his right hand and slapped Madan with his left hand. Ratul said, "How big of a courage do you have to call a person who has passed the matriculation exam an uneducated person - a small person?" After two slaps, Madan punched Ratul in the face - but before the punch hit Ratul in the face, Ratul kicked Madan in the stomach. Madan was kicked and fell about five hands away. Ratul then put the pistol in his pocket, took out a telescopic button from the belt attached to the waist belt behind the shirt and started beating Madan mercilessly under both knees. And Madan started shouting, "Oh Didi, oh Didi. Ratul is going to kill me ..."
Didi then said, "Ratul stop. Madan will die." By then Ratul had hit Madan about eight times below the knee.
Ratul: - People do not die if they are beaten below the knee. But you saw my beating and you didn't see Madan's crime.
Didi: - What crime has Madan committed?
Ratul: - He is saying that a person who has passed the metric and passed the master's degree is uneducated.
Didi: - Madan is my secretary. And because of this he has a lot of power.
Madan: - Then you are also a criminal.
Didi: - How did I become a criminal again?
Ratul: - You have given the title of your secretary to a man like Madan and he is insulting more educated people than him by getting the power of secretary. So you are also a criminal.
Didi then mumbled, "When I made Madan my secretary, I didn't find any educated people. So I made Madan my secretary."
Ratul: - Then you didn't get educated people - but now you have. Go to Calcutta and give the title of your secretary to an educated man. Later, if you find the uneducated powerful by your side, there will be a movement of educated people against your politics.
🌟 By that time Madan screamed and rolled up his pajamas and started kneeling under his knees.
Then Ratul rolled up the telescopic button, put it on his waist and took out a small sprayer from inside the car and sprayed it under Madan's two knees with a few shakes.
After a few seconds, Madan's screaming stopped and Madan stood up. Didi was surprised to see that and asked, "What kind of spray is this?"
Ratul: - Morphine spray made by me.
And he said to Madan, "Passing a master's degree means being a first class citizen of the country concerned - whether you do it or not. Remember that."
Madan then wiped away the tears and said, "Remember."
🌟 Ayanti then said to Ratul, "I will go to Calcutta and tell the journalists that a separatist terrorist leader named Ratul kidnaps and tortures peoples who come to visit Assam ......."
On hearing this, Ratul laughed even more than before and said, "I am the Chief Director of the CBI in the North East of India ......."(Will Continued https://mystoriesjunayedmn1.blogspot.com/2020/07/187-1-3-in-forest-of-assam-3-written-by.html )
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান)
রাতুল ড্রাইভার আমাকে বলল , " এই ছেলে তুমি আসামে এসেছ কেন ? "
রাতুল ড্রাইভার আমার চেয়ে বয়সে প্রায় বিশ বছরের বড় - তাই " এই ছেলে " বলে সম্বোধন করতেই পারে। সেটা আবার এমন পরিস্থিতিতে।
আমি : - বেড়ানোর জন্য এসেছি।
রাতুল : - বাংলাদেশে কি বেড়ানোর জায়গা নাই ?
আমি : - শুনেছি , আসাম আর অরুণাচলের পরিবেশ অনেকটা কাশ্মীরের মতোই - তাই ।
রাতুল : - কেমন ?
আমি : - ঠাণ্ডাও না , আবার গরমও না।
এই কথা শুনে রাতুল হোঃ হোঃ করে হেসে উঠে বলল , " এর জন্য কি কাশ্মীর , হিমাচল , আসাম আর অরুণাচলে আসা লাগে ? এমন পরিবেশ উপভোগ করার জন্য বাড়িতে এসি মেশিন সেটিং করলেই তো চলে। গরমের সময় ঠাণ্ডা আর ঠাণ্ডার সময় গরম উপভোগ করা হবে - ভ্রমণের টাকা দিয়েই।
আমি : - আমাদের দেশের অনেক শিল্পপতি আর বিভিন্ন অফিসারদেরকে দেখি , হাতে কিছু উপরি টাকা হলেই ভারতের বিভিন্ন স্হানে ঘুরে বেড়ায় - তাই আমিও এসেছি।
রাতুল : - আর এসেই কোন অপরাধ না করেই জিম্মি হলে।
তখন দিদি বলল , " এই ছেলেটা আমাদের জাতীয়তাবাদকে অপমান করেছে আর আমাদের সঙ্গে তর্ক করেছে। "
রাতুল : - ঠিকই করেছে।
দিদি : - কীভাবে ঠিক করেছে ?
রাতুল : - সে নিজের দেশের পক্ষে কথা বলেছে আর অমনি আপনি তাকে জিম্মি করেছেন।
দিদি : - রাতে সে মদনের ভাগ্নি অয়ন্তীকে রুমে ডেকে অপকর্ম করেছে।
রাতুল : - আপনি মিথ্যা কথা বলছেন। বরং রাতেই মেয়েটা গিয়েছে ছেলেটার দরজায় আর ছেলেটা কথা বলে ফিরিয়ে দিয়েছে। করিডরের অন্ধকার রুমে দাঁড়িয়ে দেখেছি।
মদন তখন বলল , " এই ছেলেটা একটা বেয়াদব। একটা ভদ্র মেয়েকে দরজা থেকে ফিরিয়ে দিয়েছে। "
রাতুল : - রাতে গিয়েছে এই ছেলেকে জিম্মি করার জন্য। তো ফিরিয়ে দিবে না তো কী করবে ?
মদন : - এই বদমাশ। আমার ভাগ্নির নামে উল্টা - পাল্টা বলবি না। তা না হলে একেবারে জুতিয়ে নীল করে দিবো।
রাতুল : - বদমাশ তো তুই। রাতের বেলা নিজের ভাগ্নিকে পাঠাস আরেকজনের কাছে আর দিনের বেলা ঐ মেয়েকেই বৌ সাজিয়ে বদমাশি করিস।
মদন : - এই , মুখ সামলে কথা বল্। তা না হলে মানবাধিকার লঙ্ঘন আর নারী নির্যাতনের দায়ে দায়ী হবি।
এই কথা শুনে রাতুল তখন আবার হোঃ হোঃ করে হাসতে লাগলো এবং বলল , " বিদেশের মানুষকে জিম্মি আর নষ্টামি করলি আর আমি প্রতিবাদ করলাম। এখন বলছিস মানবাধিকার লঙ্ঘন। মানবাধিকার লঙ্ঘন তো তোরাই করেছিস। একটা মেয়েকে দিয়ে অন্য মানুষকে জিম্মি করাস আর বলিস মানবাধিকারের কথা। "
মদন : - আমরা অভিনয় করছিলাম। আমরা টালিগঞ্জে অভিনয় করি।
রাতুল : - বল্ , কয়টা সিনেমাতে অভিনয় করেছিস ? সিনেমাগুলোর নাম বল্।
মদন : - আমরা সরাসরি সিনেমাতে অভিনয় করি না - কিন্তু জনগণের সঙ্গে অভিনয় করি। আর এটা দেখে টালিগঞ্জের পরিচালকরা নায়ক - নায়িকা দিয়ে অভিনয় করায়।
রাতুল : - জনগনের সঙ্গে অভিনয় বলতে কী বুঝাতে চাচ্ছিস ?
মদন : - আমরা রাজনীতি করি। আর রাজনীতি হচ্ছে বাস্তব জীবনের অভিনয় আর এই অভিনয় দেখেই পরিচালকরা রাজনৈতিক সিনেমা নির্মান করে। আমরা সিনেমাতে প্রযোজনাও করি , তবে সেটা ক্ষমতার প্রযোজনা।
রাতুল : - সেটা আবার কী রকম ?
মদন : - পশ্চিমবঙ্গের কোথাও যদি সিনেমা করতে সমস্যা হয় , তা হলে আমরা আমাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে সেই সমস্যা দূর করে সিনেমা করার ব্যবস্থা করে দিই।
রাতুল : - এটাই তোদের ক্ষমতার প্রযোজনা ?
মদন : - তুই , তুকারি করবি না বলে দিলাম। জঙলি - জানোয়ার কোথাকার ?
রাতুল : - কে জঙলি , কে জানোয়ার ?
মদন : - তুই জঙলি - জানোয়ার।
রাতুল : - আমি আবার জঙলি - জানোয়ার হলাম কীভাবে ?
মদন : - তোরা থাকিস আসামে। আর আসাম হচ্ছে বন - জঙ্গলের স্হান। তাই তোরা জঙলি - জানোয়ার।
এই কথা শুনে রাতুল আবার হোঃ হোঃ করে হেসে উঠে বলল , " নিজের দেশের প্রদেশকে বলিস বন - জঙ্গল আর নিজের দেশের মানুষকেই বলিস জঙলি - জানোয়ার। আবার বাংলাদেশকে বলিস ভারতের সঙ্গে যুক্ত করার জন্য ?
মদন : - এটা আমাদের কৌশল। একটু আগে স্যার স্যার করেছিস। এখন তুই করছিস। তুই পাগল নাকি রে ?
রাতুল : - পাগল তো তুই। পিস্তলের সামনে ঝারি দিচ্ছিস।
মদন : - আমার আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে আমি তোর সামনে টিকে আছি।
এই কথা শুনে রাতুল আবার হোঃ হোঃ করে হেসে উঠে বলল , " তাই ? এখন আমি গুলি করে তোর দুই হাঁটু ভাঙবো - দেখি তুই তোর আত্মবিশ্বাস দিয়ে আমার বিরুদ্ধে কী করতে পারিস ? "
এই কথা শুনে মদন চমকে গিয়ে দিদির দিকে তাকালো আর দিদিও চমকে গিয়ে রাতুলের দিকে তাকালো। কারোর মুখে কোন কথা নাই।
তখন দিদিকে রাতুল বলল , " আজকের পর থেকে অস্ত্রধারীর বিরুদ্ধে আত্মবিশ্বাস দেখাবেন না বলে দিলাম। "
মদন তখন বলল , " উপদেশ দিবি না বলে দিলাম। অশিক্ষিত - ছোট লোক কোথাকার ? "
রাতুল আবার হোঃ হোঃ করে হেসে উঠে বলল , " কে অশিক্ষিত - ছোটলোক ? "
মদন : - তুই অশিক্ষিত , তুই ছোটলোক।
রাতুল : - আসাম ইউনিভার্সিটি থেকে আমি অনার্স - মাস্টার্স। আমি অশিক্ষিত - ছোটলোক , না ?
মদন : - অনার্স - মাস্টার্স । সে তো দুইটা কাগজ মাত্র। তোর মতো অনার্স - মাস্টার্স আমার পিছু পিছু ঘুরে।
রাতুল : - তুই কী পাশ ?
মদন : - আমি থার্ড ডিভিশনে মেট্রিক পাশ।
এই কথা শুনে রাতুল ডান হাত থেকে পিস্তলটা বাম হাতে নিয়ে মদনকে ঠাস্ করে এক থাপ্পর মারলো। মেরে বলল , " তোর কতো বড় সাহস , মেট্রিক পাশ করা লোক হয়ে মাস্টার্স পাশ করা লোককে বলিস অশিক্ষিত - ছোট লোক ? " এরপরে আবার মারলো এক থাপ্পর। দুই থাপ্পর খেয়ে মদন একটা ঘুষি মারলো রাতুলের মুখের দিকে - কিন্তু ঘুষিটা রাতুলের মুখে লাগার আগেই রাতুল একটা লাথি মারলো মদনের পেটে। লাথি খেয়ে মদন গিয়ে পড়লো প্রায় পাঁচ হাত দূরে। রাতুল তখন পিস্তলটা পকেটে ঢুকিয়ে শার্টের আড়ালে কোমরের বেল্টে আটকানো খাপ থেকে একটা টেলিস্কোপিক বাটন বের করে মদনের দুই হাঁটুর নীচে নির্দয়ভাবে পিটাতে লাগলো। আর মদন চিৎকার করতে করতে বলতে লাগলো , " ও দিদি , ও দিদি। আমাকে মেরে ফেললো গো ......। "
দিদি তখন বলল , " রাতুল থাম্। মদন তো মরে যাবে। " ততক্ষণে রাতুল প্রায় আটটা আঘাত মদনের হাঁটুর নীচে মেরে দিয়েছে।
রাতুল : - হাঁটুর নীচে পিটালে মানুষ মরে না। কিন্তু আপনি আমার পিটানিটা দেখলেন আর মদনের অপরাধটা দেখলেন না।
দিদি : - মদন কী অপরাধ করেছে ?
রাতুল : - সে মেট্রিক পাশ করে মাস্টার্স পাশ করা লোককে অশিক্ষিত - ছোটলোক বলছে।
দিদি : - মদন আমার সেক্রেটারি। আর এই কারণে সে অনেক ক্ষমতার অধিকারী।
মদন : - তাহলে তো আপনিও অপরাধী।
দিদি : - আমি আবার অপরাধী হলাম কী করে ?
রাতুল : - মদনের মতো এমন একটা মানুষকে আপনার সেক্রেটারির পদবি দিয়েছেন আর সে সেক্রেটারির ক্ষমতা পেয়ে ওর চেয়ে বেশি শিক্ষিত মানুষকে অপমান করছে। তাই আপনিও অপরাধী।
দিদি তখন আমতা আমতা করে বললো , " মদনকে যখন আমার সেক্রেটারি করি তখন শিক্ষিত লোক কেউকে পাইনি। তাই মদনকেই সেক্রেটারি করি। "
রাতুল : - তখন শিক্ষিত লোক পাননি - কিন্তু এখন তো আছে। কলকাতা গিয়ে একজন শিক্ষিত লোককে আপনার সেক্রেটারির পদবি দিবেন। পরে যদি আপনার পাশে অশিক্ষিত ক্ষমতাশালীকে পাই তবে আপনার রাজনীতির বিরুদ্ধে শিক্ষিত মানুষের আন্দোলন হবে।
🌟 ততক্ষণে মদন আর্তনাদ করে পাজামা গুটিয়ে দুই হাঁটুর নীচে ডলতে লাগলো।
তখন রাতুল টেলিস্কোপিক বাটনটা গুটিয়ে কোমরের খাপে রেখে গাড়ির ভিতর থেকে একটা ছোট স্প্রেয়ার বের করে কয়েকটা ঝাঁকি দিয়ে মদনের দুই হাঁটুর নীচে স্প্রে করলো।
মাত্র কয়েক সেকেন্ড পরেই মদনের চিৎকার থেমে গেল আর মদন উঠে দাঁড়াল। সেটা দেখে দিদি অবাক হয়ে জিজ্ঞেস করলো , " এটা কীসের স্প্রে ? "
রাতুল : - আমার তৈরি করা মরফিনের স্প্রে।
আর মদনকে বলল , " একটা মানুষ মাস্টার্স পাশ করা মানে সংশ্লিষ্ট দেশের প্রথম শ্রেণীর নাগরিক হওয়া - কিছু করুক আর না করুক। কথাটা যেন মনে থাকে। "
মদন তখন তখন চোখের পানি মুছতে মুছতে বলল , " মনে থাকবে। "
🌟 অয়ন্তী তখন রাতুলকে বলল , " আমি কলকাতা গিয়ে সাংবাদিকদেরকে বলবো , রাতুল নামের এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেতা আসামে বেড়াতে আসা লোকদেরকে কিডন্যাপ করে নির্যাতন করে ......। "
রাতুল এই কথা শুনে আগের চেয়ে আরো বেশি করে হোঃ হোঃ হোঃ হোঃ হেসে বলল , " আমি হলাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের সিবিআইয়ের চিফ ডিরেক্টার ......। " (চলবে ...... ) © All Rights Reserved