184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

184) (গল্প - 1) আসামের জঙ্গলে-1 (IN THE FOREST OF ASSAM-1)।-Written by Junayed Ashrafur Rahman

🌟 #politics #history #adventure #drama #spy #thriller #sciencefiction #fantasy #comedy #travelling #suspense 

 I shot a tiger while traveling in Assam, India https://is.gd/ogY3s - I also killed human https://is.gd/FFciF .

I have been thinking for a long time that, I will go to Assam for traveling.

Because, I used to hear from my childhood that the environment of Assam is much like that of Kashmir. 

So I told my parents that I entered Assam, India through the Jhenaigati border of Sherpur district with my passport and visa.

From there I took a bus to Guwahati, the provincial capital of Assam.

I went there and stayed at a hotel. In the next room on the third floor of the hotel, some Bengalis got up again. They are not Bangladeshis like me - but a few from Kolkata and Tripura.

They are three women and four men.

One of them is from Tripura and the other six are from Kolkata.

A woman is over sixty-five years old - but the boys and girls her child's age call her sister. So I started calling Didi (Elder Sister).

While having dinner with them at the dinner table that night, they started discussing some novel topics. Bankimchandra's novels "Ananda Math", Rabindranath's "Gora" and Saratchandra's "Pather Daabi" started a heated argument.

At one point their argument was that we were sitting in the British period and the events of the novel were happening in Calcutta - that's what they meant.

At one point, I was almost annoyed and said, "Those novels were written in the context of British-era events. Now we can discuss them, but we can't turn them into actuality."

The youngest of them heard me say this - but the girl my age said, "Here, your Bangladesh is ours. We will one day connect Bangladesh with our country."

I said, "India was divided in 1947 and Bangladesh became independent in 1971. So what is the need for Bangladesh's annexation with India now?"

Did means the old lady said, "That is our mistake. If Indira Gandhi had lost Pakistan in 1971 and included Bangladesh in India like Sikkim and Hyderabad, then Bangladesh and India would not have so many problems."

I said, "Which problem ?"

Didi said, "The population of Bangladesh would spread all over India. This would reduce the pressure on the population of Bangladesh and the peoples of the north-western part of India would be able to use the merchant ships of the sea of ​​Bangladesh freely."

Hearing this, the Tripura man said, "And we also did not have to travel thousands of miles to Calcutta or South India to bathe in the sea."

I said, "That's not the point now."

Didi: - But there is no problem in dreaming.

I: - What do you mean ?

Didi: - What do you mean again? We dream that one day Bangladesh will join this India and become a new country. And the dreams of Ravi Tagore, Bankimchandra, Saratchandra, Netaji Subhash Bose and Hossain Ahmad Madani will come true.

I: - But they had that dream during the British period. Is there any benefit in seeing this dream now?

Didi: Does it take time to dream? If people can dream while sleeping at noon, then what is the problem with dreaming of British India now?

I ate my own food without saying a word and went to the room.

I did not understand that they are in fact a group of extremist nationalists. Arguing with them would be like getting myself in trouble. Who knows, maybe RAW will give a false report by them that, a JMB leader has come from Bangladesh to sabotage India. 

Or give a false report to the CBI, a mafia don has come from Bangladesh to smuggle illegal money.

Or tell the BSF that a military officer has come from Bangladesh to conspire in India. 

So I brushed my teeth and fell asleep. 

That night it was half past two. I woke up to hear a knock on the door.

Then the girl's voice said, "Open, open. There is an urgent matter."

I thought, at half past two in the night, which girl in Guwahati, India, could have an urgent talk with me? I opened the door and said, "What's the matter?" 

The girl said, "Didi said. To get you involved in our team." 

I: - What is the need to call so late at night? I should have been told at the breakfast table tomorrow morning.

The girl: - Didi said, if I can't get you involved in the team - then she will drop me from the team. That's why I have come to involve you in the team.

I: - I will talk to you tomorrow morning. Now go to the room.

Girl: - No problem. I am in the third year of Calcutta University. I also have many friends. You're my friend too - no problem. 

I: - Well, go to the room now.

The girl heard this and went to her room.

I started to think in the room, in the end I did not fall into the clutches of RAW?

I have heard that the girls of RAW do a lot of tricks to catch the suspect in order to obey the orders of the boss.

Who knows, maybe that girl or their party is a RAW agent - no?

However, I have been targeted because of the fact that they are extremist nationalists and arguing against them over Bangladesh's annexation to India.

Didi said to me at the dinner table the next morning, "Ayanti must have told you last night? You're my son's age, you're saying, don't mind."

Understood, the girl's name, Ayanti. So I said, "She Said."

Didi: - We are going to Jorhat in an hour. You are going with us. Get ready.

Didi told me as if I had come with them from Calcutta.

I said, "I've come home, I'll go for a week. If it takes too long, my parents will be tense."

Didi: No problem. You can talk at home with our mobile. And if there is a problem with visa or passport, we will take care of it.

So despite my reluctance, I came to the room and got ready.

Didi came out in front of the Cadillac car and said, you get in the car with Anil. And from now on Madan will act as Ayanti's husband. People seem to think of them as husband and wife.

Ayanti seemed happy. I saw that she was wearing a conch shell in her hand, a tip on her forehead and a braid in her hair.

He got up by the window and Madan by his side.

The driver said, "Didi, would I leave the car ?" 

Didi is sitting in the front seat. Said, "Let go." 

The driver left the car. I asked him, "What's the matter, you are a person of Assam, but speak the regional language of Mymensingh?" 

He said, "Yes, I have been working in Mymensingh , Sherfur, Gazifur for a long time." 

That's what he said 

He studied at Assam University. But for some special reason he has worked as a laborer in different places in Bangladesh for ten years. 

The matter actually surprised me. 

When we went to Jorhat, Didi said, "Actually we are going to Tinsukhia district. Don't bother again." 

Meanwhile, Ayanti is sleeping with her head on Madan's shoulder - the way the wife sleeps on her husband's shoulder. 

After crossing Jorhat, we had to stop at the BSF check post. Asked by a soldier, Didi said that her brother's son (meaning Madan) had been married for some time and was now going to Arunachal for honeymoon. 

Hearing this, the young man let us go. 

I said to Didi, "Didi, what are you saying? It is very cold in Arunachal. We did not bring winter clothes." 

Didi: - We are not going to Arunachal. From now on you will ask less questions. But I will do as I say. Ratul (driver's name) opens the box of the secret box. 

As soon as Ratul driver pressed a small button, there was a sound of a hydraulic machine and our seat started rising. When I got up about a foot and the seat stopped, Didi said to the man from Tripura on the other side of me, "Anil, teach him." 

Anil pulled out a shotgun, a pistol and a sniper rifle from under the seat. And Didi said, "After the rocket launcher." 

And as soon as Ratul pressed the switch again, the seat was restored. 

Ayanti woke up and said, "Didi, I do not look at the pistol, rifle and bullet. I will sleep." Saying this, he put his head on Madan's shoulder and went back to sleep. 

Husband and wife acting on one side of the car and pistols, shotguns and rifles on the other side - an actually strange situation. 

🌟 Within half an hour I learned to open, load, unload, safety catch on and off pistols, rifles and shotguns. 

I used to think, I don't know what firearms are? And now it seems trivial. How many spring and screw settings. And specially made barrels, horses (triggers) and explosive shells (chambers) - these are firearms. The rest of the work depends on the technique of the bullet and the skill of the shooter. 

This formula applies to all firearms in the world. However, a slightly different technique is applied to rocket launchers. 

Damn! This is why people smuggle again firearms. 

What's actually going on? Going to Assam, I researched firearms and understood 

Police - Seeing the weapons in the hands of the army, other people also want to run. But he imported illegal weapons out of anger and stubbornness. 

Again many buy weapons to satisfy personal enmity. I don't think there is a need to import illegal weapons to solve one's personal issues, to have law and justice in the country. 


Didi said, "Can you carry a weapon at work?" 

I: - Why should I operate a weapon? 

Didi:- I don't know. But we may need to carry weapons wherever we go. 

I: - Where are you going? 

Didi: - Kachin Province. 

I: - It is in a remote area in the north of Myanmar. 

Didi: - We are going there to fetch ruby ​​stones from the mine. 

I: - The government of Myanmar will not give that opportunity. 

Didi: - Those who work in those mines steal some ruby ​​stones and sell them to local smugglers - we will buy from them. 

I: - Did you send Ayanti to me at night for this work? 

Didi: - If you do a big employment , you have to do something like that. Now we will bring Ruby. 

I: - I'm going down. 

Didi: - We won't let you down. We will take you hostage with a gun. 

I didn't argue anymore. That's why they want to link Bangladesh with India - again to steal ruby ​​from Kachin province. 

I have begun to doubt, is their mind in the actual world, or stuck in the world of imagination? 

Didi's hopes were not fulfilled. Because, the driver Ratulai betrayed her. 

Going to the Myanmar border, Ratul said, "Ruby - Toby is nothing. In fact, I kidnapped you." 

Ratul then took a pistol in his hand and said, "Everyone get out of the car. Otherwise I will shoot and blow up the skull." 

We all got out of the car. Then Ratul pressed the switch again. And the hydraulic machine started as before. Ratul said to Anil, "Take out your weapons and come with me." (Will Continued  https://is.gd/Jy2Fv



🌟 ভারতের আসামে বেড়াতে গিয়ে গুলি করে বাঘও মারলাম https://is.gd/ogY3s -  মানুষও খুন করলাম  https://is.gd/FFciF

🌟 অনেক দিন যাবৎ ভাবছিলাম আসাম থেকে বেড়িয়ে আসবো।

কেননা , ছোটবেলা থেকেই শুনতাম , আসামের পরিবেশ নাকি অনেকটা কাশ্মীরের মতোই। 

তাই আব্বা - আম্মাকে বলে পাসপোর্ট আর ভিসা নিয়ে শেরপুর জেলার ঝিনাইগাতি বর্ডার দিয়ে প্রবেশ করলাম ভারতের আসামে।

সেখান থেকে বাসে করে চলে এলাম আসামের প্রাদেশিক রাজধানী গৌহাটিতে।

সেখানে গিয়ে একটা হোটেলে উঠলাম। হোটেলের তিন তলার পাশের রুমে আবার কয়েকজন বাঙ্গালি উঠেছে। ওরা আবার আমার মতো বাংলাদেশি না - বরং কলকাতা আর ত্রিপুরার কয়েকজন।

ওরা তিন জন মহিলা আর চারজন পুরুষ।

ওদের একজন ত্রিপুরার আর বাকি ছয়জন কলকাতার।

একজন মহিলার আবার বয়স পয়ষট্টির উপরে - কিন্তু ওর সন্তানের বয়সী ছেলে ও মেয়েগুলো দিদি ডাকে। তাই আমিও দিদি ডাকতে লাগলাম।

🌟 রাতে খাবার টেবিলে ওদের সঙ্গে একসঙ্গে খাওয়ার সময় ওরা কয়েকটা উপন্যাসের বিষয় নিয়ে আলোচনা শুরু করলো। বঙ্কিমচন্দ্রের , "আনন্দমঠ" , রবীন্দ্রনাথের ,"গোরা" আর শরৎচন্দ্রের,"পথের দাবী" উপন্যাস নিয়ে শুরু করলো তুমুল তর্ক।

এক পর্যায়ে ওদের তর্কের এমন অবস্থা হলো যে , আমরা যেন ব্রিটিশ আমলে বসে আছি আর উপন্যাসের ঘটনাগুলো যেন কলকাতায় ঘটছে - এটাই ওরা বুঝাতে চাচ্ছে।

আমি এক পর্যায়ে প্রায় বিরক্ত হয়েই বললাম , "ঐ উপন্যাসগুলো রচিত হয়েছে ব্রিটিশ আমলের ঘটনার প্রেক্ষিতে। এখন আমরা সেগুলোকে নিয়ে আলোচনা করতে পারি , কিন্তু বাস্তবে তো আর পরিণত করতে পারি না।"

আমার এই কথা শুনে ওদের মধ্য থেকে সবচেয়ে কম বয়সী - কিন্তু আমার বয়সী মেয়েটা বলল ,"এই যে , আপনাদের বাংলাদেশটা হচ্ছে আমাদের। আমরা একদিন বাংলাদেশকে আমাদের দেশের সঙ্গে সংযুক্ত করবো।"

আমি বললাম ,"ভারত বিভক্ত হয়েছে 1947 সালে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছিলো 1971 সালে। তাই এখন ভারতের সঙ্গে বাংলাদেশের সংযুক্তির কী দরকার ?"

দিদিটা মানে বয়স্ক মহিলাটা বলল ,"সেটাই আমাদের ভুল হয়েছে। 1971 সালে পাকিস্তানকে হারিয়ে যদি ইন্দিরা গান্ধী বাংলাদেশকে সিকিম আর হায়দ্রাবাদের মতো ভারতের অন্তর্ভুক্ত করতো , তবে বাংলাদেশ আর ভারতের এতো সমস্যা হতো না।"

আমি বললাম , "কেন হতোনা ?"

দিদি বলল ,"বাংলাদেশের যে জনসংখ্যা সেটা সারা ভারতে ছড়িয়ে পড়তো। তাতে বাংলাদেশের জনসংখ্যার চাপ কমতো আর ভারতের উত্তর - পশ্চিমাঞ্চলের জনগণ অবাধে বাংলাদেশের সমুদ্রের বাণিজ্য জাহাজ ব্যবহার করতে পারতো।"

এই কথা শুনে ত্রিপুরার লোকটা বলল , " আর আমাদেরকেও সমুদ্রে স্নান করতে হাজার মাইল ঘুরে কলকাতা অথবা দক্ষিণ ভারতে যেতে হতো না। "

আমি বললাম , " সেটা তো এখন বলে লাভ নাই। "

দিদি : - কিন্তু স্বপ্ন দেখতে তো সমস্যা নাই।

আমি : - মানে ?

দিদি : - মানে আবার কী ? আমরা স্বপ্ন দেখি এই ভারতের সঙ্গে একদিন বাংলাদেশ যুক্ত হয়ে নতুন একটা দেশ হবে। আর রবি ঠাকুর , বঙ্কিমচন্দ্র , শরৎচন্দ্র , নেতাজি সুভাষ বসু আর হোসেন আহমদ মাদানীর স্বপ্ন বাস্তবে পরিণত হবে।

আমি : - কিন্তু উনারা সেই স্বপ্ন দেখেছিলেন বৃটিশ আমলে। এই স্বপ্ন এখন দেখে লাভ আছে ?

দিদি : - স্বপ্ন দেখতে সময় লাগে ? মানুষ যদি দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারে , তাহলে বর্তমানে বৃটিশ ভারতের স্বপ্ন দেখতে সমস্যা কী ?

আমি আর কথা না বলে নিজের খাবার খেয়ে রুমে চলে এলাম।

🌟 আমার বুঝতে বাকী রইলো না যে , ওরা আসলে উগ্র জাতীয়তাবাদী ফেনাটিকের দল। এদের সঙ্গে তর্ক করা মানে নিজেকে ঝামেলায় জড়ানোর মতো বিষয় হবে। কে জানে , হয়তো র (RAW) এর কাছে মিথ্যা রিপোর্ট দিবে যে , বাংলাদেশ থেকে জেএমবির এক নেতা এসেছে ভারতে নাশকতা করার জন্য। 

নয়তো সিবিআই (CBI) - কে মিথ্যা রিপোর্ট দিবে , বাংলাদেশের এক মাফিয়া ডন এসেছে , অবৈধ টাকা পাচার করার জন্য।

অথবা বিএসএফকে বলবে , বাংলাদেশ থেকে মিলিটারি এক অফিসার এসেছে ভারতে ষড়যন্ত্র করার জন্যে। 

তাই দাঁত ব্রাশ করে ঘুমিয়ে পড়লাম। 

🌟 রাত তখন আড়াইটা। ঘুম ভাঙলো দরজায় টক টক আওয়াজ শুনে।

তারপর মেয়ের কণ্ঠে বলল , " খুলেন , খুলেন । জরুরী কথা আছে। "

আমি ভাবলাম , রাত আড়াইটায় ভারতের গৌহাটি শহরের কোন মেয়ের জরুরী কথা থাকতে পারে আমার সঙ্গে ? আমি দরজা খুলে বললাম , " কী ব্যাপার ? " 

মেয়েটা বলল , " দিদি বলেছে। আপনাকে আমাদের দলে জড়ানোর জন্য। " 

আমি : - এতো রাতে ডাকার দরকার কী ? আমাকে কাল সকালে নাস্তার টেবিলে বললেই হতো।

মেয়েটা : - দিদি বলেছে , আপনাকে যদি দলে জড়াতে না পারি - তাহলে আমাকেই দল থেকে বাদ দিবে। তাই এসেছি আপনাকে দলে জড়ানোর জন্য।

আমি : - কাল সকালে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এখন রুমে যান।

মেয়েটা : - সমস্যা নাই। আমি কলকাতা ইউনিভার্সিটিতে থার্ড ইয়ারে পড়ি। আমারও অনেক বন্ধু আছে। আপনিও আমার বন্ধু হলেন - এতে কোন সমস্যা নাই। 

আমি : - আচ্ছা , এখন রুমে যান।

মেয়েটি এই কথা শুনে ওর রুমে চলে গেল।

🌟 আমি রুমে ভাবতে লাগলাম , শেষে র (RAW) এর খপ্পরে পড়লাম না তো ?

RAW - র মেয়েরা শুনেছি বসের হুকুম পালন করার জন্য সন্দেহজনক ব্যক্তিকে ধরতে অনেক ছলা - কলা করে।

কে জানে , হয়তো ঐ মেয়েটা অথবা ওদের দলটাই RAW - র এজেন্ট কি - না ?

তবে , ওরা যে উগ্র জাতীয়তাবাদী এবং ওদের বিপক্ষে ভারতের সঙ্গে বাংলাদেশের সংযুক্তি নিয়ে তর্ক করার বিষয়টার কারণেই আমি ওদের টার্গেট হয়েছি।

🌟 পরের দিন সকালে খাবার টেবিলে আমাকে দিদি বলল , " অয়ন্তী নিশ্চয় গত রাতে তোমাকে বলেছে ? তুমি আমার ছেলের বয়সী , তুমি করে বলছি , কিছু মনে করোনা। "

বুঝলাম , মেয়েটার নাম , অয়ন্তী। তাই আমি বললাম , " বলেছে। "

দিদি : - আমরা এক ঘণ্টা পরে জোরহাট যাচ্ছি। তুমি আমাদের সঙ্গে যাচ্ছো। রেডি হয়ে নাও।

আমাকে দিদি এমনভাবে কথাটা বলল , যেন আমি ওদের সঙ্গে কলকাতা থেকেই এসেছি।

আমি বললাম , " বাড়িতে বলে এসেছি , এক সপ্তাহ বেড়াবো। যদি বেশি সময় লাগে তাহলে বাবা - মা টেনশন করবে। "

দিদি : - কোন সমস্যা নাই। আমাদের মোবাইল দিয়ে তুমি বাড়িতে কথা বলবা। আর ভিসা অথবা পাসপোর্টের সমস্যা হলে আমরা সামলে নিবো।

তাই অনিচ্ছা সত্ত্বেও রুমে এসে রেডি হলাম।

🌟 বাইরে এসে কেডিলাক গাড়ির সামনে দিদি বলল , তুমি অনিলের সঙ্গে গাড়িতে ওঠো। আর এখন থেকে অয়ন্তীর স্বামী হিসেবে মদন অভিনয় করবে। মানুষ যেন ওদের দেখে স্বামী - স্ত্রী মনে করে।

এতে অয়ন্তী যেন খুশিই হলো। দেখলাম সে হাতে শাঁখা , কপালে টিপ আর চুলের বেণীতে সিঁদুর দিয়ে একেবারে বৌ সেজেছে।

সে ওঠলো জানালার পাশে আর মদন ওর পাশে।

ড্রাইভার বলল , " দিদি , গাড়ি ছাইড়্যা দিতাম (গাড়ি ছেড়ে দিবো) ? " 

দিদি বসেছে সামনের সিটে। বলল , " ছেড়ে দে। " 

ড্রাইভার গাড়ি ছাড়লো। আমি তাকে জিজ্ঞেস করলাম , " কী ব্যাপার , আপনি আসামের মানুষ হয়ে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলছেন ? " 

সে বলল , " হ ম্যালা দিন আমি মমিসিং , শেরফুর , গাজীফুর কাম হরছি (হ্যাঁ , অনেক দিন আমি ময়মনসিংহ , শেরপুর আর গাজীপুরে কাজ করেছি)। 

সে যে কথা বলল , তা এমন ✒ 

সে পড়তো আসাম ইউনিভার্সিটিতে। কিন্তু কোন একটা বিশেষ কারণে বাংলাদেশে দশ বছর শ্রমিক হিসেবে বিভিন্ন স্হানে কাজ করেছে । 

বিষয়টা সত্যিই আমার কাছে অবাক করার মতোই হলো। 

🌟 জোরহাট গেলে দিদি বলল , " আসলে আমরা যাচ্ছি টিনসুখিয়া ডিস্ট্রিক্টে। তুমি আবার ঝামেলা করবানা। " 

ততক্ষণে অয়ন্তী মদনের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে - যেভাবে বৌ জামাইয়ের কাঁধে ঘুমায়। 

🌟 জোরহাট পার হওয়ার পরে বিএসএফের চেক পোস্টে থামতে হলো। এক জওয়ান জিজ্ঞেস করাতে দিদি বলল , কিছুদিন হলো ওর ভাই পোর (মানে মদনের) বিয়ে হয়েছে , এখন হানিমুনের জন্য অরুণাচল যাচ্ছে। 

এই কথা শুনে আমাদেরকে জওয়ান লোকটা যেতে দিলো। 

দিদিকে বললাম , " দিদি , কী বলছেন ? অরুণাচলে তো প্রচণ্ড ঠাণ্ডা। আমরা তো শীতের কাপড় আনি নি।" 

দিদি : - আমরা অরুণাচলে যাচ্ছি না। এখন থেকে তুমি প্রশ্ন কম করবা। কিন্তু আমার কথা মতো কাজ করবা। রাতুল (ড্রাইভারের নাম) গোপন বাক্সের ডালাটা খুলে দে। 

অমনি রাতুল ড্রাইভার ছোট একটা বোতামে চাপ দিতেই একটা হাইড্রোলিক মেশিনের শব্দ হলো আর অমনি আমাদের বসা সিটটা উপরে উঠতে লাগলো। প্রায় এক ফুট উঠার পরে সিটটা থামলে আমার অপর পাশের ত্রিপুরার লোকটাকে দিদি বলল , " অনিল , শিখিয়ে দে। ‌" 

অনিল সিটের নীচ থেকে একটা শটগান , একটা পিস্তল আর একটা স্নাইপার রাইফেল বের করলো। আর দিদি বলল , " রকেট লাঞ্চারটা পরে। " 

আর অমনি রাতুল আবার সুইচে চাপ দিতেই সিট আগের অবস্থায় স্হাপিত হলো। 

অয়ন্তী জেগে বলল , " দিদি , পিস্তল , রাইফেল আর বুলেট তোমরা দেখো। আমি ঘুমাবো। " এই বলে মদনের কাঁধে সে মাথা রেখে আবারও ঘুমাতে লাগলো। 

গাড়ির একদিকে স্বামী - স্ত্রীর অভিনয় আর অন্যপাশে পিস্তল , শটগান আর রাইফেল - সত্যিই এক অদ্ভুত পরিস্থিতি। 

🌟 আধা ঘণ্টার মধ্যেই পিস্তল , রাইফেল আর শটগান খোলা , লোড , আনলোড , সেফটি কেচ অন - অফ করা শিখে নিলাম। 

আগে মনে করতাম , আগ্নেয়াস্ত্র না জানি কী জিনিস ? আর এখন মনে হচ্ছে মামুলি বিষয়। কতগুলো স্প্রিং আর স্ক্রুর সেটিংস। আর বিশেষভাবে তৈরি নল (বেরেল) ঘোড়া (ট্রিগার) আর গুলি বিস্ফোরণের খোল (চেম্বার) - এই হলো আগ্নেয়াস্ত্র। বাকী কাজটা বুলেটের কারিগরি আর শুটারের দক্ষতার উপর নির্ভর করে। 

পৃথিবীর সকল আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে এই ফর্মুলাই প্রযোজ্য। তবে রকেট লাঞ্চারে একটু ভিন্ন রকমের কারিগরি প্রয়োগ করা হয়। 

ধ্যাৎ! এগুলোর জন্যই আবার মানুষ চোরাকাবার করে। 

🌟 আসলে ব্যাপার হচ্ছে কী ? আসামে গিয়ে আমি আগ্নেয়াস্ত্র নিয়ে গবেষণা করে বুঝলাম ✒ 

পুলিশ - সেনাবাহিনীর হাতে অস্ত্র দেখে অন্য মানুষেরাও চালাতে চায়। কিন্তু পায় না বলে রাগ আর জিদের বশে অবৈধ অস্ত্র আমদানি করে। 

আবার অনেকেই ব্যক্তিগত শত্রুতা চরিতার্থ করার জন্য অস্ত্র ক্রয় করে। দেশে আইন ও বিচার ব্যবস্থা থাকতে , নিজের ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য কখনই অবৈধ অস্ত্র আমদানি করার দরকার আছে বলে আমি মনে করি না। 


🌟 দিদি বলল , " কাজের সময় অস্ত্র চালাতে পারবা তো ? " 

আমি : - আমি কেন অস্ত্র চালাবো ? 

দিদি : - সেটা জানিনা। তবে আমরা যেখানে যাচ্ছি সেখানে অস্ত্র চালানোর দরকার হতে পারে। 

আমি : - কোথায় যাচ্ছেন ? 

দিদি : - কাচিন প্রদেশ। 

আমি : - সেটা তো মায়ানমারের উত্তরে দুর্গম এলাকায়। 

দিদি : - আমরা সেখানেই যাচ্ছি খনি থেকে রুবি পাথর আনার জন্য। 

আমি : - মায়ানমারের গভমেন্ট সেই সুযোগ দিবে না। 

দিদি : - ঐ খনিতে যারা কাজ করে ওরাই কিছু কিছু রুবি পাথর চুরি করে স্হানীয় চোরাকারবারিদের কাছে বিক্রি করে - আমরা ওদের কাছ থেকেই কিনবো। 

আমি : - এই কাজের জন্যই কি রাতে অয়ন্তীকে আমার কাছে পাঠিয়েছিলেন ? 

দিদি : - বড় কাজ করলে এমন একটা কিছু করাই লাগে। এখন আমরা রুবি আনবো। 

আমি : - আমি নেমে যাচ্ছি। 

দিদি : - তোমাকে নামতে দিবোনা। বরং বন্দুক দিয়ে তোমাকে জিম্মি করে আমাদের সঙ্গে নিবো। 

আমি আর তর্ক বাড়ালাম না। এমনিতেই ওরা চায় বাংলাদেশকে ভারতের সঙ্গে যুক্ত করতে - সঙ্গে আবার যুক্ত হয়েছে কাচিন প্রদেশ থেকে রুবি পাথর চোরাই করে আনার জন্য। 

আমার তো সন্দেহ হওয়া শুরু হয়েছে , ওদের মন বাস্তব জগতে আছে , নাকি কল্পনার জগতে আটকে গেছে ? 

🌟 দিদির আশা পূরণ হয়নি। কেননা , ড্রাইভার রাতুলই দিদির সঙ্গে গাদ্দারি করলো। 

মায়ানমারের সীমান্তে গিয়ে রাতুল বলল , " রুবি - টুবি কিছুই না। আসলে আমি আপনাদেরকে কিডন্যাপ করেছি। " 

তারপরে রাতুল হাতে একটা পিস্তল নিয়ে বলল , " সকলেই গাড়ি থেকে নাম্। নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দিবো। " 

আমরা সকলেই গাড়ি থেকে নামলাম। এরপরে রাতুল আবার সেই সুইচটাতে একটা চাপ দিলো। আর হাইড্রোলিক মেশিন আগের মতোই চালু হলো। অনিলকে রাতুল বলল , " অস্ত্রগুলো তোরা বের করে আমার সঙ্গে আয়। " (চলবে ......




Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman