227 ) আসামের জঙ্গলে - 19 (IN THE FOREST OF ASSAM - 19)।-Written by Junayed Ashrafur Rahman ✒

227 https://is.gd/49Ryc ) (গল্প - 1 https://is.gd/tI67x ) আসামের জঙ্গলে - 19 (IN THE FOREST OF ASSAM - 19)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒


🌟🌟🌟 ENGLISH VERSION ✒ 


(Running 🌈Google/ https://is.gd/z2Vff 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )




I (Ratul) traded Chanachur in the airport area for six months and finally arrested Pawan Barua, the main leader of the extremists in the north-east of India, from the Diabari slum in Uttara.




In the evening, I knocked on his door in Diabari slum and called. After opening the house, I entered the house and said, "What is your name?"




Pawan: - Ratan Haldar.




I: - This is your fake name. Your actual name is Pawan Barua. Isn't it?




- Who are you?




- I am a CBI officer. I entered Bangladesh from India after chasing you ten years ago today. Because of you, for ten years I have had to work sometimes as a worker and sometimes in a garment factory.




- The government of India pays you to do your duty. And there is a lot to do because of duty. Even when I was in government service, I did my duty properly.




- Why are you an extremist even after doing your duty properly? 




Then Pawan Barua said, "I used to work in the oil mining office in Jorhat, Assam. After graduating from Assam University, I joined that employment and did my duty properly.




One day a man came to me and said, "This boy, you are enslaving yourself in your own mine. Aren't you ashamed?"




I: - I am working in the government. And I'm getting paid for serving the government and the people in the oil mines. All right, I'm a tax-paid servant of the people. But the oil mine is not mine.




- You're a fool. We are Assamese. All these properties are ours. Why should we enslave Gujarat, Delhi or others?




That is to say, he tempted me to form a new country with only Assamese and rule the country on his own. I was also attracted to their temptation and became involved in extremism.




I once went to Tinsukhia with that man on an eight-day vacation. I participated in their weapons exercise in there for six days. Seeing their exercise, I considered myself an irresistible force in the north-east of India.




I returned from Tinsukhia and went home for two days. A month after returning to work, a senior director from Delhi came to our office. But the day before he arrived, an extremist had left the bottle in our office after drinking Bengali wine. And the extremists turned the office into a Bengali wine den by telling us about Assamese nationality. 




But the senior director found the bottle of Bengali wine and threatened us. That's why another extremist in our office attacked the director with a knife and injured him. 




This is why we ran away from the office. Later a police warrant was issued against us. The case was later handed over to the CBI regional office. And so you chased us, and some of our extremists fled to China, and some to Bangladesh. You chased us for the next ten years and now you have arrested me. " 




I (Ratul) said, "I heard that you entered Bangladesh with a lot of money from Assam. What have you done?" 




On hearing this, Pawan Barua lamented, "I hid a total of rs. 6 crore in a coal truck. I brought them to Gulshan in Dhaka. The plan was to buy a house in Gulshan with that money and live in Gulshan and manage extremism in Assam. So buying a house is one thing." When he contacted the broker, he took him to Mofiz, a bigger broker. He was one of the foremost brokers in Gulshan - again known as Mofiz Bhai. I bought tk. 8 crore for rs. 6 crore through that Mofiz Bhai said," If you invest this money in my real estate business, you can own a few houses in Gulshan, Banani and Uttara. "I told Mofiz Bhai to keep some witnesses of the transaction. Then he said, 'You have entered Bangladesh from India. If you witness the transaction, you will be in danger. " 

Saying this, Mofiz Bhai took the money - but did not return the money or the house. Meanwhile, it was difficult to pay for our expenses. 

When I told Mofiz bhai about the problem, he said, "There is no reason to be tense about it. You do drug business in the airport area. Then you will get the money for the expenses, you will get the money to buy more houses." Then some of us went to Gazipur, Bhaluka and I moved to this slum in Diabari.

Once the yaba tablets were finished, I to Mofiz bhai and he said, "You don't have to come to me for tablets anymore. Instead, I am giving you the raw material for making yaba. You can make and sell yaba tablets as you wish." Saying this, he handed me a bag and took from tk. 8 crore to tk. 7 crore given to him as the value of the raw material kept in that bag. Asked why he had taken so much money, he said, "With that raw material, it will be possible to make yaba worth tk. 50 crore. So I have taken tk. 7 crore."

I came to Diabari with the bag. The next day, the search of RAB, CID and DB police started in Diabari. I also quickly filled the packet of raw materials inside the hard plastic and lifted the toilet cover of the slum and hid it inside the toilet tank. 

RAB, CID and DB police officers did not go there anymore due to the stench of slum toilets. To this day the packet of raw materials is inside the toilet tank. 

But not being able to do yaba or drug business, I have been driving rickshaws in Uttara for several years. "



I said, "Don't you want to go back to India ?" 




Pawan: - I always want to return to India. But I have no visa - no passport. And I'm an intruder. 




I: - Will I go back if I arrange for you to return to India? 




Pawan: - Of course. 




I: - For this you have to be caught by the police or RAB of Bangladesh. But not with drugs, but with weapons. What weapons do you have? 




Pawan: - Two pistols and a satellite phone. I brought them with me when I came from Assam. 




I: - Where are that's now? 




Hearing this, Pawan came out of the house with his pet monkey. I came out too. Then wind the monkey 


At the signal, the monkey jumped into a tall tree next to the house and came down from a bird's nest with a bag. Pawan said, "It is the home of the Bhuban Chill. I bought this pet monkey from a man in the Bormi bazar in Gazipur. I later hid the satellite phone, two pistols and fifty bullets in the Bhuban Chill's nest in the trunk of that tall tree." 




I said, "With these you will surrender to the Uttara RAB-1 camp. Then you will be arrested as a political accused in India and handed over to the police station. Later you will be kept in jail for a few years and returned to India."




Pawan, "What if the cross fires?"




I was a little annoyed and said, "The RAB is not so stupid as to crossfire on an Indian citizen. But I have to promise that you will go back to Assam and renounce extremism and call for democratic politics." Pawan agreed with me. 




I pointed to the monkey and said, "And you will deposit this monkey at the Mirpur Zoo first. If you release it like this, the monkey will die without eating."




Then I said, "What kind of raw material is in the drug packet?" 




Pawan said, "Mofiz bhai just said, 'Raw materials imported from Germany.' He didn't say more than that." 




I said, "I'll see what kind of material it is ?" 




Then Pawan brought a pair of hard plastic gloves and five liters of kerosene from inside the room. He poured kerosene inside the toilet tank of the slum. And the stench stopped immediately. Pawan picked up the hard plastic packet with gloves in his hand and lifted the lid of the tank. And the packet was opened in such a way that there was no dirt on the raw material packet. 




I also took it in my hand and entered the house and checked the raw material and said, "You have deposited the monkey at Mirpur Zoo. And I also came back from the airport." 




Then pawan went to Mirpur with the monkey and I also went to the airport railway station. About two hours later I returned to the Diabari slum after buying some things. About half an hour later pawan came back. 



I told Pawan to take three plates. He took three plates and placed them in front of me on the bed. I then said, to pour the raw material of yaba on a plate. I also took salt from two half-kg packets of micronized salt from a shop in front of the airport and poured it on the other two plates. 




Next, I cut a lemon and squeezed the juice into three plates, and then the ingredients of the three plates, the raw material of yaba and the salt - took on a similar dark blue color. I then said to Pawan, "Mofiz bhai of Gulshan has given you iodized salt instead of raw yaba." 




On hearing this, Pawan almost cried and said, "Brother Mofiz of Gulshan has made me destitute, what should I do now?" (will continue)


🌟🌟🌟 BANGLA VERSION ✒



(চলমান 🌈Google/ https://is.gd/z2Vff 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )


আমি (রাতুল) ছয় মাস বিমানবন্দর এলাকায় চানাচুরের ব্যবসা করে অবশেষে উত্তরার দিয়াবাড়ির বস্তি থেকে গ্রেফতার করলাম ভারতের উত্তর - পূর্বাঞ্চলের উগ্রবাদীদের মূল নেতা পবন বড়ুয়াকে।


সন্ধ্যার পরে দিয়াবাড়ির বস্তিতে ওর দরজায় টোকা দিয়ে ডাকলাম। ঘর খোলার পরে আমি ঘরে ঢুকে বললাম , " আপনার নাম কী ? "


পবন : - রতন হালদার।


আমি : - এটা তো আপনার নকল নাম। আসল নাম পবন বড়ুয়া। তাই না ?


- আপনি কে ?


- আমি সিবিআই অফিসার। আজ থেকে দশ বছর আগে আপনাদেরকে তাড়া করেই আমি ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছিলাম। আপনাদের কারণেই দশ বছর যাবৎ আমাকে কখনো শ্রমিক হিসেবে , আবার কখনো গার্মেন্টসে কাজ করতে হয়েছে।


- আপনাদেরকে ভারতের গভমেন্ট বেতন দেয় তো নিজেদের ডিউটি করার জন্যে। আর ডিউটির কারণে অনেক কিছুই করতে হয়। আমিও যখন সরকারি চাকরি করতাম , তখনও তো নিজের ডিউটি ঠিক মতো পালন করেছি।


- নিজের ডিউটি ঠিক মতো পালন করার পরেও আপনি উগ্রবাদী হলেন কেন ? 


তখন পবন বড়ুয়া বললো , " আমি চাকরি করতাম আসামের জোরহাটের তেলের খনির অফিসে। আসাম ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে ঐ চাকরিতে জয়েন করে নিজের ডিউটি ঠিক মতোই পালন করছিলাম।


একদিন একলোক আমাকে এসে বললো , " এই ছেলে , নিজের খনিতে নিজেই গোলামি করছো। তোমার লজ্জা করে না ? "


আমি : - গভমেন্টের চাকরি করছি আমি। আর গভমেন্ট আর জনগণের তেলের খনিতে সেবা মূলক করার কারণে আমি বেতন পাচ্ছি। ঠিক আছে , আমি জনগণের টেক্সের বেতন নেয়া সেবক। কিন্তু তেলের খনিটা তো আমার না।


- তুমি আসলে একটা বোকা। আমরা আসামিজ। এই সকল সম্পত্তি আমাদের। আমরা কেন গুজরাট , দিল্লি অথবা অন্যদের গোলামি করবো ?


এটা বলে সে আমাকে শুধুমাত্র আসামিজদেরকে নিয়ে নতুন দেশ গঠন করে নিজেরাই দেশ শাসন করার প্রলোভন দেখিয়েছিলো। আমিও ওদের প্রলোভনে আকৃষ্ট হয়ে উগ্রবাদে জড়িয়েছিলাম।


একবার আট দিনের ছুটি নিয়ে ঐ লোকের সঙ্গে গিয়েছিলাম টিনসুখিয়াতে। সেস্হানে ছয় দিন ওদের অস্ত্রের মহড়াতে অংশগ্রহণ করেছিলাম। ওদের ঐ মহড়া দেখে নিজেদেরকে ভারতের উত্তর - পূর্বাঞ্চলের অপ্রতিরোধ্য শক্তি মনে করেছিলাম।


টিনসুখিয়া থেকে ফিরে দুই দিন বাড়িতে বেড়িয়েছিলাম। চাকরিতে ফিরে আসার এক মাস পরে আমাদের অফিসে দিল্লি থেকে একজন সিনিয়র ডিরেক্টার এসেছিলেন। কিন্তু তিনি আসার এক দিন আগে আমাদের অফিসে এক উগ্রবাদী বাংলা মদ খেয়ে বোতলটা রেখে গিয়েছিলো। আর উগ্রবাদীরা আমাদেরকে আসামিজ জাতীয়তার কথা বলে অফিসটাকে বাংলা মদের আড্ডায় পরিণত করেছিলো। 


কিন্তু সিনিয়র ডিরেক্টার খোঁজে খোঁজে বাংলা মদের বোতলটা পেয়ে আমাদেরকে আচ্ছা মতো ধমকালো। এই কারণে আমাদের অফিসেরই আরেক উগ্রবাদী লোকে একটা চাকু দিয়ে ডিরেক্টারকে হামলা করে জখম করলো। 


এই কারণে আমরা অফিস থেকে পালিয়েছিলাম। পরে আমাদের বিরুদ্ধে পুলিশের পরোয়ানা জারি হয়েছিলো। পরে মামলার দায়িত্ব দেয়া হয়েছিলো সিবিআইয়ের আঞ্চলিক অফিসকে। আর তাই আপনারা আমাদেরকে তাড়া করেছিলেন , আর আমাদের কিছু উগ্রবাদী পালিয়ছিলো চীনদেশে , আর কিছু বাংলাদেশে। এর পরের দশ বছর তো আপনি আমাদেরকে তাড়া করে এখন আমাকেও গ্রেফতার করলেন। " 


আমি (রাতুল) বললাম , " আমি শুনেছিলাম , আপনারা আসাম থেকে প্রচুর টাকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিলেন। সেগুলো কী করেছেন ? " 


এই কথা শুনে পবন বড়ুয়া আফসোস করে বললো , " মোট ছয় কোটি রুপি কয়লার ট্রাকে করে লুকিয়ে এনেছিলাম। সেগুলো নিয়ে এসেছিলাম ঢাকার গুলশানে। পরিকল্পনা ছিলো , সেই টাকা দিয়ে গুলশানে বাড়ি ক্রয় করে গুলশানে বসবাস করেই আসামের উগ্রবাদ পরিচালনা করবো। তাই বাড়ি কেনা - বেচার এক দলালের সঙ্গে যোগাযোগ করলে , সে নিয়ে যায় আরও বড় দালাল মফিজের কাছে। সে গুলশানের প্রথম সারির দালালদের একজন - সে আবার মফিজ ভাই নামেই বেশি পরিচিত। সেই মফিজ ভাইয়ের মাধ্যমেই ছয় কোটি রুপি দিয়ে আট কোটি টাকা ক্রয় করেছিলাম। টাকা পেয়ে মফিজ ভাই বলেছিলো , " এই টাকা আমার রিয়েল এস্টেট বিজনেসে বিনিয়োগ করলে , আপনি গুলশান , বনানী আর উত্তরাতে কয়েকটা বাড়ির মালিক হতে পারবেন। " মফিজ ভাইকে বলেছিলাম , লেনদেনের কয়েকজন সাক্ষী রাখার জন্য। তখন সে বলেছিলো , " আপনারা ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। লেনদেনের সাক্ষী রাখলে বিপদ হবে আপনাদেরই। " 


এই কথা বলে মফিজ ভাই টাকা নিয়েছিলো - কিন্তু টাকা ফিরতও দেয় না , বাড়িও দেয় না। এদিকে আবার আমাদের খরচের টাকা যোগান দিতেও কষ্ট হচ্ছিলো। এই সমস্যার কথা মফিজ ভাইকে বললে , সে বলেছিলো , " এটা নিয়ে টেনশনের কোন কারণ নাই। তোমরা বিমানবন্দর এলাকায় মাদক ব্যবসা করো। তাহলে খরচের টাকা তো পাবেই , আরও বাড়ি ক্রয়ের টাকা পাবে। " তখন ব্যাগ ভর্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে আমাদের কয়েকজন চলে গেলো গাজীপুর ও ভালুকাতে , আর আমি চলে এলাম , দিয়াবাড়ির এই বস্তিতে। একসময় ইয়াবা ট্যাবলেট শেষ হলে , মফিজ ভাইয়ের কাছে গেলে , সে বলেছিলো , " ট্যাবলেটের জন্য আর আমার কাছে আসতে হবে না। বরং আমিই তোমাকে ইয়াবা তৈরির কাঁচামাল দিয়ে দিচ্ছি। তুমি নিজের ইচ্ছামতো ইয়াবা ট্যাবলেট বানিয়ে বিক্রি করতে পারবা। " এই বলে সে আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দেয় এবং ঐ ব্যাগের মধ্যে রাখা কাঁচামালের মূল্য হিসেবে তাকে দেয়া আট কোটি টাকা থেকে সাত কোটি টাকা নিয়ে নেয়। এতো টাকা নেয়ার কারণ জিজ্ঞেস করাতে সে বলেছিলো , " ঐ কাঁচামাল দিয়ে , পঞ্চাশ কোটি টাকার ইয়াবা বানানো সম্ভব হবে। তাই সাত কোটি টাকা নিয়েছি। " আমি ব্যাগটা নিয়ে দিয়াবাড়িতে এলাম। পরের দিনেই র‍্যাব , সিআইডি আর ডিবি পুলিশের তল্লাশি শুরু হলো দিয়াবাড়িতে। আমিও তাড়াতাড়ি শক্ত প্লাস্টিকের ভিতরে কাঁচামালের ঐ প্যাকেটটা ভরে বস্তির টয়লেটের ঢাকনি তুলে টয়লেটের ট্যাঙ্কির ভিতরে লুকিয়ে রাখলাম। র‌্যাব , সিআইডি আর ডিবি পুলিশের কর্তারা বস্তির টয়লেটের দুর্গন্ধে আর ঐ দিকেই যায়নি। আজ পর্যন্ত কাঁচামালের প্যকেটা টয়লেটের ট্যাঙ্কির ভিতরেই আছে। কিন্তু ইয়াবা অথবা মাদক ব্যবসা করতে না পেরে কয়েক বছর যাবৎ উত্তরাতে রিক্সা চালাচ্ছি। " 


আমি বললাম , " আপনার মনে কি চাচ্ছে না আসামে ফিরত যেতে ? " 


পবন : - সব সময় মনে চায়। কিন্তু ভিসা - পাসপোর্ট নাই। এবং আমি একজন অনুপ্রবেশকারী। 


আমি : - আমি আপনাকে ভারতে ফিরে যাওয়ার ব্যবস্থা করলে ফিরে যাবেন ? 


পবন : - অবশ্যই। 


আমি : - এর জন্য আপনাকে বাংলাদেশের পুলিশ অথবা র‍্যাবের কাছে ধরা দিতে হবে। কিন্তু মাদকসহ না , বরং অস্ত্রসহ। আপনার কাছে অস্ত্র কী আছে ? 


পবন : - দুইটা পিস্তল আর একটা স্যাটেলাইট ফোন। ওগুলো আসাম থেকে আসার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলাম। 


আমি : - এখন কোথায় আছে ? 


এই কথা শুনে পবন নিজের পোষা বানরটাকে সঙ্গে করে ঘরের বাইরে এলো। আমিও বাইরে এলাম। তখন বানরটাকে পবন 

ইশারা করতেই বানরটা ঘরের পাশের অনেক লম্বা গাছে লাফিয়ে উঠে পাখির একটা বাসা থেকে একটা ব্যাগ নিয়ে নেমে এলো। পবন বলল , " ওটা ভূবন চিল পাখির বাসা। গাজীপুরের বরমী বাজারের একজনের কাছ থেকে এই পোষা বানরটাকে আমি ক্রয় করে এনেছিলাম। পরে এটাকে দিয়েই ঐ লম্বু গাছের মগডালে ভূবন চিল পাখির বাসাতে স্যাটেলাইট ফোনটা , দুইটা পিস্তল আর পঞ্চাশটা বুলেট লুকিয়ে রেখেছিলাম। " 


আমি বললাম , " এগুলো নিয়েই আপনি উত্তরা র‌্যাব - 1 ক্যাম্পে আত্মসমর্পণ করবেন। তা হলে ভারতের রাজনৈতিক আসামি হিসেবে আপনাকে গ্রেফতার করে থানায় দেয়া হবে। পরে আপনাকে কয়েক বছর জেলে রেখে ভারতে ফেরত দেয়া হবে। "


পবন , " যদি ক্রস ফায়ার করে ? "


আমি একটু বিরক্ত হয়েই বললাম , " র‌্যাব এতো বোকা হয়নি যে , ভারতের একজন নাগরিককে ক্রস ফায়ার করবে। কিন্তু আমাকে কথা দিতে হবে যে , আপনি আসামে ফিরত গিয়ে উগ্রবাদ ত্যাগ করে গণতান্ত্রিক রাজনীতি কলবেন। " এই কথা শুনে পবন সম্মতি দিলো। 


বানরটার দিকে ইশারা করে বললাম , " আর এই বানরটাকে আগে মিরপুর চিড়িয়াখানায় জমা দিয়ে আসবেন। এভাবে ছেড়ে দিয়ে আপনি ধরা দিলে , বানরটা না খেয়ে মরবে। "


এরপরে আমি বললাম , " মাদকের প্যাকেটে কোন ধরণের কাঁচামাল আছে ? " 


পবন বললো , " মফিজ ভাই শুধু বলেছে , " জার্মানি থেকে আমদানি করা কাঁচামাল।" - এর বেশি কিছু বলে নি। " 


আমি বললাম , " আমি দেখবো ওটা কোন ধরণের উপাদান ? " 


তখন পবন ঘরের ভিতর থেকে প্রাস্টিকের শক্ত এক জোড়া হ্যান্ডগ্লাভস ও পাঁচ লিটার কেরোসিন আনলো। কেরোসিন ঢেলে দিলো বস্তির টয়লেটের ট্যাঙ্কির ভিতরে। আর অমনি দুর্গন্ধও বন্ধ হলো। গ্লাভস হাতে লাগিয়ে ট্যাঙ্কির ঢাকনা তুলে পবন শক্ত প্লাস্টিকের প্যাকেটটা তুললো। এবং প্যাকেটটা এমনভাবে খুললো যে , কাঁচামালের প্যাকেটে কোন ময়লাই লাগলোনা। 


আমিও সেটা হাতে নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে কাঁচামালটা পরীক্ষা করে বললাম , " আপনি বানরটাকে মীরপুর চিড়িয়াখানায় জমা দিয়ে আসেন। আর আমিও বিমানবন্দরের কাছ থেকে ঘুরে আসি। " 


তখন বানরটাকে পবন সঙ্গে নিয়ে মিরপুর গেলো আর আমিও গেলাম বিমানবন্দর রেলস্টেশনে। প্রায় দুই ঘণ্টা পরে কয়েকটা জিনিস ক্রয় করে ফিরে এলাম দিয়াবাড়ির বস্তিতে। আরও প্রায় আধা ঘণ্টা পরে পবন ফিরে এলো। আমি পবনকে বললাম তিনটা প্লেট নেয়ার জন্য। সে তিনটা প্লেট নিয়ে বিছার উপরে আমার সামনে রাখলো। আমি তখন বললাম , একটা প্লেটে ইয়াবার কাঁচামাল ঢালার জন্য। আমিও বিমানবন্দরের সামনের একটা দোকান থেকে মাইক্রোনাইজড লবণের আধা কেজি ওজনের দুইটা প্যাকেট থেকে লবণ বের করে অন্য দুই প্লেটের ঢাললাম। 


এরপরে , একটা লেবু কেটে চিপে রস ঢাললাম তিনটা প্লেটের মধ্যেই , আর অমনি তিনটা প্লেটের উপাদান , মানে ইয়াবার কাঁচামাল আর লবণ - একই রকমভাবে গাঢ় নীল রঙ ধারণ করলো। আমি তখন পবনকে বললাম , " আপনাকে গুলশানের মফিজ ভাই ইয়াবার কাঁচামালের বদলে আয়োডিন যুক্ত লবণ দিয়ে দিয়েছে। " 


এই কথা শুনে পবন প্রায় চিৎকার করে কেঁদে বললো , " আমাকে গুলশানের মফিজ ভাই নিঃস্ব করে দিয়েছে , এখন আমি কী করবো ? " এই কথা বলে পবন মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলো (চলবে)।

© All Rights Reserved 

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman