228 ) আসামের জঙ্গলে - 20 (IN THE FOREST OF ASSAM - 20)।-Written by Junayed Ashrafur Rahman ✒
228 https://is.gd/49Ryc ) (গল্প - 1 https://is.gd/tI67x ) আসামের জঙ্গলে - 20 (IN THE FOREST OF ASSAM - 20)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒
(Running 🌈Google/ https://is.gd/PCqlh 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )
🌟 #politics #history #adventure #drama #spy #thriller #sciencefiction #fantasy #comedy #travelling #suspense
I (Ratul) said, "There is no profit in crying anymore. You have made illegal transactions, in illegal business. Brother Mofiz has taken advantage of that opportunity and embezzled eight crore taka from you." I rebuked him and said, "Stop mourning. There's a lot of work left. Sit in the chair now."
Pawan stopped crying and said, "What's left to do?"
I: - Does Mofiz Bhai have more associate drug dealers?
Wind: - Yes.
- Where are they ?
- There are two in Diabari slum, two in Uttara, three in Basabari area, six in Abdullapur - these are the ones who supply drugs in Tongi, Gazipur and Bhaluka and four at the airport railway station.
That same night, we beat and injured associates of brother mofiz , tied their hands and feet with ropes and tied their faces with clothes.
I then stood under the over bridge in front of the airport railway station and asked Pawan, "Where is Mofiz Bhai now?"
Pawan said, "Brother Mofiz is now having fun with some call girls at the Hotel Resident Blue's DJ party."
So I took Pawan with me to Hotel Resident Blue. I went and saw Mofiz Bhai dancing with beautiful girls wearing genji while drinking foreign wine. That's all. What else will people do in the name of real estate with land and money earned through fraud? I wanted to shoot Mofiz Bhai right away - but I didn't because there were peoples from different countries in the hotel. If I shoot Mofiz Bhai, the government of Bangladesh may be charged by the embassy of the country concerned. And it will further enhance the security system of Dhaka city. For this reason, going back to Assam would be complicated for me. So I came out of the hotel and asked Pawan, "Which road does Mofiz Bhai take in Gulshan?"
Pawan said, "After Hotel Resident Blue, Sheora crosses the rail gate and takes a shortcut to Gulshan via DHOS Road."
I then crossed the rail crossing with Pawan and waited for Mofiz Bhai at the beginning of DHOS Road. Forbidding Pawan to shoot with a pistol, he asked, "Why?"
I said, "Tomorrow you will be handed over to the Uttara RAB. Then normally the RAB peoples will test your pistol. And if you shoot tonight, tomorrow they will smell gunpowder on your pistol. You will be interrogated for this reason. The situation will be more complicated." "
Actualizing the matter, Pawan put his pistol in the pocket of his trousers and I pulled the slide of my pistol and kocked it and also took off the safety catch. I prepared the pistol before the arrival of Mofiz Bhai. Now just waiting for the arrival of Mofiz Bhai.
About an hour later I saw a Pazaro car crossing the rail crossing coming towards DHOS Road. Seeing that, Pawan said, "Brother Mofiz is coming."
As soon as the car approached us, I stood in front of the car. The driver immediately scolded me and said, "Get out of the way." I then fired two bullets from pistol with silencer at the front two tyres. So the drunk driver came out of the car with a rod and rushed to hit me. But on the contrary, I went ahead and kicked him in taekwondo style. The driver himself fell on the side of the car and the rod in his hand fell away. Even then the driver somehow got up and rushed towards me. And I also punched him hard in the nose. The bone in his nose broke and went inside and blood started coming out. About three hands away he fell unconsciously.
Seeing that, Mofiz bhai let go of the terrible Alsatian dog to me. Aiming at my throat, the dog gritted its teeth and jumped. And I shot the dog twice bullets. The dog fell and died. Seeing this, Mofiz Bhai pointed a pistol at me, but before he could shoot, I shot him in the hand. The pistol fell from Mofiz Bhai's hand. And I also went to Mofiz Bhai and shot him in the left cheek by blocking the silencer tube of the pistol. The bullet entered Mofiz Bhai's left cheek and went out through his right cheek. Mofiz Bhai then fell to the ground unconscious.
Seeing that, the young girl in the car said in a sobbing voice, "Brother, do whatever you want with me, but don't hit me."
I said, "What kind of girl are you calling, brother? Do you want to do whatever you want? Five minutes after we leave, you will tell the doctor on your mobile phone to treat them. Otherwise, your Mofiz brother will die of bleeding." I left.
Pawan asked me, "What if Mofiz Bhai dies?"
I said, "Brother Mofiz won't die if he's shot like that. But plastic surgery will remove a lot of cheekbones - but the face will be a little crooked because of the broken jaw."
* Pawan Barua surrendered at Uttara RAB-1 camp around 10 a:m and was caught. I also turned my satellite phone into a transmitter. I made a microphone with Pawan. As a result, I could hear them from afar. Pawan went to the gate of the RAB camp and started speaking Assamese. On hearing this, a RAB member asked, "What are you saying?"
Pawan: I am from Assam.
RAB member: - What happened? Peoples from many countries come to visit Dhaka city.
- I didn't come for a walk. I fled Assam ten years ago.
Hearing this, two members of the RAB laughed out heh heh heh. Then he whispered to himself, "Mad , mad. Let's go with this to our company commander, Colonel Sir. Give him two lam - and the madness will go away."
After saying this, they took Pawan to the company commander. Pawan briefed the company commander on his entry into Bangladesh, submitting his pistols, bullets and satellite phone. But he did not speak about me. On hearing this, the Colonel said, "The matter is very important. So the court will decide on your case. But you can take the help of the Indian embassy if you want to defend yourself. From now on you will be in our custody."
On hearing this, a member of the RAB whispered to another member, "What, who are you calling mad? If the Colonel hears you, he will kick you in the ass and send you back to the police." No one of them heard that talking, but I heard through the powerful microphone.
Hearing this, I pressed a button on the satellite phone and the microphone in Pawan's pocket vibrated. In other words, Pawan realized that the microphone had to be discarded. So he said to the Colonel, "Sir, I have to go to the toilet." Going to the toilet, he just said, "Ratul sir, I will meet you again in Assam." And as soon as the water switch was pushed, the microphone also flowed further in through the commode pipe.
I also disconnected the microphone from the satellite phone.
* I was watching the news on TV while having lunch at a hotel in Abdullapur at 12:30 pm.
"Tonight, two patriotic men beat up and injured many drug dealers in the airport area, Uttara, Diabari, Basabari area and Abdullapur, tied their hands and feet and arrested the DB police. However, none of them were wearing towels on their faces." They are believed to be true patriots, and those arrested say they are Mofiz Bhai's men in Gulshan.
Mofiz Bhai, a prominent industrialist from Gulshan, and his driver were seriously injured by two men on DHOS Road on their way to Gulshan. They are now being treated at Square Hospital. "
Former Major General Solomoddin said," That attack may be done by new JMB. "
However, as per former IGP Ahidul Islam, "It would not be right to just guess before the investigation, who carried out the attack?"
But no one could recognize them because they had tiger masks on their faces. "
I also ate and paid and got on the Dhaka-Bhurungamari bus to the Kurigram border. Late at night I crossed the border of Bangladesh and went to India. We drove from that place to Guwahati in Assam in the car of a CBI agent who was waiting for me. Three days later I was summoned to the Central Home Ministry in Delhi. When I went to Delhi , the Central Home Minister himself, after interviewing me, sent me to Assam as the Chief Director of the CBI in Northeast India. "
🌟 Ratul sighed as he said this. We have all been listening to Ratul in one mind for so long. Didi (sister) said, "After working hard in Bangladesh for ten years, you became the Chief Director of the CBI in the North East of India."
Ratul said, "And all the experiences that I have gained by staying in Bangladesh for ten years, I could never have gained by staying in India."
I said, "How were your experiences ?" (will continued 🌈Google/ https://is.gd/LgkC3 )
Explanation ✒ https://parg.co/bhs9
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান)
আমি (রাতুল) বললাম , " কান্নাকাটি আর আহাজারি করে লাভ নাই। অবৈধ লেনদেন করেছেন , অবৈধ ব্যবসাতে। মফিজ ভাই সেই সুযোগটা কাজে লাগিয়ে আপনার আট কোটি টাকা আত্মসাৎ করেছে। " এই কথা শুনে পবন আরো বেশি গড়াগড়ি দিয়ে বিলাপ করতে লাগলো। আমি তাকে একটা ধমক দিয়ে বললাম , " বিলাপ বন্ধ করেন। অনেক কাজ বাকী আছে। এখন চেয়ারে বসুন।"
পবন কান্না থামিয়ে বললো , " কী কাজ বাকী আছে ? "
আমি : - মফিজ ভাইয়ের আরও সহযোগী মাদক ব্যবসায়ী আছে কি ?
পবন : - আছে।
- কোথায় আছে ?
- দিয়াবাড়ির বস্তিতে আছে দুইজন , উত্তরাতে দুইজন , বাসাবাড়ি এলাকাতে তিনজন , আব্দুল্লাপুরে ছয়জন - এরাই টঙ্গি , গাজীপুর আর ভালুকাতে মাদক সাপ্লাই করে এবং বিমানবন্দর রেলস্টেশনে চারজন।
সেই রাতেই মফিজ ভাইয়ের ঐ সহযোগিদেরকে পিটিয়ে আহত করে হাত - পা দড়ি দিয়ে আর মুখ ঝুট কাপড় দিয়ে বেঁধে যার যার ঘরে আটকে রেখে ডিবি পুলিশকে খবর দিই।
এরপরে বিমানবন্দর রেলস্টেশনের সামনের ওভার ব্রিজের নীচে দাঁড়িয়ে পবনকে আমি জিজ্ঞেস করলাম , " মফিজ ভাই এখন কোথায় আছে ? "
পবন বললো , " মফিজ ভাই এখন হোটেল রেসিডেন্ট ব্লুর ডিজে পার্টিতে মেয়ে নিয়ে ফুর্তি করছে। "
তাই পবনকে সঙ্গে নিয়ে গেলাম হোটেল রেসিডেন্ট ব্লুতে। গিয়ে দেখলাম , মফিজ ভাই বিদেশী মদ খাইতে খাইতে গেঞ্জি পরিহিত সুন্দরী মেয়েদের সঙ্গে নাচানাচি করছে। সেটাতো করবেই। রিয়েল এস্টেটের নামে মানুষের জমি আর প্রতারণার মাধ্যমে অর্জিত টাকা দিয়ে এগুলো ছাড়া আর কী করবে ? আমার ইচ্ছে করছিলো তখনই মফিজ ভাইকে গুলি করি - কিন্তু করলাম না এই কারণে যে , হোটেলে বিভিন্ন দেশের নাগরিকরা আছেন। যদি আমি মফিজ ভাইকে গুলি করি , তবে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের তরফ থেকে বাংলাদেশের গভমেন্টকে চার্জ করা হতে পারে। এবং তাতে ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরো বৃদ্ধি করা হবে। এই কারণে , আসামে ফিরে যাওয়া আমার জন্য জটিল হবে। তাই হোটেলের বাইরে এসে পবনকে আমি জিজ্ঞেস করলাম , " গুলশানে মফিজ ভাই কোন রাস্তা দিয়ে যায় ? "
পবন বললো , " হোটেল রেসিডেন্ট ব্লুয়ের পরে শেওড়া রেলগেট পেরিয়ে ডিএইচওএস রোড দিয়ে শর্টকাটে গুলশানে যায়। "
আমি তখন পবনকে সঙ্গে নিয়ে রেল ক্রসিং পেরিয়ে ডিএইচওএস রোডের শুরুতে মফিজ ভাইয়ের জন্য অপেক্ষা করতে লাগলাম। পবনকে পিস্তল থেকে গুলি করতে নিষেধ করাতে সে জিজ্ঞেস করলো , " কেন ? "
আমি বললাম , "আগামীকাল আপনি উত্তরা র্যাবের কাছে ধরা দিচ্ছেন। তখন স্বাভাবিকভাবেই র্যাবের লোকেরা আপনার পিস্তল পরীক্ষা করবে। আর আজ রাতে যদি গুলি করেন , তাহলে কালকে আপনার পিস্তলে গান পাউডারের গন্ধ পাবেন। এই কারণে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফলে অবস্হাটা আরও জটিল হবে।"
বিষয়টা পবন বুঝতে পেরে ওর পিস্তলটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে রাখলো আর আমি আমার পিস্তলটা স্লাইড টেনে কক করলাম এবং সেফটি ক্যাচও অফ করলাম। মফিজ ভাইয়ের আগমনের আগেই পিস্তলটা প্রস্তুত করে নিলাম। এখন শুধু মফিজ ভাইয়ের আগমনের অপেক্ষা।
প্রায় এক ঘণ্টা পরে দেখলাম একটা পাজারো গাড়ি রেল ক্রসিং পেরিয়ে ডিএইচওএস রোডের দিকে আসছে। সেটা দেখে পবন বললো , " মফিজ ভাই আসছে। "
গাড়িটা আমাদের কাছাকাছি এলেই আমি গাড়ির সামনে দাঁড়ালাম। অমনি ড্রাইভারটা আমাকে অকথ্য গালি দিয়ে বললো , " রাস্তার সামনে থেকে সরে যাঃ। " আমি তখন সাইলেন্সার লাগানো পিস্তল দিয়ে সামনের দুই টায়ারে গুলি করলাম। তাই মদ খেয়ে মাতাল ড্রাইভার একটা রড নিয়ে গাড়ির বাইরে এসে আমাকে আঘাত করার জন্য তেড়ে এলো। কিন্তু উল্টো আমিই এগিয়ে গিয়ে তায়কোয়ান্ডো স্টাইলে মারলাম তাকে এক লাথি। এতে ড্রাইভার নিজেও গিয়ে পতিত হলো গাড়ির পাশে আর ওর হাতের রডটাও ছিটকে গেলো দূরে। এরপরেও ড্রাইভার কোনমতে উঠে আমার দিকে তেড়ে এলো। আর আমিও ওর নাকে সজোরে মারলাম এক ঘুষি। ওর নাকের হাড়টা ভেঙ্গে ভিতরে ঢুকে গেল আর গল গল করে রক্ত বের হতে লাগলো। প্রায় তিন হাত দূরে সে অজ্ঞান হয়ে পতিত হলো।
সেটা দেখে মফিজ ভাই সঙ্গে থাকা ভয়ঙ্কর এলসেসিয়ান কুকুরটাকে লেলিয়ে দিলো। আমার গলার দিকে তাক করে কুকুরটা দাঁত বের করে লাফ দিলো। আর আমিও কুকুরটাকে দুটো গুলি করলাম। কুকুর ছিটকে পতিত হয়ে মরলো। এটা দেখে মফিজ ভাই আমার দিকে পিস্তল তাক করলো , কিন্তু সে গুলি করার আগেই আমি ওর হাতে গুলি করলাম। মফিজ ভাইয়ের হাত থেকে পিস্তলটা ছিটকে গেলো। আর আমিও মফিজ ভাইয়ের কাছে গিয়ে ওর বাম গালে পিস্তলের সাইলেন্সারের নল ঠেকিয়ে একটা গুলি করলাম। আর গুলিটা মফিজ ভাইয়ের বাম গাল দিয়ে ঢুকে ডান গাল দিয়ে বের হয়ে গেল। মফিজ ভাই তখনই অজ্ঞান হয়ে মাটিতে পতিত হলো।
সেটা দেখে গাড়ির ভিতরে থাকা অল্প বয়সী মেয়েটা কাঁদো কাঁদো কণ্ঠে বললো , " ভাইয়া , আমার সঙ্গে যা খুশি করুন , তবুও আমাকে মারবেননা।"
আমি বললাম , " তুমি কেমন মেয়ে , ভাইয়াও ডাকছো , আবার যা খুশি তা করতে বলছো ? আমরা যাওয়ার পাঁচ মিনিট পরে ডাক্তার সাহেবকে মোবাইল ফোনে বলবা , ওদের চিকিৎসা করতে। তা না হলে , তোমাদের মফিজ ভাই রক্ত ক্ষরণে মরবে। " এই কথা বলে আমরা উত্তরার দিকে রওয়ানা হলাম।
পবন আমাকে জিজ্ঞেস করলো , " যদি মফিজ ভাই মরে ? "
আমি বললাম , " ঐভাবে গুলি করাতে মফিজ ভাই মরবে না। কিন্তু প্লাস্টিক সার্জারি করালে গালের দাগ অনেকটা দূর হবে - কিন্তু চোয়াল ভাঙ্গার কারণে মুখটা একটু বেঁকে থাকবে। "
সকাল দশটার দিকে উত্তরা র্যাব - 1 ক্যাম্পে গিয়ে পবন বড়ুয়া আত্মসমর্পণ করে ধরা দিলো। আমার স্যাটেলাইট ফোনটাকে আমি একটা ট্রান্সমিটারেও পরিণত করেছিলাম। পবনের সঙ্গে করে দিয়েছি একটা মাইক্রোফোন। ফলে ওদের কথা আমি দূর থেকেও শুনতে পারছিলাম। র্যাব ক্যাম্পের গেইটে গিয়ে পবন আসামিজ ভাষায় কথা বলতে শুরু করলো। এটা শুনে একজন র্যাব সদস্য জিজ্ঞেস করলো ," আপনি এসব কী বলছেন ? "
পবন : - আমি আসামের লোক।
র্যাব সদস্য : - তাতে কী হয়েছে ? ঢাকা শহরে অনেক দেশের মানুষই তো বেড়াতে আসে।
- আমি বেড়াতে আসিনি। আমি আসাম থেকে দশ বছর আগে পালিয়ে এসেছি।
এই কথা শুনে র্যাবের দুই সদস্য হেঃ হেঃ হেঃ করে হেসে উঠলো। এরপরে নিজেদের মধ্যে ফিস ফিস করে বললো , " পাগল , পাগল। চলো , একে নিয়ে আমাদের কোম্পানি কমান্ডার কর্নেল স্যারের কাছে যাই। দুই প্যাঁদানি দিবে - আর পাগলামি দূর হবে। "
এই কথা বলে পবনকে নিয়ে ওরা কোম্পানি কমান্ডারের কাছে গেলো। কোম্পানি কমান্ডারকে পবন নিজের পিস্তল , বুলেট আর স্যাটেলাইট ফোন জমা দিয়ে সংক্ষেপে বাংলাদেশে অনুপ্রবেশের কথা বললো। কিন্তু আমার কথা বললো না। এই কথা শুনে কর্নেল সাহেব বললেন , " বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার বিষয়ে সিদ্ধান্ত নিবে আদালত। তবে আত্মপক্ষ সমর্থনের জন্য আপনি চাইলে ভারতীয় দূতাবাসের সহযোগিতা নিতে পারেন। এখন থেকে আপনি আমাদের হেফাজতে থাকবেন। "
এই কথা শুনে র্যাবের এক সদস্য আরেক সদস্যকে ফিস ফিস করে বললো , " কী রে , কাকে পাগল বলছিস ? কর্নেলে শুনলে উল্টো তোকে পাগল বলে তোর পাছায় লাথি মেরে পুলিশে ফেরত পাঠাবে। " এই কথাটা অন্যরা না শুনলেও শক্তিশালী মাইক্রোফোনের মাধ্যমে আমি ঠিকই শুনেছিলাম।
এই পর্যন্ত শুনে আমি স্যাটেলাইট ফোনের একটা বোতাম চেপে দিলাম আর পবনের পকেটে থাকা মাইক্রোফোনটা ভাইব্রেশন করলো। অর্থাৎ , পবন বুঝতে পারলো , মাইক্রোফোনটা ফেলে দিতে হবে। তাই সে কর্নেল সাহেবকে বললো , " স্যার , আমাকে টয়লেটে যেতে হবে। " টয়লেটে গিয়ে সে শুধু বললো , " রাতুল স্যার , আসামে আপনার সঙ্গে আবার দেখা হবে। " আমি স্পষ্ট শুনতে পেলাম , এই কথা বলে সে মাইক্রোফোনটা কমোডে ফেলে ফ্ল্যাস করলো। আর অমনি পানির ধাক্কায় মাইক্রোফোনটাও কমোডের পাইপ দিয়ে আরও ভিতরে প্রবাহিত হলো।
আমিও স্যাটেলাইট ফোনের সঙ্গে মাইক্রোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দিলাম।
* দুপুর সাড়ে বারোটার সময় আব্দুল্লাপুরের একটা হোটেলে দুপুরের খাবার খাইতে খাইতে টিভিতে খবর দেখছিলাম।
সংবাদ পাঠিকা বলছে , " আজ রাতে দেশ প্রেমিক দুজন লোক বিমানবন্দর এলাকা , উত্তরা , দিয়াবাড়ি , বাসাবাড়ি এলাকা ও আব্দুল্লাপুরের অনেক মাদক ব্যবসায়ীকে বেদম পিটিয়ে আহত করে হাত - পা বেঁধে ডিবি পুলিশকে খবর দিয়ে গ্রেফতার করিয়েছে। তবে , ঐ দুজনের মুখে গামছা বাঁধা থাকার কারণে কেউই চিনতে পারেনি। ধারণা করা হচ্ছে ওরা সাচ্চা দেশ প্রেমিক। গ্রেফতার কৃতরা বলছে , ওরা গুলশানের মফিজ ভাইয়ের লোক।
"আবার গুলশানে যাওয়ার ডিএইচওএস রোডে দুজন লোকের দ্বারা গুলশানের বিশিষ্ট শিল্পপতি মফিজ ভাই ও তিনির ড্রাইভার গুরুতর আহত হয়েছেন। তিনিরা এখন স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ছলিম উদ্দিনের মতে , " ঐ হামলা নব্য জেএমবির দ্বারা হতে পারে। "
তবে সাবেক আইজিপি অহীদুল ইসলামের মতে , " তদন্তের আগে শুধু আন্দাজে বলাটা ঠিক হবেনা , ঐ হামলা কারা করেছে ? "
কিন্তু হালকারী দুজনের মুখে বাঘের মুখোশ থাকার কারণে কেউই ওদেরকে চিনতে পারেন নি। "
আমিও খাবার খেয়ে টাকা পরিশোধ করে ঢাকা ঢু ভূরুঙ্গামারী বাসে উঠে এলাম কুড়িগ্রামের সীমান্তে। গভীর রাতে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে চলে এলাম ভারতে। সেস্হান থেকে গাড়ি নিয়ে অপেক্ষা করা সিবিআইয়ের এক এজেন্টের গাড়িতে করে চলে এলাম আসামের গৌহাটিতে। তিন দিন পরে আমাকে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। আমি সেস্হানে গেলে আমার কাছ থেকে ইন্টারভিউ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে আমাকে ভারতের উত্তর - পূর্বাঞ্চলের সিবিআইয়ের চিফ ডিরেক্টার করে আসামে প্রেরণ করেন। "
🌟 এই পর্যন্ত বলে রাতুল একটা দীর্ঘশ্বাস ফেললো। আমরা সকলেই এতক্ষণ এক মনে রাতুলের কথা শুনছিলাম। দিদি বললো , " দশ বছর বাংলাদেশে কষ্ট করে কাজ করে ভারতের উত্তর - পূর্বাঞ্চলের সিবিআইয়ের চিফ ডিরেক্টার হয়ে গেলা। "
রাতুল বললো , " এবং বাংলাদেশে আমি দশ বছর অবস্হান করে যে সকল অভিজ্ঞতা অর্জন করেছি , সেটা ভারতে অবস্হান করে কখনই অর্জন করতে পারতাম না। "
আমি বললাম , " কেমন ? " (চলবে 🌈Google/ https://is.gd/LgkC3 )
ব্যাখ্যা ✒ https://parg.co/bhs9
© All Rights Reserved