217)(Story-1-10)আসামের জঙ্গলে-10 (IN THE FOREST OF ASSAM - 10)।-Written by Junayed Ashrafur Rahman
217 https://is.gd/49Ryc (গল্প - 1 https://is.gd/tI67x) আসামের জঙ্গলে - 10 (IN THE FOREST OF ASSAM - 10)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒
(Running https://is.gd/mfWZ6)
The man said again, "Also called the "Garo Army" for short."
I (Ratul) said, "I have nothing to do with your Garo Army. I don't even need your stolen SIM card - Garo member said, so I came to get it. Don't think that I have taken your SIM card, I have to go as you say."
The man: - Big Brother, don't be angry with me. You will decide after talking to the garo member.
On the same night, a special meeting of the top leaders of the Garo Army was held at Guatala Bazaar.
Their elected president is Garo, a clerk. And he appeared in the court of Mymensingh.
Their aim and purpose is to build a strong movement against all the Garos of Greater Mymensingh who have been deceived by other deceitful, power-hungry and hypocritical Garo leaders.
My purpose in entering Bangladesh is to arrest extremists in the north-east of India. I have no need to unite with the Garo Army. So I said, "You act like you, I'm going to work. Take this your stolen SIM card." Even then the intoxication of the Garo member did not subside. He rolled his eyes and said, "Why are you angry, Big Brother ? We won't stop you. But you talk to our big lawyer." At that time, everyone said in a low voice in the regional language of Mymensingh, "Fulish is coming, Fulish is coming (police is coming, police is coming)."
About three minutes later, the OC of Dhobaura Police Station entered the house and said, "We have received secret information that some extremist terrorists from India have infiltrated Bangladesh. Strict orders have been issued to Haluaghat and Dhobaura police stations to arrest them. Let me know. " Saying this, Mr. OC left.
But a question keeps popping up in my mind, the police are coming - how did they know? But no one from outside called them by phone. So I asked the Garo Clerk , "The police are coming, how do you know?" The Garo clerk said, "Do you hear anything now?"
I: - Yes, the flute is playing, "When my footprints will not stay on this way ......."
Garo Clerk : - What did you play before the police came?
I: - "I know you are a foreigner woman......"
Garo Clerk : - This is the signal. We put our flute player at the corner of the four heads road (crossing) before each meeting. When someone from the police-administration comes, he just says, "When my footprints ......" and we immediately become alert.
I: - Who gave you this intelligence?
Garo Clerk : - Our great lawyer has given us this intelligence.
I: - Where is your great lawyer?
At that time the satellite phone in my pocket started ringing. I then came out and saw that another CBI agent who had entered Bangladesh had called. As soon as I received it, he said, "Sir, the situation is very dangerous. We, the CBI agents who entered Bangladesh, have all come to India?"
I: - Why?
Agent: Raw is working against us. They do not want the CBI to be active in Bangladesh. They just want Raw to be active in Bangladesh. To make matters worse, the BGB-RAB-Police have been informed through RAW agents to police - administration in Bangladesh that all those who have infiltrated Bangladesh are extremists. Everyone should be arrested. So I was told by another agent in Assam that we should come back to India and you should not come.
I: - Why?
Agents: - Sir, when you were on the border with China, RAW agents reported to the Indian Home Ministry that you were the main leader of the extremists. Have you worked in the CBI for so long and managed the extremists and played the role of double agents? Even the man you took money by changing rupies from in Gobrakura Bazar, Meghalaya, gave a false report to the Shillong police that an extremist leader had beaten and injured him and entered Bangladesh with Rs 2 million. Sir we have moved to India by contacting Wakitaki among ourselves. Now I heard that you will be arrested as soon as you come to India and the agents of Bangladesh RAW are also preparing to hand you over to the police administration. We are not making any decision about you.
I: - Well, I see, what can be done?
So did the agents of RAW stationed in Bangladesh give information to the OC of Dhobaura police station?
There is no need to meet with a senior lawyer in such a situation - but there is still a need to meet.
I told the Garo member, "I'll see the big lawyer."
Then the Garo member took me to the big lawyer. I went and saw two lawyers. The member said, "I see our Garo lawyer is also here." I saw that the older lawyer was about fifteen years younger than the Garo lawyer and about my age. The Garo member said, "We consider the one who has the most intelligence among us to be the greatest. The great lawyer, even if he is a Muslim, cooperates with our Garo armies. You talk to the great lawyer, we will go now."
I asked the senior lawyer, "How did you get involved with the Garo Army even though you were a Muslim?"
Big lawyer: - About five years ago, one Garo killed another Garo. And the family of the slain Garo hired me as a lawyer. So they also went to Mymensingh court for the case. Then the case of JMB also went on. So when they saw the JMB, they also established the "Garo Army". In fact, the Garo Army is a chair-table organization. Whenever they have time - they chat, what can be done by gossiping? What can be done? Nothing more than that.
I: - So they are not active in actually?
Big lawyer: - No.
I: - Then I want to discuss with you a personal problem. You are a lawyer man. The killer also has the legal right to hire a lawyer. I have committed many murders in India but I have not committed any murders in Bangladesh yet .......
Big lawyer: - What is your problem?
Then I said the reason for entering Bangladesh and the agents of RAW stationed in Bangladesh are also against me, I also said that. Then the big lawyer said, "So what can I do for you now?"
I: - If I am arrested, you will fight the case in court on my behalf. All I have to do is prove that I am not an extremist. At first I thought that if I was arrested in Bangladesh, I would identify myself as an extremist. But now that RAW is working against me, I have to prove that I am a CBI officer. I do not have to cooperate with you in arresting extremists in Bangladesh. If I am arrested, you will only fight for me.
Big lawyer: - Well. How do I contact you?
I wrote down the number of the big lawyer in the small notebook I had brought with me and said, "If I am arrested, I will call you."
The big lawyer said, "Why did the extremists come to Bangladesh without going to Nepal or Bhutan?"
I said, "Greater Mymensingh and Sylhet were part of Assam before 1947. So the extremists in Assam still believe that Mymensingh and Sylhet are parts of Assam, the whole of India and Bangladesh is safer for them than Nepal or Bhutan."
The senior lawyer said, "Yes, yes, I have heard that too. During the partition of the country in 1947, many people from Mymensingh and Sylhet went to the border to oppose the partition of India. They even called for the annexation of Mymensingh and Sylhet to India. Muslim a Scholar of Goforgaw took residence against Pakistan and some peoples from Nandail also came to the border and opposed Pakistan. I have heard that many peoples in greater Mymensingh and Sylhet still want to join India. Will it be added, or will it be with Bangladesh? But it will vote more for India. As it has been, between Argentina and England with the Falkland Islands, between Ukraine and Russia with the Kremlin, and joining with Ireland - England. "
I said, "Such a vote is better than extremism."
"But it will depend on the future," said the senior lawyer.
I then smiled and said, "Such a vote may be held in the future." (Continued https://mystoriesjunayedmn1.blogspot.com/2020/09/218-1-11-in-forest-of-assam-11-written.html)
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান https://is.gd/mfWZ6 )
লোকটা আবার বললো , " সংক্ষেপে গারো আর্মিও বলা হয়। "
আমি (রাতুল) বললাম , " আপনাদের গারো আর্মির সঙ্গে আমার কোন কাজ নাই। আপনাদের চোরাই সিমকার্ডেরও আমার দরকার নাই - গারো মেম্বার বলেছে , তাই নিতে এলাম। আপনাদের সিমকার্ড নিয়েছি বলে এটা মনে করবেন না যে , আপনাদের কথা মতো আমাকে চলতে হবে। "
লোকটা : - দাদা , আমার সঙ্গে রাগ করবেন না। গারো মেম্বারের সঙ্গে আলাপ করে এরপরে সিদ্ধান্ত নিবেন।
সেদিন রাতেই গোয়াতলা বাজারে গারো আর্মির শীর্ষ নেতাদের এক বিশেষ বৈঠকের আয়োজন করা হলো।
ওদের নির্বাচিত সভাপতি হলো , গারো এক মুহুরি । সে আবার ময়মনসিহের আদালতে মুহুরিগিরি করে।
ওদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো : - বৃহত্তর ময়মনসিহের যে সকল গারোরা অন্যান্য প্রতারক , ক্ষমতালোভী আর ভণ্ড গারো নেতাদের দ্বারা প্রতারিত হয়েছে , ওদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা।
বাংলাদেশে প্রবেশের আমার উদ্দেশ্য হলো , ভারতের উত্তর - পূর্বাঞ্চলের উগ্রবাদীদেরকে গ্রেফতার করা। গারো আর্মির সঙ্গে একাত্ম হওয়ার আমার কোন দরকার নাই। তাই আমি বললাম , "আপনারা আপনাদের মতো কাজ করেন , আমি আমার কাজে যাচ্ছি। এই নিন আপনাদের চোরাই সিমকার্ড।" তখনও গারো মেম্বারের নেশা কাটেনি। সে ঢুলু ঢুলু চোখে বললো , "রাগ করছেন কেন দাদা ? আপনাকে আমরা আটকাবোনা। তবে আমাদের বড় উকিলের সঙ্গে আপনি কথা বলে যান।" এমন সময় সকলেই অনুচ্চ স্বরে ময়মনসিহের আঞ্চলিক ভাষায় বললো ,"ফুলিশ আইতাছে , ফুলিশ আইতাছে (পুলিশ আসছে , পুলিশ আসছে)। "
প্রায় তিন মিনিট পরে ধোবাউড়া থানার ওসি সাহেব ঘরের ভিতরে ঢুকে বললেন , "আমাদের কাছে গোপন সংবাদ এসেছে , ভারতের কিছু উগ্রবাদী সন্ত্রাসী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ওদেরকে গ্রেফতার করার জন্য হালুয়াঘাট আর ধোবাউড়া থানাকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। যদি ওদেরকে আপনারা দেখেন তবে থানায় ফোন করে আমাদেরকে জানাবেন।" এই কথা বলে ওসি সাহেব চলে গেলেন।
কিন্তু আমার মনে একটা প্রশ্ন বারবার জাগছে , পুলিশ আসছে - ওরা জানলো কীভাবে ? অথচ বাইরে থেকে কেউই ওদেরকে ফোন করেনি। তাই আমি গারো মুহুরিকে জিজ্ঞেস করলাম , "পুলিশ আসছে , আপনারা জানলেন কীভাবে ?" গারো মুহুরি বললো , " এখন কিছু শোনতে পাচ্ছেন কি ? "
আমি : - হ্যাঁ , বাঁশিতে বাজানো হচ্ছে , "যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ......। "
গারো মেম্বার : - পুলিশ আসার আগে কী বেজেছিলো ?
আমি : - " আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী ...... "
গারো মুহুরি : - এটাই সঙ্কেত। আমরা প্রতিটা মিটিংয়ের আগে চার মাথার মোড়ে আমাদের বংশী বাদককে বসিয়ে রাখি। পুলিশ - প্রশাসনের কেউ এলে সে শুধু , " যখন পড়বে না মোর ...... " গানের সুর ধরে আর অমনি আমরা সতর্ক হই।
আমি : - এই বুদ্ধি আপনাদেরকে কে দিয়েছে ?
গারো মুহুরি : - আমাদের বড় উকিল আমাদেরকে এই বুদ্ধি দিয়েছে।
আমি : - কোথায় আপনাদের বড় উকিল ?
এমন সময় আমার পকেটে রাখা স্যাটেলাইট ফোনটা বাজতে লাগলো। আমি তখন বাইরে এসে দেখলাম , বাংলাদেশে প্রবেশ করা অন্য আরেক সিবিআই এজেন্ট ফোন করেছে। আমি রিসিভ করতেই সে বললো , " স্যার অবস্থা খুবই বিপজ্জনক। আমরা সিবিআই এজেন্টরা যারা বাংলাদেশে প্রবেশ করেছিলাম , সকলেই ভারতে চলে এসেছি। "
আমি : - কেন ?
এজেন্ট : - র' আমাদের বিপক্ষে কাজ করছে। ওরা চাচ্ছে না যে , বাংলাদেশে সিবিআই সক্রিয় থাকুক। ওরা চাচ্ছে শুধু র - ই যেন বাংলাদেশে সক্রিয় থাকে। অবস্থা আরও খারাপ , বাংলাদেশে অবস্থারত র - এর এজেন্টদের মাধ্যমে বিজিবি - র্যাব - পুলিশকে জানানো হয়েছে যে , যারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে , ওরা সকলেই উগ্রবাদী। সকলকেই যেন গ্রেফতার করা হয়। তাই আমাকে আসামের আরেক এজেন্ট বলেছে , আমরা যেন ভারতে ফিরে আসি এবং আপনি যেন না আসেন।
আমি : - কেন ?
এজেন্ট : - স্যার , আপনি যখন চীনের সীমান্তে ছিলেন , তখনই র - এর এজেন্টরা ভারতের হোম মিনিস্ট্রিতে রিপোর্ট দিয়েছে যে , আপনিই নাকি উগ্রবাদীদের মূল নেতা। এতোদিন সিবিআইয়ে চাকরি করে উগ্রবাদীদের পরিচালনা করে ডাবল এজেন্টদের ভূমিকা পালন করেছেন ? এমনকি আপনি মেঘালয়ের গোবরাকুড়া বাজারের যে লোকের কাছ থেকে রুপি দিয়ে টাকা নিয়েছেন , সেই লোকটাও শিলং পুলিশকে মিথ্যা রিপোর্ট দিয়েছে যে , উগ্রবাদী এক নেতা তাকে পিটিয়ে আহত করে বিশ লাখ টাকা নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। স্যার আমরা নিজেদের মধ্যে ওয়াকিটকিতে যোগাযোগ করে ভারতে চলে এসেছি। এখন শুনলাম , ভারতে এলেই আপনাকে গ্রেফতার করা হবে এবং বাংলাদেশের র - এর এজেন্টরাও আপনাকে পুলিশ - প্রশাসনের হাতে ধরিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে। আপনার বিষয়ে আমরা কোন সিদ্ধান্ত দিচ্ছিনা।
আমি : - আচ্ছা , আমি দেখছি , কী করা সম্ভব ?
তাহলে কি ধোবাউড়া থানার ওসি সাহেবকে বাংলাদেশে অবস্থানরত র - এর এজেন্টরাই তথ্য দিয়েছে ?
এমন পরিস্থিতিতে বড় উকিলের সঙ্গে সাক্ষাৎ করার কোন প্রয়োজন নাই - কিন্তু এরপরেও সাক্ষাৎ করা দরকার।
আমি গারো মেম্বারকে বললাম , "বড় উকিলের সঙ্গে দেখা করবো। "
তখন গারো মেম্বার আমাকে বড় উকিলের কাছে নিয়ে গেল। আমি গিয়ে দেখি উকিল দুইজন। মেম্বার বললো , "আমাদের গারো উকিলও এখানে আছে দেখছি।" দেখলাম গারো উকিলের চেয়ে বড় উকিলের বয়স প্রায় পনের বছর কম এবং প্রায় আমার বয়সী। গারো মেম্বার বললো , "আমাদের মধ্যে যার বুদ্ধি বেশি তাকেই আমরা বড় হিসেবে বিবেচনা করি। বড় উকিল মুসলমান হলেও আমাদের গারো আর্মিদেরকে সহযোগিতা করে। আপনি বড় উকিলের সঙ্গে কথা বলুন , আমরা এখন যাই। " এই কথা বলে গারো উকিলকে মেম্বার সঙ্গে নিয়ে চলে গেল।
আমি বড় উকিলকে বললাম , " আপনি মুসলমান হয়েও গারো আর্মির সঙ্গে জড়ালেন কীভাবে ? "
বড় উকিল : - প্রায় পাঁচ বছর আগে এক গারো আরেক গারোকে খুন করে। আর নিহত গারোর পরিবার আমাকে উকিল নিয়োগ করে। তাই মামলার জন্য ওরাও ময়মনসিহে যায়। তখন জেএমবির মামলাও চলছিলো। তাই জেএমবির দেখাদেখি ওরাও প্রতিষ্ঠা করে , "গারো আর্মি"। আসলে গারো আর্মি হচ্ছে চেয়ার - টেবিলের সংগঠন। যখনই সময় পায় - তখনই আড্ডা দেয় , গপ্পো করে , কী করা যায় ? কী করা যায় ? - এর চেয়ে বেশি কিছুনা।
আমি : - তাহলে কি বাস্তবে ওরা সক্রিয় না ?
বড় উকিল : - না।
আমি : - তাহলে আমার ব্যক্তিগত একটা ঝামেলা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই। আপনি উকিল মানুষ। খুনিরও আইনগত অধিকার আছে উকিল নিয়োগের। আমি ভারতে অনেক খুন করলেও বাংলাদেশে কিন্তু এখনও কোন খুন করিনি ......।
বড় উকিল : - আপনার ঝামেলাটা কী ?
তখন আমি বাংলাদেশে প্রবেশের কারণ বললাম এবং বাংলাদেশে অবস্হানরত র - এর এজেন্টরাও আমার বিপক্ষে আছে , সেটাও বললাম। তখন বড় উকিল বললো , "তো আমি এখন আপনার জন্য কী করতে পারি ?"
আমি : - যদি আমি গ্রেফতার হই , তাহলে আপনি আমার হয়ে আদালতে মামলা লড়বেন। শুধু এটাই প্রমাণ করলেই হবে যে , আমি উগ্রবাদী নই। প্রথমে মনে করেছিলাম , বাংলাদেশে গ্রেফতার হলে আমি নিজেকেই উগ্রবাদী বলে পরিচয় দিবো। কিন্তু এখন যেহেতু র - আমার বিরুদ্ধে কাজ করছে , তাই এখন প্রমাণ করতে হবে যে আমি সিবিআই অফিসার। বাংলাদেশে উগ্রবাদীদের গ্রেফতারের বিষয়ে আমাকে আপনার সহযোগিতা করতে হবেনা। যদি আমি গ্রেফতার হই , তাহলে আপনি শুধু আমার হয়ে মামলা লড়বেন।
বড় উকিল : - আচ্ছা। আমি আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবো ?
বড় উকিলের নাম্বারটা আমি তখন আমার সঙ্গে আনা ছোট নোটবুকে লিখে নিয়ে বললাম , "যদি গ্রেফতার হই , তাহলে আমি আপনাকে ফোন করবো। "
বড় উকিল বললো , "উগ্রবাদীরা নেপাল অথবা ভুটানে না গিয়ে বাংলাদেশে এলো কেন ? "
আমি বললাম , " 1947 সালের আগে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট ছিলো আসামের অন্তর্ভুক্ত। তাই আসামের উগ্রবাদীরা এখনও বিশ্বাস করে যে , ময়মনসিংহ আর সিলেট আসাম তথা সারা ভারতের ভূ - খণ্ড এবং বাংলাদেশ ওদের জন্য বেশি নিরাপদ। "
বড় উকিল বললো , " হ্যাঁ , হ্যাঁ , আমিও এমনটা শুনেছি। 1947 সালে দেশ ভাগের সময় ময়মনসিংহ ও সিলেটের অনেক মানুষ সীমান্তে গিয়ে ভারত ভাগের বিরোধিতা করেছিলেন। এমনকি শেষে ময়মনসিহ ও সিলেটকে ভারতের সঙ্গে যুক্ত করার জোর তাগিদও জানিয়েছিলেন। তিনিদের সঙ্গে নাকি একাত্মতা ঘোষণা করেছিলেন গফরগাঁও -র এক মৌলানা সাহেব এবং নান্দাইলেরও কিছু লোক তখন সীমান্তে এসে পাকিস্তানের বিরোধিতা করেছিলেন। শুনেছি , এখনও বৃহত্তর ময়মনসিংহ ও সিলেটের অনেক মানুষ ভারতের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন। আমার তো মনে হয় , যদি ময়মনসিংহ আর সিলেটে ভোট হয় যে , ঐ দুই অঞ্চলের মানুষেরা ভারতের সঙ্গে যুক্ত হবে , নাকি - বাংলাদেশের সঙ্গে থাকবে ? তবে ভারতের পক্ষেই বেশি ভোট দিবে। যেমনটা হয়েছে , ফকল্যান্ড দ্বীপ নিয়ে আর্জেন্টিনা আর ইংল্যান্ডের মধ্যে, ক্রেমলিন নিয়ে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে এবং আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের সংযুক্তি নিয়ে। "
আমি বললাম , " উগ্রবাদের চেয়ে ঐরকম ভোটই ভালো। "
বড় উকিল বললো , " তবে সেটা নির্ভর করবে ভবিষ্যতের উপর। "
আমি তখন মুচকি মুচকি হেসে বললাম , " ভবিষ্যতে এমন ভোটের আয়োজন হয়তো হবেই। " (চলবে ......)
🌟 https://www.writco.in/Story/S61109012020154024 🌟 https://mystoriesjunayedmn1.blogspot.com/2020/09/217-1-10-in-forest-of-assam-10-written.html 🌟 https://mystoriesjunayedmn1.wordpress.com/2020/09/01/217-%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa-1-%e0%a6%86%e0%a6%b8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87-10-in-the-forest-of-assam-10/