634)(Story-34)On the night of Durga Puja. (দুর্গাপূজার রাতে।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 634 https://v.gd/MyWritingsFrom601 )(Story-34 https://v.gd/LinksToJunayedStories ) On the night of Durga Puja. (দুর্গাপূজার রাতে।) - Written by https://v.gd/JunayedAshrafurRahman ✒ #Story #Fantasy #Conspiring #Communalism 



 “A great incident happened on the night of this year's Durga Puja.” https://v.gd/167ImportanceOfTheStories https://notepin.co/shared/wfndyqo


 Many people are gathering around the puja mandap. Drummers are playing drums. Many men and women are coming. Meanwhile, the autumn festival is going on.


 A visitor is coming through a lane very close to the puja mandap. He came forward through the lane and entered the puja mandap. He came and sat on a chair with many men gathered in the puja mandap.And the autumn Durgotsava ceremony continued.


 After a while, a little noise was heard. One says, “Why are you coming to women's pandal and doing dirty things? Don't you have mothers and sisters?”


 Then a boy roared and said, “I have left our mother and sister at home. Are these our mother and sister?”


 The other boy said, “You have left your mother and sister at home, and the people you are doing dirty in front of are also your mother and sister's age. Don't you feel ashamed to do dirty in front of them?” As soon as he heard this, the roaring boy started punching the man wildly.


 As a result, the uproar increased. At that time, eight to ten boys with bill-hook entered the puja mandap.


 Seeing that, he started running away wherever he could. But all could not escape because those bill-hook holder boys surrounded the pandal.


 Their leader said, “Remember the name of God according to your religion. Because now we will kill you here.” 


At this time, the stranger who came through the alley said, “If you want to be good, then throw down your bill-hook and surrender.”


 Hearing this, the bill-hook holder leader said, “Who are you? You are threatening us to throw bill-hook away. I will chop you first.”


 Saying this, the leader raised his bill-hook and started moving towards the stranger.


 Seeing this, the stranger said,“I am private detective RJ Chowdhury. Do you want to chop me first? What is this with me?”


After saying this, the stranger looked behind his shirt and took out a pistol. He showed the pistol and said, “It's a Glock Nineteen pistol made in Austria. It's a fully automatic original pistol. No replica pistols made in Pakistan or Israel. I imported directly from Austria via Amazon. Two hundred bullets can be fired in fifteen seconds with this pistol. I now have ten bullets loaded in this pistol. And three magazines of seventeen bullets are clipped to the hip side of my belt. If you don't surrender, I will shoot all of you bill-hook holders now.”


Hearing this, the leader said, “You have imported pistol, so you can shoot people? If I want to chop you, and you shoot us, do you think the government will let you go?”


RJ Chowdhury said, “I pay enough money to the government of the country to carry weapons. And I have imported these weapons for self-defense. If I kill in self-defense, it will not go against me. It will be in my favor. And if I kill you in self-defense, Then I will sort it out with the court. You don't have to stress about it.”


As soon as he finished speaking, a man came from nowhere shouting. And took out a revolver from his pocket and pointed it at RJ Chowdhury and said, “Hands up. Today I have found robber leader and robber gang with pistols. Drop your weapons. Otherwise, I will shoot you and break your knees.”


Hearing this, the bill-hook holder leader said, “What do you want? This boy said a little while ago, he will shoot and kill us. And you are coming and saying that you will break our knees. Who are you?”


 Hearing this, the man who took out his revolver said, “I am the new inspector of this police station, Budai Sarkar.”


Then Budai Babu pointed the revolver at RJ Chowdhury and said, “Who are you? Why do you have a pistol in your hand? It is clear from the words of robber leader that you are not their people. Then who are you?”


RJ Chowdhury said, “I am RJ Chowdhury. Private detective. I came to see Durga Puja. Now these miscreants are trying to kill those who came with bill-hook. So, I held them back with my licensed pistol.”


 Budai Babu's revolver now turned from Chowdhury towards robber leader. Seeing this, the robber leader shouted, “We are not afraid of your pistols. Our confidence is very high today. You don't know, we eat yaba. Today we have eaten yaba. Today, we can crush even the Himalayas with our confidence. People can't gain self-confidence by forty years of the pursuit, we can gain twice as much self-confidence by just taking one Yaba tablet.”


After saying this, the leader raised his bill-hook and came towards Budai Babu. Seeing this, Budai Babu fired two shots at the feet sides of the chief on land. Two bullets hit the ground near the robber leader feet with a loud noise. Even after that, the robber leader started shouting and abusing.


Seeing this, Budai Babu said, “I shot near your feet. Doesn't the sound of my bullet enter your ears? Where are you deaf?”


Hearing this, the robber leader said, “The sound of your bullets entered my ears. But the sound of your bullets did not frighten me.” Saying this, bill-hook raised himself and came towards Budai Babu again.


Seeing this, RJ Chowdhury shot one shot past the ear of the robber leader. The other shot at bill-hook's handle.


As a result, robber leader got scared and startled. And bill-hook was torn from the hand by the bullet. This time the robber leader said, “This time the sound of the pistol has entered my ears. My confidence is broken. I can no longer be angry.” Seeing this, the other robbers also dropped the bill-hook from their hands and surrendered.


 Then some constables came and tied the robbers with a rope after receiving Budai Babu's call. Budai Babu now asked robber leader, “On whose orders have you come to do this?”


Then the robber leader told Budai Babu their names and addresses and where they were.


 Then Budai Babu sent those robbers to the police station and took RJ Chowdhury with him and went to arrest them.


As robber leader said, he went to that place and saw how many people were sitting with chairs and tables inside a building. They also have some weapons.  


So, RJ Chowdhury and Budai Babu took out pistol and revolver and stopped them.


Budai Babu said, “Why have you sent robbers to the puja mandap to kill people?”


Then their leader said, “We are a group. Our job is to incite communalism. We have people of many religions in this group, Hindus, Muslims, secular and even some atheists. We unite and encourage communalism. And by inciting communalism, we reap various benefits.”


Now Budai Babu called the police station and brought a car and took them all in the car and sent them to the police station.


Now, Budai Babu said to RJ Chowdhury, “I didn't understand. I thought you were a bandit leader without understanding. Please forgive me. I am sincerely sorry.”


RJ Chowdhury said, “I didn't think much of it. Actually doing espionage, especially private detectives, is a lot of trouble.”


Budai Babu said, “Well, do you detective like Veluda, the famous detective of Kolkata?”


 RJ Chowdhury said, “No, I don't do detective work exactly like Veluda. In Veluda's investigation, the amount of childish is a little more. There is a big difference between Veluda's detective work and my detective work.”


Hearing this, Budai Babu said, “No, I understand that you are a detective like another famous detective, Momkesh Poxy.”


Hearing this, RJ Chowdhury said, “Oh no. I don't do detective work like Momkesh Poxy. Momkesh Poxy, while investigating an incident, finds out fourteen groups of people in the neighborhood. I don't do that. But Momkesh Poxy is also a famous detective in Kolkata.”


Budai Babu now said, “Yes, I understand. You do adventurous spying like Chiriti Gupta.”


RJ Chowdhury said, “No, not even that. Chiriti Gupta does what he does not want to do when he goes on an expedition. He describes what he does not want to describe. He also discusses things that do not need to be said. This is a lot of work in the search for black Vimrul. He has given unnecessary descriptions and words. These are not necessary. Basically, Momkesh Poxy and Chiriti Gupta's detectiive work is almost the same.” 


Inspector Budai Babu now said, “Eureka, I got it. I understand, you detectivelike Hercule Buoro, the famous detective of London.”


 RJ Chowdhury said, “No, I don't be detective like Hercule Buoro. But Veluda is a big fan of Hercule Buoro.”


Budai Babu said, “So are you like Thames Mond?”


 RJ Chowdhury said, “No, Thames Mond is a government spy.”


Now, Budai Babu said, “I understand. You are a detective like Charlotte Domes, the world-famous detective in London.”


RJ Chowdhury said, “No, I'm not a detective like Charlotte Domes. But I like Charlotte Domes a lot. And Charlotte Domes and I are extremely diverse.”


Then Budai Babu let out a sigh and said, “So who do you detective like?”


 Now RJ Chowdhury said,“I am detective like me.”


 Budai Babu said, “Then why don't you tell us your detective story?”


 RJ Chowdhury said, “I will tell you.” (The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 My home Location ✒ https://urlz.fr/j12V But I don't live here. Rented out to other people.


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings 


“এবারের দুর্গাপূজার রাতে একটা বিরাট ঘটনা ঘটে গেল।”



পূজা মণ্ডপকে কেন্দ্র করে অনেক লোকজনের সমাগম হচ্ছে। ঢাকিরা ঢোল বাজাচ্ছে। অনেক নারী পুরুষ আসছে।এরই মধ্যে চলছে শারদীয় দুর্গোৎসব।


পূজা মণ্ডপের খুব কাছাকাছি একটা গলি দিয়ে একজন আগন্তুক আসছে। গলি দিয়ে এগিয়ে এসে পূজা মণ্ডপে ঢুকল। পূজা মণ্ডপে জড়ো হওয়া অনেকগুলো পুরুষ মানুষের সঙ্গে এসে সে একটা চেয়ারে বসল।


আর চলতে লাগল শারদীয় দুর্গোৎসবের অনুষ্ঠান।


কিছুক্ষণ পর একটু হইচই শোনা গেল। একজন বলছে,"তোরা মহিলাদের প্যান্ডেলে এসে নোংরামি করছিস কেন? তোদের কি মা বোন নাই?"


তখন একটা ছেলে গর্জন করে বলল,"আমাদের মা বোন তো ঘরে রেখেই এসেছি। এরা কি আমাদের মা বোন?"


অন্য ছেলেটা বলল,"মা বোন ঘরে রেখে এসেছিস আর যাদের সামনে এসে নোংরামি করছিস ওরাও তো তোর মা বোনদের বয়সী। লজ্জা করে না এদের সামনে নোংরামি করতে?"


এ কথা শুনা মাত্রই গর্জন করা ছেলেটা ওই লোকটাকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে লাগলো।


ফলে হইচই আরো বেড়ে গেল। এমন সময় রামদা নিয়ে আট-দশ জন ছেলে পূজা মণ্ডপে প্রবেশ করল।


এটা দেখে যে যেদিকে পারলো সেদিকে পালাতে লাগল। কিন্তু সকলেই পালাতে পারল না।কেননা ওই রামদাওয়ালা ছেলেগুলো প্যাণ্ডেলের চারদিকে ঘিরে ধরেছে।


তাদের সর্দারটা বলল,"তোরা যে যার ধর্মমতে সৃষ্টিকর্তার নাম স্মরণ কর। কেননা এখন আমরা তোদেরকে এখানে কুপিয়ে মারবো।"


এ সময় গলি দিয়ে আগত সেই আগন্তুক বলল,"যদি তোদের ভালো চাস তাহলে যার যার রামদা মাটিতে ফেলে আত্মসমর্পণ কর।"


এ কথা শুনে রামদাওয়ালা সর্দারটা বলল,"কে রে তুই? তুই আমাদেরকে রামদা ফেলে দেয়ার হুমকি দিচ্ছিস। তোকেই প্রথমে কোপাব।"


এ কথা বলে সর্দারটা রামদা উঁচিয়ে সেই আগন্তুকের দিকে এগুতে লাগল।


এটা দেখে আগন্তক বলল,"আমি প্রাইভেট ডিটেকটিভ আরজে চৌধুরী। তোরা আমাকেই প্রথমে মারতে চাস?। এই দ্যাখ আমার সঙ্গে কী আছে?"


এ কথা বলে আগন্তুক শার্টের আড়াল দেখে একটা পিস্তল বের করল। সে পিস্তলটা দেখিয়ে বলল,"এটা অস্ট্রিয়ার তৈরি গ্লক নাইন্টিন পিস্তল। একেবারে ফুল অটোমেটিক অরিজিনাল পিস্তল। পাকিস্তান অথবা ইসরাইলে তৈরি কোন রেপ্লিকা পিস্তল না। সরাসরি অস্ট্রিয়া থেকে এমাজনের মাধ্যমে আমি আমদানি করে এনেছি। এই পিস্তল দিয়ে পনেরো সেকেন্ডে দুশো বুলেট ফায়ার করা যায়। আমার এই পিস্তলে এখন লোড করা আছে দশ বুলেট। আর সতেরো বুলেটের তিনটা ম্যাগাজিন আমার বেল্টের হিপ সাইডে আটকানো আছে। তোরা যদি আত্মসমর্পণ না করিস, তাহলে রামদাওয়ালা তোদের সকলকে এখন আমি গুলি করব।"


এ কথা শুনে সর্দারটা বলল,"তুই পিস্তল আমদানি করেছিস, তাই বলে কি তুই মানুষকে গুলি করে মারতে পারবি? আমি যদি তোকে কোপাতে চাই আর তুই যদি আমাদেরকে গুলি করে মারিস, তাহলে কি মনে করেছিস গভমেন্ট তোকে ছেড়ে দেবে?"


আরজে চৌধুরী বলল,"আমি অস্ত্র বহন করার জন্য দেশের গভমেন্টকে যথেষ্ট টাকা দেই। আর এই অস্ত্র আমি আমদানি করেছি আত্মরক্ষার জন্য। আত্মরক্ষার্থে আমি যদি খুন করি, তাহলে সেটা আমার বিপক্ষে যাবে না। আমার পক্ষেই থাকবে। আর আত্মরক্ষার্থ তোদেরকে যদি আমি হত্যা করি, তাহলে আদালতের সঙ্গে আমি সেটা বুঝব। তোদেরকে সেটা নিয়ে টেনশন করতে হবে না।"


এ কথা শেষ করা মাত্রই কোত্থেকে এক লোক হুংকার দিয়ে এসে দাঁড়াল। আর পকেট থেকে একটা রিভলবার বের করে আরজে চৌধুরীর দিকে তাক করিয়ে বলল," হ্যান্ডস আপ। আজ পিস্তলসহ ডাকাত সর্দার এবং ডাকাত দলকে আমি পেয়েছি। তোমরা যে যার অস্ত্র ফেলে দাও। তা না হলে আমি তোমাদেরকে গুলি করে হাঁটু ভেঙ্গে দেব।"


এ কথা শুনে রামদাওয়ালা সর্দারটা বলল," তোরা চেয়েছিস কী? একটু আগে এই ছেলে বলল ,গুলি করে আমাদেরকে মেরে ফেলবে। আর তুই এসে বলছিস আমাদের হাটু ভেঙে দিবি। তুই কে রে?"


এ কথা শুনে রিভলবার বের করা লোকটা বলল,"আমি এই থানার নতুন দারোগা বুদাই সরকার।"


এরপর বুদাই বাবু পিস্তলটা আরজে চৌধুরীর দিকে তাক করে বলব," আপনি কে? আপনার হাতে পিস্তল কেন? ডাকাত সর্দারের কথায় বুঝা যাচ্ছে, আপনি ওদের লোক না। তাহলে আপনি কে?"


আরজে চৌধুরী বলল,"আমি আরজে চৌধুরী। প্রাইভেট ডিটেকটিভ। এসেছিলাম দুর্গাপূজা দেখার জন্য। এখন এই দুষ্কৃতিকারীরা রামদা নিয়ে আগতদের হত্যা করতে চাইছে। তাই আমার লাইসেন্স করা পিস্তল দিয়ে ওদেরকে আটকে রেখেছি।"


ভোদাই বাবুর রি বলবার এখন আর যে চৌধুরীর দিকে থেকে ঘুরে চলে গেল ডাকাত সর্দারদের দিকে।


এটা দেখে ডাকাত সরদার হুঙ্কার দিয়ে বলল," আমরা তোদের পিস্তলকে ভয় পাই না। আমাদের আত্মবিশ্বাস আজ অনেক বেশি। তোরা জানিস না ,আমরা ইয়াবা খাই। আজ আমরা ইয়াবা খেয়ে এসেছি।আজ আমাদের আত্মবিশ্বাসের মাধ্যমে হিমালয় পর্বতটাকেও চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারব। মানুষ চল্লিশ বছর সাধনা করে যে আত্মবিশ্বাস অর্জন করতে পারে না, আমরা এর চাইতেও দ্বিগুণ আত্মবিশ্বাস অর্জন করতে পারি মাত্র একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে।"


এ কথা বলে সর্দারটা রামদা উঁচিয়ে বুদাই বাবুর দিকে এগিয়ে এলো।এটা দেখে বুদাই বাবু সেই সর্দারটার পায়ের কাছে দুটো গুলি করলেন। প্রচণ্ড আওয়াজে ওই ডাকাত সর্দারের পায়ের কাছে মাটিতে দুটো বুলেট বিদ্ধ হলো।এরপরেও সেই ডাকাত সর্দারটা হুঙ্কার দিয়ে গালিগালাজ করতে লাগল।


এটা দেখে বুদাই বাবু বললেন,"তোর পায়ের কাছে আমি গুলি করেছি। আমার বুলেটের আওয়াজ কি তোর কানের ঢুকে না? বধির কোথাকার?"


এ কথা শুনে ডাকাত সর্দার বলল," তোর বুলেটের আওয়াজ আমার কানে ঢুকেছে। কিন্তু তোর বুলেটের আওয়াজ আমাকে ভয় পাইয়ে দিতে পারেনি।" এ কথা বলে রামদা উঁচিয়ে আবার বুদাই বাবুর দিকে এগিয়ে এলো।"


এটা দেখে আরজে চৌধুরী সেই ডাকাত সর্দারের কানের পাশ দিয়ে একটা গুলি করল।আরেকটা গুলি করল রামদার হ্যান্ডেলে।


ফলে ডাকাত সরদার ভয় পেয়ে চমকে উঠল। আর বুলেটের আঘাতে হাত থেকে রামদা ছিঁটকে গেল।


এবার থতমত করে ডাকাত সরদার বলল,"এবার পিস্তলের আওয়াজ আমার কানে ঢুকে কাজ করেছে। আমার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছে। আমি আর পারবোনা কোপাতে।"


এটা দেখে অন্য ডাকাতরাও হাত থেকে রামদা ফেলে দিয়ে আত্মসমর্পণ করল।


এরপর বুদাই বাবুর ফোন পেয়ে কয়েকজন কনস্টেবল এসে ডাকাতদেরকে দড়ি দিয়ে বাঁধল। বুদাই বাবু এবার ডাকাত সর্দারকে জিজ্ঞেস করলেন,"কোনদের (কাদের/কার কার) হুকুমে তোরা এটা করতে এসেছিস?"


তখন বুদাই বাবুকে ডাকাত সর্দার তাদের নাম ঠিকানা বলল এবং ওরা কোথায় আছে সেটাও বলল।


তখন বুদাই বাবু ওই ডাকাতগুলোকে থানায় পাঠিয়ে দিলেন এবং আরজে চৌধুরীকে সঙ্গে নিয়ে তাদেরকে ধরতে গেলেন।


ডাকাত সর্দারের কথা মতো সেই স্থানে গিয়ে দেখলেন, একটা বিল্ডিং ঘরের ভিতরে কতগুলো মানুষ চেয়ার টেবিল নিয়ে বসে আছে। তাদের কাছেও কিছু অস্ত্র আছে। তাই আরজে চৌধুরী আর বুদাই বাবু পিস্তল ও রিভলবার বের করে ওদেরকে আটকালেন।


বুদাই বাবু বললেন,"আপনারা ডাকাতদেরকে কেন পূজা মণ্ডপে পাঠিয়েছেন মানুষদেরকে হত্যা করার জন্য?"


তখন তাদের নেতা বলল,"আমরা একটা গ্রুপ। আমাদের কাজই হচ্ছে সাম্প্রদায়িকতাকে উসকে দেওয়া। আমাদের এই গ্রুপে অনেক ধর্মের লোক আছি, হিন্দু, মুসলিম, সেক্যুলার এমনকি কয়েকজন নাস্তিকও আছে। আমরা ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িকতাকে উসকে দেই। আর সাম্প্রদায়িকতা উসকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের ফায়দা লুটি।"


এবার বুদাই বাবু থানায় ফোন করে একটা গাড়ি আনালেন আর তাদের সকলকেই গাড়িতে তুলে থানায় পাঠিয়ে দিলেন।


এবার আরজে চৌধুরীকে বুদাই বাবু বললেন," আমি বুঝতে পারিনি। না বুঝে আপনাকে ডাকাত সর্দার মনে করেছি। আমাকে ক্ষমা করে দেন।আমি আন্তরিকভাবে দুঃখিত।"


আরজে চৌধুরী বললেন,"আমি মূলত কিছু মনে করিনি। প্রকৃতপক্ষে গোয়েন্দাগিরি করলে, বিশেষ করে প্রাইভেট ডিটেকটিভদেরকে অনেক ঝামেলা পোহাতে হয়।"


বুদাই বাবু বললেন,"আচ্ছা আপনি কি কলকাতার প্রখ্যাত গোয়েন্দা ভেলুদার মতো গোয়েন্দাগিরি করেন?"


আছে চৌধুরী বলল,"না আমি পুরোপুরি ভেলুদার মতো গোয়েন্দাগিরি করি না।ভেলুদার তদন্তে ছেলে মানুষীর পরিমাণ একটু বেশিই। ভেলুদার গোয়েন্দাগিরি আর আমার গোয়েন্দাগিরির মধ্যে বেশ পার্থক্য আছে।"


এ কথা শুনে হুদাই বাবু বললে,"না, আমি বুঝেছি আপনি তাহলে আরেকজন প্রখ্যাত গোয়েন্দা মোমকেশ পক্সীর মতো গোয়েন্দাগিরি করেন।"


এ কথা শুনে আরজে চৌধুরী বলল," আরে না। মোমকেশ পক্সীর মতো আমি গোয়েন্দাগিরি করি না। মোমকেশ বক্সী তো কোন ঘটনার তদন্ত করতে গিয়ে আশেপাশের লোকজনের চোদ্দ গোষ্ঠীর ফিরিস্তি খুঁজে বের করে। আমি এ রকম করি না। তবে মোমকেশ পক্সীও কলকাতার প্রখ্যাত গোয়েন্দা।"


বুদাই বাবু এবার বললেন,"হ্যাঁ বুঝতে পেরেছি। আপনি তাহলে চিরীটী গুপ্তের মতো অ্যাডভেঞ্চারাস গোয়েন্দাগিরি করেন।"


আরজে চৌধুরী বলল,"না,সেটাও না। চিরীটী গুপ্ত তো কোন অভিযানে গিয়ে যে কাজ করার না, সেই কাজ করে। যে বর্ণনা দেয়ার না, সেটাও বর্ণনা করে। যে কথা বলার দরকার নাই, সে কথাও বলে। এইতো কালো ভিমরুলকে খোঁজার অভিযানে অনেক অপ্রয়োজনীয় বর্ণনা ও কথা সে বলেছে। এগুলো তো দরকারই হয় না। মূলত মোমকেশ পক্সী আর চিরীটী গুপ্তের গোয়েন্দাগিরি প্রায় একই রকম।"


দারোগা বুদাই বাবু এবার বললেন,"ইউরেকা, আমি পেয়েছি। আমি বুঝতে পেরেছি, আপনি লন্ডনের প্রখ্যাত গোয়েন্দা হেরকুল বুয়োরোর মতো গোয়েন্দাগিরি করেন।"


আরজে চৌধুরী বলল,"না, হেরকুল বুয়োরোর মতোও আমি গোয়েন্দাগিরি করি না।তবে হেরকুল বুয়োরোর অনেক বড় ভক্ত ভেলুদা।"


বুদাই বাবু বললেন,"তাহলে কি আপনি টেমস মন্ডের মতো?"


আরজে চৌধুরী বলল,"না,টেমস মন্ড তো সরকারি স্পাই।"


এবার বুদাই বাবু বললেন,"আমি বুঝতে পেরেছি ।আপনি লন্ডনের বিশ্ব বিখ্যাত গোয়েন্দা শার্লট ডোমসের মতো গোয়েন্দাগিরি করেন।"


আরজে চৌধুরী বলল," না ,আমি শার্লট ডোমসের মতো গোয়েন্দাগিরি করিনা। তবে শার্লট ডোমসকে আমি বেশ সমীহ করি। আর শার্লট ডোমস আর আমার মধ্যে অনেক পার্থক্য আছে।"


তখন বুদাই বাবু একটা হাফ ছেড়ে বললেন," তাহলে আপনি কার মতো গোয়েন্দাগিরি করেন?"


এবার আরজে চৌধুরী বলল,"আমি আমার মতো গোয়েন্দাগিরি করি।"


বুদাই বাবু বললেন,"তাহলে আপনার গোয়েন্দাগিরির কাহিনি কি আমাদেরকে জানাবেন না?"


আরজে চৌধুরী বলল,"জানাব।"(সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 My home Location ✒ https://urlz.fr/j12V But I don't live here. Rented out to other people.


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262

⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman