632)(Story-32)Yaba boss.(ইয়াবা বস।) - Written by Junayed Ashrafur Rahman ✒
September 23, 2022 Friday
632 https://v.gd/MyWritingsFrom601 )(Story-32)Yaba boss.(ইয়াবা বস।) - Written by https://v.gd/JunayedAshrafurRahman ✒
https://notepin.co/shared/bvukcnu#Story #Fantasy #Adventure https://v.gd/LinkTomyStories
Yaba traders were caught after questioning the Yaba boss.
Colonel Bachchu is in a very cheerful mood today. Because many Yaba traders have been arrested in the last few days.
The official mobile phone rang. Colonel Bachchu answered the phone and asked, "Hello?"
Then unspeakable abuse was heard from the other side. Colonel Bachchu did not expect such abuse. So he asked, "Who did you call?"
From the other end it was said with abuse, "Are you not Colonel Bachchu?"
Colonel Bachchu kept his temper and asked again, "Which number did you call? Tell me the number."
It was said from the other end, "01...."
Colonel Bachchu realized it was not a divert call. This is direct phone calls.
Colonel Bachchu was patient again and said very calmly, "Your courage is not lacking. You are calling the RAB camp and abusing a responsible colonel. Why are you doing this?"
Again unspeakable abuse was given from the other end and it was said, "Why did you arrest the yaba traders? Do they sell yaba with your father's money? And those who eat yaba, do they buy and eat yaba with your father's money? I am the boss of yaba traders."
Colonel Bachchu was very patient and said, "No one does yaba business with my father's money. And no one eats yaba with my father's money. But the country's government has taken a strict stand against yaba and other drugs. So as a responsible officer of the republic, I Doing my duty."
Hearing this, it was said from the other end, "Keep your responsibility. And if you have arrested any Yaba trader, then I will release your colonelship."
By saying this, the connection was disconnected from the other end.
Colonel Bachchu patiently placed the mobile phone on the table. Seeing this, Major Mofiz said, "Sir, any problem? Has there been a call from the Home Ministry?"
Colonel Bachchu said, "No, but the style of abuse that I received today, I have never had in my working life. I know police style or military style abuse. But the style of abuse that I have been given now does not match any style."
Major Mofiz said, "Called and abused you. Then let's put that rascal in the crossfire."
Colonel Bachchu said, "Is crossfire a trifle? Can anyone be given crossfire whenever they want?"
Major Mofiz then said, "So what do you do now?"
Colonel Bachchu said to Major Mofiz, "Now I will insert the number from which the call came and search it on the internet. Let's see if this number has a Facebook, Twitter or any other account on the internet. If not, then I will track down and arrest that rascal."
Colonel Bachchu then went to the Google browser on his Android phone and inserted the number and searched. But no account of that number was found on Facebook, Twitter or any other social platform. So he tracked the number and also got the location of that number.
Colonel Bachchu said to Major Mofiz, "Let's go, let's catch that rascal. Take out the motorcycle."
Colonel Bachchu and Major Mofiz arrested the rascal from the bank of the Bay of Bengal on the western side of Teknaf Bazar by driving a motorcycle.
Colonel Bachchu asked the rascal, "What is your name?"
Then the man said, "My name is Shivaram. Who are you?"
Colonel Bachchu said, "I am Colonel Bachchu. The one you called a while ago."
Shivaram said threateningly, "You are Colonel Bachchu. You have no less courage. You have come to arrest me. You know who I am?"
Colonel Bachchu said, "Yes, I know. You introduced yourself on the phone a while ago, you are the boss of Yaba traders. Then there is no need to introduce yourself again."
And very calmly Colonel Bachchu said, "You come with us to our camp. Otherwise I will shoot you here."
Hearing this, Shivram came to the RAB camp with Colonel Bachchu.
Now Colonel Bachchu very calmly said to Shivaram, "You will be much older than me. So I will not beat you like a dog in conventional style. But what I will do is more serious.If you don't answer my question correctly, I will tie your two feet together and hang you upside down from a ceiling fan.Then you will have a lot of trouble. Even drops of blood will come out from the nose and ears. Then you would rather die than suffer. If you want well, then answer my question correctly. Now tell me why you called me and abused me like this?"
Hearing this, Shivaram said, "I don't do Yaba business and I didn't know Yaba traders before."
Colonel Bachchu said, "Then why did you abuse me like this?"
Shivram said, "Yesterday, two Yaba traders came to me and gave me ten thousand taka and said, 'Brother, you should call the RAB camp and tell them not to stop us from doing Yaba business.' So I called and abused you after getting ten thousand taka."
Colonel Bachchu said, "You risked your life just for the sake of ten thousand taka?"
Shivaram said, "I am a needy person. I am short of money. So I had no idea about getting ten thousand taka. Again they gave me a yaba and told me to call you after half an hour after eating this yaba. I ate the yaba as they said. My senses were not functioning properly after eating. So I called and told you what came through my mouth."
Colonel Bachchu took the names and addresses of those Yaba traders from Shivram. And the Yaba traders of that area were arrested and brought to the camp.
Colonel Bachchu asked the Yaba traders, "Why did you leave Shivram behind us?"
Then a Yaba businessman said, "We were afraid of your actions that you might arrest us. So we targeted Shivram with great strategy. Shivram is already a needy person.He got ten thousand taka and he was upset. And I gave him a yaba, so that he can say whatever he wants to you and you arrest him too. As a result, you will catch Shivaram without catching us.But now we have seen that Shivram was also caught and we were also caught. So our strategy didn't work anymore."
Colonel Bachchu now handed over Shivram and Yaba traders to the police. (The end) https://v.gd/503Modernstory ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
My home Location ✒ https://urlz.fr/j12V But I don't live here. Rented out to other people.
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262
⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings
ইয়াবা বসকে জিজ্ঞাসাবাদ করে ইয়াবা কারবারিদেরকে ধরা হলো
কর্নেল বাচ্চু আজ বেশ ফুরফুরে মেজাজেই আছেন। কেননা গত কয়েকদিনের অভিযানে অনেকগুলো ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছেন।
অফিসিয়াল মোবাইল ফোনটা তখন বেজে উঠল। কর্নেল বাচ্চু ফোন রিসিভ করে জিজ্ঞেস করলেন,"হ্যালো?"
তখন ওপাশ থেকে অকথ্য গালিগালাজ শোনা গেল। কর্নেল বাচ্চু এ রকম গালিগালাজের আশা করেননি। তাই তিনি জিজ্ঞেস করলেন,"আপনি কাকে ফোন করেছেন?"
অপর প্রান্ত থেকে গালিগালাজসহ বলা হলো,"তুই কি কর্নেল বাচ্চু না?"
কর্নেল বাচ্চু মেজাজ ঠান্ডা রেখে আবার জিজ্ঞেস করলেন,"আপনি কোন নাম্বারে ফোন করেছেন? নাম্বারটা একটু বলুন তো।"
অপর প্রান্ত থেকে বলা হলো,"০১....।"
কর্নেল বাচ্চু বুঝতে পারলেন এটা কোন ডাইভার্ট কল না। সরাসরি ফোন কল।
কর্নেল বাচ্চু এবারও ধৈর্য ধারণ করে অত্যন্ত শান্তভাবে বললেন,"আপনার সাহস তো কম না। আপনি র্যাব ক্যাম্পে ফোন করে একজন দায়িত্ববান কর্নেলকে গালিগালাজ করছেন। আপনি কেন এটা করছেন?"
অপর প্রান্ত থেকে আবারো অকথ্য গালিগালাজ দেয়া হলো এবং বলা হলো,"তুই ইয়াবা কারবারিদেরকে গ্রেফতার করেছিস কেন? তোর বাপের টাকা দিয়ে কি ওরা ইয়াবা বিক্রি করে? আর যারা ইয়াবা খায়, ওরা কি তোর বাপের টাকা দিয়ে ইয়াবা কিনে খায়? আমি ইয়াবা কারবারিদের বস।"
কর্নেল বাচ্চু এবারও অত্যন্ত ধৈর্য ধারণ করে বললেন ,"না কেউই আমার বাপের টাকা দিয়ে ইয়াবার কারবার করে না। আর কেউই আমার বাপের টাকা দিয়ে ইয়াবা খায় না। কিন্তু দেশের গভমেন্ট ইয়াবা ও অন্যান্য মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাই প্রজাতন্ত্রের একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে আমি আমার কর্তব্য পালন করছি।"
এ কথা শুনে অপরপ্রান্ত থেকে বলা হলো,"রাখ তোর দায়িত্ব। আর যদি কোন ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছিস, তাহলে তোর কর্নেলগিরি আমি ছুটিয়ে দেব।"
এ কথা বলে অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হলো।
কর্নেল বাচ্চু অত্যন্ত ধৈর্য ধরে মোবাইল ফোনটা টেবিলের উপর রাখলেন। এটা দেখে মেজর মফিজ বললেন,"স্যার কোন প্রবলেম? স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোন ফোন এসেছে কি?"
কর্নেল বাচ্চু বললেন,"না, তবে আজ যে স্টাইলে গালিগালাজ খাইলাম, সেটা আমার চাকরির জীবনেও খাইনি। পুলিশি স্টাইল অথবা মিলিটারি স্টাইলের গালিগালাজ তো আমি চিনি। কিন্তু এখন যে স্টাইলের গালিগালাজ আমাকে দেয়া হলো, সেটা কোন স্টাইলের সঙ্গে মিলছে না।"
মেজর মফিজ বললেন,"আপনাকে ফোন করে গালিগালাজ করেছে। তাহলে ওই বদমাশটাকে গিয়ে ক্রসফায়ারে দিয়ে দিই।"
কর্নেল বাচ্চু বললেন,"ক্রসফায়ার কি হাতের মোয়া? চাইলেই যাকে যখন খুশি তখন ক্রসফায়ারে দিয়ে দেয়া যায়?"
মেজর মফিজ তখন বললেন,"তাহলে এখন কী করবেন?"
মেজর মফিজকে কর্নেল বাচ্চু বললেন,"এখন যে নাম্বার থেকে ফোন এসেছে এটা ইন্টারনেটে ইনসার্ট করে সার্চ করব। দেখা যাক, এই নাম্বারের ইন্টারনেটে ফেসবুক, টুইটার অথবা অন্য কোন একাউন্ট আছে কিনা। যদি না থাকে তাহলে ট্রেক করে ওই বদমাশটাকে গ্রেফতার করে নিয়ে আসব।"
কর্নেল বাচ্চু তখন নিজের এন্ড্রয়েড ফোনে গুগল ব্রাউজারে গিয়ে নাম্বারটা ইনসার্ট করলেন এবং সার্চ করলেন। কিন্তু ফেসবুক, টুইটার অথবা অন্য কোন সামাজিক প্ল্যাটফর্মে ওই নাম্বারের কোন অ্যাকাউন্ট পাওয়া গেল না। তাই তিনি নাম্বারটা ট্রেক করলেন এবং সেই নাম্বারের অবস্থানটাও পেয়ে গেলেন।
মেজর মফিজকে কর্নেল বাচ্চু বললেন,"চলো যাই,ওই বদমাশটাকে ধরে নিয়ে আসি। মোটরসাইকেলটা বের কর।"
কর্নেল বাচ্চু আর মেজর মফিজ মোটরসাইকেল চালিয়ে টেকনাফ বাজারের পশ্চিম দিকের বঙ্গোপসাগরের তীর থেকে ওই বদমাশটাকে গ্রেফতার করলেন।
ওই বদমাশটাকে কর্নেল বাচ্চু জিজ্ঞেস করলেন,"তোমার নাম কী?"
তখন সেই লোকটা বলল,"আমার নাম শিবরাম। তুই কে?"
কর্নেল বাচ্চু বললেন,"আমি কর্নেল বাচ্চু। কিছুক্ষণ আগে যাকে তুমি ফোন করেছো।"
শিবরাম ধমক দিয়ে বলল,"তুই কর্নেল বাচ্চু। তোর সাহস তো কম না। তুই আমাকে এসেছিস গ্রেফতার করতে। তুই জানিস আমি কে?"
বললে," হ্যাঁ, আমি জানি। তুমি একটু আগে ফোনে পরিচয় দিয়েছো, তুমি ইয়াবা কারবারীদের বস। তাহলে আর নতুন করে তোমার পরিচয় জানার দরকার নাই।"
এবং অত্যন্ত শান্তভাবে কর্নেল বাচ্চু বললেন," তুমি আমাদের সঙ্গে আমাদের ক্যাম্পে চলো। তা না হলে এখানেই তোমাকে গুলি করে মেরে ফেলে দেব।"
এ কথা শুনে কর্নেল বাচ্চুর সঙ্গে শিবরাম র্যাব ক্যাম্পে এলো।
এবার কর্নেল বাচ্চু অত্যন্ত শান্তভাবে শিবরামকে বললেন,"আপনি আমার বয়সে অনেক বড় হবেন। তাই আপনাকে আমি প্রচলিত স্টাইলে কুকুরের মতো পেটাব না। কিন্তু যা করব সেটা আরো মারাত্মক। আপনি যদি আমার প্রশ্নের ঠিক উত্তর না দেন, তাহলে আপনার দুপা একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে আপনাকে উল্টো ভাবে ঝুলিয়ে রাখব। তখন আপনার খুব কষ্ট হবে। এমনকি নাক আর কান দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বের হবে। তখন ওই কষ্ট ভোগ করার চেয়ে আপনি মরে যেতে চাইবেন। যদি ভালো চান, তাহলে আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দেবেন। এবার বলুন আমাকে ফোন করে কেন এভাবে গালিগালাজ করেছেন?"
এ কথা শুনে শিবরাম বলল,"আমি মূলত ইয়াবা কারবার করি না এবং ইয়াবা কারবারিদেরকে আগে চিনতামও না।"
কর্নেল বাচ্চু বললেন,"তাহলে আমাকে এভাবে গালিগালাজ করেছেন কেন?"
শিবরাম বলল,"গতকাল আমাকে দুজন ইয়াবা কারবারি এসে দশ হাজার টাকা দিয়ে বলল,'ভাই, র্যাব ক্যাম্পে আপনি ফোন করে বলবেন,যাতে আমাদেরকে ইয়াবা কারবারে বাধা না দেয়।' তাই দশ হাজার টাকা পেয়ে আপনাদেরকে আমি ফোন করে গালিগালাজ করেছি।"
কর্নেল বাচ্চু বললেন,"মাত্র দশ হাজার টাকার কারণে আপনি নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলে দিলেন?"
শিবরাম বলল,"আমি একজন অভাবী মানুষ। টাকার অভাবে আছি। তাই দশ হাজার টাকা পেয়ে আমার কোন হুঁশ ছিল না। আবার আমাকে ওরা একটা ইয়াবা দিয়ে বলেছিল যে, এই ইয়াবা খেয়ে আধা ঘণ্টা পর যেন আপনাদেরকে ফোন করি। তাদের কথা মতো আমি ইয়াবা খাইলাম। খাওয়ার পরে আমার হুঁশ জ্ঞান ঠিকমতো কাজ করছিল না। তাই ফোন করে মুখ দিয়ে যা এসেছে সেটাই আপনাকে বলেছি।'
এবার শিবরামের কাছ থেকে কর্নেল বাচ্চু ওই ইয়াবা কারবারিদের নাম ঠিকানা নিলেন। এবং ওই এলাকার ইয়াবা কারবারিদেরকে গ্রেফতার করে ক্যাম্পে নিয়ে এলেন।
ইয়াবা কারবারিদেরকে কর্নেল বাচ্চু জিজ্ঞেস করলেন,"শিবরামকে তোমরা কেন আমাদের পেছনে লেলিয়ে দিয়েছো?"
তখন এক ইয়াবা কারবারি বলল,"আপনাদের তৎপরতায় আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে, এবার হয়তো আমাদেরকে আপনারা গ্ৰেফতার করবেন। তাই অত্যন্ত কৌশল করে শিবরামকে আমরা টার্গেট করলাম। শিবরাম এমনিতেই অভাবী মানুষ। দশ হাজার টাকা পেয়ে সে বেসামাল হয়েছিল। আর তাকে একটা ইয়াবা দিয়েছিলাম, যাতে আপনাদেরকে যা খুশি তা বলে আর আপনারাও তাকে গ্রেফতার করেন। ফলে আমাদেরকে না ধরে শিবরামকে আপনারা ধরবেন। কিন্তু আপনারা এখন দেখলাম শিবরামকেও ধরলেন আমাদেরকেও ধরলেন। তাই আমাদের কৌশল আর কাজে লাগলো না।"
কর্নেল বাচ্চু এবার শিবরাম ও ইয়াবা কারবারিদেরকে পুলিশের হাতে তুলে দিলেন।(সমাপ্ত) https://v.gd/503Modernstory ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
My home Location ✒ https://urlz.fr/j12V But I don't live here. Rented out to other people.
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262
⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings