838) (Story_52) One day for the police inspector. (দারোগার একদিন।) _ Written by Junayed Ashrafur Rahman

838) (Story_52) One day for the police inspector. (দারোগার একদিন।) _ Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html @ Junayedmn1@gmail.com Facebook Messenger https://m.me/junayedmn1  ✒ 

https://mystoriesjunayedmn1.blogspot.com/2025/10/blog-post.html?m=1

https://www.facebook.com/share/p/17Guw6y1yX/

https://write.as/3guxai503uzi0

I'm Guvra police inspector. Occasionally I am surprised to think that I am a policeman. Why not be surprised? I started smoking cigarettes before passing the SSC. I started eating marijuana while studying SSC and intermediate. Honors first got up in the first year and started eating Phensedyl. Then started a strange routine of mine. Winr in the morning, phensedyl at noon, and marijuana at night. This is how the honors side of this routine only did. Then I took the job of a policeman in some way. Now, of course, I have no addiction except cigarettes. Whatever the case, I am currently a policeman. Eating wine, marijuana, or phensedyl does not obey me anymore. 


I am serving at a police station in the remote area. The name is Haor Police Station. Such names, such an environment. Only deep water around. When the tide comes, the water comes up to the police station. And when the tide is ebbing, the police station is a little visible. 


People are less in the delta region. Each house looks like a small hill. Just water all around and a house in the middle. Again, one of the thorps seems like a small island. 


Rice is cultivated during the dry season and watered for the rest of the year. In this case, crime is rarely committed in the delta region. Millions of people live in the capital, so the crime is also huge. But it is the delta region, so there  are fewer people, so the crime is less. 


But it is not a crime trend, but not. There are also some people who want to commit crime. It is difficult to prevent them. 


The trawler or speedboat gives a few patrols to their crime. 


Not all of our police stations can use the speedboat. There is a speedboat allotted for OC, sir. When he goes out to visit the area, those police go with him; they can get on the speedboat. 


Besides, everyone else patrols in the trawler. I, of course, have been able to make separate arrangements for myself. 


An old man house named Thapang, a few kilometers from the police station, has a canoe (small boat). It has a diesel engine of four horsepower. He came to the mobile phone and came out, and I got out of the canoe and went out to patrol the area. 


I was introduced to Thapang a few months from today. That day we got up at the door of the constable trawler and came to the police station after completing the patrol. Come and see an old man sitting, as well as a girl sitting. Then I found out that the old man's name was Thapang and the girl's name was Bapang. 


He alleged that Gabal, son of the influential Habal Mia of the area, was terrible. He's very much evangelizing the girls. Furthermore, he bought a speedboat lately. On the speedboat, he now goes to different houses and evangelizes the girls. This morning, Thapang went to the market five miles away. On this occasion, Gabal came and evangelized Bapang. Abuse and speak obscene words. 


So based on this complaint, I was sent to investigate. Thapang, Bapang, and I got up in Thapang's canoe. Thapang started the engine, and the canoe began to move. Finally, Thapang brought me in front of Habal's house. 


I told Thapang, “If you leave, I will interrogate Gabal.”


After listening to me, Thapang went down. 


I went to Habal's house and said, “Your son Gabal is evangelizing Thapang's daughter Bapang. He is complaining at the police station. So I came to investigate the matter.”


Listening to me, Habal said, “My son Gabal drives a speedboat.”


After hearing this, I said, “You have arguments in your words. But Thapang complained to the police station. So I came about the matter to investigate. Do you have any statement?”


Habal said, “I have a lot of land. One cropland. I can cultivate once a year. Therefore, you have to be unemployed for the rest of the year. I bought my son a speedboat to cross this unemployed time. He carries VIP passengers with that speedboat. Thapang wants to  marry Bapang to my son. I didn't accept it. Therefore, now he has made a false accusation of evangelizing.”


I did many more investigations. Finally warning both sides. I got up on the speedboat of Gabal and went to the police station. From then on, my good relations with Thapang and Habal were developed. 


Recently I have been doing a new practice again. I bought cheap fish from the fisherman when he got up in the canoe. Ruin, Katla is my favorite fish. But  after coming to the delta region,  eel fish, gulsha fish, giant river catfish, and rita fish became my favorite fish. 


When I get these fish while on patrol, I do buy them cheaply. This is why fish can be purchased directly from the fishermen. And my body is dressed in a police dress. In all, I bought the fish very cheaply. On the day I get more fish, I also gift the fish to OC, sir. 


Then the rainy season. One of the most memorable days in my life. 


I have experienced many kinds of experiences in life. Some experience has been experienced in college and some experience in the job as a policeman. But today's experience has spread all the experiences of my life. In the morning, I was given an investigation. I usually called Thapang. I investigated well. Then I bought two kilograms of eel . The weight of the three eel fish is two kg. So it looked pretty happy. 


Canoe was crowded at the police station. From the canoe I got down and paid the rent to Thapang. Then I sent the biggest eel fish to OC sir's house. The other two fish I gave to my cooking uncle. I said, “One eel fish will be roasted with massive onion. And the other will be cooked with potato and eggplant. The skin will be fried and crushed with the potatoes.”


Then I entered my office with a bottle of Coca-Cola from the canteen. Entering, I saw a girl sitting in my chair. I did not recognize her at first, but I recognized the moment and said, “Hey, you. Where are you here? Get up, get up from my chair.”


The girl, that is, my one-time classmate, said, “Who are you doing? I am an Additional SP.”


Additional SP must be dressed. But then I forgot that too. 


I was shocked and said, “Are you not my classmate? Do you not study with me in honors?”


Moiga then laughed and said, “That's definitely. You are my classmate, Guvra. I know you.”


I then regained confidence. Furthermore, I said, “I was more talented than you. Now, I am an instructor. How did you become an Additional SP?”


Moiga said, “After passing the honors, I studied well, so I became an SP on the side of the BCS. And you did not study well, so you failed  the BCS exam.”


Yes, Moiga is right. I also gave the BCS exam but could not pass. The words of the Moiga hit my head with a hammer. Yes, Moiga is right. Today I am an instructor, and the Moiga Additional SP, because I did not study well. 


At that time OC sir entered my office and said, “Hey Guvra, you haven't yet saluted the Additional SP Madam?”


So I saluted. But in my mind the mountain is equal to the pain. It was as if the chest was getting heavier; it seemed like a feeling of steam in my throat. Meanwhile, Moiga, no, she is the Additional SP Madam. She got up from my chair and proceeded to the door. OC sir behind. Both of them went out. 


Unknowingly, the tears began to fall from my eyes. When two drops of tears fell on the floor of my cheeks, I did not get it. Immediately I took out the pocket tissue and removed the tears from the floor. Then I hid myself behind the door. I cried silently for a while. I wiped tears with tissue. It's good to stop crying. I wiped my eyes and came out. 


I saw the additional SP madam get up at the speedboat, and the OC sir was also up. Four kilometers away, the Additional SP Madam's car. From that place she got into the car and left the district office. The speedboat has been launched. This time it started to move. I also looked. Meanwhile, I saw the Additional SP Madam look at me once. Looking at this is very familiar to me. When we were in honors, she used to look at me. What did she see? I used to wear more expensive clothes than him, and I could read more than him, maybe because she looked at me. 


But today's look is different. She is the additional SP, and I am just an instructor. She can give me either respect or humiliation if she'd like. But I can't talk to her even if I'd like to. 


I will never blame  luck as the reason for this. If I read well, I could have passed BCS; this is the reality. That's what happened. 


At that time my cook uncle came and said, “It's cooked. Eat, come on.”


I went and sat down to eat. I saw an eel  being roasted. Along with eggplant filling and mug pulses. Cooking Uncle said, “Fry potatoes with the skin of the eel fish and eat the eggplant with eel fish at night.”


I started to eat. At that time the tears were frozen in my eyes again. I wiped tears in some way with my left hand. Seeing this, the cook uncle said, “What's the matter? Why are you crying?”


I then laughed and said, “No, I am not crying. When investigating today, an ant fell in my eye. And immediately gave a bite.”


After eating, I went to the office. At that time, my colleague came to another inspector and said, “I heard the Additional SP Madam will be promoted.”


I said, “Wow, well.”


After my colleague got out of the office, I took a deep breath. Then I started reading a file placed on my table. (The end. )



আমি গুভ্র দারোগা। আমি যে পুলিশের দারোগা, এটা ভেবে মাঝে মাঝে আমিই অবাক হয়ে যাই। অবাক হবই না কেন? এসএসসি পাশ করার আগেই সিগারেট খাওয়া শুরু করেছিলাম। এসএসসি পাশ করে ইন্টারমেডিয়েটে পড়ার সময় শুরু করেছিলাম গাঁজা খাওয়া। অনার্স ফার্স্ট ইয়ারে উঠেই শুরু করলাম ফেন্সিডিল খাওয়া। এরপর শুরু হলো আমার এক অদ্ভুত রুটিন। সকালে মদ, দুপুরে ফেন্সিডিল আর রাতে গাঁজা খাওয়া। এভাবেই এই রুটিন মতো চলে অনার্স পাশ করলাম। এরপর কোনো রকমে পুলিশের দারোগার চাকরি নিলাম। এখন অবশ্য সিগারেট ছাড়া কোনো নেশা আমার নাই। যত কিছুই হোক, বর্তমানে আমি পুলিশের দারোগা। মদ, গাঁজা অথবা ফেন্সিডিল খাওয়া এখন আমাকে মানায় না।


প্রত্যন্ত অঞ্চলের একটা থানার দারোগা হিসেবে দায়িত্ব পালন করতেছি। নাম হাওর থানা। যেমন নাম, তেমন পরিবেশ। চতুর্দিকে শুধু থৈ থৈ পানি। যখন জোয়ার আসে, তখন থানার ঘাট পর্যন্ত পানি চলে আসে। আর ভাটা হলে থানার ঘাটটা একটু দৃশ্যমান হয়।


ভাটি অঞ্চলে এমনিতেই মানুষ কম। একেকটা বাড়িকে দেখতে লাগে ছোট টিলার মতো। চতুর্দিকে শুধু পানি আর মাঝখানে একটা বাড়ি। আবার একেকটা পাড়াকে মনে হয় ছোটোখাটো একটা দ্বীপের মতো।


শুকনো মৌসুমে ধান চাষ হয় আর বছরের বাকিটা সময়ে পানি আর পানি। এরকম অবস্থায় ভাটি অঞ্চলে অপরাধ খুব কমই হয়। রাজধানীতে লাখ লাখ মানুষের বসবাস হয়, তাই সেই স্থানে অপরাধও হয় অহরহ। কিন্তু এটাতো হাওর, এমনিতেই লোক কম, তাই অপরাধও হয় কম।


কিন্তু অপরাধ প্রবণতা যে নাই, সেটা কিন্তু না। এরকম নীরব পরিবেশও কিছু মানুষ আছে, যারা অপরাধ করে বেড়াতে চায়। এদেরকে প্রতিরোধ করা তেমন কঠিন কোনো বিষয়না।


ট্রলার অথবা স্পিডবোটে কয়েকটা টহল দিলেই ওদের অপরাধ প্রবণতা করে আসে।


আমাদের থানার সকলেই স্পিডবোট ইউজ করতে পারিনা। ওসি স্যারের জন্য স্পিডবোট বরাদ্দ আছে। তিনি যখন এলাকা পরিদর্শনে বের হন, তখন তিনির সাথে যে কয়জন যায়, তিনিরাই স্পিডবোটে উঠতে পারেন।


এছাড়া বাকি সকলেই ট্রলারে চলাচল করি। আমি অবশ্য নিজের জন্য আলাদা ব্যবস্থা করতে পেরেছি।


থানা থেকে কয়েক কিলোমিটার দূরে থাপাং নামক একজন মুরুব্বির বাড়ি, তিনির একটা ডিঙ্গি (ছোট নৌকা) আছে। সেটাতে চার হর্স পাওয়ারের একটা ডিজেল ইঞ্জিন আছে। আমি মোবাইল ফোন করলেই তিনি চলে আসেন, আর আমি তিনির ডিঙ্গিতে উঠে এলাকায় টহল দিতে বের হই।


থাপাংয়ের সাথে আমার পরিচয় হয়েছিলো আজ থেকে কয়েক মাস। সেদিন আমরা কজন দারোগা আর কনস্টেবল ট্রলারে উঠে টহল শেষ করার পর থানায় এলাম। এসে দেখি একজন মুরুব্বি বসে আছেন, সাথে একটা মেয়েও বসে আছে। তখন জানতে পারলাম, মুরুব্বির নাম থাপাং আর মেয়েটার নাম বাপাং।


তিনির অভিযোগ, সেই এলাকার প্রভাবশালী হাবল মিয়ার ছেলে গাবল খুবই খারাপ। সে মেয়েদেরকে ইভটিজিং করে খুবই বেশি। ইদানিং সে একটা স্পিডবোট কিনেছে। স্পিডবোটে উঠে সে এখন বিভিন্ন বাড়ির সামনে গিয়ে মেয়েদেরকে ইভটিজিং করে। আজ সকালে থাপাং গিয়েছিলেন পাঁচ মাইল দূরের বাজারে। এই সুযোগে গাবল এসে ইভটিজিং করে বাপাংকে। অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং অশ্লীল কথাবার্তা বলে।


তাই এই অভিযোগের ভিত্তিতে আমাকে পাঠানো হলো তদন্ত করার জন্য। থাপাংয়ের ডিঙ্গিতে থাপাং, বাপাং আর আমি উঠলাম। থাপাং ইঞ্জিন চালু করলেন আর ডিঙ্গি চলতে লাগলো। অবশেষে আমাকে হাবলের বাড়ির সামনে নিয়ে এলেন থাপাং।


থাপাংকে আমি বললাম,“আপনারা চলে যান, আমি গাবলকে জিজ্ঞাসাবাদ করবো।”


আমার কথা শোনে আমাকে নামিয়ে থাপাং চলে গেলেন।


আমি হাবলের বাড়িতে গিয়ে বললাম,“আপনর ছেলে গাবল ইভটিজিং করেছে থাপাংয়ের মেয়ে বাপাংকে। তিনি থানায় অভিযোগ করছেন। তাই আমি এসেছি বিষয়টা তদন্ত করার জন্য।”


আমার কথা শোনে হাবল বললেন,“আমার ছেলে গাবল স্পিডবোট চালায়। ওর কী দরকর হয়েছে ডিঙ্গিওয়ালার মেয়েকে ইভটিজিং করার?”


একথা শোনে আমতা আমতা করে আমি বললাম,“আপনার কথায় যুক্তি আছে। কিন্তু থাপাং তো থানায় অভিযোগ করেছেন। তাই বিষয়টা সম্পর্কে আমি এসেছি তদন্ত করার জন্য। আপনার কি কোনো বক্তব্য আছে?”


হাবল বললেন,“আমার অনেক জমি আছে। এক ফসলের জমি। বছরে একবার চাষ করতে পারি। তাই বছরের বাকি সময় বেকার থাকতে হয়। এই বেকার সময়টা পার করার জন্য এবং ইনকাম করার জন্য আমার ছেলেকে আমি কিনে দিয়েছি একটা স্পিডবোট। ওই স্পিডবোট দিয়ে সে ভিআইপি যাত্রী বহন করে। আয়রোজগার বেশ ভালোই হয়। এটা দেখে আমার ছেলের কাছে থাপাং বিয়ে দিতে চায় বাপাংকে। আমি সেটা মেনে নিইনি। তাই এখন ইভটিজিংয়ের মিথ্যা অভিযোগ করেছে।”


আরো অনেক তদন্ত করলাম। অবশেষে উভয় পক্ষকে সতর্ক করে আমি গাবলের স্পিডবোটে উঠে চলে এলাম থানায়। এরপর থেকেই থাপাং এবং হাবলের মধ্যে আমার সুসম্পর্ক গড়ে উঠলো।


ইদানিং আবার আমার নতুন একটা অভ্যাস হয়েছে। থাপাংয়ের ডিঙ্গিতে উঠে টহল দেয়ার সময় জেলেদের কাছ থেকে সস্তায় মাছ কেনা। রুই কাতলা আমার পছন্দের মাছ। কিন্তু হাওরে এসে বাইম মাছ, গুলশা মাছ, আইড় মাছ, রিঠা মাছ আমার প্রিয় মাছে পরিণত হলো।


টহল দেওয়ার সময় এই মাছগুলো পেলে আমি সস্তায় কিনে নেই। এমনিতেই সরাসরি জেলেদের কাছ থেকে কিছুটা সস্তায় মাছ কেনা যায়। আর আমার শরীরে পরিহিত থাকে পুলিশের দারোগার ড্রেস। এসকল কিছু মিলিয়ে আমি বেশ সস্তায় মাছ কিনে আনি। যেদিন মাছ বেশি পাই, সেদিন ওসি স্যারকেও মাছ গিফট করি।


তখন বর্ষাকাল। আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন।


জীবনে অনেক রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। কিছু অভিজ্ঞতা হয়েছে কলেজে আর কিছু অভিজ্ঞতা হয়েছে পুলিশের দারোগা হিসেবে। কিন্তু আজকের অভিজ্ঞতা যেন আমার জীবনের সকল অভিজ্ঞতাকে ছড়িয়ে গিয়েছে।


সকাল হতে না হতেই আমাকে একটা তদন্তের দায়িত্ব দেয়া হলো। যথারীতি থাপাংকে ফোন করে নিয়ে এলাম। আমি তদন্তও করলাম ভালোভাবেই। এরপর আসার সময় দুই কেজি বাইম মাছ কিনে আনলাম। তিনটা বাইম মাছের ওজন দুই কেজি। তাই বেশ খুশি লাগছিলো।


থানার ঘাটে ডিঙ্গি ভিড়লো। ডিঙ্গি  থেকে আমি নেমে থাপাংকে ভাড়া পরিশোধ করলাম। এরপর সবচেয়ে বড় বাইম মাছটা ওসি স্যারের বাসায় পাঠিয়ে দিলাম। বাকি দুটো মাছ আমি দিলাম আমার রাঁধুনি কাকুকে। আমি বলে দিলাম,“একটা বাইম মাছ হবে বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা। আর অন্যটা রান্না হবে আলু বেগুন দিয়ে ঝোল আর বাইম মাছের চামড়া গুলো ভাজা হবে আলু কুঁচি কুঁচি করে কেটে।”


এরপর ক্যান্টিন থেকে এক বোতল কোকাকোলা নিয়ে প্রবেশ করলাম আমার অফিসে। প্রবেশ করে দেখলাম, একটা মেয়ে আমার চেয়ারে বসে আছে। প্রথমে চিনতে পারিনি, কিন্তু পর মুহূর্তেই চিনতে পেরে বললাম,“আরে তুই। তুই কোত্থেকে এলি এই স্থানে? ওঠ, ওঠ এখনই ওঠ আমার চেয়ার থেকে।”


মেয়েটা, মানে আমার এক সময়ের ক্লাসমেট ময়গা বলল,“তুই কাকে তুই তুকারি করছিস? আমি এডিশনাল এসপি।”


এডিশনাল এসপিকে অবশ্যই স্যালুট করতে হবে। কিন্তু ততক্ষণে আমি সেটাও ভুলে গেলাম।


আমি থতমত খেয়ে বললাম,“তুই কি আমার ক্লাসমেট না? তুই আমার সাথে অনার্সে পড়তি না?”


ময়গা তখন মুচকি হেসে বলল,“তা তো অবশ্যই। তুই তো আমার ক্লাসমেট গুভ্র। আমি তোকে চিনতে পেরেছি।”


আমি ততক্ষণে আত্মবিশ্বাস ফিরে পেলাম। আমি বললাম,“আমি ছিলাম তোর চেয়ে ট্যালেন্টেড। আমি হয়েছি দারোগা, তুই কী করে এডিশনাল এসপি হয়েছিস?”


ময়গা বলল,“অনার্স পাশ করার পরে আমি ভালোভাবে পড়াশোনা করেছি, তাই বিসিএস পাশ এসপি হয়েছি। আর তুই ভালোভাবে পড়াশোনা করিসনি, তাই বিসিএস পরীক্ষা দিয়েও ফেল করেছিস। পরবর্তীতে দারোগা হয়েছিস।”


হ্যাঁ, ময়গা ঠিকই বলেছে। আমিও বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু পাশ করতে পারিনি। ময়গার কথাটা যেন আমার মাথায় হাতুড়ি দিয়ে একটা আঘাত করলো। হ্যাঁ, ময়গা তো ঠিকই বলেছে। ভালোভাবে পড়াশোনা করিনি বলেই আজ আমি দারোগা,আর ময়গা এডিশনাল এসপি।


এমন সময় ওসি স্যার আমার অফিসে প্রবেশ করে বললেন,“আরে গুভ্র, তুমি এখনো এডিশনাল এসপি ম্যাডামকে স্যালুট করোনি? স্যালুট করো।”


তাই আমি স্যালুট করলাম। কিন্তু মনে আমার পাহাড় সমান বেদনা। বুকটা যেন ভারী হয়ে আসছে, গলায় যেন বাষ্প জমেছে এরকম একটা অনুভূতি আমার লাগলো। এরই মধ্যে ময়গা, না, তিনি এডিশনাল এসপি ম্যাডাম। তিনি আমার চেয়ার থেকে উঠলেন, দরজার দিকে এগিয়ে চললেন। পিছনে ওসি স্যার। দুজনেই বেরিয়ে গেলেন।


আমার অজান্তেই আমার দুচোখ থেকে পানি পড়তে লাগলো। কখন যে দু ফোঁটা অশ্রু আমার গাল বেয়ে টাইলস করা মেঝেতে পতিত হলো, টেরই পেলামনা। তাড়াতাড়ি পকেট টিস্যু বের করে মেঝে থেকে অশ্রু মুছে দিলাম। এরপর দরজার আড়ালে নিজেকে লুকালাম। কিছুক্ষণ নিঃশব্দে কান্না করলাম।আর টিস্যু দিয়ে অশ্রু মুছলাম। কান্না থামলে ভালো করে চোখ মুখ মুছে বাইরে এলাম।


দেখলাম এডিশনাল এসপি ম্যাডাম ততক্ষণে স্পিডবোটে উঠে পড়েছেন, আর ওসি স্যারও উঠেছেন। চার কিলোমিটার দূরে আছে এডিশনাল এসপি ম্যাডামের গাড়ি। সেই স্থান থেকেই গাড়িতে উঠে তিনি চলে যাবেন ডিস্ট্রিক্ট অফিসে। স্পিডবোট চালু হয়েছে। এবার চলতে শুরু করলো। আমিও তাকিয়ে রইলাম। এরই মধ্যে দেখলাম, এডিশনাল এসপি ম্যাডাম আমার দিকে আড়চোখে একবার তাকালেন। এই তাকানো আমার খুবই পরিচিত। আমরা যখন  অনার্সে পড়তাম তখন তিনি আড়চোখে আমাকে দেখতেন। কেন দেখতেন? আমি তিনির চেয়ে দামি দামি পোশাক পড়তাম, ওর চেয়ে বেশি পড়া পারতাম, হয়তো সে কারণে আমার দিকে এভাবে তাকাতেন।


কিন্তু আজকের তাকানোর অবস্থা অন্যরকম। তিনি আজ এডিশনাল এসপি আর আমি একটা দারোগা মাত্র। তিনি চাইলেই আমাকে সম্মান অথবা অপমান দুটোই প্রদান করতে পারেন। কিন্তু আমি চাইলেও তিনির সাথে কথা বলতে পারবোনা।


আমি এর কারণ হিসেবে অদৃষ্টকে কখনই দায়ী করবোনা। ভালোভাবে পড়লে হয়তো আমিও বিসিএস পাশ করতে পারতাম,এটাই বাস্তবতা। এটাই ঘটেছে।


এমন সময় আমার রাঁধুনি কাকু এসে বললেন,“রান্না হয়েছে। খাবেন, আসুন।”


আমি গিয়ে খাইতে বসলাম। দেখলাম একটা বাইম মাছ ভুনা করা হয়েছে। সাথে বেগুন ভর্তা আর মুগের ডাল। রাঁধুনি কাকু বললেন,“বাইম মাছের চামড়া দিয়ে আলু ভাজি আর বেগুন দিয়ে বাইম মাছের তরকারি রাতে খাবেন।”


আমি খাইতে লাগলাম। এমন সময় আবার আমার চোখে পানি জমে গেলো। আমি বাম হাত দিয়ে কোনো রকমে অশ্রু মুছলাম। এটা দেখে রাঁধুনি কাকু বললেন,“কী ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন?”


আমি তখন হেঁসে দেয়ার ভঙ্গি করে বললাম,“না, কান্না করছিনা। আজকে তদন্ত করার সময় কোত্থেকে যেন একটা পিঁপড়া পড়েছিলো চোখে। এবং সাথে সাথেই দিয়েছিলো এক কামড়। সেই কারণে চোখে পানি জমেছে।”


খাওয়া শেষ করে অফিসে গিয়ে বসলাম। এমন সময় আমার সহকর্মী আরেক দারোগা এসে বললেন,“শোনেছি, এডিশনাল এসপি ম্যাডাম প্রমোশন পাবেন।”


আমি বললাম,“বাহ্, ভালোই তো।”


আমার সহকর্মী অফিস থেকে বের হয়ে যাওয়ার পর আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। এরপর আমার টেবিলে রাখা একটা ফাইল পড়তে শুরু করলাম।(সমাপ্ত।)


©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

My home Location ✒ https://goo.gl/maps/RoKi3ekrhkm5PAHPA , But I don't live here. Rented out to other people.

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

junayedmn1@gmail.com

Facebook Messenger https://m.me/junayedmn1 


My Writings ✒ https://www.blogger.com/profile/11734624718328723069

702) My success in literature (writing). (লেখালেখিতে আমার সাফল্য।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://literatureforalljunayedmn1.blogspot.com/2023/06/702-my-success-in-writing-written-by.html

707) After the fantasy of ministry.(মন্ত্রিত্বের ফ্যান্টাসির পরে।)– Written by Junayed Ashrafur Rahman ✒ https://mytimemyexperiencesjunayedmn1.blogspot.com/2023/06/707after-fantasy-of-ministry-written-by.html

636) About the copyright of my writing.(আমার লেখার মেধাস্বত্ব সম্পর্কে।)— Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2025/06/636-about-copyright-of-my-writing.html

637) Win prizes.(পুরস্কার জিতুন।) - Written by Junayed Ashrafur ✒  https://literatureforalljunayedmn1.blogspot.com/2022/10/637win-prizes-written-by-junayed.html

667) Case against AI ChatGPT. (এআই চ্যাট জিপিটির বিরুদ্ধে মামলা।) – Written by Junayed Ashrafur Rahman ✒ https://lawforjusticejunayedmn1.blogspot.com/2023/02/667case-against-chat-gpt-written-by.html  http://ow.ly/Zawy104u7kO


#Intellectualproperty #Literature #Law #Contract #Writing #Wisdom

Popular posts from this blog

821)(Story_50) Bairam Khan. (বৈরাম খাঁ।) _ Written by Junayed Ashrafur Rahman

822)(Story_51) The leader's corruption.(নেতার দুর্নীতি।) _ Written by Junayed Ashrafur Rahman