626)(Story-28)Story of patriotism.(দেশপ্রেমের গল্প।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 August 30,2022 Tuesday 

626 https://v.gd/MyWritingsFrom601 )Story of patriotism.(দেশপ্রেমের গল্প।) - Written by https://v.gd/JunayedAshrafurRahman ✒ 

https://notepin.co/shared/uruejfl


#Story #Fantasy #Adventure #Thriller 


 Heavy firing took place in an area of ​​the city. Seven seditarians were killed in that shelling. But one escaped.


 The Chief Director of the Secret Service himself embarked on a mission to arrest the fugitive seditarian without any help.


 After two months of investigation, the chief of the secret service found the seditarian leader through solid evidence.


 Now the secret service chief is sitting in the house of that seditarian leader.


The seditarian leader is sitting in another sofa in front of the chief.


 The seditarian leader looked at the chief of the secret service with a fierce look and said, "You have killed my comrades in an encounter. So why are you sitting in front of me with a pistol like this?"


The Chief of the Secret Service then said very calmly and elegantly, "My plan was to find you and shoot you dead. But when I got to know your background, I realized that an educated and helpful person like you should be given a chance to live."


 The seditarian leader then said, "What chance do you want to give me?"


The Chief of Secret Service said, "You have an identity in the society, but secretly you are involved in seditarian work. But in doing seditarian work, you are spending your earned money. That is a matter of loss for you. Basically, you have gained nothing by doing seditarian work, only in loss."


Hearing this, the seditarian leader said, "So what did you get by serving the country through the Secret Service? What did the Secret Service give you?"


 The Chief of the Secret Service then sighed and said, "I have not achieved anything significant. I have only gained the power to arrest people. Sometimes I have to do Secret Service work at my own expense. Even though I am the Chief of the Secret Service, I still have no identity card. Even my weapons have no license. Shockingly, If I am arrested outside the country, the Secret Service of the country will never identify me as their person."


Hearing this, the seditarian leader said, "Then you and I are equal. I am engaged in treason by spending my money and you are doing secret service for the country by spending your money. Neither of us got any benefit. Then you and I The same person."


Then the Chief of the Secret Service shook his head and said, "You are right. But today, if you and I are arrested by the law enforcement officers, my country will release me knowing the service. But you will be shot dead."


 After understanding the matter, the seditarian leader calmed down. He said, "So what kind of chance do you want to give me?"


The Chief of the Secret Service said, "There are two ways open in front. Either to be killed in the encounter as a seditarian or you will claim yourself as a member of the Secret Service. But will go to jail for cheating. And will return again after serving in jail."


 "Because if you identify as a seditarian, the punishment is inevitable. But if you identify as a patriot without being a member of the Secret Service, it will be a crime of fraud. Nothing more. But it will be possible to assert patriotism.


"Then there will be a press conference and you will say, 'I may falsely claim to be a member of the Secret Service. But my patriotism is not false.'


 "That means you will claim to be a member of the Secret Service even though you have committed seditarian work. This is my opportunity for you. Secret Service men have no identity cards. Not even one member knows another member. So through the identity of the Secret Service, you can protect yourself from encounters."


Hearing this, the seditarian leader got emotional and wiped his eyes and said, "I am very impressed with your good behavior today. I want to leave seditarian activities today and work as a member of the Secret Service."


 Hearing this, the Chief of the Secret Service was surprised and said, "Then it is better. You want to do the work of the Secret Service without any privilege or greed. From today, I accept you as a member of our Secret Service. Welcome to our Secret Service.Best regards."


 This is how the seditarian leader gave up his seditarian work and became a patriot by accepting the work of the Secret Service.(The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 My home Location ✒ https://tinyurl.com/yndc6k8u But I don't live here. Rented out to other people.


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262


⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings 




শহরের একটা এলাকায় প্রচণ্ড গোলাগুলি হলো। সেই গোলাগুলিতে রাষ্ট্রদ্রোহী সাত জন নিহত হলো। কিন্তু একজন পালিয়ে গেল।


সেই পলাতক রাষ্ট্রদ্রোহীকে গ্রেফতার করতে সিক্রেট সার্ভিসের চিফ ডিরেক্টর নিজেই মিশনে নামলেন কোন সহযোগীর সাহায্য ছাড়াই।


দু মাস তদন্ত করে সলিড প্রমাণের মাধ্যমে সেই রাষ্ট্রদ্রোহী নেতাকে সিক্রেট সার্ভিসের চিফ খুঁজে পেলেন।


এখন সেই রাষ্ট্রদ্রোহী নেতার ঘরের ভেতর সিক্রেট সার্ভিসের চিফ বসে আছেন।


চিফের সামনে সেই রাষ্ট্রদ্রোহী নেতা আরেকটা সোফার মধ্যে বসে আছে।


সেই রাষ্ট্রদ্রোহী নেতা হিংস্র দৃষ্টিতে সিক্রেট সার্ভিসের চিফের দিকে তাকিয়ে বলল,"আমার সঙ্গীদেরকে আপনি এনকাউন্টারে নিহত করেছেন। তো এখন আমার সামনে এভাবে পিস্তল নিয়ে বসে আছেন কেন?"


সিক্রেট সার্ভিসের চিফ তখন অত্যন্ত শান্ত এবং মার্জিতভাবে বললেন,"আমার পরিকল্পনা ছিল আপনাকে খুঁজে বের করেই গুলি করে হত্যা করব। কিন্তু যখন আপনার ব্যাকগ্রাউন্ড আমি জানতে পারলাম, তখন বুঝলাম আপনার মতো শিক্ষিত এবং মানুষকে সহযোগিতাকারী ব্যক্তিকে বেঁচে থাকার সুযোগ দেয়া দরকার।"


রাষ্ট্রদ্রোহী নেতা তখন বলল,"আপনি আমাকে কোন সুযোগ দিতে চাইছেন?"


সিক্রেট সার্ভিসের চিফ বললেন,"সমাজে আপনার একটা পরিচয় আছে, কিন্তু গোপনে আপনি রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত আছেন। তবে রাষ্ট্রদ্রোহী কাজ করার ক্ষেত্রে আপনি আপনার অর্জিত টাকা পয়সা খরচ করছেন। সেটা আপনার জন্য লোকসানের ব্যাপার। মূলত আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করে কিছুই পাননি, শুধু লোকসানের মধ্যেই আছেন।"


এ কথা শুনে রাষ্ট্রদ্রোহী নেতা বলল, "তো আপনি সিক্রেট সার্ভিসের মাধ্যমে দেশের সেবা করে কী পেয়েছেন?  আপনাকে সিক্রেট সার্ভিস কী দিয়েছে?"


সিক্রেট সার্ভিসের চিফ তখন দীর্ঘশ্বাস ফেলে বললেন,"উল্লেখযোগ্য কিছুই অর্জন করতে পারিনি। শুধু মানুষকে গ্রেফতার করার ক্ষমতা পেয়েছি। মাঝে মাঝে নিজের টাকা খরচ করেই সিক্রেট সার্ভিসের কাজ করতে হয়। এমনকি সিক্রেট সার্ভিসের চিফ হওয়া সত্ত্বেও আমি এখনো কোন পরিচয় পত্র পাইনি। এমনকি আমার অস্ত্রগুলোরও কোন লাইসেন্স নাই। হতবাক হওয়ার মতো ব্যাপার হলেও সত্য যে, আমি যদি দেশের বাইরে গ্রেফতার হই তাহলে দেশের সিক্রেট সার্ভিস কখনই আমাকে তাদের লোক বলে পরিচয় দেবে না।"


এ কথা শুনে রাষ্ট্রদ্রোহী নেতা বলল,"তাহলে আপনি আর আমি তো একই সমান হলাম। আমি আমার টাকা খরচ করে রাষ্ট্রদ্রোহী কাজে লিপ্ত আছি আর আপনি নিজের টাকা খরচ করে দেশের জন্য সিক্রেট সার্ভিসের কাজ করছেন। আমাদের দু জনই কোন লাভ পাইনি। তাহলে আপনি আর আমি তো একই রকম ব্যক্তি।"


তখন সিক্রেট সার্ভিসের চিফ মাথা ঝাঁকিয়ে বললেন,"আপনার কথা ঠিক আছে। কিন্তু আজ এই মুহূর্তে আপনাকে আর আমাকে যদি আইন বাহিনীর লোকেরা গ্রেফতার করে তাহলে আমার দেশ সেবার কথা জেনে আমাকে ছেড়ে দেবে। কিন্তু আপনাকে গুলি করে হত্যা করবে।"


বিষয়টা বুঝতে পরে রাষ্ট্রদ্রোহী নেতা এবার শান্ত হলো। সে বলল," তাহলে আমাকে আপনি কী রকম সুযোগ দিতে চাচ্ছেন?"



সিক্রেট সার্ভিসের চিফ বললেন,"সামনে দুটো পথ খোলা আছে। হয় দেশদ্রোহী পরিচয়ে এনকাউন্টারে নিহত হওয়া অথবা সিক্রেট সার্ভিসের সদস্য হিসেবে নিজেকে দাবি করে জেল খেটে আবার ফিরে আসা।


"কেননা রাষ্ট্রদ্রোহী পরিচয় দিলে শাস্তি অনিবার্য। কিন্তু সিক্রেট সার্ভিসের সদস্য না হয়েও সেটার পরিচয় দিলে প্রতারণার একটা সাজা হবে। এর বেশি কিছু না। কিন্তু দেশপ্রেম জাহির করা সম্ভব হবে।


"এরপর সংবাদ সম্মেলন হবে এবং আপনি বলবেন,'আমি সিক্রেট সার্ভিসের সদস্য হওয়ার মিথ্যা দাবি করতে পারি। কিন্তু আমার দেশপ্রেম মিথ্যা না।'


"অর্থাৎ আপনি রাষ্ট্রদ্রোহী কাজ করা সত্ত্বেও আপনি নিজেকে সিক্রেট সার্ভিসের একজন সদস্য হিসেবে নিজেকে দাবি করবেন। এটাই হচ্ছে আপনার জন্য আমার পক্ষ থেকে সুযোগ। সিক্রেট সার্ভিসের লোকদের কোন পরিচয়পত্র থাকে না। এমনকি এক সদস্য আরেক সদস্যকে চেনে না। তাই সিক্রেট সার্ভিসের পরিচয়ের মাধ্যমে আপনি নিজেকে এনকাউন্টার থেকে সুরক্ষিত রাখতে পারবেন।"


এ কথা শুনে রাষ্ট্রদ্রোহী নেতা আবেগে আপ্লুত হয়ে চোখ মুছতে মুছতে বলল,"আজ আমি আপনার ভালো আচরণে অত্যন্ত মুগ্ধ হয়েছি। আমি আজ রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড বাদ দিয়ে সিক্রেট সার্ভিসের সদস্য হিসাবে কাজ করতে চাই।"


এ কথা শুনে সিক্রেট সার্ভিসের চিফ চমকিত হয়ে বললেন,"তাহলে তো আরো ভালো হলো। কোন ধরনের সুযোগ সুবিধা অথবা লোভ লালসা ছাড়াই আপনি সিক্রেট সার্ভিসের কাজ করতে চাচ্ছেন। আজ থেকে তাহলে আপনাকে আমি আমাদের সিক্রেট সার্ভিসের সদস্য হিসাবে গ্রহণ করে নিলাম। আপনাকে আমাদের সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে সুস্বাগতম।"


এভাবেই দেশদ্রোহী নেতাটা রাষ্ট্রদ্রোহী কাজ বাদ দিলো।এবং সিক্রেট সার্ভিসের কাজ গ্রহণ করে দেশপ্রেমীকে পরিণত হলো।(সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 My home Location ✒ https://tinyurl.com/yndc6k8u But I don't live here. Rented out to other people.


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262


⌨️📱 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SubjectsOfJunayedWritings 


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা।) ✒ https://v.gd/SerialOfJunayedWritings 

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman