616)(Story-26-30)Militant bases.(জঙ্গি ঘাঁটি-৩০।)- Written by Junayed Ashrafur Rahman ✒
July 15, 2022 Friday
616 http://ow.ly/3ixr103F7Qs )(Story-26-30)Militant bases.(জঙ্গি ঘাঁটি-৩০।)- Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒
https://notepin.co/shared/gvhfiwa(29- http://ow.ly/w15K103KI9b , 1- http://ow.ly/YPBS103598L)
#Story #Fantasy #Adventure #History #Theology #Politics #Wisdom #Comedy #Suspense
Hearing my words, Big hujur sighed and said, "The two persons mentioned by you are fully qualified to be the President of a country governed by a normal system of government. But they have some qualifications to be the president of our future established Islamic state."
I said, "You say that the mentioned two have the qualifications to be the president of a state governed by a normal state system. But where is the problem of the mentioned two being the president of an Islamic state?"
Big hujur said, "Dr. Kamal Hossain was a legal expert and the chairman of the constitution drafting committee of Bangladesh. But he is a somewhat leftist politician. And he was the chairman of the constitution-making committee of the Bangladesh government, which was run under a general state system. So in our future Islamic state system. Making Kamal Hossain president would not be appropriate for us."
"And Dr. Muhammad Yunus is a world-renowned economist. Dr. Muhammad Yunus is well-known all over the world. But he operates an interest-based Grameen Bank through a simple economic system. However, it is thought that he could win the Nobel Peace Prize in the future. "
Badr Ali said, "Yes, I have heard that he can be nominated for the Nobel Peace Prize. Bill Clinton has said that Dr. Yunus should be awarded the Nobel Peace Prize. But here's my question, how can a director of a usurious bank be nominated for a Nobel Prize in peace?"
Hearing this, Big hujur smiled and said, "The Nobel Committee gives the Nobel Prize according to their own choice. Why was the Nobel Prize given to whom? And who was not given the Nobel Prize? The Nobel Committee is not obliged to give an apology. If Dr. Muhammad Yunus is chosen for the Nobel Peace Prize by the Nobel Committee , then the various statements of the people will never be acceptable to the Nobel Committee."
Badr Ali said, "I have another question, what is the need for Bill Clinton to recommend the Nobel Peace Prize for Dr. Muhammad Yunus? Maybe the Nobel Committee can accept the recommendation that former US President Bill Clinton made for Dr. Yunus."
Big hujur then said, "The Nobel Committee does not award the Nobel Prize to anyone on the recommendation of anyone or out of fear of anyone. The Nobel Committee awards the Nobel Prize completely independently. If the Nobel Committee was influenced to award the Nobel Prize, Hitler and Stalin would have been awarded the Nobel Prize in peace. And every American president was awarded the Nobel Peace Prize. So if the Nobel Committee awarded the Nobel Peace Prize to Dr. Yunus, it would be an effort to alleviate human poverty through micro-credit, so no one's recommendation or influence would ever be accepted by the Nobel Committee. Bill Clinton said, Dr. Yunus should be awarded the Nobel Prize. Because of Yunus' actions. And Dr. Yunus maybe will awarded the Nobel Peace Prize by the Nobel Committee because of the micro-credit deeds. Not because of Bill Clinton's recommendations. We have no objection to Dr. Yunus receiving the Nobel Peace Prize.But we are not agree to make Yunus the president in our Islamic state system."
I said then,"I have the name of a person who is perfectly fit to be the president of your established state in the future."
Big hujur, Badr Ali and others looked at me with great interest. And Big hujur said, "Who is he?" (Continued)©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n
আমার কথা শুনে বড় হুজুর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,"তোমার উল্লিখিত দুজন ব্যক্তি সাধারণ রাষ্ট্রব্যবস্থায় পরিচালিত রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার জন্য সম্পূর্ণ উপযুক্ত। কিন্তু আমাদের ভবিষ্যতে প্রতিষ্ঠিত ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার জন্য তিনিদের মধ্যে যোগ্যতার কিছু ঘাটতি রয়েছে।"
আমি বললাম,"আপনি বলছেন উল্লিখিত দুজনের যোগ্যতা আছে সাধারন রাষ্ট্রব্যবস্থায় পরিচালিত রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার। কিন্তু ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপতি হতে উল্লিখিত দুজনের সমস্যা কোথায়?"
বড় হুজুর বললেন,"ড. কামাল হোসেন একজন আইন বিশেষজ্ঞ এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন।
কিন্তু তিনি কিছুটা বামপন্থী রাজনীতিবিদ। এবং তিনি সাধারণ রাষ্ট্রব্যবস্থায় পরিচালিত বাংলাদেশ সরকারের সংবিধান প্রণেতা কমিটির সভাপতি ছিলেন। তাই আমাদের ভবিষ্যতের ইসলামি রাষ্ট্রব্যবস্থায় ড. কামাল হোসেনকে রাষ্ট্রপতি বানানো আমাদের পক্ষে মানানসই হবে না।"
"এবং ড. মুহাম্মদ ইউনুস বিশ্ববরেণ্য একজন অর্থনীতিবিদ। সারা বিশ্বেই কমবেশি ড. মুহাম্মদ ইউনুসের পরিচিতি ও সুনাম রয়েছে। কিন্তু তিনি সাধারণ অর্থনৈতিক ব্যবস্থার মাধ্যমে সুদভিত্তিক গ্রামীণ ব্যাংক পরিচালনা করেন। তাই এ কারণেই একজন সুদভিত্তিক ব্যাংক পরিচালককে ইসলামি রাষ্ট্রের রাষ্ট্রপতি বানানো আমাদের জন্য মানানসই হবে না। তবে এটা মনে করা হচ্ছে যে, তিনি ভবিষ্যতে শান্তিতে নোবেল প্রাইজ পেতে পারেন।"
বড় হুজুরের এ কথা শুনে বদর আলি বলল,"হ্যাঁ আমিও শুনেছি তিনি নাকি শান্তিতে নোবেল প্রাইজের জন্য মনোনীত হতে পারেন। বিল ক্লিনটন নাকি বলেছেন ড. ইউনুসকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া উচিৎ। কিন্তু আমার প্রশ্ন এখানেই, একজন সুদভিত্তিক ব্যাংকের পরিচালক কীভাবে শান্তিতে নোবেল প্রাইজের জন্য মনোনীত হতে পারেন?"
এ কথা শুনে বড় হুজুর মুচকি মুচকি হেসে বললেন,"নোবেল কমিটি নোবেল প্রাইজ দেন নিজেদের পছন্দ অনুযায়ী। কাকে কেন নোবেল প্রাইজ দেওয়া হলো? এবং কাকে কেন নোবেল প্রাইজ দেওয়া হলো না? সেটার কৈফিয়ৎ দিতে নোবেল কমিটি বাধ্য না। নোবেল কমিটির কাছে যদি ড. মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল প্রাইজের জন্য পছন্দ হন, তাহলে নানান জনের নানান কথা কখনই নোবেল কমিটির কাছে গ্রহণযোগ্য হবে না।"
বদর আলি বলল,"আমার আরেকটা প্রশ্ন, বিল ক্লিনটনের কী দরকার হলো ডঃ মুহাম্মদ ইউনুসের জন্য শান্তিতে নোবেল প্রাইজের সুপারিশ করার? ডক্টর ইউনুসের জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন যে সুপারিশ করেছেন সেটা হয়তো নোবেল কমিটি গ্রহণ করতে পারেন।"
বড় হুজুর তখন বললেন,"নোবেল কমিটি কারোর সুপারিশ অথবা কারোর ভয়ে কেউকে নোবেল প্রাইজ দেন না। নোবেল কমিটি সম্পূর্ণ স্বাধীনভাবেই নোবেল প্রাইজ প্রদান করেন। যদি নোবেল প্রাইজ দেওয়ার জন্য নোবেল কমিটি প্রভাবিত হতেন তাহলে হিটলার এবং স্ট্যালিনকেও শান্তিতে নোবেল প্রাইজ দিয়ে দিতেন। এবং আমেরিকার প্রত্যেক প্রেসিডেন্টকে শান্তিতে নোবেল প্রাইজ দেওয়া হতো। তাই ড. ইউনুসকে যদি নোবেল কমিটি শান্তিতে নোবেল প্রাইজ দেন তাহলে সেটা হবে ক্ষুদ্র ঋণের মাধ্যমে মানুষের দারিদ্র্য বিমোচনের একটা প্রচেষ্টার কারণে। তাই এর জন্য কারোর সুপারিশ অথবা প্রভাব কখনই নোবেল কমিটিতে গ্রহণযোগ্য হবে না। বিল ক্লিনটন নোবেল প্রাইজ দেওয়া উচিৎ বলেছেন ড. ইউনুসের কর্মকাণ্ডের কারণে। আর নোবেল কমিটি ড. ইউনুসকে শান্তিতে নোবেল প্রাইজ দিলে ড. ইউনুসের কর্মকাণ্ডের কারণেই দেবেন। বিল ক্লিনটনের সুপারিশের কারণে না। ড. ইউনুস শান্তিতে নোবেল প্রাইজ পেলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা আমাদের ইসলামি রাষ্ট্র ব্যবস্থায় ড. ইউনুসকে রাষ্ট্রপতি বানাতে সম্মত নই।"
আমি বললাম তাহলে আমার কাছে এমন একজন ব্যক্তির নাম আছে যিনি ভবিষ্যতে আপনাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রের রাষ্ট্রপতি হওয়ার জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত।
বড় হুজুর , বদর আলি এবং অন্যরা অনেকটা আগ্রহ নিয়ে আমার দিকে তাকিয়ে রইল।আর বড় হুজুর বললেন,"তিনি কে?"(চলবে) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
http://ow.ly/QvJm1036lYy
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
Junayedmn1@gmail.com
+8801611112262 & +8801711374824
📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n