608)(Story-26-28)Militant bases. (জঙ্গি ঘাঁটি-২৮।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 June 11,2022 Saturday 

608 http://ow.ly/3ixr103F7Qs )(Story-26-28)Militant bases. (জঙ্গি ঘাঁটি-২৮।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒



(1- http://ow.ly/YPBS103598L , 27- http://ow.ly/1Wer103I5l8) https://notepin.co/shared/vxhusmu

 Badr Ali told me, there is no way we can escape from this base. But I am trying to tell the Big hujur whether he will let me go or not. In this case I will talk about Tikka Khan and Lalu Chowdhury later, if the Big hujur agrees to let me go.


 Hearing my words, the Big hujur frowned and said, "Why do you want to go home? Are we bad?"


 I said, "Whether you are good or bad is a relative matter. So I do not say you good or bad." 


 Big hujur said, "What do you mean by that?"


 I said, "You don't drink alcohol, you don't smoke marijuana, you don't bad work - you are a very good person from this point of view. I'm not saying good or bad to you. But you want to seize the power of the state through conspiracy instead of conventional politics - is that why you should be said good? So I'm not saying you good or bad. And there are no hard and fast rules in this base of yours. There is no problem in waking up at the appointed time in the morning - it is a matter of comfort. But there is no arrangement for study. And my mind is crying for home. "


Big hujur then laughed and said, "What does the boy say? He is talking about good and bad morals. The theoretical definition of these morals does not apply to us. We are preparing to sacrifice our lives to seize power. These theoretical morals do not apply to us."


I said, "Why not? Are you above law and morality?"


 Big hujur said, "We are going to seize power directly with weapons. So this kind of moral argument will not be applicable to us. Basically, in order to maintain power, of course, the power of weapons is needed.Also if you want to keep it, of course you need weapons.So what we do for our needs is right and what we forbid for our needs is also right. That's exactly what we need to do. And that's exactly what we're forbidden to do when we need to. Don't you know that in every country individual parties go to power and pass laws and constitutions as they like and repeal them. They do that considering their own advantages and disadvantages. What is illegal in Saudi Arabia is legal in Iran and what is legal in the United States is illegal in Russia. So is one country worse than another? Despite this, such young brides cry to go to their father's house. But you are a boy. You have nothing to cry about. And you can read and listen in my library.Now I need people those who can read books. Because, if you put a gun in the hand of a street lunatic, he can also fire. But if he is put in the library, he cannot read books. We have been able to create gunmen to seize power, but we have not yet been able to produce people who can read books to operate the government after seizing power.


 I said, "Well, if people who read books can seize power before they are created or collected, how will the government operate?" (Continued http://ow.ly/w15K103KI9b) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"

http://ow.ly/QvJm1036lY

Nandail Municipality, Mymensingh, Bangladesh

Junayedmn1@gmail.co

+8801611112262 & +880171137482

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8nh4m.yE


আমাকে বদর আলি বলেছিল,কোনভাবেই আমরা এই ঘাঁটি থেকে পালাতে পারব না। কিন্তু বড় হুজুরকে বলে দেখছি,তিনি আমাকে যেতে দেন কি না।এক্ষেত্রে টিক্কা খান ও লালু চৌধুরীর কথাও আমি পরে বলব,আমাকে যদি বড় হুজুর যেতে দিতে রাজি হন।


আমার এ কথা শোনে বড় হুজুর ভ্রু কুঁচকে বললেন,"কেন বাড়ি যেতে চাও?আমরা কি খারাপ?"


আমি বললাম,"আপনারা ভালো না কি মন্দ সেটা হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। তাই আপনাদেরকে আমি ভালোও বলছি না আবার মন্দও বলছি না। 


বড় হুজুর বললেন," তুমি এ কথার দ্বারা কী বুঝাতে চাচ্ছ?"


আমি বললাম," আপনারা মদ খান না, গাঁজা খান না, আকাম কুকাম করেন না - এই দৃষ্টিকোণ থেকে আপনারা খুব ভালো মানুষ‌। কিন্তু আপনারা প্রচলিত রাজনীতি না করে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চাচ্ছেন- এই কারণে কি আপনাদেরকে ভালো বলা উচিত? তাই আমি আপনাদেরকে ভালোও বলছি না আবার খারাপও বলছি না। আর আপনাদের এই ঘাঁটিতে কোন ধরাবাধা নিয়ম নাই।সকালে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠার কোন ঝামেলা নাই- এটা বেশ আরামের বিষয়। কিন্তু পড়াশোনার ব্যবস্থা নাই। আর বাড়ির জন্য আমার মন কাঁদছে।"


বড় হুজুর তখন হোঃ হোঃ করে হেসে বললেন,"ছেলেটা বলে কী? ভালো খারাপের নৈতিক কথা বলছে। এ সকল নৈতিকতার তাত্ত্বিক সংজ্ঞা আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না। আমরা ক্ষমতা দখলের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত হচ্ছি। আমাদের ক্ষেত্রে ওইসব তাত্ত্বিক নৈতিকতা প্রযোজ্য না।" 


আমি বললাম, "কেন প্রযোজ্য হবে না? আপনারা কি আইন ও নৈতিকতার ঊর্ধ্বে?" 


বড় হুজুর বললেন,"আমরা সরাসরি অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে যাচ্ছি। তাই এ ধরনের নৈতিকতার তর্ক আমাদের ক্ষেত্রে কোন প্রযোজ্য হবে না। এবং এ ধরনের নৈতিকতার তর্ক দিয়ে ক্ষমতা দখল করা যায় না, আবার ক্ষমতা সকল সময় টিকিয়েও রাখা যায় না। মূলত ক্ষমতা টিকিয়ে রাখতে হলে অবশ্যই অস্ত্রের ক্ষমতা প্রয়োজন আছে।তাই আমরা আমাদের প্রয়োজনে যেটা করব সেটাই ঠিক। এবং আমাদের প্রয়োজনে আমরা যেটা করতে নিষেধ করব সেটাও ঠিক। তুমি কি জানো না যে, একেক দেশে একেক দল ক্ষমতায় গিয়ে নিজেদের মতো করে আইন ও সংবিধান পাশ করে এবং বাতিল করে। সেটা তো নিজেদের সুবিধা অসুবিধা বিবেচনা করেই করে। সৌদি আরবে যেটা অবৈধ, সেটা ইরানে বৈধ। আবার যুক্তরাষ্ট্রে যেটা বৈধ, রাশিয়াতে সেটা অবৈধ। তাই বলে কি এক দেশের তুলনায় আরেক দেশ খারাপ হয়ে হয়েছে? আর বাড়ির জন্য মন কাঁদে মেয়েদের। বিশেষ করে যাদের অল্প বয়সে বিয়ে হয়। স্বামীর অফুরন্ত ভালোবাসা পাওয়া সত্ত্বেও এই ধরনের অল্পবয়সী বধূরা বাবার বাড়ি যেতে কান্নাকাটি করে। কিন্তু তুমি তো ছেলে মানুষ।তোমার তো মন কাঁদার কোন কথা না।আর পড়া -শোনা আমার লাইব্রেরিতেই করতে পারবে।আমার এখন বই পড়া লোকের দরকার। কেননা,রাস্তার পাগলের হাতে বন্দুক তুলে দিলে সেও চালাতে পারে। কিন্তু যাকে তাকে লাইব্রেরিতে বসিয়ে দিলে বই পড়তে পারে না।আমরা তো ক্ষমতা দখলের জন্য বন্দুকবাজ লোক তৈরি করতে পেরেছি, কিন্তু ক্ষমতা দখলের পর সরকার চালানোর মতো বই পড়ুয়া লোক এখনো তৈরি করতে পারিনি।"


আমি বললাম,"আচ্ছা,যদি বই পড়ুয়া লোক তৈরি করা অথবা সংগ্ৰহ করার আগেই ক্ষমতা দখল করতে পারেন,তাহলে সরকার চালাবেন কী করে?"(চলবে http://ow.ly/w15K103KI9b)©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"

http://ow.ly/QvJm1036lY

Nandail Municipality, Mymensingh, Bangladesh

Junayedmn1@gmail.co

+8801611112262 & +880171137482

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8nh4m.yE

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman