589)(Story-26-25)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

March 1, 2022 Tuesday 

589 http://ow.ly/wTJh1036lN7 )(Story-26-25)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒







#Story #Fantasy #Adventure #History #Theology #Politics #Wisdom #Comedy #Suspense 


(1- http://ow.ly/YPBS103598L, 24- http://ow.ly/QZ9f103r2xm) 🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সকল লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://notepin.co/shared/gmtcxqh


Listening to the big hujur, I said, "What did you do that? You ran away with Osama bin Laden's 2.3 million dollars?"


 The big hujur said, "Yes, I escaped. And I did it to take advantage of Osama bin Laden's dollars."


 I said, "How can you take advantage of someone else's money and get away with it?"


 "Osama's dollars have been wasted in Sudan, Afghanistan and many other countries. But I will use that money to establish an Islamic state in Bangladesh," big hujur said.


 I understand, these are all irrational arguments of the big hujur. It is just an attempt to give legitimacy to one's own misdeeds by using baseless words.


 "And we've also invested in Usama's dollars to build this base," big hujur added.


 I said, "Why do you call it investment? Investment is done in business."


 "This is the greatest investment, because we are spending money to establish an Islamic state," big hujur said.


 I said, "Yes, and once you can do that, you can make a lot of money."


 The big hujur said, "Do not say so. Instead, we will be satisfied with what we get as servants of the Islamic State."


 I said, "Where did you get the idea to run away with this money?"


 The big hujur said, "I was very young then. I was in class two. One day my big uncle was invited to our house. The rooster mosallam was given at a bowl. I also sat down to eat. Then my big uncle said to me, 'Bring a fresh lemon from your aunt's tree. There is no juice in the lemon of your tree.' My aunt was married in the village next door, so I went to fetch lemons. After a while I brought lemons and saw that my big uncle had eaten the whole rooster mosallam. He looked at me and said, 'It takes so long to get a lemon? I've eaten while waiting for you.' From that day on, I was secretly angry with my big uncle. But using my big uncle's tactics, I escaped with Osama's 2.3 million dollars."


 I said, "Your uncle ate rooster mosallam for bringing lemons. But you ran away with Osama's dollars for talking about something about greatness of youth."


 The big hujur said, "The importance of youth has been described by poets, writers and philosophers. And the importance of youth is also mentioned in the hadith." 


 I said, "How do you make sure that the girls take the men to the residential hotel?"


 The big hujur said, "I said that to explain to Kabirov. There are many masters who lie in the name of other people to explain one. So I also scared Kabirov by talking about those Pakistani girls."


 I understood that the big hujur does not act according to religion. Instead, he misinterprets religion by acting according to his own mind.


 I said, "Are you saying that people go to the Markaz Mosque by embezzling other people's money?"


 The big hujur said, "No, anyone can go to Markaz Mosque, Mazar, Hajj, Mathura or Vrindavan with anyone's money. It is a matter of choice of the fraudster." 


 I said, "What happened next?"


 The big hujur said, "The taxi driver heard me and said, 'Don't worry. I'm taking you straight to the Markaz Mosque in Islamabad.' After a while the taxi stopped in front of Markaz Mosque. I had some Pakistani rupees. Because, I took some rupees with me on my way from Karachi to Afghanistan. I paid the taxi fare from them. As soon as the taxi left, Kabirov's phone rang on my satellite phone. Kabirov said, 'Uncle Dulal, where are you?' I said, 'I'm behind you.' Kabirov said, 'I'm looking for you in the back, but I can't see you.' I then rebuked him and said, 'Hey stupid, look at the two eyes match well, where am I? Damn, you can't find a man, but you want to be the commander of Janbaz Mujahideen.' Saying this, I turned off the satellite phone completely. At that time, training was being done in the mosque after Esha prayers. I performed ablution and performed Esha prayers alone. I performed ablution and sat in the training alone after performing the prayers of Esha. After the discussion we had dinner at the langarkhana. Then I searched and found a caravan from Delhi. Then I told their Mr. Amir, 'I came to Pakistan after one year of screaming. My other companions have gone to Bangladesh.' Mr. Amir said, 'Then you go to Delhi with us. Then you can go to Bangladesh from Delhi.' After staying in Islamabad with them for a while, I moved to Delhi. Then I joined a caravan from Delhi to Bangladesh. And they accepted me as their Amir. I preached briefly at the Kakrail Mosque in Bangladesh, 'A lot of people in India and Pakistan have come in Tabligh contact with a Maulana named Dulal Talukder.' From then on, I started doing lrad in a short range. So in a short range, I started to be addressed as a big hujur. At the same time, I hid the dollars and my money earned abroad."


 I said, "You have a lot of money at that time. And you were also preparing to gain power. So why did you preach in a short range?"


 The big hujur said, "You have asked a nice question. First the leaders and activists of different political parties come to Tabligh. Even many gangster type people are brought in flattered. I was under the surveillance of the administration.The way Godfather-type peers are under the surveillance of the police-administration. Secondly, I could not devote time to jihadi work because of spending too much time on preaching. Thirdly, to do so would lead to a leadership conflict with the great Amirs of Tabligh.This is because the Amirs of Tabligh clashed with each other for leadership. So even though I have declared myself as the Amir of Tabligh, I have limited it to a short range. After many days had passed, one day I turned on my satellite phone. A few hours later, Osama's phone rang. He said, 'Why was it closed?' I said, 'There was no environment to turn on the satellite phone.' Osama said, 'Kabirov said, did you run away with my dollars?' I was annoyed and said, 'Keep your dollars. Tell me what you called for.' Osama said, 'Why are you talking to me like this?' Osama will not be able to come to Bangladesh. Even if he comes, the law enforcement will not allow him to do anything. So even if he talks like this or that, it doesn't matter. Osama said, 'Well, leave out what Kabirav said and did not say. Come back to Afghanistan. I will wage jihad all over the world with you.' I said, 'There is no time to talk so much. Tell me the basics.' I didn't answer when I heard this from Osama. So Osama said again, 'What happened? Don't come? Come.' I said, 'No, I won't come.' Then Osama said, 'I understand you will not come. But if you can't do something big with my dollars, eat well. I was born into a wealthy family. But I never cared about food. And now, in this remote part of Afghanistan, I understand the importance of good food. You will not return my dollars, that's for sure. And I don't have much value for those dollars. Because, I pay Zakat-Fetra for many more dollars than this. But with them you can eat good food yourself and feed people too.' Saying this, Osama disconnected. Since then, in order to protect Osama's words, I have organized huge meals in Kakrail Mosque, Ijtema ground and various caravans of Tabligh hiding my identity. 


 "A few days later, the billionaire contacted me on a satellite phone. He said to me,'Did you run away with Osama's 2.3 million dollars? He told me three days after you ran away. And Kabirov told Osama everything the next day on a satellite phone.' As I did not say anything, the billionaire said, 'Well, it is up to you. But if you can properly prepare to seize power in Bangladesh, I will give you a lot more dollars. Because, twenty-three lakhs or twenty-three crore dollars is not an issue for me. And I have my own insistence about Bangladesh. Once I went to Savar and Ashulia in Dhaka district to buy a lot of land. But the owners of the factories and garments in the area may know about it. So they had a meeting with the land sellers at a garment factory next to a bamboo garden in the area. They say to the land sellers, 'You will not sell the land to the expatriates, but you will sell it to us. Because, in the next few years, we will benefit by exporting more and more abroad. And with that profit money, we will buy your land at a higher price. And we will give jobs to your children as DGM, GM and director in our industry.' As a result, the sellers did not sell the land to me. So I could not buy the land. But this time there is an opportunity to sell arms and share power in Bangladesh. And there is an opportunity to buy a lot of land.' The billionaire arms dealer then had the hope of selling huge arms in Bangladesh, the greed to share power and the insistence of not being able to buy land in the past." (Continued http://ow.ly/ZxoM103HzS0 )©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 



বড় হুজুরের কথা শোনে আমি বললাম,"এটা আপনি কী করলেন?উসামা বিন লাদেনের তেইশ লাখ ডলার নিয়ে পালালেন?"


বড় হুজুর বললেন,"হ্যাঁ, পালালাম।আর সেটা করেছি উসামা বিন লাদেনের ডলারের সদ্ব্যবহারের জন্য।"


আমি বললাম,"আরেক জনের টাকা নিয়ে পালিয়ে সেই টাকার সদ্ব্যবহার কীভাবে করা যায়?"


বড় হুজুর বললেন,"উসামার ডলারের অপচয় হয়েছে সুদান, আফগানিস্তান ও আরো অনেক দেশে। কিন্তু আমি সেই টাকার সদ্ব্যবহার করবো বাংলাদেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।"


আমি বুঝলাম,এগুলো সবই বড় হুজুরের অযৌক্তিক যুক্তি। ভিত্তিহীন কথার মারপ্যাঁচে নিজের অপকর্মের বৈধতা প্রদানের অপচেষ্টা মাত্র।


বড় হুজুর আরো বললেন,"আর আমাদের এই ঘাঁটি বানানোতেও উসামির ডলার বিনিয়োগ করেছি।"


আমি বললাম,"এটাকে আপনি বিনিয়োগ বলছেন কেন? বিনিয়োগ তো ব্যবসা - বাণিজ্যে করা হয়।"


বড় হুজুর বললেন,"এটা হচ্ছে সবচেয়ে মহান বিনিয়োগ। কেননা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা টাকা খরচ করছি।"


আমি বললাম,"হ্যাঁ, এবং একবার যদি সেটা করতে পারেন,তবে যে টাকা খরচ করছেন,এর চেয়ে অনেক গুণে টাকা উপার্জন করতে পারবেন।"


বড় হুজুর বললেন,"এভাবে বলো না।বরং আমরা ইসলামি রাষ্ট্রের খাদেম হিসেবে যা পাবো তা নিয়েই সন্তুষ্ট থাকবো।"


আমি বললাম,"এভাবে টাকা নিয়ে পালানোর আইডিয়া কোথা থেকে পেলেন?"


বড় হুজুর বললেন,"আমি তখন অনেক ছোট।ক্লাস টুতে পড়ি।একদিন আমাদের ঘরে আমার বড় চাচাকে দাওয়াত করা হলো।আস্ত মোরগ মোসাল্লাম একটা গামলায় দেয়া হলো।আমিও বসেছি খাইতে।তখন আমাকে বড় চাচা বললেন,'যা তো,তোর ফুফুর লেবু গাছ থেকে একটা টাটকা লেবু নিয়ে আয়।তোদের গাছের লেবুতে রস থাকে না।' আমার ফুফুর বিয়ে হয়েছিলো পাশের গ্ৰামে, তাই আমি গেলাম লেবু আনতে। বেশ কিছুক্ষণ পর লেবু এনে দেখলাম,বড় চাচা আস্ত মোরগ মোসাল্লাম খেয়ে নিয়েছেন।আমাকে দেখে তিনি বললেন,'এতোক্ষণ লাগে একটা লেবু আনতে?আমি তোর জন্য অপেক্ষায় থাকতে থাকতে খেয়ে নিয়েছি।' সেদিন থেকে বড় চাচার প্রতি আমার গোপন রাগ ছিলো। কিন্তু বড় চাচার কৌশল ইউজ করে আমি উসামার তেইশ লাখ ডলার নিয়ে পালিয়েছিলাম।তখন থেকেই বড় চাচার প্রতি আমি মনে মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।"


আমি বললাম,"আপনার চাচা তো লেবু আনবার কথা বলে মোরগ মোসাল্লাম খেয়ে নিয়েছিলেন। কিন্তু আপনি তো যৌবনের মতো মহৎ বিষয়ের কথা বলে উসামার টাকা নিয়ে পালিয়েছেন।"


বড় হুজুর বললেন,"যৌবনের গুরুত্ব কবি, সাহিত্যিক ও দার্শনিকগণ বর্ণনা করেছেন।এবং যৌবনের গুরুত্ব হাদিসেও বর্ণিত আছে।কিন্তু আমি শুধু যৌবনের গুরুত্ব বর্ণনা করেছি আর কবিরভকে পাকিস্তানি মেয়েদের ভয় দেখিয়ে ডলার নিয়ে পালিয়েছি। কিন্তু যৌবনের মন্দাচার করি নি।"


আমি বললাম,"সেই মেয়েগুলো যে, পুরুষদেরকে আবাসিক হোটেলে নিয়ে যায়,এটা আপনি নিশ্চিত হলেন কীভাবে?"


বড় হুজুর বললেন,"কবিরভকে বুঝানোর জন্যই আমি ওই কথা বলেছি।অনেক হুজুর আছে একজনকে বুঝানোর জন্য অন্য মানুষের নামে মিথ্যা কথা বলে বেড়ায়।তাই আমিও পাকিস্তানি সেই মেয়েগুলোর কথা মলে কবিরভকে ভয় পাইয়ে দিয়েছি।"


আমি বুঝলাম,বড় হুজুর ধর্ম অনুযায়ী কাজ করেন না।বরং নিজের মনমতো কাজ করে ধর্মের অপব্যাখ্যা প্রদান করেন।


আমি বললাম,"আপনি কি বলতে চাচ্ছেন,অন্যের টাকা আত্মসাৎ করে মানুষে মার্কাজ মসজিদে যায়?"


বড় হুজুর বললেন,"না,যে কেউ যে কারোর টাকা মেরে মার্কাজ মসজিদ,মাজার,হজ্ব, মথুরা, বৃন্দাবনেও যেতে পারে।এটা প্রতারকের নিজের পছন্দের ব্যাপার।তবে আমি উসামার টাকা নিয়ে পালিয়েছি বৃহৎ কল্যাণের জন্যই।"


আমি বললাম,"এরপর কী হলো?"


বড় হুজুর বলতে লাগলেন,"আমার কথা শোনে ট্যাক্সির ড্রাইভার বলল,'আপনি কোন চিন্তা করবেন না।আমি সোজা আপনাকে ইসলামাবাদ শহরের মার্কাজ মসজিদে নিয়ে যাচ্ছি।' কিছুক্ষণ পর মার্কাজ মসজিদের সামনে এসে ট্যাক্সি থামলো।আমার কাছে পাকিস্তানি কিছু রুপি ছিলো।কেননা,করাচি থেকে আফগানিস্তানে যাওয়ার সময় সঙ্গে কিছু রুপি নিয়েছিলাম।সেগুলো থেকে ট্যাক্সির ভাড়া পরিশোধ করলাম।ট্যাক্সি চলে যাওয়ার পরই আমার স্যাটেলাইট ফোনে কবিরভের ফোন এলো।আমি ফোন রিসিভ করতেই কবিরভ বলল,'দুলাল আঙ্কেল,আপনি কোথায়?' আমি বললাম,'আমি তো তোমার পিছনেই।' কবিরভ বলল,'আমি তো পিছনেই আপনাকে খোঁজাখুঁজি করছি। কিন্তু দেখতে পাচ্ছি না।' আমি তখন ধমক দিয়ে বললাম,'আরে ব্যাটা দু'চোখ ভালো করে মেলে দ্যাখ,আমি কোথায়?ধ্যাৎ, একটা মানুষকে খোঁজে বের করতে পারিস না,অথচ জানবাজ মুজাহিদদের কমান্ডার হতে চাস।যত্তোসব।' এই কথা বলে আমি স্যাটেলাইট ফোনটা একেবারেই বন্ধ করে দিলাম। তখন এশার নামাজের পর মসজিদে তালিম হচ্ছিলো।আমি অজু করে একা এশার নামাজ আদায় করে তালিমে বসলাম।কালেমা,নামাজ,এলেম,জিকির, আমল প্রভৃতি বিষয়ে আলোচনা হতে লাগলো। আলোচনার পর লঙ্গরখানায় রাতের খাবার খাইলাম।এরপর খোঁজে খোঁজে দিল্লি থেকে আগত একটা কাফেলা পেলাম।তখন তাদের আমির সাহেবকে বললাম,'আমি এক বছরের চিল্লায় পাকিস্তানে এসেছিলাম।আমার অন্য সঙ্গীরা বাংলাদেশে চলে গিয়েছে।' আমির সাহেব বললেন,'তাহলে আপনি আমাদের সঙ্গে দিল্লিতে চলেন।এরপর দিল্লি থেকে বাংলাদেশে যেতে পারবেন।' তাদের সঙ্গে কিছুদিন ইসলামাবাদে অবস্থান করে দিল্লিতে চলে এলাম।এরপর দিল্লি থেকে বাংলাদেশগামী একটা কাফেলার সঙ্গে জোড়ে গেলাম (একাত্ম হলাম।)। এবং ওরা আমাকে ওদের আমির হিসেবে বরণ করে নিলো। বাংলাদেশের কাকরাইল মসজিদে স্বল্প পরিসরে প্রচার করিয়ে দিলাম,'ভারত আর পাকিস্তানে গিয়ে অনেক মানুষকে দুলাল তালুকদার নামের একজন মৌলানা তাবলিগের সঙ্গে জুড়িয়ে এসেছেন।' এরপর থেকে স্বল্প পরিসরে আমি আমিরগিরি করতে লাগলাম।তাই স্বল্প পরিসরে আমাকে বড় হুজুর সম্বোধন করা শুরু হলো।সেই সঙ্গে ডলারগুলো আর বিদেশে উপার্জিত আমার টাকাগুলো লুকিয়ে রাখলাম।"


আমি বললাম,"ততোদিনে আপনার অনেক টাকা হয়েছে।আর আপনিও ক্ষমতা অর্জনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।তাহলে স্বল্প পরিসরে কেন তাবলিগের আমিরগিরি করলেন?"


বড় হুজুর বললেন,"তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো।প্রথমত তাবলিগে রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা আসে।এমনকি অনেক গুণ্ডা টাইপের মানুষকে তোষামোদ করে নিয়ে আসা হয়।তাই আমি যদি নিজেকে তাবলিগে বৃহৎ পরিসরে জাহির করতাম,তাহলে ওদের নজরে পড়তাম।যেভাবে গডফাদার টাইপের পিরেরা পুলিশ - প্রসাশনের নজরদারিতে পড়েন। দ্বিতীয়ত তাবলিগে বেশি সময় দেয়ার কারণে জিহাদি কাজে সময় দিতে পারতাম না। তৃতীয়ত সেটা করলে তাবলিগের বড় আমিরদের সঙ্গে নেতৃত্বের দ্বন্দ্বে যেতে হতো।কেননা,তাবলিগের আমির সাহেবরা নেতৃত্বের জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়।এমনকি একপক্ষ আরেক পক্ষের উপল হামলা করে গুরুতর আহতও করে। তাই আমি নিজেকে তাবলিগের আমির হিসেবে প্রকাশিত করলেও সেটা স্বল্প পরিসরে সীমাবদ্ধ রেখেছি। অনেক দিন অতিবাহিত হওয়ার পর একদিন আমি আমার স্যাটেলাইট ফোনটা চালু করি।কয়েক ঘণ্টা পর উসামার ফোন এলো।সে বলল,'ভাই দুলাল,তোমার মোবাইল এতো দিন বন্ধ ছিলো কেন?' আমি বললাম,'স্যাটেলাইট ফোন চালু করার মতো পরিবেশ ছিলো না।' উসামা বলল,'কবিরভ বলেছে,তুমি নাকি আমার ডলার নিয়ে পালিয়েছো?' আমি বিরক্ত হয়ে বললাম,'রাখো তোমার ডলার।কী কাজে ফোন করেছো সেটা বলো।' উসামা বলল,'তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন?' বাংলাদেশে উসামা আসতে পারবে না।এলেও তাকে আইন বাহিনী কিছুই করতে দেবে না।তাই এভাবে অথবা সেভাবে কথা বললেও কিছু যায় আসে না।তাই আমি বললাম,'এতো কথা বলার টাইম নাই।মূল কথা বলো।' উসামা বলল,'আচ্ছা,কবিরভ কী বলেছে আর না বলেছে,সেটা বাদ দাও।তুমি আবার আফগানিস্তানে আসো।তোমাকে নিয়েই আমি বিশ্বজুড়ে জিহাদ করবো।'উসামার এই কথা শোনে আমি কোন উত্তর দিলাম না।তাই উসামা আবার বলল,'কী হলো?আসবা না?আসো।' আমি বললাম,'না, আসবো না।' তখন উসামা বলল,'আমি বুঝতে পেরেছি তুমি আসবা না।তবে আমার ডলারগুলো দিয়ে বড় কিছু না করতে পারলে ভালো খাওয়া- দাওয়া করো। আমার জন্ম হয়েছে সম্পদ আর ঐশ্বর্যপূর্ণ পরিবারে। কিন্তু খাওয়া - দাওয়াকে কখনই গুরুত্ব দিতাম না। আর এখন আফগানিস্তানের এই দুর্গম এলাকায় অবস্থান করে বুঝতে পারছি,ভালো খাবারের কত গুরুত্ব।আমার ডলারগুলো তো তুমি ফেরত দেবে না,এটা নিশ্চিত।আর ওই ডলারের তেমন মূল্য আমার কাছে নাই।কেননা, এরচেয়ে অনেক বেশি ডলার আমি জাকাত - ফেতরা দেই। কিন্তু সেগুলো দিয়ে তুমি নিজে ভালো খাবার খাবা এবং লোকজনকেও খাওয়াবা।' এই কথা বলে উসামা সংযোগ বিচ্ছিন্ন করে দিলো।তখন থেকে উসামার কথা রক্ষার্থে আমি কাকরাইল মসজিদে,ইজতেমার মাঠে আর তাবলিগের বিভিন্ন কাফেলায় নিজের পরিচয় গোপন করে বিরাট খাবারের আয়োজন করি।


"কয়েকদিন পর সেই বিলিয়নিয়ার স্যাটেলাইট ফোনে আমার সঙ্গে যোগাযোগ করলেন।তিনি আমাকে বললেন,'আপনি নাকি উসামার তেইশ লাখ ডলার নিয়ে পালিয়েছেন?আপনি পালানোর তিনদিন পরই সে আমাকে বলেছে।আর উসামাকে কবিরভ স্যাটেলাইট ফোনে পরদিন সবই বলে দিয়েছে।' আমি কোন কথা না বলার ফলে বিলিয়নিয়ার বললেন,'আচ্ছা ওটা আপনাদের নিজেদের ব্যাপার।তবে আপনি যদি বাংলাদেশের ক্ষমতা দখল করার যথাযথ প্রস্তুতি নিতে পারেন, তবে আপনাকে আমি অনেক বেশি ডলার দেব। কেননা, তেইশ লাখ তো বটেই ,তেইশ কোটি ডলারও আমার কাছে তেমন কোন বিষয় না।আর বাংলাদেশের ব্যাপারে আমার নিজেরেও জেদ আছে।একবার আমি গিয়েছিলাম ঢাকা জেলার সাভার ও আশুলিয়াতে অনেক জমি কেনার জন্য। কিন্তু বিষয়টা সেই এলাকার ফ্যাক্টরি আর গার্মেন্টসের মালিকরা জানতে পারে।তাই ওরা সেই এলাকার একটা বাঁশ বাগানের পাশের একটা গার্মেন্টসে জমি বিক্রেতাদেরকে নিয়ে একটা মিটিং করে।জমি বিক্রেতাদেরকে ওরা বলে,'আপনারা ওই প্রবাসীর কাছে জমি বিক্রি করবেন না।বরং আমাদের কাছে বিক্রি করবেন।কেননা,আমরা আগামী কয়েক বছরে বিদেশে আরো বেশি বেশি রপ্তানি করে লাভবান হবো।আর সেই লাভের টাকা দিয়ে আরো বেশি দামে আপনাদের জমি ক্রয় করবো।এবং আপনাদের সন্তানদেরকে আমাদের ইন্ডাস্ট্রিতে ডিজিএম,জিএম ও ডিরেক্টার পদে চাকরি দেব।' ফলে বিক্রেতারা আমার কাছে জমি বিক্রি করেনি।তাই আমিও জমি কিনতে পারিনি। কিন্তু এবার বাংলাদেশে অস্ত্র বিক্রি ও ক্ষমতার অংশীদার হওয়ার সুযোগ এসেছে।এবং অনেক জমি কেনার সুযোগ তো বটেই।' বিলিয়নেয়ার অস্ত্র ব্যবসায়ীর মনে তখন বাংলাদেশে বিপুল অস্ত্র বিক্রির আশা, ক্ষমতার অংশীদার হওয়ার লোভ আর অতীতে জমি কিনতে না পারার জেদ চরমে।তাই ডলার নেয়ার ব্যাপারটা উসামা বিন লাদেন বলা সত্ত্বেও আমাকে ওই বিলিয়নেয়ার সহযোগিতা করতে লাগলেন। কিন্তু শুরুতে আমাকেই এককভাবে পরিশ্রম করতে হয়েছিলো।"(চলবে http://ow.ly/ZxoM103HzS0 )©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h


⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

167)Importance of the stories.(গল্পের গুরুত্ব।)-Written by Junayed Ashrafur Rahman ✒