585)(Story-26-21)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

February 14, 2022 Monday 

585 http://ow.ly/wTJh1036lN7 )(Story-26-21)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒


(1- http://ow.ly/YPBS103598L, 20- http://ow.ly/Q2p8103nZrK) 🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সব লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://notepin.co/shared/ibkhzyx


#Story #Fantasy #Adventure #History #Theology #Politics #Wisdom #Comedy #Suspense 


"I was involved in this through Osama bin Laden," big hujur said.


 I was shocked and asked, "You are a Bangladeshi and you do Tabligh. But Osama bin Laden is a Saudi man and he believes in armed struggle. So how did you get together?"


 He said, "I used to preach. Once a caravan of preachers came to our area from the Middle East. Among them were people from Saudi Arabia, Kuwait, Qatar, Palestine and Bahrain. They were the first foreigners to come to our area. So many to see them. People used to come from far away. Even Hindus used to come. So I started a great service as a companion of Tabligh and local people. Satisfied with my service, Mr. Kuwaiti Amir said one Day, 'I am satisfied with your service. You come with us to Kuwait. In that country you will be able to do greater service of Tabligh. Because the Middle East is the land of the Prophets.' 


 "I agreed to one thing. So while they were in the country, my passport and visa were issued. And the validity of the visa is three chillas, that is, four months.


 "I went to Kuwait for four months to Tabligh. But after three months, I realized that if I go back to the country, I may not be able to come abroad again. But if I stay in Kuwait for Tabligh, my life will change. That night I escaped from the caravan of Tabligh.


 "But after a while I realized that it was impossible to stay in a small country like Kuwait for long. I could be arrested by the police at any time. So I smuggled from Kuwait across Iraq to Jordan.


 "I started working as a construction worker in that country."


 I said, "You went to Kuwait to do Tabligh and ran away from the caravan. Is that right?"


 The big hujur said, "I have learned this from others."


 I said, "What kind?"


 The big hujur said, "I have seen many clerics who put money in their pockets and said, 'I do not have money in my hand.' Again, many people embezzle the money of the mosque-madrasa grant. Say, it is haraam to take interest. But take money from the usurer, go to the usurer's house and eat the invitation. So where is the fault in going abroad to change my life by going to Tabligh?"


 I said, "You can't call Maulvi society evil because of one or two. You see what is in religion?"


 The big hujur said, "Don't those clerics know what is in religion?"


 I said, "You know."


 The big hujur said, "Then what's wrong with me?"


 I said, "You are giving the example of hypocritical clerics to justify your misdeeds."


 Hearing this, the big hujur said a little angrily, "Yes, I did. So what happened now? Because I did that, today I have got so much wealth, money and power. And I am almost fully prepared to seize power in Bangladesh."


 I said, "You started with misdeeds. If you can seize power at all, what good can you do for the people?"


 On hearing this, the elder master got annoyed and said to Badr Ali, "This boy is very troublesome. He is just arguing in vain."


 Badr Ali said, "Now you must understand, why did I tell you to explain this boy?"


 I said to big hujur, "You are arguing in vain. You want to seize power in Bangladesh with only a few people."


 The big hujur recklessly said, "Yes, I have improved my life by committing misdeeds. And this time I want to seize power with few people. I have smuggled 90 kg of gold from Africa. I have done many more things. It will be a means of human welfare. The Saudi royal family gives alms around the world. But they have also established the royal family by killing the Muslims of their country. "


 I said, "You are using the example of the Saudi royal family to justify your misdeeds."


 The big hujur almost got excited and almost shouted, "Yes, I did."


 You shouldn't argue with the big hujur anymore. Because, now he can do any harm in his anger. So I kept quiet.


 Badr Ali said, "Sir, do not be angry with this boy. Little boy, did not understand and argued. Tell me what happened in Jordan? You have never told me this before, despite being your assistant for so long."


 The big hujur calmed down and said, "While I was working as a construction worker in Jordan, I also worked as a contractor's assistant. One day I found out that a huge work has started in Riyadh, Saudi Arabia under the supervision of bin Laden group. So many people are needed. So we also went to Riyadh from Jordan. I work with bin Laden group in Riyadh. And in my spare time I secretly eat cannabis from the workers of Bangladesh."


 I asked in amazement, "Do you Tabligh while eating marijuana?"


 The big hujur said, "I used to eat marijuana before I joined Tabligh. But after preaching for so many years, I could not stop eating marijuana. Well, one day I was sitting behind a pile of stones for work. Then a boy came and said, 'Hey stupid, what are you eating?' I said angrily, 'Who are you stupid again?' The boy said, "I am Osama, the company you are working for is owned by Laden, my father. And you are asking me who I am? We are twenty-two brothers and sisters. If we want, we can bury you in the ground." Has your father sealed you so that we can recognize you even if you don't introduce yourself? ' Then Osama calmed down and said, 'Now that you know me, then tell me, what are you eating?' Then I said with a marijuana stick in Osama's hand, 'This is marijuana.' Then Osama started eating marijuana. At that time I saw a girl from the royal family going in the car. Then Osama sighed and said, 'Oops, if I could marry a girl from the royal family, life would be blessed.' "


 I said, "Did you get involved in militancy then?"


 "No, I got involved in militancy after the war in Afghanistan," big hujur said.


 Badr Ali said, "How?"


 "Osama bin Laden went to London to study. And I went to Jordan after work. Osama met with a CIA agent at a bar in London," he said.


 Upon hearing this, I said, "I heard it from Badr uncle."


Big Hujur said, "I have not told Badr Ali before what I would say now. After receiving advice from a CIA agent to seize power in Saudi Arabia, Osama asked him, 'But I need weapons to seize power. Where can I get weapons?' Then the CIA agent said, "There is an arms dealer from Bangladesh. You will buy arms from him." On hearing this, Osama said, "Which son of poor from Bangladesh sells arms?" On hearing this, the CIA agent said, "You will not despise the people of Bangladesh. Bangladesh was once part of the Mahabharata. Bangladesh was very prosperous then. Even before the establishment of the Saudi royal family, Bangladesh was very prosperous. Many Bangladeshis went to Europe and America during the British rule and became very rich. They have a billionaire arms dealer. You buy weapons from him. The CIA agent then arranged for Osama to meet the billionaire. One evening, Osama bin Laden went to the billionaire's home in London to meet that arms dealer. Home is like a palace. It is like another London inside London. Another royal family outside the British royal family.Osama bin Laden's condition of unconsciousness. Seeing this condition of Osama bin Laden, the billionaire said, 'I did not bring these from Bangladesh.' Billionaires' cars, watches, pens, rings, toothpicks, toothbrush and everything else inside the house are made of platinum and diamonds. The razor to shave is made of diamonds, it costs 1.5 million pounds. Everything, including the commode, was covered with a thick gold coating. Seeing these, Osama bin Laden realized that what the CIA agent was saying was completely true. After a while, eating and drinking began. Osama bin Laden was completely overwhelmed. That was the fry of hilsa fish cooked by the mother of that billionaire. Osama had never seen hilsa fish in his life. And that hilsa fish was exported from Chandpur district which is famous as the capital of hilsa. Osama bin Laden became friends with the billionaire arms dealer after eating egg-fried hilsa fish fries. He also said, "If I ever go to Bangladesh, it is to eat fresh hilsa fish fries." The deal is that Osama bin Laden will revolt in Saudi Arabia and the billionaire businessman will supply arms. But Osama bin Laden did not go to Saudi Arabia to revolt, but was arrested. So the billionaire could not send weapons to Osama."


 I said, "So how did you get involved in militancy?"


 The big hujur began to say, "After the assassination of Bangabandhu on 15 August 1975, the power struggle between the generals started. As a result of that power struggle, General Zia became the President. Other generals were too busy manipulating the state power. So the law and order situation in the country deteriorated and thefts increased. That is why I did not come to the country with foreign money. After the assassination of President Zia in 1981, General Ershad seized power in a series of power struggles. However, his seizure of power was different. By seizing power, he wanted to make it clear that he has kept the state power in check to improve the situation in the country. Basically, it was just Mr. Ershad's cunning. The way a fox keeps a chicken in a cage. In this situation I came to the country. But for the reason I came, there was no chance to do it."(Continued http://ow.ly/31tl103pgfG )©️All Right Reserved by Junayed Ashrafur Rahman


24°33'58.6"N 90°41'30.4"E


 http://ow.ly/QvJm1036lYy


Nandail Municipality, Mymensingh, Bangladesh.


Junayedmn1@gmail.com


+8801611112262 & +8801711374824


📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h

⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/BM6O102wF8n 


বড় হুজুর বললেন,"উসামা বিন লাদেনের মাধ্যমে আমি এই তৎপরতায় জড়িয়েছি।"


আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম,"আপনি বাংলাদেশের লোক আর করেন তাবলিগ।অথচ উসামা বিন লাদেন সৌদি আরবের লোক আর সে সশস্ত্র সংগ্ৰামে বিশ্বাসী।তাহলে আপনাদের মিলন হলো কীভাবে?"


বড় হুজুর বলতে লাগলেন,"আমি তো তাবলিগই করতাম।একবার আমাদের এলাকায় মধ্যপ্রাচ্য থেকে তাবলিগের একটা কাফেলা এলো।তাদের মধ্যে ছিলো সৌদি আরব,কুয়েত,কাতার,ফিলিস্তিন আর বাহরাইনের‌ লোকেরা। ওরাই ছিলো আমাদের এলাকায় আগত প্রথম বিদেশি লোক।তাই তাদেরকে দেখার জন্য অনেক দূর থেকে মানুষ আসতো।এমনকি হিন্দু লোকেরাও আসতো।তাই আমি তাবলিগের সাথী ও স্থানীয় লোক হিসেবে ব্যাপক খেদমত শুরু করি‌।আমার খেদমতে সন্তুষ্ট হয়ে কুয়েতি আমির সাহেব একদিন বললেন,"আমি তোমার খেদমতে সন্তুষ্ট হয়েছি।তুমি আমাদের সঙ্গে কুয়েতে চলো।সেই দেশে তুমি তাবলিগের আরো বড় খেদমত করতে পারবা। কেননা,মধ্যপ্রাচ্য হচ্ছে নবি-রাসুলদের দেশ।"


"আমি তাতে এক কথায় রাজি হলাম।তাই তিনিরা দেশে থাকতে থাকতে আমার পাসপোর্ট ও ভিসা করা হলো।আর ভিসার মেয়াদ হলো তিন চিল্লা, অর্থাৎ চার মাস।


"চার মাসের জন্য চলে গেলাম কুয়েতে তাবলিগ করার জন্য। কিন্তু তিন মাস পর আমার একটা বিষয় খেয়াল হলো,আমি যদি দেশে ফিরে যাই,তাহলে বিদেশে হয়তো আর আসতে পারবো না। কিন্তু তাবলিগের সুযোগে যদি কুয়েতে থেকে যাই,তাহলে আমার জীবনটারই বদল হবে।তাই সেদিন রাতেই তাবলিগের কাফেলা থেকে পালালাম।


"কিন্তু কিছুদিন পরেই বুঝতে পারলাম,কুয়েতের মতো ছোট দেশে বেশি দিন পালিয়ে থাকা অসম্ভব।যে কোন সময় পুলিশে গ্রেফতার করতে পারে।তাই চোরাপথে কুয়েত থেকে ইরাক পেরিয়ে চলে গেলাম জর্ডানে।


"সেই দেশে নির্মাণ শ্রমিকের কাজ নিয়ে থাকা শুরু করলাম।"


আমি বললাম,"আপনি তাবলিগের জন্য কুয়েত গিয়ে কাফেলা থেকে পালালেন।এটা কি ঠিক হলো?"


বড় হুজুর বললেন,"এটা আমি অন্যদের কাছ থেকে দেখে শিখেছি।"


আমি বললাম,"কী রকম?"


বড় হুজুর বললেন,"অনেক মৌলভিকে দেখেছি,নিজের পকেটে টাকা রেখে বলেছেন,'আমার হাতে টাকা নাই।'আবার অনেকেই মসজিদ - মাদ্রাসার অনুদানের টাকা আত্মসাৎ করেন।মুখে বলে বেড়ান,সুদ খাওয়া হারাম।কিন্তু সুদখোরের কাছ থেকে টাকা নেন, সুদখোরের বাড়িতে গিয়ে দাওয়াত খান। তাই তাবলিগে গিয়ে আমার জীবন বদলের জন্য বিদেশে থেকে যাওয়াতে দোষ কোথায়?"


আমি বললাম,"দুই একজনের কারণে তো আপনি মৌলভি সমাজকে মন্দ বলতে পারেন না। আপনি দেখবেন ধর্মে কী আছে?"


বড় হুজুর বললেন,"ধর্মে কী আছে,সেটা কি ঐ মৌলভিরা জানেন না?"


আমি বললাম,"জানেন।"


বড় হুজুর বললেন,"তাহলে আমি করতে দোষ কোথায়?"


আমি বললাম,"আপনি তো নিজের অপকর্মের বৈধতা দেয়ার জন্য ভণ্ড মৌলভিদের দৃষ্টান্ত দিচ্ছেন।"


আমার এই কথা শোনে বড় হুজুর কিছুটা রেগে বললেন,"হ্যাঁ,করলে করেছি।তো এখন কী হয়েছে?সেটা করেছিলাম বলেই তো আজ এতো সম্পদ ,টাকা আর ক্ষমতার অধিকারী হতে পেরেছি।আর বাংলাদেশের ক্ষমতা দখল করার প্রায় পূর্ণ প্রস্তুতি নিয়েছি।"


আমি বললাম,"আপনার শুরুটাই অপকর্ম দিয়ে।আদৌ যদি ক্ষমতা দখল করতে পারেন,তবে জনসাধারণের কোন কল্যাণ আপনি করতে পারবেন?"


আমার এই কথা শোনে বড় হুজুর বিরক্ত হয়ে বদর আলিকে বললেন,"এই ছেলে তো খুবই ঝামেলা করে।শুধু অযথাই তর্ক করে।"


বদর আলি বলল,"এবার নিশ্চয়ই বুঝেছেন,আপনাকে কেন বলেছি এই ছেলেকে বুঝানোর জন্য?"


বড় হুজুরকে আমি বললাম,"অযথাই তর্ক তো আপনি করছেন।মাত্র কয়েকজন নিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করতে চাচ্ছেন।"


বড় হুজুর এবার বেপরোয়াভাবে বললেন,"হ্যাঁ,আমি অপকর্ম করে জীবন উন্নত করেছি।আর এবার অল্প মানুষকে নিয়ে ক্ষমতা দখল করতে চাচ্ছি।নব্বই কেজি স্বর্ণ স্মাগলিং করে আফ্রিকা থেকে এনেছি।আরো অনেক কিছু করেছি।এ সবই অপকর্ম। কিন্তু ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার পর এগুলোই মানব কল্যাণের মাধ্যম হবে।সৌদি রাজপরিবার বিশ্বজুড়ে দান - খয়রাত করে। কিন্তু ওরাও নিজেদের দেশের মুসলমানদেরকে হত্যা করে রাজ পরিবার প্রতিষ্ঠিত করেছে।"


আমি বললাম,"আপনি তো আবার নিজের অপকর্মকে বৈধ করার জন্য সৌদি রাজপরিবারের দৃষ্টান্ত দিচ্ছেন।"


বড় হুজুর এবার উত্তেজিত হয়ে প্রায় চিৎকার করে বললেন,"হ্যাঁ ,করেছি।"


বড় হুজুরের সঙ্গে আর তর্ক করা উচিৎ হবে না।কেননা,এখন তিনি প্রচণ্ড রাগে যে কোন ক্ষতি করতে পারে। তাই আমি চুপ করলাম।


বদর আলি বলল,"হুজুর,এই ছেলের সঙ্গে রাগ করবেন না।ছোট মানুষ,না বুঝে তর্ক করেছে।বরং বলুন জর্ডানে কী হলো?আপনার সহকারী হিসেবে এতো দিন থাকা সত্ত্বেও আগে আমাকে এই কথা কখনো বলেননি।"


বড় হুজুর এবার শান্ত হয়ে বললেন,"জর্ডানে নির্মাণ শ্রমিকের কাজ করতে করতে আমিও এক সময় ঠিকাদারের সহকারী হলাম। একদিন জানতে পারলাম,লাদেন গ্ৰুপের তত্ত্বাবধানে সৌদি আরবের রিয়াদে বিশাল কাজ শুরু হয়েছে।তাই অনেক লোক দরকার।তাই আমরাও জর্ডান থেকে রিয়াদে গেলাম।রিয়াদে লাদেন গ্ৰুপের সঙ্গে কাজ করি আর অবসরে লুকিয়ে লুকিয়ে বাংলাদেশের শ্রমিকদের কাছ থেকে চেয়ে গাঁজা খাই।"


আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম,"আপনি তাবলিগ করেন,অথচ গাঁজা খান?"


বড় হুজুর বললেন,"তাবলিগে যুক্ত হওয়ার আগে থেকেই আমি গাঁজা খেতাম। কিন্তু এতো বছর তাবলিগ করেও গাঁজা খাওয়া ছাড়তে পারলাম না।আচ্ছা,একদিন কাজের জন্য রাখা পাথরের স্তূপের আড়ালে বসে গাঁজা খাচ্ছিলাম।তখন একটা ছেলে এসে বলল,'কীরে শালা,কী খাচ্ছিস?'আমি রেগে বললাম,'তুই শালা আবার কে?' ছেলেটা বলল,'আমি উসামা,তুই যে কোম্পানিতে কাজ করছিস ,সেই কোম্পানির মালিক লাদেন আমার বাবা।আর তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি কে?আমরা বায়ান্নটা ভাই-বোন।তোকে চাইলে মাটিতে পুঁতে রাখতে পারবো।'আমিও পাল্টা উত্তর দিয়ে বললাম,'তোর বাবায় কি তোদেরকে সিলমোহর করে দিয়েছে যে,পরিচয় না দিলেও তোদেরকে আমরা চিনতে পারবো?'তখন উসামা শান্ত হয়ে বলল,'এবার তো চিনেছিস,তাহলে বল,কী খাচ্ছিস?'তখন আমি উসামার হাতে গাঁজার কল্কি দিয়ে বললাম,'এটা হচ্ছে গাঁজা।'তখন উসামা গাঁজা খাওয়া শুরু করলো।এমন সময় দেখলাম,গাড়িতে করে রাজপরিবারের একটা মেয়ে যাচ্ছে।তখন উসামা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,'উফ,যদি রাজপরিবারের একটা মেয়ে বিয়ে করতে পারতাম,তাহলে জীবনটা ধন্য হয়ে যেতো।'এভাবেই উসামার সঙ্গে আমার মিলন হয়েছিলো।"


আমি বললাম,"তখনই কি আপনারা জঙ্গিবাদে জড়িয়েছিলেন?"


বড় হুজুর বললেন,"না,জঙ্গিবাদে জড়িয়েছি আফগানিস্তানের যুদ্ধের পর।"


বদর আলি বলল,"কীভাবে?"


বড় হুজুর বলতে লাগলেন,"উসামা বিন লাদেন পড়াশোনার জন্য চলে গেল লন্ডনে।আর আমি কাজ শেষে চলে গেলাম জর্ডানে।লন্ডনের একটা বারে সিআইয়ের এক এজেন্টের সঙ্গে উসামার সাক্ষাৎ হয়।"


এই কথা শোনে আমি বললাম,"এটা বদর কাকুর কাছ থেকে শোনেছি।"


বড় হুজুর বললেন,"আমি এখন যা বলবো,সেটা বদর আলিকেও আগে বলিনি। সিআইয়ের এজেন্টের কাছ থেকে সৌদি আরবের ক্ষমতা দখলের পরামর্শ পাবার পর তাকে উসামা জিজ্ঞেস করলো,'কিন্তু ক্ষমতা দখল করতে অস্ত্রের দরকার।আমি অস্ত্র কোথায় পাবো?' তখন সিআইয়ের এজেন্ট বলল,'বাংলাদেশের একজন অস্ত্র ব্যবসায়ী আছে,ওর কাছ থেকেই তুমি অস্ত্র কিনবা।'এই কথা শোনে উসামা বলল,'বাংলাদেশের কোন ফকিরনির পোলায় অস্ত্র বিক্রি করে?' এই কথা শোনে সিআইয়ের এজেন্ট বলল,'বাংলাদেশের মানুষকে এতো হেয় করবা না। বাংলাদেশ এক সময় মহাভারতের অংশ ছিলো।তখন বাংলাদেশ ছিলো অনেক সমৃদ্ধ।এমনকি সৌদি রাজপরিবারের প্রতিষ্ঠার আগেও বাংলাদেশ ছিলো অনেক সমৃদ্ধ।আর বাংলাদেশের সকলেই কিন্তু ফকিরনির পোলা না।বাংলাদেশের অনেকেই বৃটিশ আমলে ইউরোপ - আমেরিকাতে গিয়ে বিরাট ধনী হয়েছেন।তাদেরই একজন বিলিয়নিয়ার অস্ত্র ব্যবসায়ী আছে।ওর কাছ থেকেই তুমি অস্ত্র কিনবা।' তখন সেই বিলিয়নিয়ারের সঙ্গে উসামার সাক্ষাতের আয়োজন করে সিআইয়ের এজেন্ট।ঠিক হয় এক সন্ধ্যায় ওই বিলিয়নিয়ারের লন্ডনের বাড়িতে গিয়ে উসামা বিন লাদেন সাক্ষাৎ করবে।হলোও তাই,এক সন্ধ্যায় উসামা বিন লাদেন গিয়ে হাজির হলো সেই বিলিয়নিয়ারের বাড়িতে। গিয়ে তো উসামা বিন লাদেনের অজ্ঞান হওয়ার অবস্থা।বাড়ি তো না,যেন রাজপ্রাসাদ।এ যেন লন্ডনের ভেতরে আরেক লন্ডন। বৃটিশ রাজপরিবারের বাইরে আরেক রাজপরিবার।উসামা বিন লাদেনের এই অবস্থা দেখে সেই বিলিয়নিয়ার বলল,'এগুলো আমি বাংলাদেশ থেকে এনে গড়িনি।বরং আমার শ্রম ও মেধার মাধ্যমে ব্যবসা করে গড়েছি।'সেই বাড়ির ভেতর বিলিয়নিয়ারের ব্যবহৃত গাড়ি,ঘড়ি,কলম,আংটি, দাঁতের খিলানসহ সকল কিছুই প্লাটিনাম আর হিরে দিয়ে তৈরি।শেভ করার রেজরটা হিরে দিয়ে তৈরি,সেটার দাম দেড় লাখ পাউন্ড। টয়লেটে গিয়ে উসামা বিন লাদেন আরো অবাক।টয়লেট - বাথরুমের মেঝে,বেসিন ও কমোডসহ সকল কিছুই সোনার মোটা প্রলেপ দিয়ে মোড়ানো।এগুলো দেখে উসামা বিন লাদেন বুঝলো, সিআইয়ের সেই এজেন্টের কথা সম্পূর্ণ সত্য। কিছুক্ষণ পর শুরু হলো খাওয়া - দাওয়া।লন্ডনের সেরা সেরা খাবার পরিবেশন করা শুরু হলো। কিন্তু একটা খাবার উসামা বিন লাদেনকে একেবারে কাবু করে ফেললো।সেটা হলো সেই বিলিয়নিয়ারের মায়ের হাতে রান্না করা ইলিশ মাছের ফ্রাই।এমনিতেই উসামার জীবনে ইলিশ মাছ দেখেনি।আর সেই ইলিশ মাছটা ছিলো ইলিশের রাজধানী হিসেবে খ্যাত চাঁদপুর জেলা থেকে রপ্তানি করা।সেই ইলিশ মাছটা ছিলো আবার ডিমওয়ালা।তাই ডিমওয়ালা ইলিশ মাছের ফ্রাই খেয়ে উসামা বিন লাদেন সেই বিলিয়নিয়ার অস্ত্র ব্যবসায়ীর বন্ধুতে পরিণত হলো।এবং বলল,'আমি যদি কখনো বাংলাদেশে যাই,সেটা টাটকা ইলিশ মাছের ফ্রাই খাওয়ার জন্যই।' চুক্তি হলো,উসামা বিন লাদেন সৌদি আরব গিয়ে বিদ্রোহ করবে আর বিলিয়নিয়ার ব্যবসায়ী অস্ত্র সরবরাহ করবে। কিন্তু উসামা বিন লাদেন সৌদি আরব গিয়ে বিদ্রোহ করতে পারলো না,বরং উল্টো গ্রেফতার হলো।তাই বিলিয়নিয়ার লোকটা উসামার জন্য অস্ত্রও পাঠাতে পারলো না।"


আমি বললাম,"তাহলে আপনি জঙ্গিবাদে জড়ালেন কীভাবে?"


বড় হুজুর বলতে লাগলেন,"১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর শুরু হয় ক্ষমতার জন্য জেনারেলদের মধ্যে কাড়াকাড়ি।সেই কাড়াকাড়ির ফলে ঘটনাচক্রে জেনারেল জিয়া হয়েছিলেন রাষ্ট্রপতি।বিদ্রোহ আর পাল্টা বিদ্রোহের ফলে তখনের অবস্থা ছিলো চরম বিশৃঙ্খল।তখন আমি দেশে আসতে চেয়েছিলাম।কিন্তু জেনারেল জিয়াসহ অন্যান্য জেনারেলরা রাষ্ট্রক্ষমতা সামলানোর জন্য বেশি ব্যস্ত ছিলেন।তাই দেশের আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কারণে চুরিচামারি বেড়ে গিয়েছিল।তাই আমি বিদেশি টাকা নিয়ে দেশে আসিনি। ১৯৮১ সালে প্রেসিডেন্ট জিয়া নিহত হওয়ার পর ক্ষমতার কাড়াকাড়ির ধারাবাহিকতায় জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলেন।তবে তিনির ক্ষমতা দখল ছিলো অন্যরকমভাবে।তিনি ক্ষমতা দখল করে বুঝাতে চেয়েছিলেন,দেশের পরিস্থিতি ভালো করার জন্য রাষ্ট্রক্ষমতা আগলে রেখেছেন।মূলত সেটা ছিলো এরশাদ সাহেবের চাতুরি মাত্র। যেভাবে মুরগিকে শেয়াল আগলে রাখে। এই পরিস্থিতিতে আমি দেশে এলাম। কিন্তু যে কারণে এসেছিলাম,সেটা করার আর সুযোগ রইলো না।"(চলবে  http://ow.ly/31tl103pgfG )   

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman