583)(Story-26-19)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

February 6,2022 Sunday 
583 http://ow.ly/wTJh1036lN7 )(Story-26-19)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 

(1- http://ow.ly/YPBS103598L, 18- http://ow.ly/P01W103mFUQ) 🌟 Follow this link to visit all links of this writing (এই লেখার সব লিংক ভিজিট করতে এই লিংক ফলো করুন) ✒ https://txt.fyi/-/2236/bf584b64/

#Story #Fantasy #Adventure #History #Theology #Politics #Wisdom #Comedy #Suspense 

After waking up in the middle of the night, I saw Tikka Khan sitting in Padmasana with his eyes closed. Seeing him sitting like this, I realized that he was meditating. This is not unusual. I have heard that many devotees meditate in the middle of the night. I fell asleep again.

 But last night I woke up and saw that Tikka Khan was not in bed. I was really shocked to see this.

 Tikka Khan said to take revenge. So he left the house last night to take revenge? If Tikka Khan is caught doing this, then it will be a big problem for me and Lalu Chowdhury. Maybe I will not get any chance to escape in the end. So I left the house to stop Tikka Khan before any mishap happened.

 But when I came out, I did not see what I was thinking.

 I went out and saw Tikka Khan staring at Mars with one glance. I stared at Tikka Khan for a while. It was dawn to see. But Tikka Khan was staring at Mars with one glance. When it was time for the sun to rise in the eastern sky, Tikka Khan closed his eyes and stood for a while. Then he entered the house without looking at me. I entered the room and saw Tikka Khan lying on his bed.

 At this base there are no mandatory rules for waking up at certain times. Those who go hunting and patrolling and those who cook, they just wake up just in time. So I slept until eight in the morning.

 Tikka Khan woke up at nine o'clock. After waking up, I saw his eyes were bright red.His eyes are red because he stays up all night. And last night he was looking at Mars. So it seemed normal to me that Tikka Khan's eyes were red.

 Seeing Tikka Khan coming out of the house, I also came out. Tikka Khan came out of the house and confronted Badr Ali.

 When Tikka Khan saw Badr Ali in front of him, he looked at his eyes with rage like fire. After looking for a while, he said like an intoxicated person, "You hit me. Now you will fall to the ground under the influence of my spiritual power. You will continue to tremble like an epileptic patient. Foam will come out of your mouth like a patient bitten by a snake. Eventually your body will be numb. And you will die like a dog on the road. Right now, right now, here. "

 After hearing such horrible words, there was no reaction in Badr Ali. Seeing this, Tikka Khan's anger increased. So he became more angry and started saying to Badr Ali in a threatening tone, , "Now die, you badr. die badr, die. Die, die, die, die." Saying these things, Tikka Khan came very close to Badr Ali. But there was no reaction from Badr Ali. Instead, Badr Ali stared into Tikka Khan's eyes.

 Seeing this, Tikka Khan's anger increased. So he tried to punch Badr Ali in the eye with his finger. But Badr Ali tilted his neck to the left. So Tikka Khan's finger moved away from the side of Badr Ali's eyes.

 This time Badr Ali straightened his neck and punched Tikka Khan in the left eye. Tikka Khan fell to the ground. He pressed his left eye with both hands and shouted, "Oh mother, oh father, Badr has exploded my eye."

 On hearing this, Badr Ali looked at me and shook his head. I mean, his eyes did not burst.

 A few more people came to hear Tikka Khan's screams. Among them is a doctor.

 The doctor said to Tikka Khan, "You are in trouble again today. Come in the room, you have to get treatment."

 After saying this, Tikka Khan was grabbed and taken inside the house. After removing Tikka Khan's hand, I saw that his eye was not really burst. But, there was swelling around the eyelids and it turned blue.

 The base doctor applied morphine ointment around Tikka Khan's eye and gave him an injection in his left arm.

 The doctor said as he left the room, "It's a pethidine injection. The pain will go away in a moment."

 It really happened. Just a few minutes later, Tikka Khan said, "My pain has completely subsided."

 I said, "Then will you fight with Badr Ali again?"

 Tikka Khan said, "No. But my all-night pursuit was of no avail."

 I said, "What are you talking about all night?"

 - I have been pursuing willpower all night to defeat Badr Ali. But that pursuit did not work for me.

 - Tell a little detail.

 - During the Crusades, Hasan Ibn Sabbah used to kill his opponents using his willpower. If you can improve your will power, you can control people and even animals. I heard from another devotee that it is possible to achieve cosmic willpower by looking at Mars. But in the morning I went to apply my willpower on Badr Ali and punched me in the my eye.

 - So is your pursuit wrong?

 - No. But there may be something wrong with my approach. By staying at this base, I will improve my approach.

- Why do you Tablig while following Hasan Ibn Sabbah?

 - I do this for self development and I do Tablig to invite people to religion.

 On hearing this, I left the house. At that time Badr Ali came to me and said, "Spiritual practice is never enough to seize power. I have heard Tikka Khan's talk from outside. At night he was looking at Mars and you were watching it. He spoke of Hasan ibn Sabbah. The story of Hasan ibn Sabbah is more exaggerated than the reality. It is true that there was a man by that name during the Crusades. In addition to conventional weapons, he used drugs to kill the victim. Finally, Hasan Ibn Sabbah himself was assassinated. Novelists have written stories exaggerating this fact. Attempts to occupy by spiritualism is nothing but futile labor. Religious gatherings have to be called good.But to seize power, religious rallies are just a failed attempt."

 I said, "Hazrat Shahjalal Yameni, Imam Khomeini and other people also gained power by defeating their opponents through spiritual power. How was that possible?"

 - They was a spiritual persons, that's right. But they defeated their opponents in the traditional way. After Imam Khomeini's followers seized power in the traditional way, he returned to power from exile in Iran. This is not supported by all Muslim communities. Especially Osama bin Laden's followers believe in seizing power by weapons. The followers of Maulana Maududi believe in seizing power through conventional politics. So I think it is absolutely inappropriate to turn spirituality into seizing power. Tikka Khan is in the wrong. But if I can correct his mistake, then he will become our true mujahid. So I will not kill him but just punish him for his crime. As a result, we will get another martyred brother. (Continued http://ow.ly/Q2p8103nZrK)©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf 

মাঝরাতে ঘুম ভাঙার পর দেখলাম টিক্কা খান পদ্মাসনে বসে চোখ বন্ধ করে আছে।এভাবে তাকে বসে থাকতে দেখে বুঝলাম, সে মেডিটেশন করছে।এটা অস্বাভাবিক কিছু না।শোনেছি ,অনেক সাধক মাঝরাতে মেডিটেশন করেন।কিন্তু এভাবে খাবার রেখে মেডিটেশন করা অস্বাভাবিকই বটে।এটা দেখে আমি আবার ঘুমালাম।

কিন্তু শেষরাতে জেগে দেখলাম টিক্কা খান বিছানায় নাই।এটা দেখে আমি রীতিমত অবাক হলাম।

টিক্কা খান প্রতিশোধ নেবার কথা বলেছিলো।তাহলে সে কি শেষরাতে প্রতিশোধ‌ নিতেই ঘর থেকে বেরিয়েছে? এটা করে যদি টিক্কা খান ধরা খায়, তাহলে সেটা আমার আর লালু চৌধুরীর জন্য বিরাট সমস্যা হবে।হয়তো শেষে পালানোর কোন সুযোগই পাবো না।তাই কোন অঘটন ঘটানোর আগেই টিক্কা খানকে থামাতে আমি ঘর থেকে বের হলাম।

কিন্তু বাইরে বের হয়ে যা ভেবেছিলাম,সেটা আর দেখলাম না।

আমি বাইরে বের হয়ে দেখলাম,টিক্কা খান মঙ্গলগ্রহের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।মঙ্গলগ্ৰহকে শুকতারা ও সন্ধ্যাতারা হিসেবেও অভিহিত করা হয়।আমি অনেক্ষণ টিক্কা খানকে দেখতে লাগলাম।দেখতে দেখতে ভোর হয়ে গেলো।অথচ টিক্কা খান একদৃষ্টিতে মঙ্গলগ্ৰহের দিকে তাকিয়েই আছে।পূব আকাশে যখন সূর্য উদয়ের সময় হলো,তখন টিক্কা খান চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলো।এরপর আমার দিকে না তাকিয়েই ঘরে প্রবেশ করলো। আর আমি ঘরে প্রবেশ করে দেখলাম,টিক্কা খান নিজের বিছানায় শোয়ে পড়লো।

এই ঘাঁটিতে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠার কোন বাধ্যতামূলক নিয়ম নাই। যারা শিকার করতে ও টহল দিতে যায় আর যারা রান্না করে ,ওরাই শুধু সময় মতো ঘুম থেকে উঠে।তাই আমি সকাল আটটা পর্যন্ত ঘুমালাম।

টিক্কা খান ঘুম থেকে উঠলো নয়টার দিকে।ঘুম থেকে উঠার পর ওর চোখ দুটো দেখলাম টকটকে লাল। সারারাত সজাগ থাকলে চোখ তো লাল হবেই।এবং শেষ রাতে তাকিয়ে ছিলো মঙ্গলগ্ৰহের দিকে।তাই টিক্কা খানের চোখ লাল হওয়া আমার কাছে স্বাভাবিকই মনে হলো।

টিক্কা খানকে ঘর থেকে বের হতে দেখে আমিও বের হলাম। টিক্কা খান ঘর থেকে বের হয়েই বদর আলির মুখোমুখি হলো।

বদর আলিকে টিক্কা খান সামনে পেয়ে চোখ দুটোকে রাগে আগুনের মতো টকটকে লাল করে তাকালো। কিছুক্ষণ তাকানোর পর নেশাগ্ৰস্থের মতো বলতে লাগলো,"তুই আমার উপর আঘাত করেছিস।এখন তুই আমার আধ্যাত্মিক শক্তির প্রভাবে মাটিতে লুটিয়ে পড়বি।তুই মৃগী রোগীর মতো কাঁপতে থাকবি।তোর মুখ দিয়ে সাপে কাটা রোগীর মতো ফেনা বের হবে।অবশেষে তোর শরীর অবশ হবে।আর তুই পথের কুকুরের মতো মরবি।এখন ,এই মুহুর্তে ,এখানে।"

এমন ভয়ঙ্কর কথা শোনার পরও বদর আলির মধ্যে কোন প্রতিক্রিয়া দেখা দিলো না।এটা দেখে টিক্কা খানের রাগ আরো বেড়ে গেলো।তাই সে আরো রাগে ,অনেকটা ধমকের সুরে বদর আলিকে বলতে লাগলো,"এখন মর তুই বদইর্রা। মর বদইর্রা, মর।মর,মর,মর।" এগুলো বলতে বলতে টিক্কা খান বদর আলির একদম কাছে চলে এলো।কিন্তু এতেও বদর আলির মধ্যে কোন প্রতিক্রিয়া হলো না।বরং বদর আলি একদৃষ্টিতে টিক্কা খানের চোখের দিকে তাকিয়ে রইলো।

এটা দেখে টিক্কা খানের রাগ আরো বেড়ে গেলো। তাই সে বদর আলির চোখে আঙ্গুল দিয়ে গুঁতো দিতে চাইলো। কিন্তু বদর আলি ওর ঘাড়টা বাম পাশে হেলিয়ে দিলো।তাই টিক্কা খানের আঙ্গুলটা বদর আলির চোখের পাশ দিয়ে সরে গেলো।

এবার বদর আলি ঘাড় সোজা করলো আর টিক্কা খানের বাম চোখে মারলো এক ঘুষি।ঘুষি খেয়ে টিক্কা খান ছিঁটকে মাটিতে পতিত হলো। আর দুই হাত দিয়ে বাম চোখ চেপে ধরে চিৎকার করে বলতে লাগলো,"ও মাগো,ও বাবাগো,বদইর্রা আমার চোখ ফাটিয়ে ফেলেছে।" 

এই কথা শোনে বদর আলি আমার দিকে তাকিয়ে মাথা নাড়লো।অর্থাৎ চোখ ফাটেনি।আমি অবাক হলাম এই কারণে যে, এতো জোরে চোখের উপর ঘুষি মেরেও বদর আলি বুঝাতে চাচ্ছে যে,টিক্কা খানের চোখ ফাটেনি।

টিক্কা খানের চিৎকার শোনে আরো কয়েকজন উপস্থিত হলো।তাদের মধ্যে ডাক্তারও আছে।

টিক্কা খানকে ডাক্তার বলল,"আজ আবার ঝামেলা করেছেন।ঘরে আসেন, আপনার চিকিৎসা করতে হবে।"

এই কথা বলে টিক্কা খানকে ধরাধরি করে ঘরের ভেতর নেয়া হলো।টিক্কা খান হাত সরানোর পর দেখলাম, সত্যিই চোখ ফাটে নি।তবে, চোখের পাতার চারপাশ ফুলে আছে এবং নীল রং ধারণ করেছে। 

টিক্কা খানের চোখের চারপাশে এবার ঘাঁটির ডাক্তার মরফিনের মলম লাগালো এবং বাম বাহুতে একটা ইনজেকশনও দিলো।

ডাক্তার ঘর থেকে বের হওয়ার সময় বলল,"এটা প্যাথেডিন ইনজেকশন।কিছুক্ষণের মধ্যে ব্যথা একেবারেই থাকবেনা।

সত্যিই হলো তাই।মাত্র কয়েক মিনিট পরই টিক্কা খান বলল,"আমার ব্যথা একেবারেই কমে গেছে।"

আমি বললাম,"তাহলে কি আবার বদর আলির সঙ্গে মারামারি করবেন?"

টিক্কা খান বলল,"না। কিন্তু আমার সারা রাতের সাধনার কিছুই উপকার হলোনা।"

আমি বললাম,"সারারাত কীসের সাধনার কথা বলছেন?"

- বদর আলিকে ঘায়েল করার জন্য আমি সারারাত ইচ্ছাশক্তির সাধনা করেছি। কিন্তু সেই সাধনা আমার কাজে লাগলো না।

- একটু বিস্তারিতভাবে বলুন।

- ক্রুসেড যুদ্ধের সময় হাসান ইবনে সাব্বাহ ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে প্রতিপক্ষকে খুন করতো। ইচ্ছা শক্তিকে উন্নত করতে পারলে মানুষ এমনকি পশু - পাখিকেও নিয়ন্ত্রণ সম্ভম।আরেক সাধকের কাছে শোনেছিলাম মঙ্গলগ্রহের দিকে একদৃষ্টিতে অনেক্ষণ তাকিয়ে থাকলে মহাজাগতিক ইচ্ছাশক্তি অর্জন করা সম্ভব।তখন কারোর দিকে তাকিয়ে যা বলা যায়,তাই হয়।অথচ সকালবেলা বদর আলির উপর ইচ্ছাশক্তির প্রয়োগ করতে গিয়ে উল্টো চোখের উপর ওর ঘুষি খাইলাম।

- তাহলে কী আপনার সাধনাটাই ভুল?

- না।তবে আমার কর্মপন্থায় কিছু ভুল থাকতে পারে।এই ঘাঁটিতে অবস্থান করেই আমি আমার কর্মপন্থাকে আরো উন্নত করবো।

- আপনি তাবলিগ করেন, অথচ হাসান ইবনে সাব্বাহর অনুসরণ করেন কেন?

- এটা করি আত্ম উন্নয়নের জন্য আর তাবলিগ করি সব মানুষকে ধর্মের দাওয়াত দেয়ার জন্য।

এই কথা শোনে আমি ঘর থেকে বাইরে চলে এলাম।এমন সময় বদর আলি আমার কাছে এসে বললো,"ক্ষমতা দখলের জন্য আধ্যাত্মিকতার চর্চা কখনই যথেষ্ট না।টিক্কা খানের আলাপ আমি বাইরে থেকে শোনেছি। রাতে সে মঙ্গলগ্ৰহের দিকে তাকিয়ে ছিলো আর তুমি তা দেখছিলে, সেটাও আমি লুকিয়ে দেখেছি। সে হাসান ইবনে সাব্বাহর কথা বলেছে।মূলত হাসান ইবনে সাব্বাহর বিষয়টা বাস্তবের চেয়ে অতিরঞ্জন বেশি।এটা সত্য যে ওই নামে ক্রুসেড যুদ্ধের সময় এক ব্যক্তি ছিলো।রাষ্ট্রক্ষমতার জন্য মুসলমান হওয়া সত্ত্বেও সে ইউরোপের শাসকদের সঙ্গে ষড়যন্ত্র করেছিলো।তাই সে গুপ্তঘাতকের দল গঠন করেছিলো।প্রচলিত অস্ত্রের পাশাপাশি ভিকটিমকে ঘায়েল করতে সে মাদকের প্রয়োগ করতো।অবশেষে হাসান ইবনে সাব্বাহ নিজেও গুপ্তহত্যার শিকার হয়েছিলো।এই বিষয়টাকেই অতিরঞ্জিত করে ঔপন্যাসিকরা কাহিনি রচনা করেছেন।আর মঙ্গলগ্ৰহের দিকে তাকিয়ে মহাজাগতিক শক্তি অর্জনের বিষয়টাও অবাস্তব।আধ্যাত্মিকতার চর্চার মাধ্যমে মানসিক ও ধর্মীয় উন্নতি সম্ভব হলেও রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা পণ্ডশ্রম ছাড়া কিছুই না।কোন ব্যক্তি অথবা মতাদর্শের অনুসারিরা একত্রিত হয়ে ধর্মীয় সমাবেশ করলে ভালো বলতেই হয়‌। কিন্তু যখন ওরাই সেই সমাবেশের ভিত্তিতে রাষ্ট্রক্ষমতা দখল করতে চায়,তখন তা বাস্তব বিষয়কে অসম্ভবের মধ্যমে অর্জনের চেষ্টা হয়।এবং তা ব্যর্থ চেষ্টায় পরিণত হয়।"

আমি বললাম,"হজরত শাহজালাল ইয়ামেনি,ইমাম খোমেনি প্রমুখ ব্যক্তিগণও তো আধ্যাত্মিক শক্তির মাধ্যমে প্রতিপক্ষকে পরাজিত করে ক্ষমতা অর্জন করেছিলেন।সেগুলো কীভাবে সম্ভব হয়েছিলো?"

- তিনিরা আধ্যাত্মিক ব্যক্তিত্ব ছিলেন,সেটা সম্পূর্ণ ঠিক। কিন্তু তিনিরা প্রচলিত পদ্ধতিতেই প্রতিপক্ষকে পরাজিত করেছিলেন।ইমাম খোমেনির অনুসারিরা প্রচলিত পদ্ধতিতে ক্ষমতা দখল করার পর তিনি বিদেশের নির্বাসন থেকে ইরান ফিরে এসে ক্ষমতায় আরোহণ করেছিলেন।এটা মুসলমানদের সব সম্প্রদায়ের দ্বারা সমর্থিত না।বিশেষ করে উসামা বিন লাদেনের অনুসারিরা আধ্যাত্মিক চর্চার পরিবর্তে সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী,আবার মওলানা মওদুদির অনুসারিরা প্রচলিত রাজনীতির মাধ্যমে ক্ষমতা দখলে বিশ্বাসী।তাই আমি মনে করি,আধ্যাত্মিকতাকে ক্ষমতা গ্ৰহণের মাধ্যমে পরিণত করা একেবারেই অনুচিত। টিক্কা খান ভুলের মধ্যে আছে। কিন্তু আমি যদি ওর ভুল ভাঙাতে পারি,তাহলে সে আমাদের সাচ্চা মুজাহিদে পরিণত হবে।তাই তাকে খুন না করে শুধু ওর অপরাধের শাস্তি দিচ্ছি।এতে ওর নিজের ভুল নিজে বুঝতে পেরে সংশোধিত হবে। ফলে আমরা আরেকজন শহিদি ভাই পাবো। (চলবে http://ow.ly/Q2p8103nZrK) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

📄 My writing in accordance with the subject (বিষয় অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/S5LA103gh0h
⌨️ My writing according to the serial (সিরিয়াল অনুযায়ী আমার লেখা) ✒ http://ow.ly/nyab102wHAf 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

167)Importance of the stories.(গল্পের গুরুত্ব।)-Written by Junayed Ashrafur Rahman ✒