570)(Story-26-12)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 570 http://ow.ly/wTJh1036lN7 )(Story-26-12)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


(1- http://ow.ly/YPBS103598L, http://ow.ly/yXx1103g3Ps) https://write.as/0s2q862dipdp9


# Story #Fantasy #Adventure #History #Theology #Politics #Wisdom #Comedy #Suspense 


Dalim Khan was rolling up the beds in the morning. After I got from the bed, this bed also got rolled. Then seven o'clock. 


Many of them handed the SKS Rifle, Cartridge Magazine and Binoculars away. Dalim Khan went to a place near with Tikka Khan.


 This is a base. Therefore, there will be training. But I looked at different ways.


 At that time, who said, "What is the nephew, do you see anyone?"


 I looked back and saw Badr Ali. He said to me, "You said to me uncle from now." 


I said, "Uncle , do not you training here?" 


Badr Ali said, "Of course ." 


I said, "I do not see anyone in training." 


Badr Ali: - By rifles shooting wild ducks and bird killing is our training.


 I : - Military members exercise in the different cantonments, but you do not do anything. 


Badr Ali: - That's their job. They are wages in the public tax. So it is curved with them. But we are preparing to occupy power. So there was no need to jump in the morning like a monkey. 


I: - But for the preparation of war, you need to exercise to keep health for the preparation of war, so that the disease is not. 


Badr Ali: - We use medicine for the treatment of the disease. The disease is cured by using medicine. So what do you need to exercise throughout the year? 


I: - But we see that the acrobats are very strong. 


Badr Ali: - That's right. But if the acrobats also get sick, go to the doctor and take medicine. 


I: - It is said, racing is the king of exercise. You need to arrange your racing to keep the body dynamic. 


Badr Ali: - No needed. 


I: - Why not need? 


Badr Ali: - We will occupy power with weapons. Those who will be in frontline for the possession of power, they will move on to shoot. Either will grab power, or there will be martyr. Never retreat. So we do not need to run now.


 I: - But it would have been very good if marital arts practiced for self defense.


 Badr Ali: - Never needed it. 


I: - Why? 


Badr Ali: - Martial arts in real life is not useful. And there is no need for the battlefield.


 I: - Of course it will be useful. Suppose you have finished the bullet, then you will fight against the opponent through martial arts. 


Hear this, Badr Ali laughed hoh hoh and said, "If the end of the shot, martial arts will not work." 


I: - Why? 


Badr Ali: - If bullet will finished , then he will be martyred by the opponent. There will be no scope for applying martial arts. It was not used in the French Revolution, USA Civil War, First World War, Russian Revolution, Second World War, Revolution of Mao Zedong , Battle of Vietnam, 1971, Revolution of Iran etc. Besides, Bruce Lee was one of legend martial arts was murdered. Various using of martial arts is shown only in the movie and TV shows. I am the former Major. I have taken the training of the conventional war. So I am training the firing directly by excluding conventional training for the capture of power. 


I: - Well, why do you use SKS Rifles despite having an Ak - 47 and M-16 Caribine rifles? 


Badr Ali: - For technical reasons. 


I: - What's like? 


Badr Ali: - Ak-47 and M-16 with a result of automated shoots, gentle shaking is made. The target is not all right. Basically, those rifles are more effective in all of the rifles against many opponents in three hundred meters. But the SKS rifle fired continuously with the Single Shot, but the jerk is not created. So it can be struck continuously from one and a half to two kilometers away. The perfect target like this can not be done with two rifles. But many of those two rifles we have kept the stock to fight for frontline.


 I then laughed and said, "I understand. But can you capture the power of Bangladesh with these?" 


Badr Ali said, "What have I said, we will only take power with them?" 


I am surprised, "Then how can you take power?"(Continued http://ow.ly/Gr8B103hbe0) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

⌨️ Links to my writings ✒ http://ow.ly/BM6O102wF8n

📄 Links to all my pages ✒ 

http://ow.ly/S5LA103gh0h 


সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ডালিম খান 

বেডগুলো গুটিয়ে নিচ্ছে। আমি বেড থেকে নামার পর এই বেডও গুটাল।


তখন বাজে সাতটা। যে যার হাতে করে এসকেএস রাইফেল, কার্তুজের ম্যাগাজিন আর বাইনোকুলার নিয়ে দূরে চলে গেল।


টিক্কা খানকে নিয়ে ডালিম খান কাছেই একটা স্থানে চলে গেল।


এটা একটা ঘাঁটি। তাই ট্রেনিংয়ের ব্যবস্থা থাকবেই। কিন্তু এরকম কিছু না দেখে আমি বিভিন্ন দিকে তাকাতে লাগলাম। এমন সময় পিছন থেকে কে যেন বলল, " কী ব্যাপার ভাতিজা, তুমি কি কেউকে খোঁজছো ? "


আমি পিছনে তাকিয়ে দেখলাম বদর আলি। আমাকে বদর আলি বলল, " তুমি এখন থেকে আমাকে কাকু বলে সম্বোধন করবা। "


আমি বললাম, " কাকু, আপনাদের এখানে কি ট্রেনিং হয় না ? "


বদর আলি বলল, " অবশ্যই হয়। "


আমি :- কিন্তু ট্রেনিংয়ে কেউকেই তো দেখছি না।


বদর আলি :- রাইফেল নিয়ে নজরদারি করা আর গুলি করে বুনো হাঁস ও পাখি মারাই ট্রেনিং।


আমি :- বিভিন্ন ক্যান্টনমেন্টে সেনা সদস্যরা হরেক রকম ব্যায়াম করে, কিন্তু আপনারা তো কিছুই করেন না।


বদর আলি :- সেটা হচ্ছে ওদের চাকরি। পাবলিকের ট্যাক্সে ওদের বেতন হয়। তাই ওদেরকে দিয়ে সেটা কারানো হয়। কিন্তু আমরা ক্ষমতা দখল করতে প্রস্তুতি নিচ্ছি। তাই ভোরবেলা ঘুম থেকে উঠে বাঁদরের মতো লাফালাফি করার কোন দরকার নাই।


আমি :- কিন্তু যুদ্ধের প্রস্তুতির জন্য তো স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়াম করা দরকার, যেন রোগ না হয়। 


বদর আলি :- রোগ নিরাময়ের জন্য আমরা ঔষধ ব্যবহার করি। ঔষধ খাইলে রোগ সারে। তাই সারা বছর ব্যায়াম করার দরকার কী ?


আমি :- কিন্তু আমরা তো দেখি ব্যায়ামকারীরা অনেক সবল থাকে। 


বদর আলি :- সেটা ঠিক। কিন্তু ব্যায়ামকারীরাও অসুখ হলে ডাক্তারের কাছে যায় এবং ঔষধ গ্রহণ করে। 


আমি :- কথিত আছে, দৌড় হচ্ছে ব্যায়ামের রাজা। দেহকে গতিশীল রাখার জন্য আপনাদের দৌড়ের ব্যবস্থা করা দরকার।


বদর আলি :- দরকার নাই।


আমি :- কেন দরকার নাই ?


বদর আলি :- আমরা অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করব। যারা ক্ষমতা দখলের জন্য ফ্রন্টলাইনে থাকবে, ওরা গুলি করতে করতে এগুবে। হয় ক্ষমতা দখল করবে, না হয় শহিদ হবে। কখনই পিছু হটবে না। তাই এখন দৌড়ানোর দরকার নাই।


আমি :- কিন্তু আত্মরক্ষার জন্য মার্শালআর্ট প্র্যাকটিস করালে তো অনেক ভালো হতো।


বদর আলি :- সেটারও দরকার নাই।


আমি :- কেন ?


বদর আলি :- বাস্তব জীবনে মার্শালআর্ট তেমন কাজে লাগে না। আর যুদ্ধক্ষেত্রে তো দরকারই নাই। 


আমি :- অবশ্যই কাজে লাগবে। মনে করুন আপনাদের কারোর গুলি শেষ হয়ে গেছে, তখন মার্শালআর্টের মাধ্যমে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করবে।


এই কথা শোনে বদর আলি হোঃ হোঃ করে হেসে উঠে বলল, " গুলি শেষ হলে মার্শালআর্টে কাজ হবে না। "


আমি :- কেন ?


বদর আলি :- যদি আমাদের কারোর গুলি শেষ হয়, তাহলে প্রতিপক্ষের গুলিতে সে শহিদ হবে। মার্শালআর্ট প্রয়োগ করার কোন সুযোগই পাবে না।ফরাসি বিপ্লব, ইউএসএর গৃহযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মাও সে তুঙয়ের বিপ্লব, ভিয়েতনামের যুদ্ধ, ১৯৭১ এর যুদ্ধ, ইরানের বিপ্লব, আফগানিস্তানের যুদ্ধ প্রভৃতিতে মার্শালআর্টের কোন ইউজ হয়নি। এছাড়া মার্শালআর্টের অন্যতম লিজেন্ড ব্রুস লি নিজেও মার্ডার হয়েছিলেন। সিনেমা আর টিভি শোতেই শুধু মার্শালআর্টের হরেক রকম ইউজ দেখানো হয়। আমি সাবেক মেজর। প্রচলিত যুদ্ধের প্রশিক্ষণ আমি নিয়েছি। তাই আমি ক্ষমতা দখলের জন্য প্রচলিত প্রশিক্ষণ বাদ দিয়ে সরাসরি গোলাগুলির প্রশিক্ষণ করাচ্ছি।


আমি :- আচ্ছা, আপনাদের কাছে একে - ৪৭ আর এম - ১৬ কারবাইন রাইফেল থাকা সত্ত্বেও এসকেএস রাইফেল ইউজ করেন কেন ?


বদর আলি :- টেকনিক্যাল কারণে।


আমি :- কী রকম ?


বদর আলি :- একে - ৪৭ আর এম - ১৬ দিয়ে অটোমেটিক গুলি করার ফলে মৃদু ঝাঁকুনি তৈরি হয়। এতে দূরের নিশানা ঠিক থাকে না। মূলত ওই রাইফেলগুলো তিন শ মিটারের মধ্যে অনেক প্রতিপক্ষের বিপক্ষে এলোপাতাড়ি গুলির ক্ষেত্রে বেশি কার্যকর। কিন্তু এসকেএস রাইফেল দিয়ে সিঙ্গেল শটে অনবরত গুলি করলেও তেমন ঝাঁকুনি তৈরি হয় না। তাই দেড় থেকে দুই কিলোমিটার দূরের লক্ষ্যে অনবরত আঘাত করা যায়। এটার মতো নিখুঁত নিশানা ওই দুই রাইফেল দিয়েও পারা যায় না। তবে ওই দুই রাইফেল অনেকগুলো আমরা স্টকে রেখেছি ফ্রন্টলাইনে যুদ্ধ করার জন্য।


আমি তখন মুচকি মুচকি হেসে বললাম, " আচ্ছা বুঝলাম। কিন্তু আপনাদের এগুলো দিয়ে কি বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারবেন ? "


বদর আলি বলল, " আমি কি বলেছি, আমরা শুধু এগুলো দিয়েই ক্ষমতা দখল করব ? "


আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, " তাহলে কীভাবে ক্ষমতা দখল করবেন ? " (চলবে http://ow.ly/Gr8B103hbe0) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

⌨️ Links to my writings ✒ http://ow.ly/BM6O102wF8n

📄 Links to all my pages ✒ 

http://ow.ly/S5LA103gh0h 

Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman