560)(Story-26-7)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 560 http://ow.ly/wTJh1036lN7 )(Story-26-7)Militant bases. (জঙ্গি ঘাঁটি।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


#Story #Fantasy #Adventure #Politics #Wisdom #Comedy #Suspense 


(1- http://ow.ly/YPBS103598L , 6- http://ow.ly/ASI51037kts


When Ratan Bala finished talking, the man next to him said, "My name is Adar Mia. I used to study in a private medical college. Both meritorious and non-meritorious have to pay millions of taka to study in a private medical college. I had to study in the same way. But after passing the doctor, the police was published in the investigation, our medical college is illegal. Our medical college is illegal, so I got a job in a pharmacy (medicine shop) in Dhaka without getting a job in a government hospital with an illegal college certificate. One day big hujur went to the pharmacy to buy medicine. He asked my educational qualifications, I said . Then the big hujur brought me to this place. Since then I have been working as a doctor for everyone in this base. Basically, the big hujur has evaluated my educational qualifications. "



 When Adar Mia finished speaking, the man standing next to him said, "I am Lablu Mia. After passing MBA from private university, I got a job in a company. But due to low salary, I told the owner, ' Why do you pay so low? 'Then the owner said,' Who taught you at a private university? 'I said,' My father taught me. ' The owner said, ' Then go to your father and tell him, why did he taught you to private university so much money? Why don't you get paid more? ' The owner of the company rejected me for saying this. I was looking at the steamer on the other side of the Buriganga river in frustration. Then the big hujur brought me to this base. I now calculate the income and spends of this base. "


 The man next to me said, "My name is Sadraddi. I graduated from a government college to work for a private company. During the interview, the GM of the company asked me, 'How much did you spend to go to college?' I said, 'Eating in a college hostel, every year admission, registration and form fill-up fee.' Mr. GM said, 'Do you get notebooks, pens and books for free?' I said, 'I bought it from the market.' Then Mr. GM said, That is, you passed a small cost from the government college. So what do you want? 'If I talk about the salary, GM said,' You are crazy or not? So much wants salary from the government college? 'When I heard this, I returned and standing under the Mohakhali flyover. I was thinking , where did I go and do? Then the big hujur came and said to me, 'Come with me without being frustrated for the job. " Then I came to the base with the big hujur. At this place I monitor with rifles and telescopes. "(Continued http://ow.ly/Bgeq103e7CK ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824 


রতন বালার কথা শেষ হলে পাশের লোকটা বলল, " আমার নাম আদর মিঞা। পড়তাম একটা প্রাইভেট মেডিকেল কলেজে। মেধাবী হোক অথবা মেধাহীন উভয়কেই লাখ লাখ টাকা দিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে পড়তে হয়। আমাকেও পড়তে হয়েছে সেভাবেই। কিন্তু ডাক্তারি পাশ করার পর পুলিশের তদন্তে প্রকাশিত হয়, আমাদের মেডিকেল কলেজটাই অবৈধ। তাই অবৈধ কলেজের সার্টিফিকেট দিয়ে সরকারি হসপিটালে চাকরি না পেয়ে অবশেষে ঢাকাতে একটা ফার্মেসিতে (ঔষধের দোকান) কর্মচারীর চাকরি নিই। একদিন বড় হুজুর গেলেন ফার্মেসিতে ঔষধ কেনার জন্য। তিনি কথা - বার্তা শোনে আমার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞেস করলেন। আমি আমার শিক্ষাগত যোগ্যতা বললাম। তখন বড় হুজুর আমাকে এই স্থানে নিয়ে এলেন। তখন থেকে আমি এই ঘাঁটির সবার ডাক্তার হিসেবে কাজ করি। মূলত বড় হুজুরই আমার শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন করেছেন। "



আদর মিঞার কথা শেষ হলে পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, " আমি লাবলু মিঞা। প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমবিএ পাশ করার পর একটা কোম্পানিতে চাকরি নিয়েছিলাম। কিন্তু বেতন কম হওয়ার কারণে মালিককে বলেছিলাম, ' স্যার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এতো টাকা খরচ করে পাশ করলাম। কিন্তু আমাকে আপনি এতো কম বেতন দেন কেন ? ' তখন মালিক বলেছিলেন, ' তোমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে কে পড়িয়েছে ? ' আমি বললাম, ' আমার বাবা পড়িয়েছেন। ' মালিক বললেন, ' তাহলে তোমার বাবাকে গিয়ে বল, এতো টাকা খরচ করিয়ে তোমাকে কেন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছেন ? এখন কেন বেশি বেতন পাচ্ছ না ? ' এই কথা বলে আমাকে কোম্পানির মালিক চাকরি থেকে বের করে দিলেন। আমি তখন হতাশ হয়ে বুড়িগঙ্গার ওপারে বসে স্টিমার দেখছিলাম। তখন বড় হুজুর আমাকে এই ঘাঁটিতে নিয়ে এলেন। আমি এখন এই ঘাঁটির আয় - ব্যয়ের হিসাব করি। " 


পাশের লোকটা বলল, " আমার নাম ছদরদ্দি। সরকারি কলেজ থেকে পাশ করে গেলাম বেসরকারি কোম্পানিতে চাকরি করতে। ইন্টারভিউ নেয়ার সময় আমাকে কোম্পানির জিএম সাহেব বললেন, ' কলেজে পড়ার জন্য কত টাকা খরচ করেছ ?' আমি বললাম, ' কলেজ হোস্টেলে খাওয়া, প্রতি বছর ভর্তি, রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ ফি। ' জিএম সাহেব বললেন, ' খাতা, কলম ও বই কি মাগনা পেয়েছ ?' আমি বললাম, ' বাজার থেকে কিনেছি। ' তখন জিএম সাহেব বলল, ' এই সকল খরচ বাদ দিলে বাকি খরচ তো সরকারই বহন করেছে। অর্থাৎ সরকারি কলেজ থেকে অল্প খরচেই তুমি পাশ করেছ। তাহলে বেতন কেমন চাও ? ' আমি বেতনের কথা বললে জিএম সাহেব বললেন, ' পাগল নাকি ? সরকারি কলেজ থেকে পাশ করে এতো টাকা বেতন চায় ? ' এই কথা শোনে চলে এসে আমি মনের দুঃখে ঢাকা মহাখালী ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে ভাবছিলাম, কোথায় গিয়ে কী করবো ? তখন বড় হুজুর এসে আমাকে বললেন,' চাকরির জন্য হতাশ না হয়ে আমার সঙ্গে চলো। ' তখন বড় হুজুরের সঙ্গে আমি এই ঘাঁটিতে চলে এলাম। এই স্থানে আমি রাইফেল ও টেলিস্কোপ দিয়ে নজরদারি করি। " (চলবে http://ow.ly/Bgeq103e7CK ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

 http://ow.ly/QvJm1036lYy

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824 

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman