545)(Story - 24)The wind of peace. (শান্তির বাতাস।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 545 http://ow.ly/RwzY102ZFhH ) (Story - 24)The wind of peace. (শান্তির বাতাস।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 


#Story #Fantasy #Environment #Comedy 


I understood that the wind of peace. 


Then Boishakh was the month. Fierce hot around. There is no rain for eleven days.


 The wind flow is not too much. All types of trees are standing in silence. The environment is prevailing in moddy.


 In such a situation, there was some comfort when sitting under the tree. But there is no chance.


 Because the rice has been cut, and the rice is dry in the sun. Paddy drying is going on in every house.


 The pond water is now hot. The next house, Kalu Uncle today took bath five times in the afternoon, yet he says, it does not change anything hot. 


Today, I saw a dog chasing Kalu Chacha in 12 noon. Why is doing such a thing, he said, "The dog falls in the water during a bath."


 By the chasing , the dog started going to go to another side of the pond. I realized that due to severe heating, dog would not have escaped in the other side of the pond after chasing.


 Many of the kite birds are floating in the wind by wings and shout. 


In the village, load shedding is also increased in this fierce summer. As far as electricity, the air of electric fan also gets hot. 


Due to heat hotter, many are filled with the body.


 Thus, one and a half of the noon. Then we ate lunch and dried up rice. 


But in the two and a half of the noon, black clouds in the sky. As a result, we are hesitant, we'll take rice, or keep it till evening. 


So I saw news on YouTube on mobile. It is said that the lower pressure started in the sea. I realized, rain would be sure. So we started take rice. After a while, rice was lifted up.


 Until then the clouds of the sky have started to be more black and sunlight have gone behind the clouds. After a little bit, the wind started blowing. Ah, absolutely cold air. I turning off the eyes and enjoying two hands to spread. 


Today, I enjoy the cold air after eleven days. It's basically the wind of peace. 


At first I thought only I enjoy the wind like this. But looked at the eyes and see that many people like me enjoying the wind of peace. 


Kalu uncle's father enjoying the wind though he is gummy. 


 After a while the rain started and the air of peace began to flow more loudly. (The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

https://parg.co/bCHO

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824 



বাতাস যে কত্তো শান্তির হয়, সেটা বুঝেছিলাম একবার।


তখন বৈশাখ মাস। প্রচণ্ড গরম চতুর্দিকে। এগারো দিন ধরে কোন বৃষ্টি নাই। বায়ু প্রবাহও হচ্ছেনা। সকল ধরণের গাছ একেবারে চুপচাপ দাঁড়িয়ে আছে। থমথমে পরিবেশ বিরাজ করছে।


এমন পরিস্থিতিতে গাছের নিচে বসলেও কিছুটা আরাম হত। কিন্তু সেই সুযোগও নাই। কেননা ধান কাটা হয়েছে, আর সেই ধান রোদে শুকাতে হচ্ছে। প্রতিটা বাড়ির উঠোনে ধান শুকানোর কাজ চলছে।


পুকুরের পানিও এখন গরম হয়ে আছে। পাশের বাড়ির কালু চাচা আজ দুপুর বারোটা পর্যন্ত পাঁচবার গোসল করেছেন, তবুও তিনি বলছেন, গরম কিছুতেই কমছেনা।


আজ দুপুর বারোটায় কালু চাচাকে দেখলাম একটা কুকুরকে তাড়া করছেন। কেন এমন করছেন, জিজ্ঞেস করলে তিনি বললেন, গোসলের সময় পানিতে কুকুরটাও নেমে পড়ে।


তাড়া খেয়ে কুকুরটা পুকুরের আরেক পাশে গিয়ে সাঁতরাতে লাগল। বুঝলাম, প্রচণ্ড গরমের কারণে তাড়া খেয়ে পুকুরের আরেক পাশের পানিতে নামলেও পালাবেনা।


অনেক উপরে কতগুলো চিল পাখি ডানা মেলে ভেসে বেড়াচ্ছে আর চ্যাঁচাচ্ছে।


গ্রামে এমনিতেই লোডশেডিং হয়, এই প্রচণ্ড গরমে লোডশেডিং আরো বৃদ্ধি পেয়েছে। 


যতটুকু বিদ্যুৎ থাকে, তাতে ইলেকট্রিক পাখার বাতাসও গরম লাগে। 


প্রচণ্ড গরমের কারণে অনেকের দেহ ঘামাচিতে ভরে গেছে। 


এভাবে দুপুর দেড়টা বাজল। তখন আমরা দুপুরের খাবার খেয়ে আবার ধান শুকাতে লাগলাম।


কিন্তু দুপুর আড়াইটায় আকাশে কালো মেঘ জমতে লাগল। ফলে আমরা দ্বিধাগ্রস্ত হলাম, ধানগুলো উঠিয়ে নেব, নাকি এভাবেই সন্ধ্যা পর্যন্ত রাখব।


তাই মোবাইলে ইউটিউবে সংবাদ দেখলাম। তাতে বলা হল, সাগরে নিম্নচাপ শুরু হয়েছে। বুঝলাম, বৃষ্টি হবে নিশ্চিত। তাই ধান উঠাতে শুরু করলাম।


কিছুক্ষণের মধ্যেই ধান উঠিয়ে নিলাম। ততক্ষণে আকাশের মেঘ আরো কালো হতে শুরু করেছে আর রোদও মেঘের আড়ালে চলে গিয়েছে।


আরেকটু পর বাতাস বইতে শুরু করল। আহ্, একেবারে ঠাণ্ডা বাতাস। চোখ বন্ধ করে দু হাত দু দিকে ছড়িয়ে উপভোগ করতে লাগলাম। আজ এগারো দিন পর ঠাণ্ডা বাতাস উপভোগ করছি। এটা মূলত শান্তির বাতাস।


প্রথমে ভেবেছিলাম শুধু আমিই এভাবে বাতাস উপভোগ করছি। কিন্তু চোখ মেলে তাকিয়ে দেখি আমার মত অনেকেই শান্তির বাতাস উপভোগ করছেন।


কালু চাচার বাবা ফোকলা হওয়া সত্ত্বেও হা করে বাতাস উপভোগ করছেন।


কিছুক্ষণ পর টপ টপ করে বৃষ্টি শুরু হল এবং আরো জোরে প্রবাহিত হতে লাগল শান্তির বাতাস। (সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

24°33'58.6"N 90°41'30.4"E

https://parg.co/bCHO

Nandail Municipality, Mymensingh, Bangladesh.

Junayedmn1@gmail.com

+8801611112262 & +8801711374824

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman