544)(Story-23)Arrogant Female leader. (অভিমানী নেত্রী।) - Written by Junayed Ashrafur Rahman ✒
544 http://ow.ly/RwzY102ZFhH ) (Story-23) Arrogant Female leader. (অভিমানী নেত্রী।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒
#Story #Fantasy #Politics #Society #Comedy
I once saw for myself what a haughty leader is like.
I am the son of a peasant family in the village. Keeping pace with the developed world, I am learning a lot thinks to the internet with the addition of modern digital.
I work in the fields all day and chatting in the village tea shops in the evenings.
I have to plow our fields. However, I also entertain with field work.
Nowadays, I composes some songs by myself and sings while working in the field.
Like my new song: -
Hi friend, you were supposed to meet me in the sugarcane field, but you didn't come.
It was said that we would eat sugarcane together and chat, but that was not the case... .
Those who listened to my song then commented that this song is one of the super hits I have written so far.
This is how my day went.
One day while working in the field, I saw some expensive cars parked on the road. A beautiful woman and her husband got out of a car. Their men got out of the other cars. But I recognized one of them. He is a man from our area. Brokerage - his main job is to make money. When the party comes to power, it brokers the party and earns money by colluding with the public.
The broker called everyone working in the fields and said, "Come, come. The richest man in town has come, he wants to tell you something."
Then everyone left work and went to that man. The man then said, "I will select my wife for your service. If my wife is not nominated by the party, my wife will select as an independent candidate." After further discussion, they left.
A few days later, the broker told me at the village tea shop, "Brother, our female leader has not been nominated by the party. So she will make an independent election."
Next few days later, the broker came to us and said, "Our female leader has asked us to take some people to her house in the city to campaign."
So some people from the village went with the broker and took me with them.
Then I saw that in the huge drawing room of the house of that female leader, different people were being entertained with different kinds of food. We were also entertained. In the end, the female leader discussed with us for a long time.
At the end of the discussion, when we went to the village, the broker said, "What do you mean? If that female leader did not election, we would never have been able to go to the female leader's house."
Finally the election came. But the female leader did not pass by a huge votes and fell by a huge votes.
The next day the broker came and said, "Today we are going to the female leader's house."
One of us said, "The female leader has failed in the election. What will happen now?"
The broker then said, "That's why we have the opportunity to get closer to the female leader. We will tell the female leader, 'We will win the next election by identifying the reasons for failing in this election.' This will draw us closer to the female leader."
So the broker took us to the female leader's house. Then the broker said those words to the female leader.
But the female leader surprised us and started beating the broker with her shoes. After beating her shoes, the broker ran out of the house.
We also left the house without delay. Then a man outside the house told us, "The female leader's pride has been aroused by failing in the election. So the leader has become arrogant."
We also moved to our village then. That arrogant female leader never came to our village again. (The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
Nandail Municipality, Mymensingh, Bangladesh.
অভিমানী নেত্রী কেমন হয়, সেটা আমি নিজে একবার দেখেছিলাম।
আমি গ্রামের একটা কৃষক পরিবারের ছেলে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ডিজিটাল যোগে ইন্টারনেটের বদৌলতে অনেক কিছুই জানতে পারছি।
সারাদিন ক্ষেতে কাজ করি আর সন্ধ্যাবেলা গ্রামের চায়ের দোকানে আড্ডা দেই।
আমাদের ক্ষেতের হাল - চাষ আমাকেই করতে হয়। তবে ক্ষেতের কাজের সঙ্গে বিনোদনও করি।
ইদানীং আবার নিজেই কিছু গান রচনা করে সুর আরোপ করে ক্ষেতে কাজ করার সময় গান গাই।
যেমন আমার নতুন গান :-
"বন্ধু রে, আমার সাথে তোমার দেখা করার কথা ছিল আখ ক্ষেতের চিপায়, কিন্তু তুমি এলে না রে।
কথা ছিল এক সাথে আখ খাব, আড্ডা দেব, কিন্তু সেটা হল না রে...।।"
যারা আমার গান শোনে, ওরা তখন কমেন্ট করল, এই গানটাই নাকি এ পর্যন্ত আমার রচিত গানগুলোর মধ্যে সুপার হিট।
এভাবেই আমার দিনকাল চলছিল।
একদিন ক্ষেতে কাজ করার সময় দেখলাম, কয়েকটা দামী গাড়ি সড়কে থামল। একটা গাড়ি থেকে নামল খুবই সুন্দর এক মহিলা আর মহিলটার স্বামী। অন্য গাড়িগুলো থেকে নামল ওদের লোকেরা। কিন্তু ওদের থেকে একজনকে চিনলাম। সে আমাদের এলাকারই একটা ছেলে। দালালি - বাটপারি করাই ওর প্রধান কাজ। যখন যে দল ক্ষমতায় আসে, তখন সে দলেরই দালালি করে আর পাবলিকের সঙ্গে বাটপরি করে টাকা কামায়।
ক্ষেতে কাজ করা সকলকে ওই দালালটা ডেকে বলল, " আসেন, আসেন। শহর থেকে সেরা ধনী লোক এসেছেন, আপনাদেরকে তিনি কিছু কথা বলতে চান। "
তখন সকলেই কাজ ফেলে ওই লোকের কাছে গেলাম। লোকটা তখন বললেন, " আপনাদের সেবার জন্য আমি আমার বউকে নির্বাচন করাব। আমার বউ যদি দল থেকে মনোনয়ন না পায়, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমার বউ নির্বাচন করবে। " আরো আলাপের পর ওরা চলে গেল।
কিছুদিন পর গ্রামের চায়ের দোকানে আমাকে ওই দালালটা বলল, " ভাই, আমাদের নেত্রী দল থেকে মনোনয়ন পাননি। তাই তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন। "
আরো কিছুদিন পর ওই দালালটা আমাদেরকে এসে বলল, " আমাদের নেত্রী নির্বাচনের প্রচারের জন্য শহরে তিনির বাসায় কয়েকজনকে নিয়ে যেতে বলেছেন। "
তাই ওই দালালটার সঙ্গে গ্রামের কয়েকজন গেল, সঙ্গে আমাকেও নিল।
তখন দেখলাম ওই নেত্রীর বাড়ির বিশাল ড্রয়িং রুমে হরেক রকম মানুষকে নানান রকম খাবার দিয়ে আপ্যায়ন করা হচ্ছে। আমাদেরকেও আপ্যায়ন করা হল। শেষে ওই নেত্রী দীর্ঘ সময় আমাদের সঙ্গে আলোচনা করলেন।
আলোচনার শেষে আমরা গ্রামে চলে এলে দালালটা বলল, " কী বুঝলেন ? ওই নেত্রী নির্বাচন না করলে আমরা কখনই নেত্রীর বাড়িতে যেতে পারতামনা। "
অবশেষে নির্বাচন এল। কিন্তু ওই নেত্রী বিপুল ভোটে পাশ না করে বিপুল ভোটের ব্যবধানে ফেল করল।
পরদিন দালালটা এসে বলল, " আজকে আমরা নেত্রীর বাড়িতে যাচ্ছি। "
আমাদের থেকে একজন বলল, " নির্বাচনে নেত্রী ফেল করেছে, এখন গেলে কী হবে ? "
দালালটা তখন বলল, " সেই জন্যই ত নেত্রীর আরো কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। নেত্রীকে আমরা বলব, ' এবারের নির্বাচনে ফেলের কারণগুলো চিহ্নিত করে আগামী নির্বাচনে আমরা জয়ী হব। ' এতে আমাদেরকে নেত্রী আরো কাছে টেনে নেবেন। "
তাই দালালটা আমাদেরকে নিয়ে নেত্রীর বাড়িতে গেল। তখন নেত্রীকে দালালটা ওই কথাগুলো বলল।
কিন্তু ওই নেত্রী আমাদেরকে অবাক করে দিয়ে দালালটাকে জুতো দিয়ে পেটাতে লাগল। জুতো পেটা খেয়ে দালালটা দৌড়ে বাড়ি থেকে বের হল।
আমরাও দেরী না করে বাড়ি থেকে বের হলাম। তখন বাড়ির বাইরে আমাদেরকে একটা লোক বলল, " নির্বাচনে ফেল করে নেত্রীর অভিমান জেগেছে। তাই নেত্রী অভিমানী হয়ে এমন করেছেন। "
আমরাও তখন আমাদের গ্রামে চলে এলাম। এরপর আর কখনো আমাদের গ্রামে আসেননি ওই অভিমানী নেত্রী। (সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
24°33'58.6"N 90°41'30.4"E
Nandail Municipality, Mymensingh, Bangladesh.