534) (Story - 19) Peace-Loving Man (শান্তিপ্রিয় মানুষ।) - Written by Junayed Ashrafur Rahman ✒

 534 http://ow.ly/RwzY102ZFhH ) (Story - 19) Peace-Loving Man (শান্তিপ্রিয় মানুষ।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒ 

#Story #Politics #Wisdom #Comedy 

 I once met a peace-loving man.


 I am the OC of a police station. I had a good time with the investigation OC, the inspectors and the constables.


 That morning I was sitting in my office in a secluded and quiet environment drinking milk tea and dry cake and listening to the songs of the lost days with blue tooth earphones. I must want dry cake with milk tea for breakfast. Because soaking the bread in tea breaks immediately. Toast biscuits are soaked for a long time, but when they are bitten, they become bitter. But dry cakes are neither too soft nor too hard. Absolutely the perfect breakfast item for me. Silent and quiet atmosphere, milk tea, dry cakes and songs of the lost days - all these combined to make the morning go well.


 But that morning didn't last long. "Sir, something terrible has happened," said Monica inspector , sniffing like a cracked bamboo.


 It's not so bad to see Monica as a caretaker girl. But the message is like that of an irritable girl.


 I said, "What happened?"


 Monica: - Some criminals have taken fruits, paddy and fish from the pond of a man's house in Khatashpur. Even now taking the boundaries of that man's house.


 I: - Member and chairman of Khatashpur - What does they do? If they want, they can solve this problem.


 Monica: - Khatashpur's member and chairman is busy with the next election. So they are not paying attention to this. So I think we go and determine the boundaries by properly dividing that person's property.


 I said a little seriously, "Monica, we are the police. We are not land officers. It is not our job to share anyone's property. However, we can take legal action if there is anarchy and crime in the property."


 Monica agreed with me and said, "Yes sir, you are right."


 I politely asked Monica, "Will you have milk tea?"


 Monica said, "Sir, I have tea. But liqueur tea. I don't like milk tea."


 I said, "It's a matter of taste. I drink milk tea as a boy. But you don't drink milk tea as a girl. It's not a crime."


 Monica said again, "Yes sir, you are right."


 I then called Kala Mia Daroga. Kala Mia came and said, "Sir, will you say something?"


 I said, "Yes, I called to say. We are going to Khatashpur now. You, Monica and four constables go and get in the pickup truck, I am coming."


 Kala Mia and Monica left my room listening to me.


 In other cases I have sent OC investigation but in this case I am going. So I went to the car with the OC investigation in charge of the police station. I went and saw Monica standing in front of the car with the door open.


 The height of Monika is near my eyes, while the height of my wife is near my shoulders. Thinking about the matter, I sighed and sat in the front seat of the car and Monica closed the front door and sat next to Kala Mian in the back seat. Four constables sat behind them. Then the driver left the car and we also proceeded towards Khatashpur.



 I went to Khatashpur and saw a gathering of many people. People are saying, "Such a peace-loving man has taken the fruits of the garden, the fish in the pond, the paddy in the field and the border. The matter should be publicized in the media."


 Another said, "We will spread the word on Facebook and YouTube."


 Another said, "I will definitely preach. But after what the police sergeants from the police station do."


 Me, Kala Mia and Monica went to that peace- loving man. I saw the peace-loving man standing calmly without getting excited. Seeing us, the peace-loving man took us to the drawing room of the house.


 I said to the peace-loving man, "So many big things happened. Why didn't you complain to the police?"


 The peace-loving man said, "What else will happen if I complain? There will be unrest in the area. Rather, I am calm for the peace of the area. So I did not complain to the police."


 Criminals took the fruits of the garden, the fish of the pond, the paddy of the field and the borders. But he is not saying anything for peace. But those issues are included in the fundamental rights. Many have been active for this right, including Mahatma Gandhi, Martin Luther King Jr., the Dalai Lama, Nelson Mandela, and more recently Malala Yousafzai. And this man has been silent, the matter seemed suspicious to me.


 At that moment, another man entered the drawing room and said, "He is a peace-loving man. He should be awarded the Nobel Peace Prize."


 Hearing this, I could no longer understand that a play has been arranged here for the Nobel Peace Prize.


 So I rebuked the man who had just entered the drawing room and said, "Why are you asking me to give him the Nobel Prize? Do I give you the Nobel Prize?"


 After receiving the threat, the man wept and said, "Sir, I am not at fault. He himself has evicted us from his land by stealing the fruit of his tree, the fish of the pond, the paddy of the field. He has paid five hundred money to the member and one thousand money to the chairman. Don't let them come. And some have hired YouTubers to spread the word. "


 I then said to the so-called peace-loving man, "Why did you organize this play for the Nobel Peace Prize?"


 After hearing my question, the man rebuked me and said, "I have arranged a drama for the Nobel Peace Prize. What harm has it done you? And I did not want the Nobel Peace Prize. Instead, others asked me to win the Nobel Peace Prize." The man got angry when he was caught. I realized that the man was nothing but a wolf wrapped in a goat's skin.


 I said, "Yes, you staged a Nobel Peace Prize. It didn't do me any harm. But by arranging that drama, you have mobilized a lot of people and harassed the people.By sending false allegations to the police station with other people, he has misled the police and brought them here to waste police time."It's a big crime. So I'll arrest you. And even if you don't want the Nobel Peace Prize yourself, you have lobbied for the Nobel Prize with your people and are now in crashes."


 Hearing this, the so-called peace-loving man said, "Sir, forgive me. I will no longer be hypocritical in the name of peace."


 I then called the hired YouTubers and said, "There is no need to post the main facts on YouTube. Instead, it should be publicized that there was a land dispute in Khatashpur. So the police came from the police station and took care of the situation." And I said that the so-called peace-loving man, "If you do such hypocrisy, I will arrest you and take you to the police station. "


 After saying this, we went to the police station again.


 In my office in the afternoon, I, OC Investigation and Kala Mia were drinking milk tea with dry cake. Then Monica entered the office and smiled shyly and said, "Sir, you gave me a big surprise with you in Khatashpur today. On this occasion I will have only a cup of milk tea today." (The end) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 



আমি একবার শান্তিপ্রিয় মানুষের দেখা পেয়েছিলাম।


আমি একটা থানার ওসি। তদন্ত ওসি, দারোগা আর কনস্টেবলদেরকে নিয়ে আমার দিনকাল বেশ ভালোই কাটছিল।


সেদিন সকালবেলা নিরিবিলি ও শান্ত পরিবেশে আমার অফিসে বসে দুধ চা আর ড্রাই কেক খেয়ে ব্লু টুথ ইয়ারফোন দিয়ে হারানো দিনের গান শোনছিলাম।সকালের নাস্তায় দুধ চায়ের সঙ্গে ড্রাই কেক আমার অবশ্যই চাই।কেননা চায়ে পাউরুটি ভেজালে সঙ্গে সঙ্গে ভেঙে যায়। আবার টোস্ট বিস্কুট অনেক ক্ষণ চায়ে ভেজালেও কামড় দিলে খট খট করে। কিন্তু ড্রাই কেক একেবারে নরমও না, আবার শক্তও না। আমার কাছে নাস্তার একেবারে পারফেক্ট আইটেম। নীরব ও শান্ত পরিবেশ, দুধ চা, ড্রাই কেক আর হারানো দিনের গান - এই সকল মিলিয়ে সকালটা বেশ ভালোই চলছিল।


কিন্তু সেই সকালটা বেশিক্ষণ ভালো রইলনা। মনিকা দারোগা এসে ফাটা বাঁশের মত ক্যাট ক্যাট করে বলল, "স্যার, মারাত্মক একটা ঘটনা ঘটেছে।"


মনিকা দারোগা মেয়ে হিসেবে দেখতে তেমন মন্দ না। কিন্তু কথা - বার্তা একেবারে খিটখিটে মেজাজের মেয়েদের মত।


আমি বললাম, "কী হয়েছে?"


মনিকা :- খাটাশপুরের এক লোকের বাড়ির বাগানের ফল, ক্ষেতের ধান আর পুকুরের মাছ নিয়ে নিয়েছে কিছু অপরাধী। এমনকি এখন সেই লোকের বাড়ির সীমানাও নিয়ে নিচ্ছে। 


আমি :- খাটাশপুরের মেম্বার - চেয়ারম্যান কী করে? চাইলে ওরাই এই সমস্যার সমাধান করতে পারে। 


মনিকা :- খাটাশপুরের মেম্বার আর চেয়ারম্যান আগামী নির্বাচন নিয়ে ব্যাস্ত। তাই ওরা এই ব্যাপারে মনোযোগী না। তাই আমি মনে করি, আমরা গিয়ে ঐ লোকের সম্পত্তি সঠিকভাবে ভাগাভাগি করে দিয়ে সীমানা নির্ধারণ করে দিই। 


আমি একটু গম্ভীরভাবে বললাম, " মনিকা, আমরা পুলিশ। ভূমি অফিসার না। কারোর সম্পত্তি ভাগাভাগি করে দেয়া আমাদের কাজ না। তবে, সম্পত্তি নিয়ে অরাজকতা ও অপরাধ হলে আইনগত ব্যবস্থা আমরা নিতে পারি।" 


আমার সঙ্গে মনিকা একমত হয়ে বলল, "জ্বী স্যার, আপনি ঠিকই বলেছেন। " 


আমি ভদ্রতার খাতিরে মনিকাকে বললাম, "দুধ চা খাবে?"


মনিকা বলল, " স্যার, আমি চা খেয়েছি। তবে লিকার চা। দুধ চা আমার ভালো লাগেনা। " 


আমি বললাম, " এটা যার যার রুচির ব্যাপার। আমি ছেলে মানুষ দুধ চা খাই। কিন্তু তুমি মেয়ে মানুষ হয়েও দুধ চা খাওনা। এটা কোন অপরাধ না। " 


মনিকা এবারও বলল, " জ্বী স্যার, আপনি ঠিকই বলেছেন। " 


আমি তখন কালা মিঞা দারোগাকে ডাক দিলাম। কালা মিঞা এসে বলল, " স্যার, কিছু বলবেন ? " 


আমি বললাম, " হ্যাঁ, বলার জন্যই ডেকেছি। আমরা এখন খাটাশপুরে যাচ্ছি। তুমি, মনিকা আর চারজন কনস্টেবল গিয়ে পিকাপ গাড়িতে উঠো, আমি আসছি। " 


আমার কথা শোনে কালা মিঞা আর মনিকা আমার রুম থেকে বেরিয়ে গেল। 


অন্যান্য ঘটনায় ওসি তদন্তকে আমি পাঠালেও এই ঘটনায় আমি যাচ্ছি। তাই থানার দায়িত্ব ওসি তদন্তকে দিয়ে আমি গাড়ির কাছে গেলাম। গিয়ে দেখলাম মনিকা গাড়ির সামনের দড়জা খোলে আমার জন্য দাঁড়িয়ে আছে। 


মনিকার উচ্চতা আমার চোখের কাছাকাছি, অথচ আমার বৌটার উচ্চতা আমার কাঁধের কাছাকাছি। বিষয়টা ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির সামনের সিটে বসলাম আর মনিকা সামনের দড়জা লাগিয়ে পিছনের সিটে কালা মিঞার পাশে বসল। তাদের পিছনে চারজন কনস্টেবল বসল। তখন ড্রাইভার গাড়ি ছাড়ল আর আমরাও খাটাশপুরের দিকে এগিয়ে চললাম। 



খাটাশপুরে গিয়ে দেখলাম অনেক মানুষের সমাগম। লোকেরা বলাবলি করছে, " এমন একজন শান্তিপ্রিয় মানুষের বাগানের ফল, পুকুরের মাছ, ক্ষেতের ধান আর সীমানা নিয়ে নিয়েছে। বিষয়টা মিডিয়াতে প্রচার করা উচিত। " 


আরেকজন বলল, " বিষয়টা আমরা ফেসবুক ও ইউটিউবে প্রচার করব। " 


অন্যজন বলল, " অবশ্যই প্রচার করব। তবে থানা থেকে আগত পুলিশ স্যারেরা কী করেন, সেটার পর। " 


আমি, কালা মিঞা আর মনিকা চলে গেলাম সেই শান্তিপ্রিয় মানুষের কাছে। শান্তিপ্রিয় মানুষটাকে দেখলাম উত্তেজিত না হয়ে শান্তভাবে দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখে শান্তিপ্রিয় মানুষটা নিয়ে গেল বাড়ির ড্রয়িং রুমে। 


শান্তিপ্রিয় মানুষটাকে আমি বললাম, " এত বড় বড় ঘটনা ঘটল। অথচ আপনি থানায় অভিযোগ দিলেননা কেন ? " 


শান্তিপ্রিয় মানুষটা বলল, " অভিযোগ করলে আর কী হবে ? এলাকায় অশান্তি হবে। এরচেয়ে বরং এলাকার শান্তির জন্য আমি নিজেই শান্ত রয়েছি। তাই থানায় অভিযোগ করিনি। " 


বাগানের ফল, পুকুরের মাছ, ক্ষেতের ধান আর সীমানা নিয়ে নিল। অথচ শান্তির জন্য কিছুই বলছেনা। অথচ ঐ বিষয়গুলো মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত। এই অধিকারের জন্যই মহাত্মা গান্ধি, মার্টিন লুথার কিং জুনিয়র, দালাইলামা, নেলসন ম্যান্ডেলা আর সাম্প্রতিক সময়ে মালালা ইউসুফ জাইসহ অনেকেই সক্রিয় হয়েছেন। আর এই লোকটা নীরব হয়ে আছে, বিষয়টা আমার কাছে সন্দেহজনক মনে হল। 


এমন সময় আরেকজন লোক ড্রয়িং রুমে ঢোকে বলল, " উনি শান্তিপ্রিয় মানুষ। উনাকে শান্তিতে নোবেল প্রাইজ দেয়া উচিত। " 


এই কথা শোনে আমার আর বুঝার বাকি রইল না যে, শান্তিতে নোবেল প্রাইজের জন্য এখানে একটা নাটক সাজানো হয়েছে। 


তাই আমি ড্রয়িং রুমে সদ্য ঢোকা লোকটাকে ধমক দিয়ে বললা, " আমাকে তুই নোবেল প্রাইজ দিতে বলছিস কেন ? নোবেল প্রাইজ কি আমি দেই ? " 


এই ধমক খেয়ে লোকটা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, " স্যার, আমার কোন দোষ নাই। উনি নিজেই আমাদেরকে দিয়ে উনার গাছের ফল, পুকুরের মাছ, ক্ষেতের ধান চুরি করিয়ে সীমানা বেদখল করিয়েছেন। আর মেম্বারকে পাঁচ শ আর চেয়ারম্যানকে এক হাজার টাকা দিয়ে বলেছেন, ওরা যেন না আসে। আর কয়েকজন ইউটিউবারকে ভাড়া করে নিয়ে এসেছেন, যেন ফলাও করে এটা প্রচার করে। " 


আমি তখন কথিত শান্তিপ্রিয় মানুষটাকে বললাম, " শান্তিতে নোবেল প্রাইজের জন্য আপনি এই নাটকের আয়োজন করলেন ? " 


আমার এই প্রশ্ন শোনে লোকটা আমাকে পাল্টা ধমক দিয়ে বলল, " শান্তিতে নোবেল প্রাইজের জন্য আমি নাটক সাজিয়েছি, তাতে আপনার কী ক্ষতি হয়েছে ? আর আমি তো শান্তিতে নোবেল প্রাইজ চাইনি। বরং আমাকে শান্তিতে নোবেল প্রাইজ দিতে অন্যরা বলেছে। " শান্তিতে নোবেল প্রাইজ পেতে লোকটার নাটক ধরা পড়ায় লোকটা ক্ষেপে উঠল। এতে বুঝলাম, লোকটা আসলে ছাগলের খোলসে আবৃত এতটা নেকড়ে ছাড়া কিছুইনা। 


আমি বললাম, " হ্যাঁ, আপনি শান্তিতে নোবেল প্রাইজের জন্য নাটক সাজিয়েছেন। এতে আমার কিছু হয়নি। কিন্তু সেই নাটক সাজিয়ে আপনি অনেক মানুষের সমাগম করিয়ে গণ উপদ্রব করেছেন, থানায় অন্য লোকদেরকে দিয়ে মিথ্যা অভিযোগ পাঠিয়ে পুলিশকে বিভ্রান্ত করে এখানে এনে পুলিশের টাইম লস করিয়েছেন। এগুলো বিরাট অপরাধ। তাই আমি আপনাকে গ্রেফতার করব। আর আপনি নিজে শান্তিতে নোবেল প্রাইজ না চাইলেও আপনার লোকদেরকে দিয়ে নোবেল প্রাইজের লবিং করিয়ে এখন ল্যাজেগোবরে অবস্থা করেছেন। " 


এই কথা শোনে তথাকথিত শান্তিপ্রিয় মানুষটা বলল, " স্যার, আমাকে ক্ষমা করে দেন। আমি আর শান্তির নামে ভন্ডামি করবনা। " 


আমি তখন ভাড়া করা ইউটিউবারদের ডেকে এনে বললাম, " মূল ঘটনা ইউটিউবে প্রচার করার দরকার নাই। বরং এটা প্রচার করা হোক যে, খাটাশপুরে জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে। তাই থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি সামলে দিয়েছে। " আর তথাকথিত শান্তিপ্রিয় মানুষটাকে বললাম, " পরের বার যদি এমন ভন্ডামি করেন, তাহলে আপনাকে গ্রেফতার করে থানায় নেব। " 


এই কথা বলে আমরা আবার থানায় চলে এলাম। 


বিকালবেলা আমার অফিসে আমি, ওসি তদন্ত আর কালা মিঞা ড্রাই কেক দিয়ে দুধ চা খাচ্ছিলাম। তখন মনিকা অফিসে ঢোকে লাজুক হেসে বলল, " স্যার, আজ খাটাশপুরে আপনার সঙ্গে আমাকে নিয়ে বিরাট একটা সারপ্রাইজ দিলেন। এই উপলক্ষ্যে আজকে শুধু এক কাপ দুধ চা খাব।" (সমাপ্ত) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman