523)(Story-17-12) The war of 1971. (একাত্তরের যুদ্ধ-১২।) - Written by Junayed Ashrafur Rahman ✒
523 http://ow.ly/RwzY102ZFhH )(Story-17-12) The war of 1971. (একাত্তরের যুদ্ধ-১২।) - Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒
#Story #Liberationwar #History #Politics #Drama #Comedy #Fantasy #Suspense
(11- http://ow.ly/UniA102Y8D3 , 1- http://ow.ly/nBqr102Y8Ct )
Uncle Rahmat said, "You are such a fat boy, can you undercover in and kill Kutubaddi?"
I said, "Uncle, I am a fat boy but very dynamic. I have been running and jumping, swimming and climbing trees since I was a child."
With that, I took the best revolver from the weapons and poured two drops of coconut oil at the base of the trigger. After the oil slowly spread to the hammer and other parts, I pulled the trigger of the bulletless revolver three times in one and a half seconds, then very smoothly the hammer of the revolver hit the three empty chambers three times and knocked.
Then I took six cartridges from Rahmat uncle. I saw some stains on the cartridges. So I put them in the sun for an hour. As a result, the cartridges became very fresh. For this reason, even if there are stains on the cartridges, the bullets will come out.
After evening I went to Shashi Lodge. I quietly passed the half-naked sculpture of Venus and went behind the rose bushes.
Shortly afterwards, Kutubaddi came with seven more people.
Sitting about fifteen meters away from me, the conspiracy began.
Conspiracy talks about which areas after the war will occupy the land and make a name for themselves, who will earn money with government jobs ... etc.
About two hours later, Kutubaddi said, "There was a lot of discussion today. And I shot and killed Bipin Park yesterday. So I need some rest. You talk and I'll go."
I also silently passed the sculpture of Venus behind Kutubaddi, took the revolver out of my pants pocket and aimed it at Kutubaddi. And immediately Kutubaddi turned around and looked at me. Seeing the revolver in my hand aimed at him, he put the butt of his three-knot rifle on his shoulder to shoot me. But before Kutubaddi could shoot me, I shot him in the head. In the first shot, blood gushed out of Kutubaddi's head. But as a result of the second shot, Kutubaddi's brain came out.
Kutubaddi's body fell back almost two hands due to the rapid firing of two shots.
On the other hand, on hearing the sound of gunfire, the chaplains of Kutubaddi started moving towards the place shouting 'Catch Catch'. I also ran towards the town hall without delay to put the hand revolver in my pants pocket. (Continued http://ow.ly/1khh102YMUh) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman
রহমত চাচা বললেন, " তুমি এতো মোটা ছেলে, তুমি কি পারবা চোরাগোপ্তা হামলা করে কুতুবদ্দিকে খুন করতে ? "
আমি বললাম, " চাচা, আমি ছেলেটা মোটা হলেও খুবই গতিশীল। ছোটবেলা থেকেই দৌড় - ঝাঁপ করি, সাঁতার কাটি আর গাছে চড়ি। তাই চোরাগোপ্তা হামলা করে কুতুবদ্দিকে খুন করা আমার দ্বারা তেমন কঠিন হবেনা। "
এই কথা বলে অস্ত্রগুলো থেকে সবচেয়ে ভালো রিভলভারটা নিয়ে সেটার ট্রিগারের গোড়ায় দুই ফোঁটা নারকেল তেল ঢাললাম। সেই তেলটা আস্তে আস্তে হ্যামার ও অন্যান্য পার্টসে ছড়িয়ে যাওয়ার পর বুলেটহীন রিভলভারের ট্রিগারে দেড় সেকেন্ডে তিনটা টান দিলাম, সঙ্গে সঙ্গে অত্যন্ত মসৃণভাবে রিভলভারের হ্যামারটা তিনটা খালি চেম্বারে তিনটা আঘাত করে ঠক ঠক শব্দ হল।
এরপর রহমত চাচার কাছ থেকে ছয়টা কার্তুজ নিলাম। হাতে নিয়ে দেখলাম কার্তুজগুলোর গায়ে কিছু দাগ আছে। তাই সেগুলোকে রোদে এক ঘন্টা রাখলাম। ফলে কার্তুজগুলো অনেক তাজা হল। এই কারণে কার্তুজগুলোতে দাগ হলেও গুলি ঠিকই বের হবে।
সন্ধ্যার পর চলে গেলাম শশী লজে। চুপি চুপি ভেনাসের অর্ধনগ্ন ভাস্কর্যটা পেরিয়ে চলে গেলাম গোলাপ গাছের ঝোপের আড়ালে।
একটু পরেই কুতুবদ্দি এল সঙ্গে আরো সাত জনকে নিয়ে।
আমার থেকে প্রায় পনের মিটার দূরে বসে ষড়যন্ত্র শুরু করল।
যুদ্ধের পর কোন কোন এলাকার জায়গা - জমি দখল করে নিজেদের নামে নামজারি করে নেবে, কাকে কাকে সরকারি চাকরি দিয়ে টাকা কামাবে... প্রভৃতি বিষয়ে ষড়যন্ত্রমূলক আলোচনা।
প্রায় দু ঘন্টা পর কুতুবদ্দি বলল, " আজ অনেক আলোচনা হয়েছে। আর গতকাল গুলি করে বিপিন পার্কে খুন করেছি। তাই একটু আরাম দরকার। তোরা আলোচনা কর আর আমি যাই। " এই কথা বলে কুতুবদ্দি শশী লজের গেটের দিকে এগোতে লাগল।
আমিও নিঃশব্দে কুতুবদ্দির পিছন পিছন ভেনাসের ভাস্কর্যটা পেরিয়ে প্যান্টের পকেট থেকে রিভলভারটা বের করে কুতুবদ্দির দিকে তাক করলাম। আর অমনি কুতুবদ্দি এক পাক ঘুরে আমার দিকে ফিরে আমাকে দেখল। আমার হাতের রিভলভারটা ওর দিকে তাক করান দেখে আমাকে সে গুলি করার জন্য ওর হাতের থ্রি নট থ্রি রাইফেলের বাঁটটা কাঁধে ঠেকাল। কিন্তু আমাকে কুতুবদ্দি গুলি করার আগেই আমি কুতুবদ্দির মাথায় গুলি করলাম। প্রথম গুলিতে কুতুবদ্দির মাথা থেকে রক্ত ছিটকে বের হল। কিন্তু দ্বিতীয় গুলিটা করার ফলে কুতুবদ্দির মাথা থেকে মগজ ছিটকে বের হল।
দু টো গুলি পর পর অতি দ্রুত করার কারণে কুতুবদ্দির লাশটা প্রায় দু হাত পিছনে গিয়ে পতিত হল।
অন্যদিকে গুলির আওয়াজ শোনে কুতুবদ্দির চ্যালারা ধর্ ধর্ বলে চিৎকার করতে করতে এদিকে এগোতে লাগল। আমিও দেরি না করে হাতের রিভলভারটা প্যান্টের পকেটে ঢোকাতে ঢোকাতে টাউন হলের দিকে দৌড়াতে লাগলাম। (চলবে http://ow.ly/1khh102YMUh) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman