519)(Story-17-8) The war of 1971 - . (একাত্তরের যুদ্ধ-৮।) - Written by Junayed Ashrafur Rahman

519 https://parg.co/bMbz )(Story-17-8) The war of 1971 - . (একাত্তরের যুদ্ধ-৮।) - Written by Junayed Ashrafur Rahman https://parg.co/bPrW ✒ 


#Story #Liberationwar #History #Politics #Drama #Comedy #Fantasy #Suspense 

Kutubaddi said a little anxiously, "That special meal is uromastyx."

 Jamal: - What is uromastyx?

 Kutubaddi: - A kind of desert chameleon.

 Kutubaddi: - What happens when you eat uromastyx?

 Kutubaddi: - Eating uromastyx increases the strength of the body. It is said that, eating uromastyx makes old people as strong as young people. It is said that Abdul Aziz Ibn Saud, the father of King Faisal of Saudi Arabia, used to eat one fried uromastyx every morning. This is why he fought against Turkey and established Saudi Arabia. We will fight Razakars and Pak forces against Bangladesh by eating this uromastyx.

 Jamal: - Will you bring uromastyx from Saudi Arabia to eat?

 Kutubaddi: - No, but there are uromastyx in the desert of Pakistan. We will be brought from that place and fed.

 After saying this, I saw water gushing in the corner of Kutubaddi's eye. So I asked, "What's the matter, why are your eyes watering?"

 Qutbuddin then sniffed and said, "I went to the Pak army camp a few days ago to enlist in the Razakars. Then I saw a Pak army major eating uromastyx fry. Major ate the fry and the oil on the plate. After eating, Major said to me, "Will you eat uromastyx?" I said, 'You don't have time to eat, and now you have finished eating.' On hearing this, the Major threatened me and said, "Where is the rudeness, do you want to share the food of the senior?" He looked at the others and said, "Then Kamaruzzaman Bhai came quickly and said, 'Sir, don't mind. Kutubaddi still did not understand the official matter. Will understand slowly. "

 Jamal: - It is not an official matter. Anyone can eat at their own expense. But showing off to office juniors is definitely immoral. Because if you want in the office, it is not possible to bring food from outside. Basically, some small people do this by becoming big officers of poor. If the mind wants to eat in the office, eat alone, why bother to show it to others? Well what happened next? "

 Kutubaddi: - Then I went to other Razakars with Kamaruzzaman Bhai. After a while, the colonel of the Pak army called me and gave me ten kg of ghee. He also said that if uromastyx comes from Pakistan, it will be fried and fed.

 Sajed:- Well, is it legal to eat uromastyx? Did the world-conquering Muslims of Arabia eat uromastyx?

 Kutubaddi: - It is legal to eat uromastyx in Islamic law. But did the early Muslims eat uromastyx? That is not mentioned in history.

 Jamal: Then how is it legal to eat uromastyx?

 Kutubaddi: - It is legal to eat monitor lizard in Shafi'i community. So based on that legitimacy, eating uromastyx has also been legalized. And the people of Saudi Arabia also eat grasshoppers in the desert.

 On hearing all this, Kajal shouted, "If you Razakars and the Pak army fight eating uromastyx, then we will fight with semi-fermented fish bedfellows." 

 Kutubaddi then rebuked Kajal and said, "Why are you talking against the Pak army again after coming from the Razakar meeting? Who made you angry against the Pak army?" (Continued https://parg.co/bkld ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

কুতুবদ্দি একটু আনমনাভাবে বলল, " সেই স্পেশাল খাবারটা হচ্ছে ষান্ডা। "

জামাল :- ষান্ডা কী ?

কুতুবদ্দি :- মরুভূমির এক ধরনের গিরগিটি।

কুতুবদ্দি :- ষান্ডা খাইলে কী হয় ?

কুতুবদ্দি :- ষান্ডা খাইলে শরীরের শক্তি বাড়ে। বলা হয় যে, ষান্ডা খাইলে বুড়া মানুষও যুবকের মত শক্তিশালী হয়। কথিত আছে, সৌদি আরবের বাদশাহ্ ফয়সালের বাবা আব্দুল আজিজ ইবনে সৌদ প্রতিদিন সকালে একটা করে ষান্ডা ফ্রাই খেতেন। এই কারণেই তিনি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ করে সৌদি আরব প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। এই ষান্ডা খেয়েই বাংলাদেশের বিরুদ্ধে আমরা রাজাকার ও পাক বাহিনী যুদ্ধ করব।

জামাল :- আপনারা কি সৌদি আরব থেকে ষান্ডা এনে খাবেন ? 

কুতুবদ্দি :- না, তবে পাকিস্তানের মরুভূমিতেও ষান্ডা আছে। সেই স্থান থেকে ষান্ডা এনে আমাদেরকে খাওয়ানো হবে।

এই কথা বলার পর, দেখলাম কুতুবদ্দির চোখের কোণে পানি চিক চিক করছে। তাই আমি জিজ্ঞেস করলাম, " কী ব্যাপার, আপনার চোখে পানি কেন ? "

কুতুবদ্দি তখন নাক দিয়ে জোরে অল্প বাতাস টেনে বলল, " কয়েকদিন আগে গিয়েছিলাম পাক বাহিনীর ক্যাম্পে রাজাকারের দলে নাম লেখাতে। তখন দেখলাম পাক বাহিনীর এক মেজর ষান্ডা ফ্রাই খাচ্ছে। মুচ মুচে করে ভাজা ষান্ডা ফ্রাইটা টমেটো সস দিয়ে আমাকে দেখিয়ে দেখিয়ে খেয়েছিল, কিন্তু আমাকে একটু সাধেও নি। ষান্ডা ফ্রাইটা খেয়ে প্লেটে লেগে থাকা তেলটাও একেবারে চেটেপুটে খেয়েছিল। খাওয়ার পর আমাকে মেজর বলেছিল, " ষান্ডা খাবি ? " আমি বলেছিলাম, " খাওয়ার সময় সাধলেননা, আর এখন খেয়ে শেষ করে সাধছেন। " এই কথা শুনে আমাকে মেজর ধমক দিয়ে বলেছিল, " বেয়াদব কোথাকার, সিনিয়রের খাবারে ভাগ বসাতে চাস ?" এই কথা বলে অন্যদের দিকে তাকিয়ে বলেছিল, " এই বেয়াদবকে কারা রাজাকারের দলে ভর্তি করিয়েছে ? " তখন কামারুজ্জামান ভাই তাড়াতাড়ি এসে বলেছিল, " স্যার, কিছু মনে করবেননা। কুতুবদ্দি এখনও অফিসিয়াল ব্যাপার বুঝতে পারেনি। আস্তে আস্তে বুঝে নেবে। "

জামাল :- এটা অফিসিয়াল কোন ব্যাপারনা। যে কেউ নিজের খরচায় খাইতে পারে। কিন্তু অফিসের জুনিয়রদেরকে দেখিয়ে দেখিয়ে খাওয়া অবশ্যই অনৈতিক। কেননা অফিসে চাইলেই ত আর বাইরের খাবার এনে খাওয়া সম্ভব হয়না। মূলত কিছু ছোটলোক ফকিরনির পুত বড় অফিসার হয়ে এমনটা করে। অফিসে খাইতে মন চায় ত একা একা খা, অন্যদেরকে দেখিয়ে খেয়ে কষ্ট দিস কেন ? আচ্ছা এরপর কী হল ? "

কুতুবদ্দি :- তখন আমি কামারুজ্জামান ভাইয়ের সঙ্গে অন্য রাজাকারদের কাছে গেলাম। কিছুক্ষণ পর আমাকে পাক বাহিনীর কর্নেল ডেকে নিয়ে দশ কেজি ঘি দিলো। আরো বলল, পাকিস্তান থেকে ষান্ডা এলে ফ্রাই করে খাওয়ানো হবে।

সাজেদ :- আচ্ছা, ষান্ডা খাওয়া কি ইসলামি আইনে বৈধ ? আরবের বিশ্বজয়ী মুসলমানরা কি ষান্ডা খেতেন।

কুতুবদ্দি :- ইসলামি আইনে ষান্ডা খাওয়া বৈধ। তবে প্রাথমিক যুগের মুসলমানরা ষান্ডা খেতেন কি না ? সেটা ইতিহাসে তেমন উল্লেখ নাই।

জামাল :- তাহলে ষান্ডা খাওয়া বৈধ হল কীভাবে ?

কুতুবদ্দি :- শাফেয়ি সম্প্রদায়ে গুইসাপ খাওয়া বৈধ। তাই ঐ বৈধতার উপর ভিত্তি করে ষান্ডা খায়াও বৈধ করা হয়েছে। আর সৌদি আরবের লোকেরা মরুভূমির ঘাস ফড়িং টিড্ডিও খায়।

এই সকল কথা শোনে কাজল হুঙ্কার দিয়ে বলল, " আপনারা রাজাকাররা আর পাক বাহিনী যদি ষান্ডা খেয়ে যুদ্ধ করেন, তাহলে চ্যাপা ভর্তা খেয়ে আমরা যুদ্ধ করব। চ্যাপা ভর্তা খেয়ে ষান্ডা খাওয়া পাক বাহিনীকে ডাণ্ডা মেরে একেবারে ঠাণ্ডা করে দিব। "

কুতুবদ্দি তখন কাজলকে ধমকে বলল, " রাজাকারের মিটিং থেকে এসে এখন আবার পাক বাহিনীর বিরুদ্ধে কথা বলছ কেন ? তোমাকে কারা পাক বাহিনীর বিরুদ্ধে ক্ষেপিয়ে তোলেছে ? " (চলবে https://parg.co/bkld ) ©️All Right Reserved by Junayed Ashrafur Rahman 

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman