808)(Story_48) Resignation of Chairman. (চেয়ারম্যানের পদত্যাগ।) _ Written by Junayed Ashrafur Rahman https://mywritingsjunayedmn1.blogspot.com/2019/12/about-me-junayed-ashrafur-rahman.html ✒ 🌟 The video of how to translate my writings into your language.(আমার লেখাগুলো যেভাবে আপনার ভাষায় অনুবাদ করে পড়বেন,সেটার ভিডিও।) https://youtu.be/rsfots7Zf4Q?si=nmdFRZ_3kmCBzKne 🌟https://fb.watch/sdg6hGOW4A/?mibextid=Nif5oz এক. অপ্রত্যাশিত পদত্যাগ ✒ সকাল থেকেই উপজেলা পরিষদের সামনে ও আশেপাশের এলাকাগুলোতে আলোচনা শুরু হয়ে গেলো। কথা নাই,বার্তা নাই, স্কুল_কলেজের কিছু শিক্ষার্থী উপজেলা পরিষদের সামনে জড়ো হতেই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ত্যাগ করে বসলেন। একজন বললেন,“এটা কোন কাজ হলো? শিক্ষার্থীরা এসেছে,ওরা ওদের দাবি দাওয়ার চেয়ারম্যানকে জানাবে। চেয়ারম্যান সেগুলো শুনবেন। তাৎক্ষণিকভাবে সমাধান দিতে না পারলে সমাধানের আশ্বাস দিয়ে ওদেরকে বিদায় দেবেন।এটা না করে, তিনি পদ ত্যাগ করে বসলেন।” আর একজন (Another man) বললেন,“পদ ত্যাগ করার মতো তো কোন ঘটনা ঘটেনি।যে সকল শিক্ষার্থীরা এসেছ...