318) (Story গল্প - 16) লুলা নেতা (Lame Leader)। - Written by Junayed Ashrafur Rahman ✒
318 https://v.gd/BM0Z3Z ) (Story গল্প https://v.gd/THTBn3 - 16) লুলা নেতা (Lame Leader.)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒
🌟 One lame leader was seen.
🌟 Once a man went to another area to travel to relatives home.
He was sitting on the balcony of relatives in the evening.
Then some people came and say, "Please choose our lame leader to vote again."
The people of his place also said, "We will vote for lame leader again."
Then the man's desire to see lame leader. So he went with the relatives to see lame leader. Surprise himself.
Which is called lame leader, he is actually healthy - strong, active man.
The matter was amazing. So he asked the relatives, "He is a active man who is called lame leader."
Then the relatives said, "In the last election, a rivaled prevented him. Also he was attacked in the meeting. But he did not say anything. From that he is called, lame leader. Likewise, if someone gives a lull or bad behavior lame person , then it does not say anything to someone - the leader as well.
The man was actually surprised to know about the lame leader. (The End) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
🌟 এক লুলা (পঙ্গু) নেতার দেখা হয়েছিল।
🌟 একবার এক লোক গিয়েছিলেন আরেক এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্যে। তিনি সন্ধ্যা বেলায় আত্মীয়ের বারান্দায় বসেছিলেন। তখন কিছু লোক এসে বলছেন , "দয়া করে আমাদের লুলা নেতাকে আবার ভোট দিয়ে নির্বাচিত করবেন।" সে স্হানের লোকেরাও বলতে লাগল ,"এবারও লুলা নেতাকে আমরা ভোট দিব।"
তখন সেই লোকের ইচ্ছা হল লুলা নেতাকে দেখার। তাই তিনি আত্মীয়ের সঙ্গে গেলেন লুলা নেতাকে দেখার জন্যে। গিয়ে নিজেই অবাক। যাকে লুলা নেতা বলা হচ্ছে , তিনি আসলে সুস্থ - সবল , সচল মানুষ। বিষয়টা আশ্চর্যজনক মনে হল। তাই তিনি আত্মীয়কে জিজ্ঞেস করলেন , "যাকে লুলা নেতা বলা হচ্ছে , তিনি তো সুস্হ মানুষ।"
তখন আত্মীয় বললেন , "গত নির্বাচনে তিনির প্রতিদ্বন্দ্বী আরেক প্রার্থী তিনিকে নির্বাচনে অনেক বাঁধা দিয়েছিলেন। এমনকি মিটিংয়ে হামলাও করছিলেন। কিন্তু তিনি কিছুই বলেন নি। সেই থেকে তিনির নাম দেয়া হয়েছিল , লুলা নেতা। লুলাকে যেমন কেউ গালি দিলে অথবা খারাপ আচরণ করলে কিছু বলে না - তেমনি তিনিকেও কেউ গালি দিলে কিছু বলেন না। এই কারণেই গত নির্বাচনে তিনিকে ভোট দিয়ে নির্বাচিত করা হয়েছিল। এবারও তিনিকে নির্বাচিত করা হবে।"
এমন লুলা নেতার বিষয়ে জানতে পেরে লোকটা সত্যিই অবাক হয়েছিলেন। (সমাপ্ত) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman