316) (Story গল্প - 14) নির্বাচন।- Written by Junayed Ashrafur Rahman ✒

316 https://v.gd/BM0Z3Z ) (Story গল্প https://v.gd/THTBn3 - 14) নির্বাচন (Election)।- Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒ 


 🌟 The workers were shocked by the proposal to elect one of the leaders.


🌟 Those two workers came to the leader. With great hope, the big worker said to the leader, "Leader, if you get elected this time, you will definitely pass."


 Leader: - I will not do election. Passaing is the next thing.


 Small worker : - Your popularity, you will pass if you do election.


 Big worker : - Then just run to the front.


 Leader: - I don't have so much hobby of choosing at my own expense.


 Big worker : - If you choose, you have to bear the cost.


 Leader: - I will serve the people, I will elect again at my own expense - that will not happen.


 Small worker : - Those who have been elected for so long have done so at their own expense. What is the problem for you to do election at your own expense?


 Leader: - It would have been possible to recover the money in any way by electing at one's own expense. But now it is not possible. So I will not do election at my own expense.


 Big worker : - Then shall we offer to elect another?


 Leader: - Go, even if you can get elected another at his expense. I don't have so much hobby of electing at my own expense.


 The two workers were shocked to hear this.


 🌟 After saying goodbye to that leader, the big worker said to the small worker, "We will not ask anyone to go ahead and elect. Otherwise, they will ask us to bear the cost of the election."


 The small worker said, "We would rather support a candidate who himself to be a candidate." (The End) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


🌟 এক নেতাকে নির্বাচনের প্রস্তাব দিয়ে কর্মীরা হতবাক হল।


🌟 দুই কর্মী এসেছে নেতার কাছে। অনেক আশা নিয়ে নেতাকে বড় কর্মী বলল , "নেতা , এবার আপনি নির্বাচন করলে নিশ্চিত পাশ করবেন।"


নেতা : - আমি নির্বাচন করবই না। পাশ ফেল তো পরের বিষয়।


ছোট কর্মী : - আপনার যে জনপ্রিয়তা , আপনি নির্বাচন করলেই পাশ করবেন।


বড় কর্মী : - পরে শুধুই সামনের দিকে ছুটে চলা।


নেতা : - নিজের খরচে নির্বাচন করার এত শখ আমার নাই।


বড় কর্মী : - আপনি নির্বাচন করলে , আপনাকেই তো খরচ বহন করতে হবে।


নেতা : - জনগণের সেবা করব , আবার নিজে খরচ করে নির্বাচন করব - সেটা হবে না।


ছোট কর্মী : - এত দিন যারা নির্বাচন করেছেন , নিজের খরচেই তো করেছেন। আপনি নিজের খরচায় নির্বাচন করতে সমস্যা কী ?


নেতা : - আগে নিজের খরচে নির্বাচন করে যেভাবেই হউক সেই খরচের টাকা উশুল করা সম্ভব হত। কিন্তু এখন আর সম্ভব হয় না। তাই আমিও নিজের খরচায় নির্বাচন করব না।


বড় কর্মী : - তাহলে কি আমরা আরেকজনকে নির্বাচন করার প্রস্তাব দিব ?


নেতা : - যাও , যাকে পার ওর খরচে নির্বাচন করাও গিয়ে। আমার এত শখ নাই নিজের খরচে নির্বাচন করার। 


এই কথা শুনে দুই কর্মীই হতবাক হল। 


🌟 নেতার কাছ থেকে বিদায় নিয়ে এসে ছোট কর্মীকে বড় কর্মী বলল , "আমরাও আর আগ বাড়িয়ে কেউকে নির্বাচন করতে বলব না। নইলে নির্বাচনের খরচ আমাদেরকেই বহন করতে বলবে।" 


ছোট কর্মী বলল , "এর চেয়ে বরং যে নিজের থেকে প্রার্থী হয়ে নির্বাচন করবে - তাকেই আমরা সাপোর্ট করব।" (সমাপ্ত) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman