309) (Story গল্প - 11) পরামর্শ (Suggestion) ।- Written by Junayed Ashrafur Rahman ✒
309 https://v.gd/BM0Z3Z ) (Story গল্প https://v.gd/THTBn3 - 11) পরামর্শ (Suggestion) ।- Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒
🌟 A girl once asked a wise man for advice on politics.
🌟 The wise man asked, "When did you join politics?"
The girl said, "I have not joined yet. But I am preparing to join politics."
The wise man said, "What kind of advice do you want from me?"
The girl: - What should I do before joining politics?
The wise : - Personally, I think you should get married before joining politics.
Girl: - Why?
The wise : - Now those who want to marry you, if they join politics, they will not want to marry you anymore.
Girl: - Why?
The wise : - Because, if you join politics, naturally you have to meet a lot of men. You may even have to return home at night. Seeing this, almost all boys will not want to marry you because they doubt your character.
Girl: - But varsity and college girls are doing politics before marriage.
The wise :- That is student politics, and you want to do local politics. So you can't compare with college-varsity girls.
Girl: - I understand the matter. But if I succeed in politics and become mayor, chairman or MP, won't they marry me?
The wise : - Then no one will want to marry you for fear.
Girl: - Why? Why?
The wise: - Then almost all the boys will think that after marriage you will take all the property of the husband and leave him and marry another man. Then finding a husband will be more complicated for you.
Girl: - I fully understand now. So I must get married before joining politics. (The End) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
🌟 একবার একজন জ্ঞানী ব্যক্তির কাছে রাজনীতির বিষয়ে একটা মেয়ে পরামর্শ চেয়েছিল।
🌟 জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলেন, " রাজনীতিতে তুমি কখন যোগ দিয়েছ ? "
মেয়েটা বলল , " আমি এখনও যোগ দেই নি। তবে রাজনীতিতে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছি।"
জ্ঞানী ব্যক্তি বললেন , " আমার কাছে তুমি কেমন পরামর্শ চাও ? "
মেয়েটা : - রাজনীতিতে যোগ দেয়ার আগে আমার কী করণীয় ?
জ্ঞানী : - আমি ব্যক্তিগতভাবে মনে করি , রাজনীতিতে যোগ দেয়ার আগে তুমি বিয়ে করে নাও।
মেয়ে : - কেন ?
জ্ঞানী : - এখন যারা তোমাকে বিয়ে করতে চাচ্ছে , রাজনীতিতে যোগ দিলে ওরা আর তোমাকে বিয়ে করতে চাইবে না।
মেয়ে : - কেন ?
জ্ঞানী : - কেননা , রাজনীতিতে যোগ দিলে স্বাভাবিকভাবেই অনেক পুরুষের সঙ্গে তোমাকে দেখা - সাক্ষাৎ করতে হবে। এমনকি রাতেও তোমাকে বাড়ি ফিরতে হতে পারে। এটা দেখে প্রায় সকল ছেলেই তোমার চরিত্রের বিষয়ে সন্দেহ করে তোমাকে বিয়ে করতে চাইবে না।
মেয়ে : - কিন্তু ভার্সিটি ও কলেজের মেয়েরা তো বিয়ের আগেই রাজনীতি করছে।
জ্ঞানী : - সেটা হচ্ছে ছাত্র রাজনীতি , আর তুমি করতে চাচ্ছ স্হানীয় রাজনীতি। তাই কলেজ - ভার্সিটির মেয়েদের সঙ্গে তোমার তুলনা চলে না।
মেয়ে : - বিষয়টা বুঝলাম। কিন্তু আমি যদি রাজনীতিতে সফল হয়ে মেয়র , চেয়ারম্যান অথবা এমপি হই , তাহলেও কি ওরা আমাকে বিয়ে করবে না ?
জ্ঞানী : - তখন তো ভয়েই তোমাকে কেউ বিয়ে করতে চাবে না।
মেয়ে : - কেন ? কেন ?
জ্ঞানী : - তখন প্রায় সকল ছেলেই এটা মনে করবে যে , তুমি বিয়ের পরে স্বামীর সকল সম্পত্তি আত্মসাৎ করে তাকে ত্যাগ করে আরেক জনের কাছে বিয়ে বসবা। তখন তো স্বামী পাওয়া তোমার জন্য আরও জটিল হবে।
মেয়ে : - আমি এখন সম্পূর্ণভাবে বুঝতে পেরেছি। তাই রাজনীতিতে যোগ দেয়ার আগে অবশ্যই বিয়ে করে নিব। (সমাপ্ত) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman