308) (Story গল্প - 10) কাঁঠাল ভাঙ্গা (Trickery With The People)। - Written by Junayed Ashrafur Rahman ✒
308 https://v.gd/BM0Z3Z ) (Story গল্প https://v.gd/THTBn3 - 10) কাঁঠাল ভাঙ্গা (Trickery With The People)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com ✒
#Politics #industry #economics #publicrelation #drama
🌟 There was once a quarrel over breaking the jackfruit on the head of the public, that is, to get involved without getting into trouble.
🌟 For a long time, the industrialist has been saying to the politician, "If you are a politician, you are the one to break the jackfruit on the head of the public."
Unable to bear it anymore, the politician finally protested and said to the industrialist, "We have come to eat in a invitation, and since when have you been speaking hatefully towards us. If there is so much jealousy, then you also start politics."
The industrialist said, "Am I lying? What do you politicians do but break the jackfruit on the head of the public?"
The politician then became more annoyed and said, "Do you industrialists break the jackfruit less in the head of the public?"
The industrialist said, "When did we break the jackfruit on the head of the public ?"
The politician said, "The money of the public deposited in the bank is used by the industrialists to make various products with loans and sell it to the public. How much is the cost of production and how much are you selling? Don't expose it. There are many industrialists who eat by embezzling the salaries of company. They also default on loans by embezzling bank money. These are nothing but breaking the jackfruit on the head of the public. "
Those who have been shouting for the industrialists for so long - now they are shouting for the politicians.
Then a wise man said, "In a democracy, the industrialist is needed as much as the politician. The public is benefited by two types of people. The industrialist returns the money to the bank with the profit. But anyone can do it if they want to break the jackfruit - it's the fault of the person concerned. It never applies to all politicians or industrialists. "
Hearing this, both the industrialists and the politicians remained silent. (The End) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman
🌟 পাবলিকের মাথায় কাঁঠাল ভাঙ্গা অর্থাৎ নিজে ঝামেলায় না জড়িয়ে স্বার্থ আদায় করা নিয়ে একবার হয়েছিলো বেশ রেষারেষি।
🌟 অনেকক্ষণ যাবৎ রাজনীতিককে শিল্পপতি বলছেন , "তোমরা রাজনীতিকরা হলে পাবলিকের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়ার মানুষ। নিজের কোন লোকসান হয় না অথবা তেমন কিছুই না করে পাবলিকের রেষারেষির সুযোগে নিজের সুবিধা ঠিকই নিয়ে নাও। "
রাজনীতিক আর সহ্য করতে না পেরে শেষে প্রতিবাদ করে শিল্পপতিকে বলেই ফেললেন , " আমরা এসেছি দাওয়াত খাইতে , আর তুমি কখন থেকে আমাদের প্রতি বিদ্বেষ মূলক কথা বলছই। এতোই যদি হিংসে হয় , তবে তুমিও রাজনীতি শুরু করো। "
শিল্পপতি বললেন , " আমি কি মিথ্যে বলেছি ? তোমরা রাজনীতিকরা পাবলিকের মাথায় কাঁঠাল ভাঙ্গা ছাড়া আর কী করো ? "
রাজনীতিক তখন আরো বিরক্ত হয়ে বললেন , " তোমরা শিল্পপতিরা কি পাবলিকের মাথায় কাঁঠাল কম ভাঙ্গো ? "
শিল্পপতি বললেন , "আমরা আবার পাবলিকের মাথায় কাঁঠাল ভাঙলাম কখন ?"
রাজনীতিক বললেন " ব্যাঙ্কে জমা রাখা পাবলিকের টাকা তোমরা শিল্পপতিরা লোন নিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে সেটাই আবার পাবলিকের কাছে বিক্রি কর। উৎপাদন খরচ কত আর বিক্রি করছো করছ কত ? সেটা প্রকাশ কর না। আবার অনেক শিল্পপতি আছে যারা নিজের কোম্পানির লোকদের বেতন - ভাতা আত্মসাৎ করে খায়। আবার ব্যাঙ্কের টাকা আত্মসাৎ করে ঋণ খেলাপিও হয়। এগুলো তো পাবলিকের মাথায় কাঁঠাল ভাঙ্গা ছাড়া কিছুই না। "
এতক্ষণ যারা শিল্পপতির পক্ষে হৈ হৈ করছিল - এখন ওরাই রাজনীতিকের পক্ষেই হৌ হৌ করতে লাগল।
তখন একজন জ্ঞানী ব্যক্তি বললেন , " গণতান্ত্রিক দেশে যেমন প্রয়োজন শিল্পপতির , তেমনি প্রয়োজন রাজনীতিকেরও। দুই প্রকারের ব্যক্তিকে দিয়েই পাবলিকের কল্যাণ হয়। পাবলিকের টাকা খাটিয়ে শিল্পপতি ব্যাঙ্ককে লাভসহ টাকা ফিরিয়ে দেন। এতে পাবলিকের টাকা আরও বৃদ্ধি পায়। আবার রাজনীতিকরা জনগণের প্রতিনিধিত্ব করে জনকল্যাণ মূলক কাজ করেন। কিন্তু কাঁঠাল ভাঙ্গার ইচ্ছা থাকলে যে কেউ করতে পারেন - সেটা সংশ্লিষ্ট ব্যক্তির দোষ। সেটা কখনই প্রযোজ্য না সকল রাজনীতিক অথবা শিল্পপতির ক্ষেত্রে। "
এই কথা শুনে শিল্পপতি ও রাজনীতিক উভয়েই চুপ করে রইলেন। (সমাপ্ত) ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman