302) (গল্প - 6) হবু ম্যাজিস্ট্রেট (The future magistrate)। - Written by Junayed Ashrafur Rahman ✒

302 https://v.gd/BM0Z3Z ) (গল্প https://v.gd/THTBn3 - 6) হবু ম্যাজিস্ট্রেট (The future magistrate)। - Written by https://v.gd/JkGxYN Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com

 🌟 I once met a future magistrate.


🌟 That afternoon I was sitting on the Corridor and eating jhalamuri of Pran Company.

 At that time a gentleman came and said, "I enrolled my son in coaching, he read so much - but dropped out of the BCS exam preliminary. I matched the question with the book, only sixteen out of a hundred answers. The rest gave wrong answers."

 I said, "Why did you come to me now?"

 The gentleman said, "You will have lunch at my house tomorrow and talk to your son. What's wrong with my son?"

 🌟 The next day I went to the gentleman's house and ate lunch with mutton and basmati rice and other food.

 After eating, I asked the boy, "How did you study for BCS?"

 The boy swelled his chest and said proudly, "Four hours in the morning, two hours in the afternoon, one hour in the afternoon and four hours at night, a total of eleven hours."

 I was surprised to hear the boy's answer. Even after reading so much, he should not be dropped from BCS.

 So I started the investigation. Finally he said that even though he was sitting at the reading table with the book open, he had another imagination in his mind.

 Imagined, he has become a magistrate. He has served in various districts. He became UNO, But he is more active in maintaining law and order than the OC of the concerned police station. He goes to catch the thief and the OC goes after him.

 More imagined, he has become Mr. DC. The SP of the concerned district and the UNO are trembling with fear.

 And imagined, he has become secretary. But even the minister of the concerned ministry does not pay attention to him.

 Eventually he imagined that, he would retire from his employment and become a minister after being nominated by a political party.


 I smiled and said, "You imagined so much - but if you dropped out of BCS, the reason is that even if you read because of your extra imagination, the reading didn't stay in your head. The reading could not be stored in your memory due to imagination. Read and prepare for the next BCS. "

 After saying this, I said goodbye to the boy and his parents and left (The End). ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 



🌟 একবার এক হবু ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিলো।


🌟 সেদিন বিকালে বারান্দায় বসে প্রাণ কোম্পানির ঝালমুড়ি খাচ্ছিলাম।

এমন সময় এক ভদ্রলোক এসে বললেন , " আমার ছেলেটাকে কোচিংয়ে ভর্তি করলাম , এতো পড়লো - কিন্তু বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি থেকেই বাদ হলো। প্রশ্ন নিয়ে বইয়ের সঙ্গে মিলিয়ে দেখলাম , এক শ টা উত্তরের মধ্যে মাত্র ষোলটা হয়েছে। বাকীগুলো ভুল উত্তর দিয়েছে। "

আমি বললাম , " এখন আমার কাছে এসেছেন কেন ? "

ভদ্রলোক বললেন , " আমার বাড়িতে আপনি আগামীকাল দুপুরের খাবার খেয়ে ছেলের সঙ্গে আলাপ করে উদঘাটন করবেন , আমার ছেলের কী সমস্যা ? "

🌟 পরের দিন ভদ্রলোকের বাড়িতে গিয়ে দুপুরের খাবার খাইলাম , খাসির কসানো মাংস আর বাসমতি চালের ভাত ও অন্যান্য খাবার দিয়ে।

খাওয়ার পরে ছেলেটাকে জিজ্ঞেস করলাম , " বিসিএসের জন্য কেমন পড়েছিলে ? "

ছেলেটা বুক ফুলিয়ে গর্ব করে বললো , " সকালে চার ঘণ্টা , দুপুরে দুই ঘণ্টা , বিকালে এক ঘণ্টা আর রাতে চার ঘণ্টা , সর্বমোট এগারো ঘণ্টা।" 

ছেলেটার উত্তর শুনে আমি অবাক না হয়ে পারলাম না। এতো পড়ার পরেও বিসিএস থেকে বাদ পড়ার কথা না। 

তাই শুরু করলাম তদন্ত। অবশেষে সে বললো , পড়ার টেবিলে বই খুলে বসে থাকলেও , ওর মনে চলতো অন্য কল্পনা। 

কল্পনা করতো , সে ম্যাজিস্ট্রেট হয়েছে। বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করে ইউএনও হয়েছে। কিন্তু আইন - শৃঙ্খলা রক্ষায় সে সংশ্লিষ্ট থানার ওসি সাহেবের চেয়ে তৎপর। সে যায় চোর - ডাকাত ধরতে আর ওসি সাহেব যায় ওর পিছনে। 

আরও কল্পনা করতো , সে ডিসি সাহেব হয়েছে। ওর ভয়ে সংশ্লিষ্ট জেলার এসপি সাহেব আর ইউএনও সাহেবরা ভয়ে কম্পমান। 

এবং কল্পনা করতো , সে সচিব হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ও ওর কাছে পাত্তা পায় না। 

অবশেষে কল্পনা করতো , সে চাকরি থেকে অবসরে গিয়ে একটা রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়ে এমপি হয়ে মন্ত্রী হয়েছে। 


আমি তখন হাসতে হাসতে বললাম , " এতো কল্পনা করলা - কিন্তু বিসিএস থেকে বাদ হলে এই কারণে যে , তোমার অতিরিক্ত কল্পনার কারণে তুমি পড়লেও সেই পড়া তোমার মাথায় থাকেনি। কল্পনার উৎপাতে তোমার মেমোরিতে পড়া জমা হতে পারেনি। তাই এখন থেকে ঐ কল্পনা বাদ দিয়ে বেশি বেশি পড়বা আর পরবর্তী বিসিএসের জন্য প্রস্তুতি নিবা। " 

এই কথা বলে ছেলেটা আর ওর বাবা - মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম (সমাপ্ত)। ©️ All Right Reserved. Junayedmn1@gmail.com Junayed Ashrafur Rahman 


Popular posts from this blog

223)(গল্প-1-15) আসামের জঙ্গলে - 15 (IN THE FOREST OF ASSAM - 15)।-Written by Junayed Ashrafur Rahman ✒

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman