257) (গল্প - 4) দুর্গাপূজার ঘটনা (Incident of Durga Puja)।-Written by Junayed Ashrafur Rahman ✒

​ 257 https://v.gd/UrHRf7 ) (গল্প https://is.gd/tI67x - 4) দুর্গাপূজার ঘটনা (Incident of Durga Puja)।-Written by https://v.gd/YrhpL1 Junayed Ashrafur Rahman 📧 Junayedmn1@gmail.com






🌟 I went to see that Durga Puja and recovered one kg of cocaine.








🌟 After performing Maghrib prayers, I went to see Durga Puja.








Outside the mandapa (Pandal) , I saw some beautiful Hindu girls, some known and unknown are standing , some eating ice cream and some eating lollipops. 








When asked a man , he said that girls have come from different places to visit relatives house cause of Durga Puja. 








They dressed as Durga and as if they were waiting for Shiva Tagore . 








A few farther away, some known and unknown boys are standing and chatting. Someone is smoking by dramatic motion.








I also sit on a toll next to a van and asked for Jhalamuri (Spicing Dry Fried Rice) . I have a Barretta Nano pistol with a small silencer in my pocket. Too small. The model is such that if put it in a pocket, it looks like a mobile phone from the outside. I imported it from Italy through Amazon online shopping. Although small, it is possible to shoot with 9mm bullets. Each magazine has six bullets. However, as I have seen, it is possible to shoot with a seventeen bullet magazine setting of a barreta machine pistol . I have a six-bullet magazine in my pocket pistol, but I have a seventeen-bullet magazine in my hip pocket. And with the belt on the right side of the waist is a telescopic button made of titanium from Thailand. 








While eating jhalmuri, I heard the sound of "Tu Tu, Tu Tu" of flute and "Kodor Kodor, Kodor Kodor" of the drum. 








I saw some girls leaning forward and bargaining with clay dolls in their hands. 








Some people are always going to the puja mandapa with bags in their hands. 








I also went inside the mandapa after paying jhalamuri money. 








Shortly after I saw , flutist, Timbrelist and drummer came out and entered a room next door. Another group came and started playing, "Tu tu, tu tu", "Kodor Kodor, Kodor Kodor" and the sound of Timbrel , "Kachchar kachchar, kachchar kachchar". 








Some people are eating Coca-Cola near the mandapa. 








And next to them, some policemen led by Mr. OC are standing and guarding the mandapa. 








I entered the room where the musicians had entered and asked the drummer and the flutist, "Is there a problem with your musical instruments?" 








The drummer asked me the opposite, "What do you need with that?" 








- Why is the sound of your flute and drums so out of tune? 








- What happened to you? So many people heard, no one said anything. And why are you coming and beating Jhari (Threat)? 








- Why are you so angry that I asked this? Is there a problem? 








Then the flutist rebuked me and said, "Hey guy, why are you talking so much? Go, get out of the house." 








- I'll be out. But said a little politely. 








Hearing this, the flutist rushed towards me with the flute in his hand. I also pulled the button out of the waist belt at once and gave a jerk and the whole came out from the inside of the four inch button and became one and a half feet long. 








Seeing that, the flutist hit me hard with his flute. I also hit the flute hard with the button. 








There was a banging sound. I realized that the flute was not made of bamboo - but made of steel. 








To hit hard again, the flute slipped from his hand and fell on the wall. 








Then the flute player ran and said to the drummer, "Big Brother, give me the Chinese ax. I will cut the Dammit today." 








The flutist took Chinese ax from the drummer and threw it at me. I also pulled out Barretta Nano pistol with a silencer in my pocket and fired two shots. Two bullets fired With soft two sounds from the pistol, and the ax moved away from me and hit the back wall. The other bullet hit into the flute player's hand. 




The flute player shouted ah ah ah. 








Hearing that, Mr. OC ran into the room and saw the button in one hand and the pistol in the other hand of mine. He widened his eyes and put his hand on his pistol. But I said, " I have fire weapons licence." 




Mr. OC then threatened the flutist and asked, "Why did you attack him?" 




At one point during the interrogation, the flutist said, "There is cocaine inside the steel flute and inside the drum. The two together weigh one kilogram of cocaine." 








When I heard that, I said to Mr. OC, "Open the flute and the drum and take out the cocaine." 








Mr. OC opened an elephant's head cap at one end of the flute and pulled out a thin, but about a foot long packet. Which filled with cocaine. 








Unable to open the drum, Mr. OC cut the drum With that Chinese ax. He took out a packet of cocaine from inside. 








Mr. OC asked me, "How do you understand?" 








I said, "The melody was not as good as the flute was long and thick. And when I heard the sound of the drum, I realized that there was something inside the drum. So I came and attacked me with insults just to ask about the melody and rhythm." 








Mr. OC said, "I did not understand the matter even though I was the OC. You understood the matter even though you were not a policeman. During the training, a senior officer told us," Only genius people can catch genius criminals." I had the good fortune to see it today." 








I said, "But don't talk about me. Tell others , you recovered cocaine based on secret information." 








Mr. OC said, "We will say as you say." 








Five minutes later when I came out, Mr. OC and two policemen handcuffed the flute player and drummer took to the police station with drums and flute. 








After walking around the puja area for another hour, I went home and heard Durga Puja playing, "Tu tu, tu tu", "Kodor Kodor, Kodor Kodor ......" (The End). © All Right Reserved. 


🌟 দুর্গাপূজা দেখতে গিয়ে এক কেজি কোকেন উদ্ধার করলাম।




🌟 মাগরিবের নামাজ আদায় করে গেলাম দুর্গাপূজা দেখতে।




মণ্ডপের বাইরে দেখলাম চেনা - অচেনা হিন্দু কতগুলো সুন্দর মেয়ে সেজে - গুঁজে দাঁড়িয়ে কেউ আইসক্রিম আবার কেউ ললিপপ খাচ্ছে। 




একজনকে জিজ্ঞেস করাতে বললো , অচেনারা বিভিন্ন স্হান থেকে পূজা উপলক্ষ্যে আত্মীয় বাড়িতে বেড়াতে এসেছে। 




এমনভাবে সেজেছে , যেন ওরা নিজেই দুর্গা সেজে শিব ঠাকুরের জন্য অপেক্ষা করছে। 




আরেকটু দূরে কতগুলো চেনা - অচেনা ছেলে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। কেউ আবার সিগারেট খাচ্ছে আর ভাব ধরে ধোঁয়া ছাড়ছে।




আমিও ঝালমুড়ির একটা ভ্যান গাড়ির পাশে টোলে বসে মুড়ি দিতে বললাম। আমার পকেটে ছোট সাইলেন্সার লাগানো ব্যারেটা ন্যানো পিস্তল। খুবই ছোট। মডেলটা এমন যে , পকেটে রাখলে বাইরে থেকে মনে হয় , মোবাইল ফোন। ইটালি থেকে এ্যামাজন অনলাইন শপিংয়ের মাধ্যমে এটা আমি আমদানি করেছি। ছোট হলেও 9MM বুলেট দিয়ে গুলি করা সম্ভব। প্রতি ম্যাগাজিনে ছয়টা বুলেট থাকে। তবে আমি চালিয়ে দেখেছি , ব্যারেটা মেশিন পিস্তলের সতেরো বুলেটের ম্যাগাজিন সেটিং করেও গুলি করা সম্ভব। আমার পকেটের পিস্তলে ছয় বুলেটের ম্যাগাজিন থাকলেও প্যান্টের হিপ পকেটে সতেরো বুলেটের একটা ম্যাগাজিন আছে। আর কোমরের ডান দিকে বেল্টের সঙ্গে আটকে রেখেছি টাইটানিয়াম দিয়ে তৈরি থাইল্যান্ড থেকে আনানো টেলিস্কোপিক বাটন। 




ঝালমুড়ি খাইতে খাইতে শুনলাম , পূজার বাঁশির " তু তু , তু তু " আর ঢোলের " কডর কডর , কডর কডর " আওয়াজ। 




দেখলাম কতগুলো মেয়ে সামনের দিকে ঝুঁকে মাটির পুতুল হাতে নিয়ে দরদাম করছে। 




কিছু লোক সদাই করে হাতে ব্যাগ নিয়ে পূজার মণ্ডপের দিকে যাচ্ছে। 




আমিও ঝালমুড়ির টাকা দিয়ে মণ্ডপের ভিতরে গেলাম। 




আমি যাওয়ার একটু পরেই বাঁশি , ঢোল আর খঞ্জনি বাদকরা বের হয়ে পাশের একটা ঘরে ঢুকলো। আর আরেক দল এসে বাজনা বাজাতে লাগলো , " তু তু , তু তু " , " কডর কডর , কডর কডর " আর খঞ্জনির আওয়াজ , " কচ্চর কচ্চর , কচ্চর কচ্চর "। 




মণ্ডপের কাছেই কয়েকজন কোকাকোলা খাচ্ছে। 




আর ওদের পাশেই ওসি সাহেবের নেতৃত্বে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে মণ্ডপ গার্ড দিচ্ছেন। 




🌟 বাদ্য বাদকরা যে ঘরে ঢুকেছে আমি সেই ঘরে ঢুকে ঢোল বাদক আর বংশী বাদককে জিজ্ঞেস করলাম , " আপনাদের বাদ্যযন্ত্রে কি কোন সমস্যা আছে ? " 




আমাকে ঢোল বাদক উল্টো জিজ্ঞেস করলো , " সেটা দিয়ে আপনার কী দরকার ? " 




- আপনাদের বাঁশি আর ঢোলের আওয়াজ এমন বেসুরে আর বেতাল কেন ? 




- তাতে তোমার কী হয়েছে ? এতো মানুষে শুনলো , কেউই কিছু বললো না। আর তুমি এসে ঝারি মারছো কেন ? 




- এটা জিজ্ঞেস করেছি বলে এতো রাগ করছেন কেন ? কোন সমস্যা আছে নাকি ? 




তখন বংশী বাদক আমাকে ধমক দিয়ে বললো , " এ ব্যাটা , এতো কথা বলিস কেন ? যাঃ , ঘর থেকে বের হ। " 




- বের তো হবোই। তবে একটু ভদ্রভাবে বলেন। 




এই কথা শুনে বংশী বাদক হাতে বাঁশিটা নিয়ে আমার দিকে তেড়ে এলো। আমিও একটানে কোমরের বেল্ট থেকে বাটনটা বের করে একটা ঝাঁকি দিতেই চার ইঞ্চি বাটনের ভিতর থেকে পুরোটা বের হয়ে দেড় ফুট লম্বা হলো। 




সেটা দেখেও বংশী বাদক আমার দিকে বাঁশি দিয়ে জোরে আঘাত করলো। আমিও বাটন দিয়ে বাঁশিতে জোরে পাল্টা আঘাত করলাম। 




এতে ঠং করে আওয়াজ হলো। বুঝলাম বাঁশিটা বাঁশের তৈরি না - বরং স্টিলের তৈরি। 




আবার জোরে আঘাত করতেই ওর হাত থেকে বাঁশিটা ছিটকে গিয়ে দেয়ালের পাশে পতিত হলো। 




এর পরে বংশী বাদক দৌড়ে গিয়ে ঢোল বাদককে গিয়ে বললো , " দাদা , চায়নিজ কুঠারটা দেও। শালাকে আজ কুপাবো। " 




ঢোল বাদকের কাছ থেকে বংশী বাদকে চায়নিজ একটা কুঠার হাতে নিয়ে আমাকে তাক করে ছুঁড়ে মারলো। আমিও পকেট থেকে সাইলেন্সার লাগানো ব্যারেটা ন্যনো পিস্তলটা বের করে দুটো গুলি করলাম। পিস্তল থেকে মৃদু পিপ পিপ শব্দে একটা গুলি লাগলো কুঠারে , আর কুঠারটা আমার দিক থেকে সরে পাশ কাটিয়ে পিছনের দেয়ালে লাগলো। অন্য গুলিটা গিয়ে লাগলো বংশী বাদকের হাতে। 


বংশী বাদক আঃ আঃ আঃ করে চেঁচিয়ে উঠলো। 




সেটা শুনে ওসি সাহেব দৌড়ে ঘরে ঢুকে আমার এক হাতে বাটন আর আরেক হাতে পিস্তল দেখে চোখ বড় বড় করে নিজের পিস্তলে হাত দিতেই আমি বললাম , " আমার পিস্তলের লাইসেন্স আছে। " এরপরে পুরো ঘটনাটা বললাম। তখন বংশী বাদককে ওসি সহেব ধমক দিয়ে জিজ্ঞেস করলেন , " উনাকে আক্রমণ করেছি কেন ? " 


জেরার এক পর্যায়ে বংশী বাদক বলললো , " স্টিলের বাঁশির ভিতরে আর ঢোলের ভিতরে কোকেন আছে। দুটো মিলিয়ে এক কেজি কোকেন। " 




আমি সেটা শুনে ওসি সাহেবকে বললাম , " বাঁশিটা আর ঢোলটা খুলে কোকেন বের করেন। " 




ওসি সাহেব বাঁশির একটা প্রান্তে হাতির মাথার আদলে তৈরি ক্যাপ খুলে কোকেনের চিকন , কিন্তু প্রায় এক ফুট লম্বা প্যাকেট বের করলেন। তাতে কোকেন ভরা। 




আর ঢোলটা খুলতে না পেরে চায়নিজ কুঠার দিয়ে কুপিয় ওসি সাহেবে ঢোলটা কাটলেন। সেটার ভিতর থেকে বের করলেন একটা কোকেনের প্যাকেট। 




আমাকে ওসি সাহেব জিজ্ঞেস করলেন , " কীভাবে আপনি বুঝলেন ? " 




আমি বললাম , " বাঁশিটা যতটুকু লম্বা আর মোটা , সেই তুলনায় সুরটা সঠিক ছিলো না। আর ঢোলের আওয়াজ শুনে বুঝেছিলাম ঢোলের ভিতরে কিছু একটা আছে। তাই আমি এসে সুর আর তালের কথা জিজ্ঞেস করতেই আমাকে গালি দিয়ে আক্রমণ করলো। " 




ওসি সাহেব বললে , " আমি ওসি হয়েও বিষয়টা বুঝলাম না। অথচ আপনি পুলিশ না হয়েও বিষয়টা ঠিকই বুঝলেন। ট্রেনিংয়ের সময় আমাদেরকে সিনিয়র একজন অফিসার বলেছিলেন , " জিনিয়াস অপরাধীদেরকে শুধুমাত্র জিনিয়াস ব্যক্তিরাই ধরতে পারেন। " আজ সেটা দেখার সৌভাগ্য আমার হলো। " 




আমি বললাম , " আপনারা কিন্তু আমার কথা বলবেন না। বলবেন , গোপন সংবাদের ভিত্তিতে আপনারা কোকেন উদ্ধার করেছেন। " 




ওসি সাহেব বললেন , " আপনার কথা মতোই আমরা বলবো। " 




আমি বের হয়ে এলে পাঁচ মিনিট পরে ওসি সাহেব আর দুইজন পুলিশে বংশী ও ঢোল বাদকে হাতকড়া পরিয়ে ঢোল ও বাঁশিসহ থানায় নিয়ে গেলেন। 




🌟 আরও ঘণ্টা খানেক পূজার এলাকা ঘুরে বাড়ির দিকে রওয়ানা হলাম আর শুনতে পেলাম দুর্গাপূজার বাজনা , " তু তু , তু তু " , " কডর কডর , কডর কডর ...... " (সমাপ্ত)। © All Rights Reserved. 







Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman