245 ) (গল্প - 3) রোবোড্রোন (ROBODRONE)।-Written by Junayed Ashrafur Rahman ✒

245 https://is.gd/49Ryc ) (গল্প - 3 https://is.gd/tI67x ) রোবোড্রোন (ROBODRONE)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒

#technology #sciencefiction #history #travelling #fantasy 

🌟🌟🌟 ENGLISH VERSION ✒ 

Finally I made a robodron (robot + drone).

I have made a drone through robotic system by adding many parts.

I brought high definition cameras from Switzerland, propeller motors from Taiwan and small but terrifying long range sniper rifles and small long range rocket launchers from China. And I brought the computing system from the USA to manage the central system - it acts as the mechanical brain of the robodron. 

Added small, but extremely powerful X-ray machine. This allows the robodron to be scanned and detected from twenty miles away, to detect whether there are illegal weapons or harmful objects behind a person's clothing or inside a vehicle. 

It can detect the movement of helicopters, planes or other drones through radar. 

Sensors can detect the wind speed, humidity and temperature of any place. Therefore, it is located in the safest environment during storms, rains or other natural disasters. 

My robodron captures the color of any environment with its own technology called "Color Changer" made by me. As a result, it is impossible to detect due to its complete harmony with the environment. 

The total number of propellers is eight. In turn, four propellers are active. After twelve hours, four are turned on and the other four are closed. So the robodron never has to land. 

Through the rotation system of the motors, the robodron can move forward - backward, up - down at equal speeds. 

And with the addition of a rocket system, it can fly at a speed of twenty thousand miles per hour, if necessary, two hundred miles above the ground. 

If for some reason it is caught, it will explode automatically and leave no evidence. 

🌟 I have arranged several systems for power supply.

The motors run directly through the solar system. 

At night, power is supplied from a powerful battery that is charged through a solar system. 

In winter or other times when there is no sunlight , it rises above the cloud level and charges the battery. 

But if for some reason those power supply systems do not work, then electricity is supplied from uranium battery. And if the robodron is caught for any reason, the battery of uranium will explode. 

Hydrogen and oxygen gas are stored in titanium cylinders to launch the rocket system.



🌟 Three months later I made twelve more robodrons. 

🌟 A year later I made a huge robodron. It could carry me again. I have installed an air-conditioned bedroom in it. 

One day I told my parents to go to Cox's Bazar for fifteen days in my own robodron. 

One day I flew and flew in the sky of Cox's Bazar. 

Then I crossed the skies of Myanmar, Thailand, Taiwan, Vietnam, Cambodia and went to Beijing, China. Overnight in Beijing , I crossed the Pacific Ocean across the skies of Japan and Korea to the skies of Pearl Harbor and Honolulu in the USA. Barack Obama was born on this Honolulu island.

Then I crossed California and other states and came to Washington DC. Then I went to the sky of the White House. 

The White House of the US President - the safest place for the most powerful person in the world. 

I feel a different kind of adventure just thinking. 

The US president was playing golf that afternoon. I dropped six new bottles of CocaCola on the lawn of the White House. 

That's what the White House staff is up to. 

Everyone has the same question, who dropped the Coca-Cola bottle from above? 

Senior CIA and FBI officials were summoned. Unable to make any edges, NASA and NOAA officials were eventually summoned - but they too decided not to find any information on their own satellites, as Alien did. Hearing this, the President gave a strong threat, does Alien eat Coca-Cola? 
After hearing this, no one else said a word. 

And I sat on my robodron and smiled. 

I'm human, and they say I'm an alien. 

In fact, just as the peoples of the Indian subcontinent fear jinn and ghosts - so do the peoples of America fear aliens. 

I traveled across the Atlantic Ocean for four more days in the American skies and arrived in London. This London is a blessed city in the footsteps of great peoples like Sir Isaac Newton, Sir Francis Bacon and Bertrand Russell. 

I went to the sky of Queen Elizabeth's residence and threw away the duplicate of Kohinoor diamond that I had taken with me. Seeing the diamond, what is the activity of the detectives of Scotland Yard. Their condition is kerosene to reveal which is the original Kohinoor and which is the fake Kohinoor. 

Then I went to the skies of Sweden. If Alfred Nobel had not been born, Sweden would never have been so well known. 

Then I crossed Norway and went to France of Jean Jacques Rousseau and Emperor Napoleon. The French Revolution, influenced by Rousseau, was one of the inspirations for modern democracy. 

Then I came to Germany of Hegel, Nietzsche, Karl Marx, General Bismarck, the scientist Heisenberg and the poet Goethe, and Adolf Hitler, the initiator of World War II. 

Then I crossed Switzerland and came to Moscow, Russia. This is where Vladimir Lenin, Leon Trotsky and Joseph Stalin started the Russian Revolution. And after World War II, the Iron Man Joseph Stalin founded the Soviet Union, one of the empires in history. 

I went to the sky of the Russian president's residence and dropped five new seven-up bottles. Seeing them, the Russian president's guards reported that, it was done by the CIA in the United States. So they will find the CIA agents in Moscow.

Then we crossed Siberia to Plotnikovo. Seeing so many impeccably beautiful girls, I felt as if I had come to the sky of elves another place in the world.

Then I came further south to the top of Everest in the Himalayas. Everest is the highest mountain in the world. I have planned to rent a helicopter from Kathmandu and come down to Everest again. What is the need in modern times to walk about nine kilometers to get to the top?

Then I went home. I'm pretty good with my robodrons now. (The End) © All Rights Reserved 

🌟🌟🌟 BANGLA VERSION ✒ 


অবশেষে একটা রোবোড্রোন (রোবট + ড্রোন) বানিয়েই ফেললাম।

🌟 রোবটিক সিস্টেমের মাধ্যমে একটা ড্রোন তৈরি করেছি অনেক যন্ত্রাংশ সংযোজন করে।

সুইজারল্যান্ড থেকে এনেছি হাই ডেফিনেশনের ক্যামেরা , তাইওয়ান থেকে এনেছি প্রপেলারের মোটর আর চীন থেকে এনেছি ছোট অথচ ভয়ঙ্কর দূরপাল্লার স্নাইপার রাইফেল আর ছোট ছোট দূরপাল্লার রকেট লাঞ্চার। এবং সেন্ট্রাল সিস্টেম পরিচালনার জন্য কম্পিউটিং সিস্টেমটা এনেছি ইউএসএ থেকে - এটা রোবোড্রোনের যান্ত্রিক মস্তিষ্ক হিসেবে কাজ করে। 

যুক্ত করেছি ক্ষুদ্র , কিন্তু অত্যন্ত শক্তিশালী এক্স রে মেশিন। এর মাধ্যমে রোবোড্রোনটা বিশ মাইল দূর থেকে স্ক্যান করে ডিটেক্ট করতে পারে , মানুষের পোশাকের আড়ালে অথবা কোন গাড়ির ভিতরে অবৈধ অস্ত্র অথবা ক্ষতি কারক বস্তু আছে কি - না। 

রাডারের মাধ্যমে ডিটেক্ট করতে পারে , হেলিকপ্টার , বিমান অথবা অন্যান্য ড্রোনের গতিবিধি। 

সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করতে পারে কোন স্হানের বায়ুর গতিবেগ , বাতাসের আদ্রতা এবং তাপমাত্রা। তাই , ঝড় - বৃষ্টি অথবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সবচেয়ে নিরাপদ পরিবেশে অবস্হান করে। 

নিজের তৈরি করা প্রযুক্তি "কালার চেঞ্জারে"র মাধ্যমে আমার রোবোড্রোন যে কোন পরিবেশের রঙ ধারণ করে। ফলে পরিবেশের সঙ্গে সম্পূর্ণ মিল থাকার কারণে ডিটেক্ট করা অসম্ভব। 

প্রপেলার মোট আটটা। পালাক্রমে চারটা প্রপেলার একটিভ থাকে। বারো ঘণ্টা পর পর চারটা চালু হয় আর অন্য চারটা বন্ধ হয়। তাই রোবোড্রোনটাকে কখনোই মাটিতে নামতে হয় না। 

মোটরগুলোর রোটেশন সিস্টেমের মাধ্যমে রোবোড্রোনটা সামনে - পিছনে , উপরে - নীচে সমান গতিতে চলতে পারে। 

আর একটা রকেট সিস্টেম সংযোজন করার কারণে সেটা প্রয়োজনে ঘণ্টায় বিশ হাজার মাইল বেগে উড়তে পারে মাটি থেকে দুই শ মাইল উপর দিয়ে। 

কোন কারণে যদি এটা ধৃত হয় , তবে স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়ে কোন প্রমাণই রাখবেনা। 

🌟 শক্তি সরবরাহের জন্য করেছি কয়েকটা সিস্টেমের ব্যবস্থা।

সরাসরি সোলার সিস্টেমের মাধ্যমে মোটরগুলো চলে। 

আবার রাতে সোলার সিস্টের মাধ্যমে চার্জে থাকা শক্তিশালী ব্যাটারি থেকে সরবরাহ হয় বিদ্যুৎ শক্তি। 

শীতকালে অথবা অন্য সময় রোদ না থাকলে মেঘের স্তরের উপরে উঠে ব্যাটারি চার্জ করে আসে। 

কিন্তু কোন কারণে যদি শক্তি সরবরাহের উক্ত সিস্টেমগুলো না চলে , তাহলে ইউরেনিয়ামের ব্যাটারি থেকে সরবরাহ হয় বিদ্যুৎ শক্তি। আর রোবোড্রোনটা কোন কারণে ধৃত হলে এই ইউরোনিয়ামের ব্যাটারিটাই বিস্ফোরিত হবে। 

রকেট সিস্টেমকে চালু করার জন্যে টাইটানিয়ামের সিলিন্ডারে সংরক্ষিত করে রেখেছি হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস ।



🌟 তিন মাস পরে তৈরি করলাম আরও বারোটা রোবোড্রোন। 

🌟 এক বছর পরে তৈরি করলাম বিশাল একটা রোবোড্রোন। এটা আবার আমাকে বহন করতে পারে। সেটাতেই স্হাপন করেছি একটা শীতাতপ নিয়ন্ত্রিত বেডরুম। 

একদিন আমার মা - বাবাকে কক্সবাজারে পনেরো দিন বেড়ানোর কথা বলে উঠলাম নিজের রোবোড্রোনে। 

কক্সবাজারের আকাশে একদিন শুয়ে শুয়ে ভ্রমণ করে উড়লাম। 

এরপরে মায়ানমার , থাইল্যান্ড , তাইওয়ান , ভিয়েতনাম , কম্বোডিয়ার আকাশ পেরিয়ে চীনের বেইজিংএ গেলাম। সেস্হানে একরাত থেকে জাপান আর কোরিয়ার আকাশ পেরিয়ে প্রশান্ত মহাসাগর পেরিয়ে চলে গেলাম ইউএসএ-র পার্ল হার্বার আর হনলুলুর আকাশে। এই হনলুলু দ্বীপেই জন্ম গ্রহণ করেছিলেন বারাক ওবামা।

এরপরে ক্যালিফোর্নিয়া ও অন্যান্য অঙ্গরাজ্য পেরিয়ে এলাম ওয়াশিংটন ডিসিতে। এরপরে চলে এলাম হোয়াইট হাউসের আকাশে। 

মার্কিন প্রেসিডেন্টের হোয়াইট হাউস - পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তির সবচেয়ে নিরাপদ বাসস্হান। 

ভাবতেই আমার অন্যরকম এ্যাডভেঞ্চারের অনুভূতি হচ্ছে। 

সেদিন বিকেলে মার্কিন প্রেসিডেন্ট গল্ফ খেলছিলেন। ছয়টা কোকাকোলার নতুন বোতল উপর থেকে হোয়াইট হাউসের লনে ফেললাম। 

তাই হোয়াইট হাউসের স্টাফদের সে কী দৌড়াদৌড়ি। 

সকলের একটাই প্রশ্ন , উপর থেকে কোকাকোলার বোতল ফেললো কে ? 

তলব করা হলো সিআইএ আর এফবিআইয়ের বড় কর্তাদের। কোন কিনারা না করতে পেরে শেষে নাসা আর নোআ কর্তাদেরকে তলব করা হলো - কিন্তু তিনিরাও নিজেদের স্যাটেলাইটে কোন তথ্য না পেয়ে সিদ্ধান্ত দিলেন , এটা এ্যালিয়েনে করেছে। এই কথা শুনে প্রেসিডেন্ট দিলেন এক রাম ধমক , এ্যালিয়েনে কি কোকাকোলা খায় ? 
এই কথা শুনে আর কারোর মুখে কোন কথা নাই। 

আর আমি আমার রোবোড্রোনে বসে হোঃ হোঃ করে হাসলাম। 

আমি মানুষ , আর ওরা বলে আমি এ্যালিয়েন। 

প্রকৃতপক্ষে , ভারতীয় উপমহাদেশের মানুষে যেমন জ্বীন , ভূত আর প্রেতাত্মাকে ভয় পায় - তেমনি আমেরিকার মানুষে এ্যালিয়েনকে ভয় পায়। 

আমেরিকার আকাশে আরোও চারদিন ভ্রমণ করে আটলান্টিক মহাসাগর পেরিয়ে চলে এলাম লন্ডনে। এই লন্ডন হলো স্যার আইজাক নিউটন , স্যার ফ্রান্সিস বেকন আর বার্ট্রান্ড রাসেলের মতো মহান ব্যক্তিদের পদচারণায় ধন্য শহর। 

রাণী এ্যালিজাবেথের বাসভবনের আকাশে গিয়ে সঙ্গে করে নেয়া কোহিনুর হীরের ডুপ্লিকেটটা ফেলে দিলাম। হীরেটা দেখে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের সে কী তৎপরতা। কোনটা আসল কোহিনুর আর কোনটা নকল কোহিনুর - সেটা উদঘাটন করতেই ওদের অবস্হা কেরোসিন। 

এরপরে চলে এলাম সুইডেনের আকাশে। আলফ্রেড নোবেলের জন্ম না হলে সুইডেনের এতো পরিচিতি কখনোই হতো না। 

এরপরে নরওয়ে পেরিয়ে চলে এলাম জ্যঁ জ্যাক রুশো আর সম্রাট নেপোলিয়নের ফ্রান্সে। রুশোর প্রভাবিত ফরাসি বিপ্লব আধুনিক যুগের গণতন্ত্রের অন্যতম প্রেরণা। 

এরপরে এলাম হেগেল , নিটশে , কার্ল মার্ক্স , জেনারেল বিসমার্ক , বিজ্ঞানী হাইজেনবার্গ ও কবি গ্যাটে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনাকারী এডল্ফ হিটলারের জার্মানির আকাশে। 

এরপরে সুইজারল্যান্ড পেরিয়ে এলাম রাশিয়ার মস্কোতে। এস্হানেই ভ্লাদিমির লেনিন , লিয়ন ট্রটস্কি আর জোসেফ স্ট্যালিনরা ঘটিয়েছিলেন রুশ বিপ্লব। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে লৌহমানব জোসেফ স্ট্যালিন প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাসের অন্যতম সাম্রাজ্য সোভিয়েত ইউনিয়ন। 

রুশ প্রেসিডেন্টের বাসভবনের আকাশে গিয়ে নতুন পাঁচটা সেভেন আপের বোতল ফেললাম। সেগুলো দেখে রুশ প্রেসিডেন্টের গার্ডরা রিপোর্ট করলো , এটা যুক্তরাষ্ট্রের সিআইএ করেছে। তাই মস্কোতে সিআইএ - র এজেন্টদেরকে ওরা খুঁজে বের করবে।

এরপরে সাইবেরিয়া পেরিয়ে চলে এলাম প্লোটনিকোভোতে। অনেকগুলো অনিন্দ্য সুন্দর মেয়েদের দেখে আমার মনে হলো , আমি যেন পৃথিবীর আরেকটা পরীস্হানের আকাশে এসেছি।

এরপরে এলাম আরোও দক্ষিণে হিমালয় পর্বতের এভারেস্টের উপরে। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এই এভারেস্ট। পরিকল্পনা করেছি , আরেকবার কাঠমুন্ডু থেকে হেলিকপ্টার ভাড়া করে এভারেস্টে এসে নামবো। কী দরকার আধুনিক সময়ে প্রায় নয়টা কিলোমিটার হেঁটে হেঁটে উপরে উঠার ?

এরপরে চলে এলাম বাড়িতে। আমি এখন আমার রোবোড্রোনগুলো নিয়ে বেশ ভালোই আছি। (সমাপ্ত) © All Rights Reserved 

Popular posts from this blog

184) (গল্প - 1) আসামের জঙ্গলে (IN THE FOREST OF ASSAM)।-Written by Junayed Ashrafur Rahman

799)(Story_45) Murder in the village. (গ্ৰামে খুন।) _ Written by Junayed Ashrafur Rahman

219)(Story-1-12)IN THE FOREST OF ASSAM 12. -Written by Junayed Ashrafur Rahman