234)(Story-17-25-Last Part) আসামের জঙ্গলে - শেষ পর্ব (IN THE FOREST OF ASSAM - Last Part)।-Written by Junayed Ashrafur Rahman ✒
234 https://is.gd/49Ryc ) (গল্প - 1 https://is.gd/tI67x ) আসামের জঙ্গলে - শেষ পর্ব (IN THE FOREST OF ASSAM - Last Part)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒
🌟 #politics #history #adventure #drama #spy #thriller #sciencefiction #fantasy #comedy #travelling #suspense
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
(Running 🌈Google/ https://is.gd/FFciF 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )
The attack was done by extremists. And Didi (Elder Sister) and her party came to Assam to gain political profits by communicating through Facebook messenger with extremists.
The next day, according to Ratul's report, the news was published in the media ✒
Extremists from Assam have left the jungles and remote backward villages and are now attacking cities as well. Guwahati police resisted an attack on a residential hotel in Assam yesterday. One of the top extremist leaders was killed in the encounter.
* Although the extremist leader was killed in an encounter at my hands at night, Anil told the Guwahati police that, he had committed the murder himself.
And Guwahati police told the media that, the extremist leader had been killed in an encounter with them.
Me and Didi(sister)'s party was completely kept secret.
* Ratul told Didi in the waiting room at Guwahati Airport, "Didi, the peoples of the North East do politics as they please. Even the Delhi-based political parties do not control the politics of the region. There are many leaders in this region who want to keep India-Bangladesh separate, when they are in the government. But if they are not in power of the government , they wants to take advantage of Bangladesh by linking it with India. "
Didi said, "I used to do politics in Kolkata only through mass media. Now I understand how complicated the politics of Northeast India is. A central leader in Delhi told me that the Delhi administration would never control politicians in the Northeast unless they acted directly against India. I didn't understand it then - but now I have come to understand it myself. "
After a while, Didi and her team boarded a flight to Kolkata and left.
* Returning the shotgun and saying goodbye to Ratul with direct experiences in the north-east of India, I also moved to Bangladesh (Completed).
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান)
মূলতঃ দিদি এবং ওর দল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাদের সঙ্গে ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আসামে এসেছিলো - ওরাই হামলাটা করেছিলো।
পরের দিন মিডিয়াতে রাতুলের রিপোর্ট অনুসারে খবর প্রকাশিত হলো ✒
আসামের উগ্রবাদীরা জঙ্গল ও প্রত্যন্ত গ্রাম ছেড়ে এখন শহরেও হামলা করছে। গতকাল আসামের আবাসিক হোটেলে হামলা করলে গৌহাটির থানা পুলিশ প্রতিরোধ করে। এতে এনকাউন্টারে উগ্রবাদী এক শীর্ষ নেতা নিহত হয়।
* রাতে আমার হাতে উগ্রবাদী নেতা এনকাউন্টারে নিহত হলেও গৌহাটি পুলিশের কাছে অনিল বলেছে , খুনটা সে নিজে করেছে।
এবং মিডিয়াকে গৌহাটি পুলিশ বলেছে , ওদের সঙ্গে এনকাউন্টারে উগ্রবাদী নেতা নিহত হয়েছে।
আমার আর দিদির দলের কথা সম্পূর্ণভাবে গোপন করা হয়েছিলো।
* গৌহাটি বিমানবন্দরের ওয়েটিং রুমে দিদিকে রাতুল বললো , " দিদি , উত্তর - পূর্বাঞ্চলের লোকেরা নিজেদের মতো করে রাজনীতি করে। এমনকি দিল্লি কেন্দ্রীক রাজনৈতিক দলগুলোও এই অঞ্চলের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে না। এই অঞ্চলের অনেক নেতা আছে , যারা সরকারি ক্ষমতায় থাকলে ভারত - বাংলাদেশকে আলাদা রাখতে বলে। কিন্তু সরকারি ক্ষমতায় না থাকলে বাংলাদেশকে ভারতের সঙ্গে জুড়ে দেয়ার কথা বলে ফায়দা লুটতে চায়। "
দিদি বললো , " এতোদিন কলকাতায় শুধু গণসংযোগ করে রাজনীতি করতাম। এখন বুঝলাম , ভারতের উত্তর - পূর্বাঞ্চলের রাজনীতি কতটুকু জটিলতায় আছে। দিল্লিতে থাকতে কেন্দ্রীয় এক নেতা আমাকে বলেছিলো , উত্তর - পূর্বাঞ্চলের রাজনীতিকরা সরাসরি ভারতের স্বার্থ বিরোধী ও রাষ্ট্রদ্রোহী কাজ না করলে দিল্লির প্রশাসন কখনই ওদেরকে নিয়ন্ত্রণ করে না। কথাটা তখন বুঝিনি - কিন্তু এখন নিজেরা এসে বুঝলাম। "
কিছুক্ষণ পরে দিদি আর ওর দল কলকাতাগামি বিমানে উঠে চলে গেল।
* শটগানটা ফেরত দিয়ে আর ভারতের উত্তর - পূর্বাঞ্চলের প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে রাতুলের কাছ থেকে বিদায় নিয়ে আমিও চলে এলাম বাংলাদেশে (সমাপ্ত)। © All Rights Reserved