232 ) (গল্প - 1) আসামের জঙ্গলে - 23 (IN THE FOREST OF ASSAM - 23)।-Written by Junayed Ashrafur Rahman ✒
232 https://is.gd/49Ryc ) (গল্প - 1 https://is.gd/tI67x ) আসামের জঙ্গলে - 23 (IN THE FOREST OF ASSAM - 23)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒
🌟 #politics #history #adventure #drama #spy #thriller #sciencefiction #fantasy #comedy #travelling #suspense
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
(Running 🌈Google/ https://is.gd/ogY3s 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )
Everyone in the tent woke up to the sound of gunfire. In the light of the powerful LED light, I saw a cheetah tiger almost as big as the Royal Bengal Tiger.
I didn't know at first that Ratul had loaded his own Mercury Exclusive Bullet even in ordinary shotguns. So after the bullet hit the cheetah's head, the mercury inside exploded and shattered.
Anil said to Ratul, "Sir, this tiger seems to have escaped from the reserve forest and come to this forest in Tezpur, Assam."
Ratul said, "We don't need to know where it came from. It attacked our tent, so we shot and killed the tiger."
I said, "I killed the tiger, and you say you killed it?"
Ratul then tapped his chest and smiled and said, "I killed the tiger."
I was surprised and said, "How's that again?"
Ratul said, "Otherwise, if anyone knows that a boy from Bangladesh came and shot a tiger in the forest of Tezpur in Assam, then the problem will be more."
So I said nothing more. But Didi (Elder Sister) said, "Ratul, I want that tiger's teeth, nails, bones, skin and every other useful part."
Ratul said, "What are you going to do with these?"
Didi said, "I will make ornaments and shoes."
Ratul said, "But this was common in the early and middle ages - but not now. In the past, people used to do this to show their bravery and power."
Saying this, Ratul brought a small box from the car. After opening it, I saw some contact lenses in it. Ratul said, "These are my made infrared contact lenses. These can be seen clearly even in the dark if worn with the eyes. Even if blind peoples wear it, they can see the subjects by entering signals directly into the brain."
When I saw Ratul and Anil, I also wore a pair of contact lenses. Wow. I could clearly see almost everything like the day before.
Ratul and Anil grabbed the cheetah's hind legs and dragged that about a kilometer away and buried the cheetah's body in a deep hole with a shovel made of titanium from my hand.
By then it was dawner. So we rolled up the tent and got into the car. But the wheel of the car got stuck on the shelf. So Ratul started the jet engines. As a result, despite being severely stuck, the car climbed out of the sand and into the water with the power of the jet engines.
We covered a distance of about two hundred kilometers from Tezpur to Guwahati in just twenty minutes. Then we came back to that hotel in Guwahati as usual (Will Continued).
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান 🌈Google/ https://is.gd/ogY3s 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )
গুলির আওয়াজে তাবুর সকলেই জাগলো। শক্তিশালী লেড লাইটের আলোতে দেখতে পেলাম , প্রায় রয়েল বেঙ্গল টাইগারের মতোই বড় একটা চিতা বাঘ।
আমি প্রথমে জানতাম না , সাধারণ শটগানেও রাতুল নিজের তৈরি মার্কারি এক্সপসিভ বুলেট লোড করে রেখেছে। তাই বুলেটটা চিতাটার মাথায় আঘাত করার পরে ভিতরের মার্কারি বিস্ফোরিত হয়ে ছিন্ন - ভিন্ন করেছে।
রাতুলকে অনিল বললো , " স্যার , এই বাঘটা মনে হয় রিজার্ভ ফরেস্ট থেকে পালিয়ে আসামের তেজপুরের এই জঙ্গলে এসেছে। "
রাতুল বললো , " কোথা থেকে এসেছে , সেটা আমাদের জানার দরকার নাই। আমাদের তাঁবুতে হামলা করেছে , তাই আমরা গুলি করে বাঘটাকে মেরেছি। "
আমি বললাম , " বাঘ মারলাম আমি , আর আপনি বলছেন আপনারা মেরেছেন ? "
রাতুল তখন নিজের বুকে টোকা দিয়ে মুচকি মুচকি হেসে বললো , " বাঘটা আমি মেরেছি। "
আমি অবাক হয়ে বললাম , " সেটা আবার কেমন কথা ? "
রাতুল বললো , " তা না হলে , যদি কেউ জানে যে , বাংলাদেশ থেকে একটা ছেলে এসে আসামের তেজপুরের জঙ্গলে গুলি করে বাঘ মেরেছে , তাহলে ঝামেলাটা কিন্তু বেশি হবে। "
তাই আমি আর কিছু বললাম না। কিন্তু দিদি বললো , " রাতুল , ঐ বাঘটার দাঁত , নখ , হাড় , চামড়াসহ প্রত্যেকটা ব্যবহার উপযোগী অঙ্গ আমার চাই। "
রাতুল বললো , " আপনি এগুলো দিয়ে কী করবেন ? "
দিদি বললো , " অলঙ্কার বানাবো আর জুতো বানাবো। "
রাতুল বললো , " কিন্তু এমনটা আদি ও মধ্যযুগে প্রচলিত ছিলো - কিন্তু এখন নাই। আগে মানুষ নিজের বাহাদুরি ও ক্ষমতা প্রদর্শনের জন্য এমনটা করতো। "
এই কথা বলে রাতুল গাড়ি থেকে একটা ছোট বাক্স আনলো। সেটা খোলার পরে দেখলাম , তাতে কন্টাক্ট ল্যান্স। রাতুল বললো , "এগুলো আমার তৈরি ইনফ্রারেড কন্টাক্ট ল্যান্স। এগুলো চোখে পরিধান করলে অন্ধকারেও স্পষ্টভাবে দেখা সম্ভব। এমনকি অন্ধ মানুষেও এটা পরিধান করলে , এটার সিগনাল সরাসরি মস্তিষ্কে প্রবেশ করার মাধ্যমে দেখতে পারেন।"
রাতুল আর অনিলের দেখাদেখি আমিও এক জোড়া কন্টাক্ট ল্যান্স পরিধান করলাম। বাহ্। একদম স্পষ্টভাবে প্রায় দিনের মতোই সকল কিছু দেখতে পারছিলাম।
রাতুল আর অনিল চিতাটার পিছনের দুই পা ধরে টানতে টানতে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে আমার হাত থেকে টাইটানিয়াম দিয়ে তৈরি বেলচাটা দিয়ে গভীর একটা গর্ত করে চিতাটার দেহটা পুঁতে দিলো।
ততক্ষণে ভোর হয়েছে। তাই আমরা তাবু - বিছানা গুটিয়ে গাড়িতে উঠলাম। কিন্তু বালুচরে গাড়ির চাকা আটকে রইলো। তাই রাতুল জেট ইঞ্জিন চালু করলো। ফলে প্রচণ্ডভাবে আটকে থাকা সত্ত্বেও জেট ইঞ্জিনের শক্তিতে গাড়িটা বালু থেকে উঠে গিয়ে পানিতে নামলো।
তেজপুর থেকে গৌহাটি প্রায় দু শ কিলোমিটার দূরত্ব আমরা পেরিয়েছিলাম মাত্র বিশ মিনিটে। এরপরে গৌহাটির সেই হোটেলেই ফিরে এলাম স্বাভাবিক গাড়ির মতো করেই (চলবে 🌈Google/ https://is.gd/FFciF )।© All Rights Reserved