224)(Story-1-16)IN THE FOREST OF ASSAM - 16(আসামের জঙ্গলে-16) ।-Written by Junayed Ashrafur Rahman ✒
224 https://is.gd/49Ryc )224)(Story-1-16)IN THE FOREST OF ASSAM - 16(আসামের জঙ্গলে-16) ।-Written by Junayed Ashrafur Rahman http://ow.ly/efEw102XXHZ ✒
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
(Running ✒ 🌈Google/ https://is.gd/EDFmr 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8)
I (Ratul) was then in the huge forest of Zakiganj. Some parts of this forest are in Bangladesh and some parts are in Assam and Nagaland of India.
I began to think, I have wandered a lot in the forest since childhood. Because my home is in Tripura. And Tripura has not yet become such a big city that the jungle will be cleared.
There is a huge jungle next to our house. There are fishing cat in that forest. There are more leopards. However, the number of leopards is much less. So I never killed a leopard.
Once I was holding two baby fishing cats. Very young, probably 15 to 20 days old. I took those children and kept them at home. Seeing that, my mother said, "Hey boy, you still do this. When will you grow up? Don't you know? These are in the forest. And when forest things are brought home, there is a lot of trouble." But I did not keep my mother's word.
I started raising the children without talking to my mother. There was a milk cow in the house. I started feeding the milk of that cow to the children. And a few days later the kids got a little older. Then I started feeding them small fish. Especially dirty fish and big fish fry. After eating them, the two fishing cat cubs started growing bigger.
It took me a few months to grow up like this. Then I left the children. The children would come back again and again. I named one Nat. I named another Boltu. They would run as soon as they were called Natbaltu. And it would fall on my lap. That's how I used to raise children. Even after a few days, if they were called with ripe bananas, they would come and eat ripe bananas. I do not know whether the fishing cat actually eats banana? But they ate bananas from me.
A few more months passed like this. Then suddenly one of my cousins' daughters went to catch them.
But because the girl was unfamiliar to them, a baby fishing cat gave a bite my cousins' daughter hand.
My niece cries after being bitten. Seeing the tears, I also got tears. Then I remembered my mother's words, can I keep these in the forest or not? So I took the babies in a bag and left them there. I still feel different when I remember them.
I did those things as a hobby of my childhood. But now that hobby is gone. And now I am wandering in this forest of Zakiganj to recover weapons. Yeah Al that sounds pretty crap to me, Looks like BT aint for me either. However, I did not come here on a conjecture. I have come here with information from one source to another.
Now I do not know if there are weapons here? Can I recover weapons at all? I'm not sure about that either. But I have a device with which I can detect any type of weapon.
With that device I will try to recover these weapons. And yes there are a lot of guards here. But I'm not looking at them, but are they looking at me? I can't say that either.
But I don't have to worry about that. I have to recover those weapons. And the other thing is, what do I do with those weapons? Can I take them to India? And in Bangladesh I can't use them. Because I am hiding my identity here. And even if they are taken to India, it is not so easy for me to use them. So I'm wondering what to do with them?
Well that can be thought of later. But now I will take out my device and start looking for weapons.
I modified my satellite phone. I also use it as a Geiger counter. I also use it as a Geiger counter by connecting some special high capacity purses. It also works simultaneously as a metal detector and a radiation detector. So that’s my “Sategiger”.
However, I have further modified and developed the metal detector. When I set which metal I want to detect, my satellite phone starts detecting the desired metal. Then I gave the settings, titanium, chromium, steel, gunpowder - that is, the type of material with which the firearm is made, the detection settings. As a result, it will be possible to detect the presence of all types of firearms including pistols, rifles, bajokas, rocket launchers.
The small but powerful LED light on my satellite phone cum geiger counter was then flashing and extinguishing the green light. In other words, my sategiger was still not getting firearms as per the setting.
I then went through the deep jungle to the border of Bangladesh and India.
The place is on the bank of a hilly river. Then I see that the LED light is signaling red light instead of green light. That means there are firearms nearby. I then walked a little to the right, the signal was giving less, again I came to the previous place and went to the left, the signal was giving less. I came back to the previous place and went back, I got less signal. I came to the previous place again and moved forward, then the signal increased.
But after the soil under the feet became sloping, it went down steeply.
So I started to take out my own cord that I had brought with me from the position wrapped around my waist belt. By me, titanium has been specially processed to soften it like a thread - but it has become much stronger. The fiber I was using at the time was as thin as a shoe sewing thread, but it was suitable for weighing three tons.
So I tied the fiber to a big gazari tree next to me and started to go down the slope and steeply to get the fiber out of my waist belt. The more I went down, the more my sategiger was signaling in red.
But suddenly the signal started to decrease, so as soon as I got a little higher again, the signal increased as before. I looked and saw that it was made like a cornice. I stood on the cornice and knocked on the wall with the Chinese ax I had brought with me. That is, it is a secret door. So I cleaned the ground with a spade-like part on the other side of the ax. I saw the door locked with a combination lock. The door will open without a key - after matching an eight-digit combination.
Anyone has to worry about unlocking four combinations - and who knows how many months or years it will take to unlock eight combinations? So I poured nitric acid from the bottle I brought with me. After a while, the combination lock was burnt to ashes and the steel door was opened.
I went inside and was surprised. I see so much huge warehouse of weapons. A huge warehouse about ten meters wide, thirty meters long and fifteen meters high. Rows and rows of SKS, AK-47, AK-56, sniper rifle, bajoka, rocket launcher and many more firearms. I looked back and saw a steel box. That too is locked with a combination lock. I also burnt it with nitric acid and opened the box. I saw that there are some files in it. I opened the file and saw that it has calculated when and what weapons were brought from which country. And I got a diary.
The diary is bound with expensive leather and offset sheets of paper inside. And a cello gripper point five pen on the side. The diary has been written with this pen. Even then the writings were blazing.
I started reading the diary ✒
"Avoiding a lot of trouble, with a lot of hard work, today I have succeeded in freeing myself from danger.
I am a fake weapons dealer. I mean, even though I am not a weapons dealer, I have kept these weapons here as a weapons dealer. Although my home is in a district on the other side of the Padma River in Bangladesh, I have introduced myself to those with whom I have worked, my home in Rajshahi and I am a weapons dealer.
After the 1971 war, I moved to Italy with the help of well-known Pak army officers from one of our area's Razakar (War Criminal). At that time many Razakars were fleeing from Bangladesh to many countries including Europe and America. So I escaped easily.
Not finding a good employment in Italy, I finally started working as a doorman for a mafia don in Naples. However, I also started brokerage in the house of Mafia Don in Italy. Taking dollars from interview candidates in exchange for meeting Mafia Don earlier. Even though the mafia don knew about the income through brokerage, he did not tell me anything.
Thus fifteen years passed. One day another mafia don came from Russia. His serial was after twenty peoples - but I brokered for a thousand dollars and arranged the serial before twenty peoples.
The other Mafia Don candidates did not accompany me, but the Russian Mafia Don left me and started talking to the Don of Naples. "After the collapse of the Soviet Union, we, the Russian Mafia Dons, also have economic problems."
- Russia dropped a lot of weapons in Afghanistan, they were collected by our peoples. We want to sell them to you.
- We use weapons from Belgium, Hungary, Austria. And we have Italian Beretta, Lopara.
- Then you will not buy our weapons?
- Even if we don't buy, we can arrange sales in South Asia.
Then the Don of Naples contacted a Don of Mumbai. "We can sell arms to the mullahs of Kashmir in India, the guerrillas in Chandigarh, the separatists in Sri Lanka and the extremists in the north-east," said Don of Mumbai. But Russia and Italy must have a representative of the Mafia Dons.
So I was asked to represent. When I did not agree, I was threatened with death. So I was forced to go from Italy to Mumbai to meet that mafia don.
I smuggled that weapons by cargo trucks from Afghanistan to Karachi and Karachi to Mumbai by the ship. Four parts were smuggled to Kashmir, one part to Chandigarh and one part to Sri Lanka. But the problem is, with the last part, this part has to be smuggled to the extremists in the north-east of India. But in the end I was given the responsibility of not getting anyone for that employment.
So that employment turned out to be a disaster for me. But it has to be done. Finally I came to Bangladesh and started looking for a way. Finally I found a man from Hossainpur in Kishoreganj. The man brought me to a man in Gafargaon. But I did not tell them about weapons smuggling. I said, to establish a new type of political party in Bangladesh. So they easily agreed. They brought me to Haluaghat. A man there told me that to form such a team, India would have to cooperate. So I was introduced to a coal exporter from Assam to Bangladesh. I went to Assam with that man, the peoples of Hossainpur, Gafargaon and Haluaghat fooled the three. I went to Assam and got acquainted with the extremists. They brought me to a man in Zakiganj - a man who considered himself extremely pro-Indian. So I lied to him that we are Assam, I will make Sylhet and Mymensingh economically prosperous by uniting them as before. The man was deceived by this and started cooperating with us by spending his saved money. Later, I returned to Mumbai, loaded my weapons for extremists on a ship, and sailed to Yangon, Myanmar. From there I drove across Mizoram, Tripura and Nagaland in India to Karimganj in Assam. I came from Karimganj with an engineer to Zakiganj in Sylhet. And I made this warehouse with that engineer. Weapons of extremists brought earlier were also kept in this warehouse. The work had to be done several times. I do not know, who will use these weapons in the future? But I was relieved to have fulfilled the responsibilities of the mafia dons of Russia, Italy and Mumbai imposed on me. I don't know, who are you reading my diary? But one request of mine, whoever you are, The weapons will be used by the law enforcement agencies of Bangladesh. I did it as an weapons dealer to save my life. And you do it for the welfare of the peoples. "
After reading the diary, I sighed almost unknowingly.
Yes, I will give the weapons to the law enforcement of Bangladesh in a slightly different way.
So I first calculated the latitude and longitude of the warehouse and told the CIA lieutenant general via satellite phone. But to conceal my identity, I told him to tell the Bangladeshi police-administration that the weapons in the warehouse had been seized on a NASA satellite. Then the police-administration of Bangladesh will not be able to understand that there is a person in Bangladesh who has found the weapons and inform them with the help of CIA.
However, this is not new. After training in Israel, the CIA lieutenant general said, I (ratul) should keep in touch with him (lieutenant general) on a regular basis. Not only that, he took my advice on various issues of his personal and intelligence department through email and satellite phone.
After that, I locked the door. Then I heard someone say threateningly, "When that boy came here, couldn't you stop him?" Another said, "We thought he had come for a walk.
- What is this fiber made of? I couldn't even cut the four of them with an ax.
- I'll tie the rope as soon as the boy gets up.
I understood that they were the guards employed by the extremists.
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান 🌈Google/ https://is.gd/EDFmr 🌟 প্রথম পর্ব ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )
আমি (রাতুল) তখন জকিগঞ্জের বিশাল জঙ্গলে। এই জঙ্গলের কিছু অংশ বাংলাদেশে আর কিছু অংশ ভারতের আসাম ও নাগাল্যান্ডে।
আমি ভাবতে লাগলাম, ছোটবেলা থেকেই আমি বন-জঙ্গলে অনেক ঘোরাফেরা করেছি। কেননা আমার বাড়ি ত্রিপুরাতে। আর ত্রিপুরা কিন্তু এখনো এতো বড় শহর হয় নাই যে, জঙ্গল পরিষ্কার করে ফেলা হবে।
আমাদের বাড়ির পাশে রয়েছে এক বিশাল জঙ্গল। সেই জঙ্গলে আছে মেছোবাঘ। আরো আছে চিতাবাঘ। তবে চিতাবাঘের সংখ্যা অনেক কম। তাই আমি চিতাবাঘ কখনো মারিনি।
একবার দুটো মেছোবাঘের বাচ্চা ধরছিলাম। একদম ছোট, সম্ভবত বয়স হবে 15 থেকে 20 দিন। সেই বাচ্চাগুলো ধরে এনে বাড়িতে রেখেছিলাম। সেটা দেখে আমার মা বলেছিলেন, "কীরে ছেলে, তুই এখনো এরকম করিস। তুই কবে বড় হবি? তুই কি জানিস না? এগুলো বনে থাকে। আর বনের জিনিস বাড়িতে আনলে অনেক ঝামেলা হয়। তুই কি পারবি এগুলোকে ওদের মায়ের মতো পুষে রাখতে?" কিন্তু আমার মায়ের কথা আমি রাখিনি।
মায়ের কথা না রেখে বাচ্চাগুলো আমি পোষতে লাগলাম। বাড়িতে ছিলো দুধের গাভী। সেই গাভীর দুধ বাচ্চাগুলোকে খাওয়াতে লাগলাম। আর কয়েকদিন পরেই বাচ্চাগুলো আরেকটু বড় হলো। তখন সেগুলোকে ছোট ছোট মাছ খাওয়াতে শুরু করলাম। বিশেষ করে মলা মাছ আর বড় মাছের পোনা। সেগুলো খেয়ে মেছোবাঘের বাচ্চা দুটো আরো বড় হতে লাগলো।
এভাবে বড় হতে হতে প্রায় কয়েক মাস হয়ে গেল। তখন বাচ্চাগুলোকে ছাড়লাম। বাচ্চাগুলো ঘুরে ঘুরে আবার চলে আসতো। একটার নাম দিয়েছিলাম নাট। আরেকটার নাম দিয়েছিলাম বল্টু। নাটবল্টু বলে ডাক দিতেই ওরা দৌড়ে আসতো। আর আমার কোলে উঠে পড়তো। এভাবে বাচ্চাগুলো পোষতে লাগতাম। এমনকি কিছুদিন পর পাকা কলা নিয়ে ডাক দিলে সেগুলো এসে পাকা কলা খাইতো। জানিনা মেছোবাঘ আসলেই কলা খায় কি না? কিন্তু আমার কাছ থেকে সেগুলো কলা নিয়ে খাইতো।
এভাবেই কেটে গেলো আরো কয়েক মাস। তখন হঠাৎ করে আমার চাচাতো বোনের এক মেয়ে গেলো সেগুলোকে ধরার জন্য।
কিন্তু মেয়েটা ওদের কাছে অচেনা হওয়ার কারণে একটা মেছোবাঘের বাচ্চা আমার আমার ভাগ্নির হাতে দিলো এক কামড়।
কামড় খেয়ে আমার ভাগ্নির সেকি কান্না। কান্না দেখে আমারও কান্না পেলো। তখন আমার মনে পড়লো মায়ের কথা, বনের এগুলোকে আমি পোষতে পারবো কি না? তাই সেই বাচ্চাগুলোকে আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে যে স্থান থেকে ধরেছিলাম, আবার সেই স্থানে রেখে এসেছিলাম। সেগুলো মনে পড়লে আমার এখনো অন্যরকম লাগে।
সেগুলো তো করেছিলাম ছোটবেলার একটা শখের শখের বশে। কিন্তু এখন তো আর সেই শখ নাই। আর বর্তমানে আমি জকিগঞ্জের এই জঙ্গলে ঘুরাঘুরি করছি অস্ত্র উদ্ধারের জন্য। হ্যাঁ আমি অস্ত্র উদ্ধারের জন্য এখানে ঘোরাঘুরি করছি। তবে আমি মনগড়া অনুমানে এখানে আসিনি। একটা সূত্র ধরে একজনের কাছ থেকে আরেকজনের তথ্য নিয়ে নিয়েই এখানে আমি এসেছি।
এখন জানিনা আসলেই এখানে অস্ত্র আছে কি না? আদৌ আমি অস্ত্র উদ্ধার করতে পারব কি না? সেটাও আমি নিশ্চিত নই। কিন্তু আমার কাছে এমন একটা যন্ত্র আছে যেটা দিয়ে আমি যে কোন ধরনের অস্ত্র ডিটেক্ট করতে পারি।
সেই যন্ত্রের মাধ্যমে আমি চেষ্টা করবো এই অস্ত্রগুলো উদ্ধার করার। আর হ্যাঁ এখানে রয়েছে অনেক পাহারাদার। কিন্তু আমি ওদেরকে দেখছি না, কিন্তু ওরা কি আমাকে দেখছে? সেটাও তো আমি বলতে পারছিনা।
কিন্তু আমাকে এটা নিয়ে কোন দুশ্চিন্তা করা চলবে না। আমাকে সেই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, সেই অস্ত্রগুলো উদ্ধার করে আমি কি করবো? আমি কি সেগুলো ইন্ডিয়াতে নিয়ে যেতে পারবো? আর বাংলাদেশে আমি তো এগুলা ইউজ করতে পারব না। কেননা আমি তো এখানে পরিচয় গোপন করে আছি। আর ইন্ডিয়াতে নিয়ে গেলেও আমার জন্য তত সহজ না সেগুলোকে ইউজ করার। তাই ভাবছি সেগুলো কি করবো?
আচ্ছা সেটা পরে ভাবা যাবে। কিন্তু এখন আমি আমার যন্ত্রটা বের করে অস্ত্রগুলো সন্ধান করা শুরু করবো।
আমার স্যাটেলাইট ফোনটাকে আমি মডিফাই করে নিয়েছিলাম। এটাকে আমি গাইগার কাউন্টার হিসেবেও ইউজ করি। বিশেষ কিছু উচ্চ ক্ষমতা সম্পন্ন পার্স সংযোগ করে এটাকে আমি গাইগার কাউন্টার হিসেবেও ইউজ করি। এটা এক সঙ্গে মেটাল ডিটেক্টর ও রেডিয়েশন ডিটেকটর হিসেবেও কাজ করে। তাই এটা আমার " স্যাটেগাইগার "।
তবে মেটাল ডিটেক্টরকেও আমি মডিফাই করে আরও ডেভেলপ করেছি। আমি কোন কোন মেটাল ডিটেক্ট করতে চাই , সেটা সেটিং করে দিলে আমার স্যাটেলাইট ফোনটা কাঙ্খিত মেটালকেই ডিটেক্ট করা শুরু করে। তখন আমি সেটিংস দিয়েছি , টাইটানিয়াম , ক্রোমিয়াম , স্টিল , গান পাউডার - অর্থাৎ আগ্নেয়াস্ত্র যে ধরণের পদার্থ দিয়ে তৈরি হয় , সেই সকল পদার্থকে ডিটেক্ট করার সেটিংস। ফলে পিস্তল , রাইফেল , বাজোকা , রকেট লাঞ্চারসহ সকল ধরণের আগ্নেয়াস্ত্রের উপস্থিতিই সনাক্ত করা সম্ভব হবে।
আমার স্যাটেলাইট ফোন কাম গাইগার কাউন্টারটার ছোট অথচ শক্তিশালী লেড লাইটটাতে তখন সবুজ রঙের আলো জ্বলছিলো আর নিভছিলো। অর্থাৎ এখনও সেটিং অনুসারে আগ্নেয়াস্ত্র পাচ্ছিলো না।
আমি তখন গভীর জঙ্গলের ভিতর দিয়ে চলে গেলাম বাংলাদেশ ও ভারতের প্রায় সীমান্তে।
স্হানটা একটা পাহাড়ী নদীর পাড়ে। তখন সময় দেখি লেড লাইটটা সবুজ আলোর বদলে লাল আলোর সিগনাল দিচ্ছে। অর্থাৎ আগ্নেয়াস্ত্র আশেপাশেই আছে। আমি তখন ডান দিকে ফিরে একটু হাঁটলাম সিগনাল কম দিচ্ছিলো , আবার আগের স্হানে এসে বাম দিকে গেলাম , সিগনাল কম দিচ্ছিলো। আবার আগের স্হানে এসে পিছনে গেলাম , সিগনাল কম পেলাম। আবার আগের স্হানে এসে সামনের দিকে এগিয়ে দিলাম , তখন সিগনালটা বৃদ্ধি পেলো।
কিন্তু পায়ের নিচের মাটি ঢালু হয়ে পরে খাড়াভাবে নেমে গেছে অনেক নিচে।
তাই সঙ্গে করে আনা আমার নিজের তৈরি কর্ডটা কোমরের বেল্টের সঙ্গে গুটানো অবস্থা থেকে বের করতে লাগলাম। টাইটানিয়ামকে বিশেষ প্রক্রিয়ায় প্রসেস করে এটাকে সুতোর মতো নরম করেছি - কিন্তু সেটা মজবুত হয়েছে আরও অনেক বেশি। তখন আমি যে সুতোটা ইউজ করছিলাম , সেটা জুতো সেলানোর সুতোর মতো চিকন হলেও তিন টন ওজন টানার উপযুক্ত ছিলো।
তাই সুতোটা পাশের একটা বড় গজারি গাছে বেঁধে কোমরের বেল্ট থেকে সুতো বের করতে করতে ঢাল ও খাড়া বেয়ে নামতে লাগলাম। যতোই নিচে নামছিলাম , ততোই আমার স্যাটেগাইগারটা লাল রঙের বেশি করে সিগনাল দিচ্ছিলো।
কিন্তু হঠাৎ করে সিগনাল কমতে লাগলো , তাই আমি আবার একটু উপরে উঠতেই সিগনাল আগের মতো বাড়লো। তাকিয়ে দেখি কার্নিশের মতো করে তৈরি করা। আমি কার্নিশে দাঁড়িয়ে সঙ্গে আনা চাইনিজ কুঠার দিয়ে দেয়ালের মতো স্হানে আঘাত করতেই ঠং ঠং করে শব্দ হলো। অর্থাৎ এটা একটা গোপন দরজা। তাই কুঠারের অন্য দিক দিয়ে কোদালের মতো অংশ দিয়ে মাটি পরিস্কার করলাম। দেখলাম একটা কম্বিনেশন লক দিয়ে দরজাটা আটকানো। চাবি ছাড়াই দরজা খুলবে - আট ডিজিটের কম্বিনেশন মিলানোর পরে।
চার কম্বিনেশনের লক খুলতে যে কেউকে পেরেশান হতে হয় - আর আট কম্বিনেশনের লক খুলতে কতো মাস অথবা বছর লাগে , কে জানে ? তাই সঙ্গে করে আনা বোতল থেকে নাইট্রিক এসিড ঢাললাম। কিছুক্ষণ পরেই কম্বিনেশন লক পুড়ে ভষ্ম হলো আর স্টিলের দরজাও খুললো।
আমি ভিতরে ঢুকে অবাকই হলাম। এতো দেখি অস্ত্রের বিশাল গুদাম। প্রায় দশ মিটার প্রস্থ , ত্রিশ মিটার দৈর্ঘ্য আর পনের মিটার উচ্চতার এক বিশাল গুদাম। সারি সারি করে সাজানো বিভিন্ন দেশের তৈরি এসকেএস , একে 47 , একে 56 , স্নাইপার রাইফেল , বাজোকা , রকেট লাঞ্চারসহ আরও অনেক আগ্নেয়াস্ত্র। দেখতে দেখতে পিছনে চলে গিয়ে দেখলাম , একটা স্টিলের বাক্স। সেটাও কম্বিনেশন লক দিয়ে আটকানো। এটাও নাইট্রিক এসিড দিয়ে ভষ্ম করে বাক্সটা খুললাম। দেখলাম , এতে আছে কিছু ফাইল। ফাইল খুলে দেখলাম , তাতে হিসেব করা আছে , কবে কোন দেশ থেকে কী কী অস্ত্র আনা হয়েছে। আর পেলাম একটা ডায়েরি।
ডায়েরিটা দামি লেদার দিয়ে বাঁধাই করা এবং ভিতরে অফসেট কাগজের পাতা। এবং পাশে একটা সেলো গ্রিপার পয়েন্ট ফাইভ কলম। এই কলমটা দিয়েই ডায়েরিটা লেখা হয়েছে। তখনও লেখাগুলো জ্বল জ্বল করছিলো।
আমি ডায়েরি পড়তে শুরু করলাম ✒
" অনেক ঝামেলা এড়িয়ে , অনেক কষ্ট করে আজ আমি সফল হলাম নিজেকে আপদ থেকে মুক্ত করতে।
আমি এক ভূয়া অস্ত্র ব্যবসায়ী। মানে , অস্ত্র ব্যবসায়ী না হয়েও অস্ত্র ব্যবসায়ী সেজে এই অস্ত্রগুলো এস্হানে রেখেছি। বাংলাদেশের পদ্মা নদীর ওপারের একটা ডিস্ট্রিক্টে আমার বাড়ি হলেও যাদেরকে দিয়ে আমি কাজ করিয়েছি , ওদেরকে আমি পরিচয় দিয়েছি , আমার বাড়ি রাজশাহীতে এবং আমি একজন অস্ত্র ব্যবসায়ী।
1971 সালের যুদ্ধের পরে আমাদের এলাকার এক রাজাকারের পরিচিত পাক বাহিনীর অফিসারদের সহযোগিতায় আমি চলে গিয়েছিলাম ইটালিতে। তখন বাংলাদেশ থেকে অনেক রাজাকার ইউরোপ - আমেরিকাসহ অনেক দেশে পালাচ্ছিলো। তাই আমিও সহজেই পালাতে পেরেছিলাম।
ইটালিতে ভালো কাজ না পেয়ে , শেষে নেপলসের এক মাফিয়া ডনের বাড়ির দারোয়ানের কাজ শুরু করি। তবে , ইটালির মাফিয়া ডনের বাড়িতেও দালালি - বাটপারি শুরু করেছিলাম। মাফিয়া ডনের সাথে আগে সাক্ষাৎ করিয়ে দেয়ার বিনিময়ে সাক্ষাৎ প্রার্থীদের কাছ থেকে ডলার নিয়ে নেয়া। দালালি করে ঐ ইনকামের কথাটা মাফিয়া ডন জানলেও আমাকে তেমন কিছু বলেনি।
এভাবে কেটে গেল পনের বছর। একদিন রাশিয়া থেকে এলো আরেক মাফিয়া ডন। ওর সিরিয়াল ছিলো বিশ জনের পরে - কিন্তু আমি এক হাজার ডলারের বিনিময়ে দালালি করে বিশ জনের আগেই সিরিয়ালের বন্দোবস্ত করলাম।
মাফিয়া ডনের সঙ্গে অন্যান্য সাক্ষাৎ প্রার্থীরা আমাকে সঙ্গে না রাখলেও ঐ রাশিয়ান মাফিয়া ডনটা আমাকে পাশে রেখেই নেপলসের ডনের সঙ্গে আলাপ শুরু করলো , " সোভিয়েত ইউনিয়নের পতনের পরে আমরা রাশিয়ান মাফিয়া ডনেরাও অর্থনৈতিক সমস্যায় আছি। " নেপলসের ডন বললো , " আমি আপনাদের কোন সহযোগিতা করতে পারি ? "
- আফগানিস্তানে রাশিয়া অনেক অস্ত্র ফেলে গিয়েছিলো , ওগুলো আমাদের লোকেরা সংগ্রহ করেছে। আমরা সেগুলো আপনাদের কাছে বিক্রি করতে চাই।
- আমরা বেলজিয়াম , হাঙ্গেরি , অস্ট্রিয়ার অস্ত্র ইউজ করি। আর আমাদের ইটালিয়ান বেরেটা , লোপারা তো আছেই।
- তাহলে আপনারা কি আমাদের অস্ত্র কিনবেন না ?
- আমরা না কিনলেও দক্ষিণ এশিয়াতে বিক্রির বন্দোবস্ত করে দিতে পারবো।
তখন নেপলসের ডন যোগাযোগ করলো মুম্বাইয়ের এক ডনের কাছে। মুম্বাইয়ের ডন বললো , ভারতের কাশ্মীরের মোল্লাবাদী , চণ্ডীগড়ের গেরিলা , শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী আর উত্তর - পূর্বাঞ্চলের উগ্রবাদীদের কাছে আমরা অস্ত্র বিক্রি করতে পারবো। তবে রাশিয়া আর ইটালির মাফিয়া ডনের একজন প্রতিনিধি অবশ্যই লাগবে।
তাই আমাকে বলা হলো প্রতিনিধিত্ব করার জন্যে। আমি রাজি না হওয়াতে , হত্যার হুমকি দেয়া হলো। তাই বাধ্য হয়েই আমাকে ইটালির থেকে মুবম্বাইয়ে গিয়ে ঐ মাফিয়া ডনের সঙ্গে দেখা করতে হলো।
প্রথমে আফগানিস্তানের অস্ত্রগুলো কার্গো ট্রাকে করে করাচিতে এবং পরে জাহাজে করে মুম্বাইয়ে আনা হলো। চার ভাগ করে একভাগ কাশ্মীরে , এক ভাগ চণ্ডীগড়ে , একভাগ শ্রীলঙ্কায় পাচার করা হলো। কিন্তু সমস্যা হলো , শেষ ভাগ নিয়ে , এই ভাগ পাচার করতে হবে ভারতের উত্তর - পূর্বাঞ্চলের উগ্রবাদীদের কাছে। কিন্তু ঐ কাজের জন্য কেউকে না পেয়ে শেষে আমাকেই দায়িত্ব দেয়া হলো।
তাই ঐ কাজটা আমার জন্যে আপদে পরিণত হলো। কিন্তু করতেই হবে। অবশেষে বাংলাদেশে এসে খুঁজতে লাগলাম উপায়। অবশেষে কিশোরগঞ্জের হোসেনপুরের এক লোককে পেলাম। ঐ লোক আমাকে নিয়ে এলো গফরগাঁওয়ের এক লোকের কাছে। আমি কিন্তু অস্ত্র চোরাকাবারের কথা ওদেরকে বলিনি। বলেছিলাম , বাংলাদেশে নতুন ধারার রাজনৈতিক একটা দল প্রতিষ্ঠার জন্যে। তাই সহজেই ওরা রাজী হলো। আমাকে ওরা নিয়ে এলো হালুয়াঘাটে। সেখানে এক লোক আমাকে বললো , এমন একটা দল প্রতিষ্ঠা করতে হলে ভারতের সহযোগিতা লাগবেই। তাই আসাম থেকে বাংলাদেশে কয়লা রপ্তানি কারকের সঙ্গে আমার পরিচয় করানো হলো। ঐ লোকের সঙ্গেই আমি আসামে গিয়েছিলাম , হোসেনপুর , গফরগাঁও আর হালুয়াঘাটের লোক তিনজনকে বোকা বানিয়ে। আসামে গিয়ে পরিচয় হলো উগ্রবাদীদের সঙ্গে। ওরা আমাকে নিয়ে এলো জকিগঞ্জের এক লোকের কাছে - ঐ লোক নিজেকে চরমভাবে ভারতপন্হী মনে করে। তাই তাকে মিথ্যা কথা বললাম যে , আমরা আসাম , সিলেট আর ময়মনসিহকে আগের মতো একত্রিত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবো। লোকটা এতেই প্রতারিত হয়ে নিজের সঞ্চিত টাকা খরচ করে আমাদেরকে সহযোগিতা করতে লাগলো। পরে আমি আবার মুম্বাই এসে অস্ত্রগুলো একটা জাহাজে বোঝাই করে চলে এসেছিলাম মায়ানমারের ইয়াঙ্গুন সমুদ্র বন্দরে। সেখান থেকে ট্রাকে করে ভারতের মিজোরাম , ত্রিপুরা আর নাগাল্যান্ড পেরিয়ে চলে এসেছিলাম আসামের করিমগঞ্জে। করিমগঞ্জ থেকে এক ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে চলে এসেছিলাম সিলেটের জকিগঞ্জে। আর ইঞ্জিনিয়ারকে দিয়ে তৈরি করালাম এই গুদাম। আগে থেকে আনা উগ্রবাদীদের অস্ত্রও এই গুদামে এনে রাখা হলো। কাজগুলো করতে হয়েছে কয়েকবার। আমি জানিনা , ভবিষ্যতে আদৌ এই অস্ত্রগুলো কারা ইউজ করবে ? কিন্তু আমার উপর চাপিয়ে দেয়া রাশিয়া , ইটালি আর মুম্বাইয়ের মাফিয়া ডনদের দায়িত্ব আমি সম্পন্ন করে আপদমুক্ত হয়েছি। আমি জানি না , আপনি কে আমার ডায়েরি পড়ছেন ? কিন্তু আমার একটা অনুরোধ , আপনি যেই হয়ে থাকুন , অস্ত্রগুলো বাংলাদেশের আইন বাহিনী যেন ইউজ করতে পারে সে ব্যবস্থা করবেন। আমি তো অস্ত্র ব্যবসায়ী সেজে ঐ কাজটা করেছি নিজের জীবন বাঁচাতে। আর আপনি করবেন মানুষের কল্যাণে। "
ডায়েরিটা পড়া শেষ করে প্রায় নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেললাম।
হ্যাঁ , অস্ত্রগুলো বাংলাদেশের আইন বাহিনীকেই দিবো একটু ভিন্নভাবে।
তাই আমি প্রথমেই অত্যন্ত হিসেব করে এই গুদামের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ নির্ণয় করে স্যাটেলাইট ফোনের মাধ্যমে সিআইএর লেফটেন্যান্ট জেনারেলকে বিষয়টা বললাম। কিন্তু আমার পরিচয় গোপন করার জন্য বলে দিলাম , তিনি যেন বাংলাদেশের পুলিশ - প্রশাসনকে বলেন যে , নাসার স্যাটেলাইটে এই গুদামের অস্ত্র ধৃত হয়েছে। তাহলে বাংলাদেশের পুলিশ - প্রশাসন বুঝতেই পারবে না যে , বাংলাদেশে একজন অবস্হান করে সিআইএকে দিয়ে অস্ত্রগুলোর সন্ধান দিয়েছে।
তবে , এটা নতুন না। ইসরাইলে প্রশিক্ষণ নেয়ার পরে সিআইএর ঐ লেফটেন্যান্ট জেনারেল বলেছিলেন , আমি যেন তিনির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখি। শুধু তাই না , তিনি নিজের ব্যক্তিগত ও গোয়েন্দা বিভাগের বিভিন্ন বিষয়ে আমার পরামর্শ নেন ইমেইল ও স্যাটেলাইট ফোনের মাধ্যমে।
এরপরে , দরজা আটকালাম। তখন শোনলাম , কে যেন ধমকে বললো , " ঐ ছেলেটা যখন এদিকে এলো , তোরা কি পারলি না তাকে আটকাতে ? " আরেকজন বললো , " আমরা মনে করেছিলাম , বেড়ানোর জন্যে এসেছে। এখন দেখি অস্ত্রের গুদামে ঢুকেছে। "
- এটা কী দিয়ে তৈরি সুতো ? চারজনে কুঠার দিয়ে কুপিয়েও কাটতে পারলাম না।
- ছেলেটা উপরে উঠে এলেই দড়ি দিয়ে বাঁধবো।
আমি বুঝেছিলাম , ওরা হচ্ছে উগ্রবাদীদের দ্বারা নিয়োজিত পাহারাদার (চলবে https://is.gd/pHBFn )।
© All Rights Reserved