220)(Story- 1-13) আসামের জঙ্গলে 13 (IN THE FOREST OF ASSAM - 13)।-Written by Junayed Ashrafur Rahman
220 https://is.gd/49Ryc ) (গল্প - 1 https://is.gd/tI67x ) আসামের জঙ্গলে 13 (IN THE FOREST OF ASSAM - 13)।-Written by https://is.gd/sx3IU Junayed Ashrafur Rahman ✒
🌟🌟🌟 ENGLISH VERSION ✒
(Running https://is.gd/lhUrG 🌟 First Part ✒ 🌈Google/ https://is.gd/UDjV8 )
The next day I came to Haluaghat The coal workers managed to deal with the Kuli Sardar (Leader of porters) by 500 taka.
After working for six months, my agreement with the coal imported clerk is that I will do the work of the clerk , in office - by 400 taka daily and 3 time food free.
I work for the clerk and the clerk gave me 12 thousand taka from his salary .
Thus , four years. One day I saw a truck from Assam took coal. But instead of 5 tons coal, the four and a half tons were unloaded. The thing seemed suspicious to me.
So I went to the truck with my faithful kuli (porter). Checking very well, I saw illegal weapons reserves in the truck. So half a tonnes of coal gave less. I did not understand my kuli (porter) . And I said him for going his house.
Then, after finding the driver of the truck and averted the pistol of the silencer in his navel, and said, "You brought illegal weapons by coal trucks. Actually tell where they brought them to supply. If not, then I shot you, no person will know."
So he said, some extremist leaders of Assam said to him that, some extremists in Bangladesh will take these weapons.
I told him that he should wait with that weapons and not to say that he was worn.
And I also told my agents on satellite phones, they will wait behind the hills of Gobarakura.
On that evening, four peoples came. The BGB peoples were a little rest.
So the four persons came behind the coal stack and said, "Where is the weapons ? Give the weapons."
I came out of the hide and said, "I will also send your weapons , and you will also send to Assam."
One said to me, "Who are you?"
I took the machine pistol, and said, "My agents are waiting for you behind the hill Gobarkura. And I shoved on the stomach by silencer of my pistol.
The man sat down on the ground and shouted "ow mother, ow mother" by touching in the stomach.
I said, "Now I have shoved . But if you do not answer the question, I will kill you with my machine pistol."
I asked, where are the destinations of weapons? "Then they said to the destination of the weapons.
I said," I heard that the extremists trafficked weapons in India using Bangladesh's road, and I see that you hide weapons in Bangladesh from India. "The man said," We do not hide the weapons - but also sold weapons to Sri Lanka's rebels using the ships of Chottogram , after buying weapons from rebels of Myanmar. But the shipment weapons of this year have been sent to keep Bangladesh to deposit a businessman. We do not know who will sell these weapons."
Then I wrote the destination of the weapons with the pen. After that, they tetunt to Assam with that weapons.
The next day my agents told me," Sir, extremists have been worn with weapons. We told the Central Home Ministry, you are innocent and extremists back to Assam. RAS 'and the falsity of the man Gobarakura have been canceled. When are you coming?" I just said," I have more work."
The next day I went out of my clerk boss and Culi Sardar (Leader of porters) to meet the weapon businessman as per extremists (will continue).
🌟🌟🌟 BANGLA VERSION ✒
(চলমান)
পরের দিন আমি (রাতুল) চলে এসেছিলাম হালুয়াঘাট স্হল বন্দরে। কয়লা শ্রমিকদের কুলি সর্দারকে 500 টাকা দিয়ে ম্যানেজ করে নিয়ে নিলাম কাজ। ছয় মাস কাজ করার পরে কয়লা আমদানির কেরানির সঙ্গে আমার চুক্তি হলো যে , আমি ঐ কেরানির কাজ মানে , অফিসের কেরানিগিরির কাজ করে দিবো - বিনিময়ে 400 টাকা রোজ দিবে এবং তিন বেলা খাবার ফ্রি।
আমি কেরানির কাজ করে দিই আর আমাকে কেরানি নিজের বেতন থেকে 12 হাজার টাকা দেয়। এভাবে কেটে গেল চার বছর।
একদিন দেখেছিলাম , আসাম থেকে একটা ট্রাক এসেছিলো কয়লা নিয়ে। কিন্তু 5 টন কয়লার পরিবর্তে সাড়ে চার টন কয়লা আনলোড করেছিলো। বিষয়টা আমার কাছে সন্দেহজনক মনে হয়েছিলো। তাই আমি আমার বিশ্বস্ত এক কুলিকে সঙ্গে করে ট্রাকে গেলাম। খুব ভালো করে চেক করে দেখলাম , ট্রাকের মধ্যে অবৈধ অস্ত্রের মজুদ। তাই আধা টন কয়লা কম দিয়েছে। আমি কিন্তু আমার কুলিকে বুঝতে দিলাম না। এবং কুলিকে বললাম , বাড়ি চলে যেতে।
এরপরে সেই ট্রাকের ড্রাইভারকে খুঁজে বের করে ওর নাভিতে সাইলেন্সার লাগানো মেশিন পিস্তলটা ঠেকিয়ে বললাম , " তুমি কয়লার ট্রাকে করে অবৈধ অস্ত্র এনেছো। সত্যি করে বলো , এগুলো কোথায় সাপ্লাই করতে নিয়ে এসেছো। যদি না বলো , তাহলে আমি তোমাকে গুলি করে খুন করবো - কিন্তু কেউই টের পাবেনা। "
সে বুঝতে পেরেছিলো , আমি অবলীলায় তাকে হত্যা করবো। তাই সে বলেছিলো ,আসামের কয়েকজন উগ্রবাদী নেতা তাকে ঐ অস্ত্রগুলো দিয়ে বলেছিলো , বাংলাদেশে অবস্হানরত কিছু উগ্রবাদী এই অস্ত্রগুলো নিয়ে যাবে।
আমি তাকে বললাম , সে যেন অস্ত্র নিয়ে অপেক্ষা করে এবং কেউকে যেন না বলে যে , সে ধৃত হয়েছে। আর আমিও আমার এজেন্টদেরকে স্যাটেলাইট ফোনে বলে দিয়েছিলাম , ওরা যেন গোবরাকুড়া পাহাড়ের আড়ালে অপেক্ষা করে।
সেদিন সন্ধ্যা বেলা চারজন লোক এলো। তখন বিজিবির লোকেরা একটু বিশ্রামে ছিলো। তাই ঐ চারজন কয়লার স্তুপের আড়ালে এসে সেই ড্রাইভারকে বললো , "অস্ত্র কোথায় , অস্ত্র দে।"
আমি আড়াল থেকে বের হয়ে বললাম , " তোদেরকে অস্ত্রও দিবো , তোদেরকে আসামেও পাঠাবো। "
একজন আমাকে বললো , " কে তুই ? "
আমি মেশিন পিস্তলের সেফটি ক্যাচ অফ করে বললাম , " তোদের জন্য আমার এজেন্টরা গোবরাকুড়ার পাহাড়ের আড়ালে অপেক্ষা করছে। ওরাই তোদেরকে বলবে , আমি কে ? "
এই কথা বলে , সেই লোকটার পেটে পিস্তলের ডগায় লাগানো সাইলেন্সার দিয়ে মারলাম এক গুঁতো। আর অমনি লোকটা পেটে হাত দিয়ে " ওমা ওমা " বলে মাটিতে বসলো। আমি বললাম , " এখন গুঁতো দিয়েছি। কিন্তু প্রশ্নের উত্তর না দিলে তোদের সকলকেই মেশিন পিস্তল দিয়ে ব্রাস্ট ফায়ার করে খুন করবো। " আমি জিজ্ঞেস করলাম , অস্ত্রগুলোর গন্তব্য কোথায় ? " তখন আমাকে ওরা অস্ত্রগুলোর গন্তব্য বললো। আমি বললাম , " এতোদিন শুনেছিলাম , উগ্রবাদীরা বাংলাদেশের রোড ব্যবহার করে ভারতে অস্ত্র পাচার করে , আর তোরা দেখছি ভারত থেকে বাংলাদেশে অস্ত্র এনে লুকিয়ে রাখিস। " লোকটা বললো , " আমরা শুধু অস্ত্র লুকাই না - বরং মায়ানমারের বিদ্রোহীদের কাছ থেকে সস্তায় অস্ত্র কিনে চট্টগ্রামের বন্দরের জাহাজ ব্যবহার করে শ্রীলঙ্কার বিদ্রোহীদের কাছেও অস্ত্র বিক্রি করি। কিন্তু এবারের চালানের অস্ত্রগুলো বাংলাদেশের এক অস্ত্র ব্যবসায়ীর কাছে জমা রাখার জন্য প্রেরণ করা হয়েছে। ঐ লোক আর কার কার কাছে বিক্রি করবে , সেটা আমরা জানিনা। "
এরপরে অস্ত্রগুলোর গন্তব্য আমি আমার নোটবুকে কলম দিয়ে লিখে নিয়েছিলাম। এরপরে ওরা অস্ত্রসহ ট্রাকে করে আসামে চলে গিয়েছিলো।
পরের দিন স্যাটেলাইট ফোনে আমার এজেন্টরা আমাকে বলেছিলো , " স্যার , উগ্রবাদীরা অস্ত্রসহ ধৃত হয়েছে। আমরা সেন্ট্রাল হোম মিনিস্ট্রিতে বলেছি , আপনি নির্দোষ এবং উগ্রবাদীদেরকে ধরে আসামে ফেরত পাঠিয়েছেন। র' আর গোবরাকুড়ার লোকটার মিথ্যা অভিযোগ বাতিল করা হয়েছে। স্যার আপনি কবে আসছেন ? " উত্তরে আমি শুধু বলেছিলাম , " আমার আরও কাজ আছে। "
পরের দিন আমি আমার কেরানি বস আর কুলি সর্দারের কাছ থেকে বিদায় নিয়ে রওয়ানা হয়েছিলাম উগ্রবাদীদের বলে দেয়া সেই অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে দেখা করার জন্যে (চলবে Google/ https://is.gd/Dahv0 )।